ABTA Test Paper 2019-2020 History Page 86
ABTA Test Paper 2019-2020 History Page 86
Q 1.1) ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চা শুরু করেন
(ক) রজনীপাম দত্ত
(খ) রণজিৎ গুহ
(গ) সুমিত সরকার
(ঘ) জেমস মিল
উত্তরঃ (খ) রনজিত গুহ
Q 1.2) জীবনের ঝরাপাতা কে রচনা করেন?
(ক) বীণা দাস
(খ) সরলা দেবী
(গ) কাদম্বিনী বসু
(ঘ) মাতঙ্গিনী হাজরা
উত্তরঃ (খ) সরলা দেবী
ABTA Test Paper 2019-2020 History Page 86
Q 1.3) হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন
(ক) প্যারীচাঁদ মিত্র
(খ) ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(গ) কৃষ্ণ কুমার মিত্র
(ঘ) হরিশচন্দ্র মুখার্জি
উত্তরঃ (ঘ) হরিশচন্দ্র মুখার্জি
Q 1.4) এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন
(ক) জেমস লং
(খ) স্যার উইলিয়াম জোন্স
(গ) মেকলে
(ঘ) ইবন খলদুন
উত্তরঃ (খ) স্যার উইলিয়াম জোন্স
ABTA Test Paper 2019-2020 History Page 86
Q 1.5) বামাবোধিনী পত্রিকায় “বামা” বলতে কাদের বোঝায়?
(ক) হিন্দু
(খ) পুরুষ
(গ) নারী
(ঘ) সমগ্র জাতি
উত্তরঃ (গ) নারী
Q 1.6) সিধু নেতৃত্ব দিয়েছিলেন
(ক) কোল বিদ্রোহ
(খ) মুন্ডা বিদ্রোহ
(গ) সাঁওতাল বিদ্রোহ
(ঘ) চুয়াড় বিদ্রোহ।
উত্তরঃ (গ) সাঁওতাল বিদ্রোহ
ABTA Test Paper 2019-2020 History Page 86
Q 1.7) ওয়াহাবী শব্দের অর্থ
(ক) কোরান
(খ) নবজাগরণ
(গ) বিধর্মী
(ঘ) বিদ্রোহ।
উত্তরঃ (খ) নবজাগরণ
Q 1.8) মহাবিদ্রোহের সময় দিল্লির সম্রাট ছিলেন
(ক) আকবর
(খ) সিরাজউদ্দৌলা
(গ) শাহজাহান
(ঘ) দ্বিতীয় বাহাদুর শাহ।
উত্তরঃ (ঘ) দ্বিতীয় বাহাদুর শাহ
Q 1.9) হিন্দু মেলা প্রতিষ্ঠা করেন
(ক) রামমোহন রায়
(খ) সুরেন্দ্রনাথ ব্যানার্জি
(গ) ভগৎ সিং
(ঘ) নবগোপাল মিত্র।
উত্তরঃ (ঘ) নবগোপাল মিত্র
ABTA Test Paper 2019-2020 History Page 86
Q 1.10) ভারত সভা প্রতিষ্ঠা হয়
(ক) 1875 খ্রিস্টাব্দে
(খ) 1876 খ্রিস্টাব্দে
(গ) 1857 খ্রিস্টাব্দে
(ঘ) 1878 খ্রিস্টাব্দে
উত্তরঃ (খ) 1876 খ্রিস্টাব্দে
Q 1.11) বন্দেমাতরম সংগীত রচনা করেন
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর
(খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(গ) ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(ঘ) শিবনাথ শাস্ত্রী।
উত্তরঃ (খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ABTA Test Paper 2019-2020 History Page 86
Q 1.12) বঙ্গভঙ্গ রদ হয়
(ক) 1905 খ্রিস্টাব্দে
(খ) 1906 খ্রিস্টাব্দে
(গ) 1908 খ্রিস্টাব্দে
(ঘ) 1911 খ্রিস্টাব্দে।
উত্তরঃ (ঘ) 1911 খ্রিস্টাব্দে
Q 1.13) বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেন
(ক) নবগোপাল মিত্র
(খ) জগদীশচন্দ্র বসু
(গ) প্রফুল্ল চন্দ্র রায়
(ঘ) নীলরতন সরকার।
উত্তরঃ (গ) প্রফুল্ল চন্দ্র রায়
Q 1.14) জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়
(ক) কলকাতায়
(খ) দিল্লিতে
(গ) বোম্বাইয়ে
(ঘ) পুনাতে।
উত্তরঃ (গ) বোম্বাইয়ে
ABTA Test Paper 2019-2020 History Page 86
Q 1.15) বেঙ্গল গেজেট প্রকাশ করতেন
(ক) হাল হেড
(খ) জেমস হিকি
(গ) মার্শম্যান
(ঘ) কেরি।
উত্তরঃ (খ) জেমস হিকি
Q 1.16) ভারতের বিপ্লববাদের জননী হলেন
(ক) মাতঙ্গিনী হাজরা
(খ) লীলা নাগ
(গ) কল্পনা দত্ত
(ঘ) মাদাম কামা।
উত্তরঃ (ঘ) মাদাম কামা।
ABTA Test Paper 2019-2020 History Page 86
Q 1.17) হাফটোন ব্লক এর পথিকৃৎ ছিলেন
(ক) গঙ্গাকিশোর ভট্টাচার্য
(খ) সুকুমার রায়
(গ) উপেন্দ্রকিশোর
(ঘ) সত্যজিৎ রায়।
উত্তরঃ (গ) উপেন্দ্রকিশোর
Q 1.18) লাঙল পত্রিকা প্রকাশ করেন
(ক) কবি নজরুল
(খ) কবি রবীন্দ্রনাথ
(গ) কবি সুকান্ত ভট্টাচার্য
(ঘ) কবি জীবনানন্দ।
উত্তরঃ (ক) কবি নজরুল
ABTA Test Paper 2019-2020 History Page 86
Q 1.19) ভারতের লৌহ মানব বলা হয় যাকে
(ক) জওহরলাল নেহেরু
(খ) সুভাষ চন্দ্র বোস
(গ) বল্লভ ভাই প্যাটেল
(ঘ) হরি সিং।
উত্তরঃ (গ) বল্লভ ভাই প্যাটেল
Q 1.20) গণভোটের দ্বারা যে রাজ্য ভারতের অন্তর্ভুক্ত হয়
(ক) কাশ্মীর
(খ) হায়দরাবাদ
(গ) জুনাগড়
(ঘ) সিকিম।
উত্তরঃ (গ) জুনাগড়
ABTA Test Paper 2019-2020 History Page 86
Thank You