ABTA Test Paper 2021-22 Geography Page 790
ABTA Test Paper 2021-22 Geography Page 790
বিভাগ – ‘ক’
১। বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :
১.১ যে প্রক্রিয়ায় ক্ষয়কার্যের মাধ্যমে ভূমির উচ্চতা হ্রাস পায়, সেই প্রক্রিয়া হল –
(ক) অবঘর্ষ
(খ) আরোহন প্রক্রিয়া
(গ) অবরোহন প্রক্রিয়া
(ঘ) নগ্নীভবন
উত্তরঃ (গ) অবরোহন প্রক্রিয়া
১.২ মহাদেশীয় হিমবাহ দেখতে –
(ক) চ্যাপ্টা গম্বুজের মতো
(খ) সিঁড়ির মতো
(গ) জিহ্বার মতো
(ঘ) করাতের দাঁতের মতো
উত্তরঃ (ক) চ্যাপ্টা গম্বুজের মতো
১.৩ শুষ্ক নদীখাতকে বলে –
(ক) প্লায়া
(খ) ওয়াদি
(গ) বাজাদা
(ঘ) পেডিমেন্ট
উত্তরঃ (খ) ওয়াদি
১.৪ গ্র্যান্ড ক্যানিয়ন যে নদীতে দেখা যায় –
(ক) আমাজন
(খ) কলোরাডো
(গ) নীলনদ
(ঘ) মিসিসিপি
উত্তরঃ (খ) কলোরাডো
১.৫ কেরলের মালাবার উপকূলের গঠিত বালিয়াড়িকে স্থানীয় ভাষায় বলে –
(ক) ক্যাসেল কপিজ
(খ) বোলসন
(গ) টেরিস
(ঘ) রেগ
উত্তরঃ (গ) টেরিস
১.৬ ধুঁয়াধর জলপ্রপাত অবস্থিত –
(ক) কৃষ্ণা নদী
(খ) কাবেরী নদী
(গ) নর্মদা নদী
(ঘ) গোদাবরী নদী
উত্তরঃ (গ) নর্মদা নদী
১.৭ গেরসোপ্পা জলপ্রপাত অবস্থিত –
(ক) সরাবতী
(খ) সবরমতী
(গ) তাপ্তি
(ঘ) নর্মদা নদীর উপর
উত্তরঃ (ক) সরাবতী
১.৮ এল-নিনো দেখা যায় –
(ক) ডিসেম্বর
(খ) মার্চ
(গ) জুলাই
(ঘ) সেপ্টেম্বর মাসে
উত্তরঃ (ক) ডিসেম্বর
১.৯ ভারতের রূঢ় বলা হয় –
(ক) রানীগঞ্জ
(খ) দুর্গাপুর
(গ) জামশেদপুর
(ঘ) ভিলাইকে
উত্তরঃ (খ) দুর্গাপুর
১.১০ কৃষ্ণ মৃত্তিকায় জলধারণ ক্ষমতা –
(ক) খুব কম
(খ) কম
(গ) মাঝারি
(ঘ) খুব বেশি
উত্তরঃ (ঘ) খুব বেশি
১.১১ গ্রীষ্মকালে দুপুরের সময় উত্তর ভারতে প্রবাহিত উষ্ণ ও শুষ্ক বায়ু হল –
(ক) আঁধি
(খ) কালবৈশাখী
(গ) লু
(ঘ) বরদৈছিলা
উত্তরঃ (গ) লু
১.১২ মাইথন বাঁধ নির্মাণ করা হয়েছে –
(ক) দামোদর নদে
(খ) বরাকর নদীতে
(গ) কোনার নদীতে
(ঘ) কংসাবতী নদীতে
উত্তরঃ (খ) বরাকর নদীতে
১.১৩ ভারতের দীর্ঘতম সেচখাল হল –
(ক) সারদা খাল
(খ) ইন্দিরা খাল
(গ) পূর্ব যমুনা খাল
(ঘ) পশ্চিম যমুনা খাল
উত্তরঃ (খ) ইন্দিরা খাল
১.১৪ রাউরকেল্লা স্টিক প্ল্যান্ট কোন নদীর তীরে গড়ে উঠেছে –
(ক) সুবর্ণরেখা
(খ) খরকাই
(গ) হুগলী
(ঘ) ব্রাহ্মণী
উত্তরঃ (ঘ) ব্রাহ্মণী
ABTA Test Paper 2021-22 Geography Page 790
বিভাগ – ‘খ’
২। ২.১ নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে ‘শু’ এবং অশুদ্ধ হলে ‘অ’ লেখো (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) :
২.১.১ লম্ফদান নদী ক্ষয়ের একটি প্রক্রিয়া।
উত্তরঃ অ
২.১.২ হিমবাহ সারা বছর পৃথিবীর সর্বত্র সমান উচ্চতায় বিরাজ করে।
উত্তরঃ অ
২.১.৩ চলমান বালিয়াড়িকে ধ্রীয়ান বলে।
উত্তরঃ শু
২.১.৪ হীরাকুঁদ নদী পরিকল্পনা অজয় নদীর উপর অবস্থিত।
উত্তরঃ অ
২.১.৫ জম্মু ও শ্রীনগরের মধ্যে সংযোগকারী গিরিপথের নাম জোজিলা।
উত্তরঃ অ
২.১.৬ মৃত্তিকাক্ষয়ের একটি অন্যতম কারণ হল নির্বিচারে বৃক্ষচ্ছেদন।
উত্তরঃ শু
২.১.৭ ভারতের সিলিকন ভ্যালি বলা হয় মুম্বাইকে।
উত্তরঃ অ
ABTA Test Paper 2021-22 Geography Page 790
২.২ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো ( যে কোন ছয়টি প্রশ্নের উত্তর দাও ) ঃ
২.২.১ নীলকন্ঠ একটি __________ এর উদাহরণ।
উত্তরঃ পিরামিড চূড়ার
২.২.২ মন্থকূপ __________ প্রক্রিয়ায় গঠিত হয়।
উত্তরঃ অবঘর্ষ
২.২.৩ ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম __________।
উত্তরঃ লুনি
২.২.৪ সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম __________।
উত্তরঃ ধূপগড়
২.২.৫ সোনালী পানীয় বলা হয় __________ কে।
উত্তরঃ চা
২.২.৬ __________ হল ভারতের দীরঘতম সেচখাল।
উত্তরঃ ইন্দিরা খাল
২.২.৭ __________ ভারতের বৃহত্তম লৌহ-ইস্পাত শিল্পকেন্দ্র।
উত্তরঃ ভিলাই
ABTA Test Paper 2021-22 Geography Page 790
২.৩ একটি বা দুটি শব্দে উত্তর দাও (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) ঃ
২.৩.১ হিমবাহ ও পর্বতগাত্রের মধ্যে ফাটলকে কী বলে?
উত্তরঃ বার্গস্রুন্ড
২.৩.২ ভারতের বৃহত্তম মালভূমি কোন্টি?
উত্তরঃ দাক্ষিণাত্যের মালভূমি
২.৩.৩ একটি নিত্যবাহ খালের উদাহরণ দাও?
উত্তরঃ পূর্ব যমুনা খাল
২.৩.৪ পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপের নাম কি?
উত্তরঃ গাঙ্গেয় বদ্বীপ বা গঙ্গা – ব্রহ্মপুত্র মিলিত বদ্বীপ
২.৩.৫ সোনালী চতুর্ভুজের ক্ষুদ্রতম বাহু কোন দুটি শহরকে যুক্ত করেছে?
উত্তরঃ মুম্বাই ও চেন্নাইকে
২.৩.৬ ভারতের পূর্ব উপকূলের বৃহত্তম হ্রদের নাম কি?
উত্তরঃ চিল্কা
২.৩.৭ একটি পর্ণমোচী উদ্ভিদের উদাহরণ দাও।
উত্তরঃ শাল
২.৩.৮ ভারতের কোন রাজ্য বৃষ্টির জল সংরক্ষণে সর্বাধিক অগ্রণী?
উত্তরঃ তামিলনাড়ু
ABTA Test Paper 2021-22 Geography Page 790
২.৪ বামদিকের সাথে ডানদিকের শব্দগুলি মিলিয়ে লেখো ঃ
বামদিক | ডানদিক |
নীলগিরি পর্বত | ব্যাঙ্গালুরু |
তথ্যপ্রযুক্তি শিল্প | স্বাভাবিক বাঁধ |
নর্মদা নদী | দোদাবেতা |
প্লাবনভূমি | ধুঁইয়াধার জলপ্রপাত |
উত্তরঃ
বামদিক | ডানদিক |
নীলগিরি পর্বত | দোদাবেতা |
তথ্যপ্রযুক্তি শিল্প | ব্যাঙ্গালুরু |
নর্মদা নদী | ধুঁয়াধার জলপ্রপাত |
প্লাবনভূমি | ধুঁইয়াধার জলপ্রপাত |
ABTA Test Paper 2021-22 Geography Page 790