ABTA Test Paper 2019-2020 History Page 396
ABTA Test Paper 2019-2020 History Page 396
Q 1.1) জীবনস্মৃতি নামক স্মৃতি কথাটির লেখক হলেন
(ক) মণিকুন্তলা সেন
(খ) নারায়ণ সান্যাল
(গ) রবীন্দ্রনাথ ঠাকুর
(ঘ) বিপিনচন্দ্র পাল।
উত্তরঃ (গ) রবীন্দ্রনাথ ঠাকুর
Q 1.2) নতুন সামাজিক ইতিহাস চর্চা আরম্ভ হয়
(ক) 1940 এর দশকে
(খ) 1950 এর দশকে
(গ) 1960 এর দশকে
(ঘ) 1990 এর দশকে।
উত্তরঃ (গ) 1960 এর দশকে
Q 1.3) গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকার সম্পাদক ছিলেন
(ক) কালীপ্রসন্ন সিংহ
(খ) হরিনাথ মজুমদার
(গ) দীনবন্ধু মিত্র
(ঘ) কেউই নন।
উত্তরঃ (খ) হরিনাথ মজুমদার
Q 1.4) স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন
(ক) রাধাকান্ত দেব
(খ) রজত রায়
(গ) ডেভিড হেয়ার
(ঘ) বেথুন।
উত্তরঃ (গ) ডেভিড হেয়ার
Q 1.5) কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য
(ক) উইলিয়াম কোলভিল
(খ) স্যার গুরুদাস বন্দোপাধ্যায়
(গ) লর্ড ক্যানিং
(ঘ) আশুতোষ মুখোপাধ্যায়।
উত্তরঃ (গ) লর্ড ক্যানিং
Q 1.6) ভারতের প্রথম নীলকর হলেন
(ক) জেমস মিল
(খ) জোনাথন ডানকান
(গ) লুই বোনার্ড
(ঘ) আলেকজান্ডার ডাফ।
উত্তরঃ (গ) লুই বোনার্ড
Q 1.7) ‘জমি আল্লাহর দান’ বলেছিলেন
(ক) তিতুমীর
(খ) গোলাম মাসুম
(গ) শরীয়ত উল্লাহ
(ঘ) দুদু মিঞা।
উত্তরঃ (ঘ) দুদু মিঞা
Q 1.8) আনন্দমঠ প্রকাশিত হয়
(ক) 1982 খ্রিস্টাব্দে
(খ) 1878 খ্রিস্টাব্দে
(গ) 1882 খ্রিস্টাব্দে
(ঘ) 1905 খ্রিস্টাব্দে।
উত্তরঃ (গ) 1882 খ্রিস্টাব্দে
Q 1.9) রাজনারায়ণ বসু যুক্ত ছিলেন
(ক) হিন্দু মেলার সাথে
(খ) শিবাজী উৎসব এর সাথে
(গ) ভারত সভার সাথে
(ঘ) কংগ্রেসের সাথে।
উত্তরঃ (ক) হিন্দু মেলার সাথে
Q 1.10) ভারতের জাতীয়তাবাদের জনক বলা হয়
(ক) অরবিন্দ ঘোষকে
(খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে
(গ) স্বামী বিবেকানন্দকে
(ঘ) রাজা রামমোহন রায়কে।
উত্তরঃ (গ) স্বামী বিবেকানন্দকে
ABTA Test Paper 2019-2020 History Page 396
Q 1.11) ভারতের প্রথম ছাপাখানা প্রতিষ্ঠা করেছিল
(ক) ইংরেজরা
(খ) ফরাসিরা
(গ) পর্তুগিজরা
(ঘ) ওলন্দাজরা।
উত্তরঃ (গ) পর্তুগিজরা
Q 1.12) ‘হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি’ (‘History of Hindu Chemistry’) গ্রন্থের লেখক হলেন
(ক) জগদীশচন্দ্র বসু
(খ) মেঘনাথ সাহা
(গ) সি ভি রমন
(ঘ) প্রফুল্ল চন্দ্র রায়।
উত্তরঃ (ঘ) প্রফুল্ল চন্দ্র রায়
Q 1.13) উপজাতীয় বিদ্রোহ সংঘটিত হয়
(ক) মালাবার অঞ্চলে
(খ) কঙ্কন উপকূলে
(গ) ওড়িশায়
(ঘ) গোদাবরী উপত্যাকায়।
উত্তরঃ (ঘ) গোদাবরী উপত্যাকায়
ABTA Test Paper 2019-2020 History Page 396
Q 1.14) দেশপ্রাণ আখ্যা দেয়া হয়েছিল
(ক) বীরেন্দ্রনাথ শাসমলকে
(খ) চিত্তরঞ্জন দাশকে
(গ) সুভাষচন্দ্র বসুকে
(ঘ) শ্যামাপ্রসাদ মুখার্জীকে।
উত্তরঃ (ক) বীরেন্দ্রনাথ শাসমলকে
Q 1.15) মানবেন্দ্রনাথ রায়ের প্রকৃত নাম
(ক) নরেন্দ্রনাথ ভট্টাচার্য
(খ) যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
(গ) নরেন্দ্রনাথ রায়
(ঘ) যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়।
উত্তরঃ (ক) নরেন্দ্রনাথ ভট্টাচার্য
ABTA Test Paper 2019-2020 History Page 396
Q 1.16) চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠনের নেতৃত্ব দেন
(ক) ভগৎ সিংহ
(খ) বিনয় বসু
(গ) সূর্য সেন
(ঘ) রাসবিহারী বসু।
উত্তরঃ (গ) সূর্য সেন
Q 1.17) বাংলার নমঃশূদ্ররা ছিলেন মূলত
(ক) কৃষিজীবী
(খ) শিক্ষক
(গ) কারখানার শ্রমিক
(ঘ) পুরোহিত শ্রেণি।
উত্তরঃ (ক) কৃষিজীবী
ABTA Test Paper 2019-2020 History Page 396
Q 1.18) জয়শ্রী পত্রিকা প্রকাশ করেন
(ক) লীলা রায়
(খ) বীণা দাস
(গ) প্রীতিলতা ওয়াদ্দেদার
(ঘ) কল্পনা দত্ত।
উত্তরঃ (ক) লীলা রায়
Q 1.19) নেহেরু লিয়াকৎ চুক্তি স্বাক্ষরিত হয়
(ক) 1950 খ্রিস্টাব্দে
(খ) 1951 খ্রিস্টাব্দে
(গ) 1952 খ্রিস্টাব্দে
(ঘ) 1948 খ্রিস্টাব্দে
উত্তরঃ (ক) 1950 খ্রিস্টাব্দে
Q 1.20) ‘Train to Pakistan’ গ্রন্থটি লিখেছেন
(ক) জওহরলাল নেহেরু
(খ) ভি পি মেনন
(গ) খুশবন্ত সিংহ
(ঘ) সলমন রুশদি।
উত্তরঃ (গ) খুশবন্ত সিংহ
Thank You