ABTA Test Paper 2021-22 Geography Page 166
ABTA Test Paper 2021-22 Geography Page 166
বিভাগ – ‘ক’
১। বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :
১.১ শুষ্ক অঞ্চলে যে বহির্জাত শক্তির প্রাধান্য থাকে তা হল –
(ক) নদী
(খ) বায়ু
(গ) হিমবাহ
(ঘ) কোনটিই নয়
উত্তরঃ (ক) নদী
১.২ নায়াগ্রা জলপ্রপাত সৃষ্টি হয়েছে –
(ক) আমাজন
(খ) মিসিসিপি
(গ) কলোরাডো
(ঘ) সেন্ট লরেন্স নদীতে
উত্তরঃ (ঘ) সেন্ট লরেন্স নদীতে
১.৩ হিমসিঁড়িতে সৃষ্ট হ্রদকে বলে –
(ক) করি হ্রদ
(খ) প্যাটার্নস্টার হ্রদ
(গ) ফিয়র্ড হ্রদ
(ঘ) টার্ন হ্রদ
উত্তরঃ (খ) প্যাটার্নস্টার হ্রদ
১.৪ মরু অঞ্চলে গড়ে ওঠা লবনাক্ত জলের হ্রদগুলিকে বলে –
(ক) কাতারা
(খ) ধান্দ
(গ) প্লায়া
(ঘ) মরুদ্যান
উত্তরঃ (গ) প্লায়া
১.৫ মালভূমি থেকে উৎপন্ন একটি নদী –
(ক) গঙ্গা
(খ) ব্রহ্মপুত্র
(গ) বিতক্ত
(ঘ) দামোদর
উত্তরঃ (ঘ) দামোদর
১.৬ আয়তনের বিচারে ভারতের বৃহত্তম অঙ্গরাজ্যটি হল –
(ক) পশ্চিমবঙ্গ
(খ) অন্ধ্রপ্রদেশ
(গ) বিহার
(ঘ) রাজস্থান
উত্তরঃ (ঘ) রাজস্থান
১.৭ ধৌত প্রক্রিয়া দেখা যায় –
(ক) পলি
(খ) ল্যাটেরাইট
(গ) রেগুর
(ঘ) পডসল মাটিতে
উত্তরঃ (খ) ল্যাটেরাইট
১.৮ ভারতের বৃহত্তম উপগ্রহ –
(ক) চিল্কা
(খ) কোলেরু
(গ) ভেম্বনাদ
(ঘ) পুলিকট
উত্তরঃ (ক) চিল্কা
১.৯ উত্তর ও দক্ষিণ ভারতের জলবিভাজিকা রূপে গণ্য করা হয় –
(ক) আরাবল্লী
(খ) পশ্চিমঘাট
(গ) বিন্ধ্য
(ঘ) সাতপুরা
উত্তরঃ (গ) বিন্ধ্য
১.১০ আম্রবৃষ্টি পরিলক্ষিত হয় –
(ক) উত্তর ভারতে
(খ) পূর্ব ভারতে
(গ) দক্ষিণ ভারতে
(ঘ) পশ্চিম ভারতে
উত্তরঃ (গ) দক্ষিণ ভারতে
১.১১ ভারতের শুল্কমুক্ত বন্দর হল –
(ক) মুম্বাই
(খ) কলকাতা
(গ) কান্দালা
(ঘ) বিশাখাপত্তনম
উত্তরঃ (গ) কান্দালা
১.১২ কলকাতা ও মুম্বাই যে সড়কপথটি দ্বারা যুক্ত হয়েছে –
(ক) NH-2
(খ) NH-7
(গ) NH-6
(ঘ) NH-44
উত্তরঃ (গ) NH-6
১.১৩ ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য –
(ক) পশ্চিমবঙ্গ
(খ) বিহার
(গ) উত্তরপ্রদেশ
(ঘ) কেরালা
উত্তরঃ (গ) উত্তরপ্রদেশ
১.১৪ ভারতের প্রধান প্রশাসনিক শহর হল –
(ক) মুম্বাই
(খ) কলকাতা
(গ) দিল্লি
(ঘ) চেন্নাই
উত্তরঃ (গ) দিল্লি
ABTA Test Paper 2021-22 Geography Page 166
বিভাগ – ‘খ’
২। ২.১ নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে ‘শু’ এবং অশুদ্ধ হলে ‘অ’ লেখো (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) :
২.১.১ অবঘর্ষ প্রক্রিয়া বায়ুর কাজের প্রাধান্য বেশি থাকে।
উত্তরঃ শু
২.১.২ ইনসেলবার্জ হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয়।
উত্তরঃ অ
২.১.৩ পেনগঙ্গা হল কৃষ্ণার একটি উপনদী।
উত্তরঃ অ
২,১,৪ গাঙ্গেয় সমভূমির নবীন পলিমাটিতে কারেওয়া বলে।
উত্তরঃ অ
২.১.৫ ভারতের দক্ষিণতম পর্বত হল কার্দামম।
উত্তরঃ শু
২.১.৬ ভারতের কার্পাস গবেষণাগার মহারাষ্ট্রের নাগপুরে অবস্থিত।
উত্তরঃ শু
২.১.৭ ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য কেরল।
উত্তরঃ অ
ABTA Test Paper 2021-22 Geography Page 166
২.২ উপযুক্ত শব্দ বসিয়ে শূণ্যস্থান পূরণ করো (যে কোনো ছয়টি) :
২.২.১ পৃথিবীর দ্রুততম হিমবাহ __________।
উত্তরঃ জেকবসভ্যান
২.২.২ বহিঃবিধৌত সমভূমিতে আঁকাবাঁকা শৈলশিরার মত গঠিত ভূমিরূপকে বলে _________।
উত্তরঃ এস্কার
২.২.৩ ভারতের উত্তরতম বিন্দু হলো __________।
উত্তরঃ ইন্দ্রিরা কল
২.২.৪ আউটসোর্সিংকে সংক্ষেপে _________ বলে।
উত্তরঃ BPO
২.২.৫ পাঞ্জাবের নবীন, পলি গঠিত অঞ্চলকে _________ বলে।
উত্তরঃ বেট
২.২.৬ ভারতের প্রথম পাটকল স্থাপিত হয় __________ শহরে।
উত্তরঃ হুগলী রিষড়াতে
২.২.৭ অসমে কালবৈশাখীকে বলা হয় __________।
উত্তরঃ বরদৌছিলা
ABTA Test Paper 2021-22 Geography Page 166
২.৩ একটি বা দুটি শব্দে উত্তর দাও (যে কোনো ছয়টি) :
২.৩.১ ভারতের বৃহত্তম হিমবাহের নাম কী?
উত্তরঃ সিয়াচেন
২.৩.২ ক্ষয়সীমা ধারণার প্রবর্তক কে?
উত্তরঃ জে ডব্লু পাউল
২.৩.৩ জলপ্রপাতের তলদেশে সৃষ্ট গর্তকে কী বলে?
উত্তরঃ প্রপাত কূপ
২.৩.৪ ভারতের একক বৃহত্তম শিল্প কোন্টি?
উত্তরঃ কার্পাস বয়ন শিল্প
২.৩.৫ ভারতের সবুজ বিপ্লবের জনক কে?
উত্তরঃ ডঃ এম ে স্বামীনাথন
২.৩.৬ ভারতের ডেট্রয়েট কাকে বলা হয়?
উত্তরঃ চেন্নাই
২.৩.৭ কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার কোথায় অবস্থিত?
উত্তরঃ দেরাদুন
ABTA Test Paper 2021-22 Geography Page 166
২.৪ বামদিকের সাথে ডানদিকেরগুলি মিলিয়ে লেখো :
বামদিক |
ডানদিক |
২.৪.১ বিজ্ঞাননগরী ২.৪.২ জোড়হাট ২.৪.৩ TISCO ২.৪.৪ স্বাভাবিক বাঁধ |
(১) চা গবেষণাগার (২) প্লাবন সমভূমি (৩) বেঙ্গালুরু (৪) জামশেদপুর |
উত্তরঃ
বামদিক |
ডানদিক |
২.৪.১ বিজ্ঞাননগরী ২.৪.২ জোড়হাট ২.৪.৩ TISCO ২.৪.৪ স্বাভাবিক বাঁধ |
(৩) বেঙ্গালুরু (১) চা গবেষণাগার (৪) জামশেদপুর (২) প্লাবন সমভূমি |
ABTA Test Paper 2021-22 Geography Page 166
Thank you so much sir.
mst wlcm