ABTA Test Paper 2019-2020 History Page 105
ABTA Test Paper 2019-2020 History Page 105
Q 1.1) প্রাচ্যের ইতিহাস রচনার উপাদান সংগ্রহের জন্য তৈরি ইন্ডিয়া হাউজ অবস্থিত
(ক) দিল্লি
(খ) কলকাতা
(গ) লন্ডন
(ঘ) ফ্রান্সে
উত্তরঃ (গ) লন্ডন
Q 1.2) প্রথম বিশ্ব পরিবেশ দিবস বা ইকো ডে পালিত হয়
(ক) 1962 খ্রিস্টাব্দে
(খ) 1965 খ্রিস্টাব্দে
(গ) 1971 খ্রিস্টাব্দে
(ঘ) 1974 খ্রিস্টাব্দে।
উত্তরঃ (ঘ) 1974 খ্রিস্টাব্দে।
Q 1.3) বাংলার নবজাগরণপক “এলিটিস্ট” আন্দোলন বলে অভিহিত করেছেন
(ক) যদুনাথ সরকার
(খ) অনিল শীল
(গ) সুপ্রকাশ রায়
(ঘ) অমলেশ ত্রিপাঠী।
উত্তরঃ (গ) সুপ্রকাশ রায়
ABTA Test Paper 2019-2020 History Page 105
Q 1.4) হিন্দু কলেজ প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত ছিলেন না
(ক) রাজা রামমোহন রায়
(খ) ডিরোজিও
(গ) হাইড ইস্ট
(ঘ) ডঃ বৈদ্যনাথ মুখোপাধ্যায়।
উত্তরঃ (ঘ) ডঃ বৈদ্যনাথ মুখোপাধ্যায়
Q 1.5) ভারতে ‘পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ম্যাগনাকার্টা‘ বলা হয়
(ক) 1813 খ্রিস্টাব্দ সনদ আইনকে
(খ) 1835 খ্রিস্টাব্দ মেকলে মিনিটসকে
(গ) 1854 খ্রিস্টাব্দ উডের ডেসপ্যাচকে
(ঘ) 1882 খ্রিস্টাব্দ হান্টার কমিশনকে।
উত্তরঃ (খ) 1835 খ্রিস্টাব্দ মেকলে মিনিটসকে
ABTA Test Paper 2019-2020 History Page 105
Q 1.6) “নীলদর্পণ” নাটক রচিত হয়েছিল
(ক) ধর্মীয় সংস্কারের জন্য
(খ) নীলকর সাহেবদের সমর্থনে
(গ) উপজাতি বিদ্রোহের উপরে
(ঘ) নীলচাষীদের সমর্থনে।
উত্তরঃ (ঘ) নীলচাষীদের সমর্থনে।
Q 1.7) চিল নায়েক যুক্ত ছিলেন
(ক) ভিল বিদ্রোহে
(খ) পাবনা বিদ্রোহে
(গ) পাগলপন্থী বিদ্রোহে
(ঘ) চুয়াড় বিদ্রোহে।
উত্তরঃ (ক) ভিল বিদ্রোহে
ABTA Test Paper 2019-2020 History Page 105
Q 1.8) রামচন্দ্র পান্ডু রঙ্গ পরিচিত ছিলেন যে নামে
(ক) বাহাদুর শাহ
(খ) কুনওয়ার সিং
(গ) নানা সাহেব
(ঘ) তাতিয়া তোপি।
উত্তরঃ (ঘ) দ্বিতীয় বাহাদুর শাহ
Q 1.9) 1883 খ্রিস্টাব্দে ভারত সভার উদ্যোগে সর্বভারতীয় জাতীয় সম্মেলন হয়
(ক) লাহোরে
(খ) কলকাতায়
(গ) কানপুরে
(ঘ) বোম্বাইয়ে।
উত্তরঃ (খ) কলকাতায়
ABTA Test Paper 2019-2020 History Page 105
Q 1.10) গগনেন্দ্রনাথ ঠাকুরের অঙ্কিত ব্যঙ্গচিত্র নয়
(ক) প্রচন্ড মমতা
(খ) জাতাসুর
(গ) খল ব্রাহ্মণ
(ঘ) নির্বাসিত যক্ষ।
উত্তরঃ (ক) প্রচন্ড মমতা
Q 1.11) বঙ্গাল গেজেটি প্রকাশ করেন
(ক) মার্শম্যান
(খ) উইলকিন্স
(গ) অগাস্টাস হিকি
(ঘ) গঙ্গাকিশোর ভট্টাচার্য।
উত্তরঃ (গ) অগাস্টাস হিকি
ABTA Test Paper 2019-2020 History Page 105
Q 1.12) হাফটোন ব্লকের পথিকৃৎ ছিলেন
(ক) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
(খ) সুকুমার রায়
(গ) সত্যজিৎ রায়
(ঘ) সন্দীপ রায়।
উত্তরঃ (ক) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
Q 1.13) শের-ই-বাংলা নামে পরিচিত
(ক) আবদুল গফফর খান
(খ) বীরেন্দ্রনাথ শাসমল
(গ) আবুল কাশেম ফজলুল হক
(ঘ) আশুতোষ মুখোপাধ্যায়।
উত্তরঃ (গ) আবুল কাশেম ফজলুল হক
ABTA Test Paper 2019-2020 History Page 105
Q 1.14) সুভাষচন্দ্র বসু ফরওয়ার্ড ব্লক দল তৈরি করেন
(ক) 1937 খ্রিস্টাব্দে
(খ) 1938 খ্রিস্টাব্দে
(গ) 1939 খ্রিস্টাব্দে
(ঘ) 1940 খ্রিস্টাব্দে।
উত্তরঃ (গ) 1939 খ্রিস্টাব্দে
Q 1.15) আমাদের শ্রমিক সমস্যা গ্রন্থটির রচয়িতা হলেন
(ক) সুব্রহ্মণ্যম আইয়ার
(খ) সতীশচন্দ্র মুখোপাধ্যায়
(গ) দেওয়ান চমনলাল
(ঘ) মুজাফফর আহমেদ।
উত্তরঃ ()
ABTA Test Paper 2019-2020 History Page 105
Q 1.16) বুড়িবালামের যুদ্ধে অংশ নেন
(ক) সূর্যসেন
(খ) বাঘাযতীন
(গ) ভগৎ সিং
(ঘ) প্রীতিলতা ওয়াদ্দেদার।
উত্তরঃ (খ) বাঘাযতীন
ABTA Test Paper 2019-2020 History Page 105
Q 1.17) মহিলা রাষ্ট্রীয় সংঘ (MRS) প্রতিষ্ঠা করেন
(ক) প্রভাবতী বসু
(খ) উর্মিলা দেবী
(গ) লতিকা ঘোষ
(ঘ) লীলা নাগ।
উত্তরঃ (ক) প্রভাবতী বসু
Q 1.18) ‘রশিদ আলি দিবস‘ পালিত হয়
(ক) 11 ই ফেব্রুয়ারি
(খ) 12 ই ফেব্রুয়ারি
(গ) 15 ই ফেব্রুয়ারি
(ঘ) 16 ই ফেব্রুয়ারি।
উত্তরঃ (খ) 12 ই ফেব্রুয়ারি
ABTA Test Paper 2019-2020 History Page 105
Q 1.19) “সেদিনের কথা” গ্রন্থটির লেখক
(ক) মণিকুন্তলা সেন
(খ) সেলিনা হোসেন
(গ) কালী প্রসাদ মুখোপাধ্যায়
(ঘ) হিরণময় বন্দোপাধ্যায়।
উত্তরঃ (ক) মণিকুন্তলা সেন
Q 1.20) বর্তমানে ভারতে মোট স্বীকৃত আঞ্চলিক ভাষা হল
(ক) 14 টি
(খ) 18 টি
(গ) 21 টি
(ঘ) 22 টি।
উত্তরঃ (খ) 22 টি
ABTA Test Paper 2019-2020 History Page 105
Thank You