Sun. Dec 22nd, 2024

Prantik Class 10 Life Science Chapter 2

অধ্যায়ঃ জীবনের প্রবাহমানতা  

Prantik Class 10 Life Science Chapter 2  

 

A. বহুবিকল্পভিত্তিক প্রশ্ন :  (প্রশ্নমান 1) 

প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখাে :


 Question 1:

যে কোশ বিভাজনের সময় কোনো বেমতন্তু তৈরি হয় না সেই কোশ বিভাজনকে বলা হয় –

Options :

(A) অ্যামাইটোসিস বিভাজন 

(B) প্রথম মিয়োটিক বিভাজন 

(C) দ্বিতীয় মিয়োটিক বিভাজন 

(D) মাইটোসিস বিভাজন 

উত্তরঃ 

(A) অ্যামাইটোসিস বিভাজন 


Question 2:

মানবদেহে বৃদ্ধির 12 থেকে 20 বছর বয়স পর্যন্ত দশাকে বলা হয় –

(A) শৈশব দশা

(B) বয়ঃসন্ধি দশা

(C) পরিণত দশা

(D) বার্ধক্য দশা

উত্তরঃ 

(B) বয়ঃসন্ধি দশা


Question 3:

মানব পরিস্ফুরণের কোন দশায় স্বাভাবিকভাবেই স্মৃতিশক্তি দুর্বল হতে থাকে ?

Options :

(A) শৈশব 

(B) বয়ঃসন্ধি 

(C) বার্ধক্য 

(D) সদ্যোজাত 

উত্তরঃ 

(C) বার্ধক্য 


Question 4:

হিস্টোন একপ্রকার –

Options :

(A) অম্লিক প্রোটিন 

(B) ক্ষারীয় প্রোটিন 

(C) উভধর্মী প্রোটিন 

(D) স্ক্লেরো প্রোটিন 

উত্তরঃ 

(B) ক্ষারীয় প্রোটিন 


Question 5:

নিউক্লিয়াসের কোন অংশ থেকে ক্রোমোজোম গঠিত হয় ?

Options :

(A) নিউক্লিওলাস 

(B) ক্রোমাটিন জালিকা 

(C) নিউক্লিওলাস 

(D) নিউক্লিয়পর্দা 

উত্তরঃ 

(B) ক্রোমাটিন জালিকা 


Question 6:

ক্রোমোজোমের মুখ্য খাঁজ অংশে গঠিত হয় –

Options :

(A) টেলোমিয়ার 

(B) সেন্ট্রোমিয়ার 

(C) ক্রোমোমিয়ার 

(D) স্যাটেলাইট 

উত্তরঃ 

(B) সেন্ট্রোমিয়ার 


Question 7:

কোশচক্রের কোন দশায় DNA সংশ্লেষিত হয় ?

Options :

(A)  G1 দশায় 

(B)  S দশায় 

(C) G2 দশায় 

(D) G0 দশায় 

উত্তরঃ 

(B) S দশায় 


Question 8:

যে ক্ষার মূলকটি DNA-তে থাকে না, RNA -তে থাকে তা হল –

Options :

(A) অ্যাডিনিন 

(B) ইউরাসিল 

(C) থাইমিন 

(D) সাইটোসিন 

উত্তরঃ 

(B) ইউরাসিল 


Question 9:

প্রোটিন সংশ্লেষণে সাহায্যকারী কোশ অঙ্গাণুটি হল –

Options :

(A) লাইসোজোম 

(B) রাইবোজোম 

(C) পার-অক্সিজোম 

(D) গ্লাইঅক্সিজোম 

উত্তরঃ 

(B) রাইবোজোম 


Question 10:

মিয়োসিস ঘটে –

Options :

(A) জনন মাতৃকোশে 

(B) রেণু মাতৃকোশে 

(C) জাইগোট 

(D) সবকটিতে 

উত্তরঃ 

(B) সবকটিতে 


Question 11:

কোশ বিভাজনের কোন দশায় ক্রোমোজোমের আকার স্পষ্ট হয় ?

Options :

(A) প্রোফেজ 

(B) মেটাফেজ 

(C) অ্যানাফেজ 

(D) টেলোফেজ 

উত্তরঃ 

(B) মেটাফেজ 


Question 12:

খণ্ডীভবন প্রক্রিয়ায় জনন সম্পন্ন করে –

Options :

(A) ঈস্ট 

(B) স্পাইরোগাইরা 

(C) প্লাসমোডিয়াম 

(D) অ্যামিবা 

উত্তরঃ 

(B) স্পাইরোগাইরা 


Question 13:

পত্রজ মুকুলের সাহায্যে বংশ বিস্তার করে –

Options :

(A) পাথরকুচি 

(B) রাঙা আলু 

(C) শাঁকালু 

(D) শুশনি 

উত্তরঃ 

(A) পাথরকুচি 


Question 14:

বায়ু দ্বারা পরাগযোগ ঘটে –

Options :

(A) ধান ও ভুট্টায় 

(B) আমে 

(C) শিমুল গাছে 

(D) সবকটিতে 

উত্তরঃ 

(A) ধান ও ভুট্টায় 


Question 15:

দ্বিনিষেক ঘটে –

Options :

(A) আম , জাম-উদ্ভিদে 

(B) শ্যাওলায় 

(C) ছত্রাকে 

(D) ফার্নে 

উত্তরঃ 

(A) আম , জাম-উদ্ভিদে 


Question 16:

পুরুষ ও স্ত্রীর গৌণ যৌন লক্ষণগুলি প্রকাশিত হয় –

Options :

(A) বার্ধক্যে 

(B) বয়ঃসন্ধিকালে 

(C) পরিণত বয়সে 

(D) শৈশবে 

উত্তরঃ 

(B) বয়ঃসন্ধিকালে 


Question 17:

সবচেয়ে উন্নত ধরণের কলম হল –

Options :

(A) শাখাকলম 

(B) দাবাকলম 

(C) গুটিকলম 

(D) জোড়কলম 

উত্তরঃ 

(D) জোড়কলম 


Question 18:

যে প্রকার কোশ বিভাজনে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে সেটি হল –

Options :

(A) মাইটোসিস 

(B) মিয়োসিস 

(C) অ্যামাইটোসিস 

(D) সাইটোকাইনোসিস 

উত্তরঃ 

(B) মিয়োসিস 


Question 19:

মাইটোসিস কোশ বিভাজনের কোন দশায় ক্রোমোজোমগুলি সমসংখ্যায় উভয় মেরুর দিকে গমন করে ?

Options :

(A) প্রোফেজ 

(B) মেটাফেজ 

(C) অ্যানাফেজ

(D) টেলোফেজ 

উত্তরঃ 

(C) অ্যানাফেজ


Question 20:

প্রাণীকোশ বিভাজনে বেমতন্তু গঠনে সাহায্যকারী কোশ-অঙ্গাণু হল –

Options :

(A) মাইট্রোকন্ড্রিয়া 

(B) সেন্ট্রোজোম 

(C) সেন্ট্রোমিয়ার 

(D) লাইসোজোম 

উত্তরঃ 

(B) সেন্ট্রোজোম 


Prantik Class 10 Life Science Chapter 2

Prantik Class 10 Life Science Chapter 2

Support Me

If you like my work then you can Support me by contributing a small amount which will help me a lot to grow my channel. It’s a request to all of you. You can donate me through phone pay / Paytm/ Gpay  on this number 7980608289 or by the link below :

Subscribe my Youtube channel : Science Duniya in Bangla

and visit Our website : learningscience.co.in 

গণিত প্রকাশ (দশম শ্রেণী) সম্পূর্ণ সমাধান

গণিত প্রকাশ (নবম শ্রেণী) সম্পূর্ণ সমাধান

গণিত প্রভা (ষষ্ঠ শ্রেণী) সম্পূর্ণ সমাধান

জীবন বিজ্ঞান  (দশম শ্রেণী) (Life Science)


B. অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন : (প্রশ্নমান 1) 

(I) শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাও :

Q1  পিউরিন জাতীয় নাইট্রোজেনযুক্ত ক্ষারকের উদাহরণ হল _________ ।
Ans : অ্যাডিনিন, গুয়ানিন।
Q2  হিস্টোন একপ্রকার _________  প্রোটিন।
Ans : ক্ষারীয় 
Q3  লিঙ্গ নির্ধারণে সাহায্য করে _________  ক্রোমোজোম।
Ans :
Q4  সকল ক্রোমোজোমে  থাকে _________ খাঁজ।
Ans : মুখ্য 
Q5  নিউক্লিয়াসের বিভাজনকে বলে _________ ।
Ans : ক্যারিওকাইনোসিস 
Q6  _________ একপ্রকার প্রত্যক্ষ বিভাজন ।
Ans : অ্যামাইটোসিস 
Q7 মাইটোসিসের  _________  দশায় ক্রোমোজোমগুলি নিরক্ষীয় অঞ্চলে অবস্থান করে।
Ans : মেটাফেজ 
Q8  _________  গঠনের মাধ্যমে উদ্ভিদকোশে সাইটোকাইনোসিস ঘটে।
Ans : কোশপাত 
Q9  _________ কোশ বিভাজনে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়।
Ans : মিয়োসিস
Q10 নিষেক ঘটে   _________ জননে।
Ans : যৌন 
Q11  কোরকোদগম প্রক্রিয়ায় বংশ বিস্তারকারী উদ্ভিদ হল _________ ।
Ans : টমেটো 
Q12  ফ্লাজেলাযুক্ত রেনুকে বলে _________ ।
Ans : চলরেণু 
Q13  _________ প্রাণীতে জনুক্রম সুস্পষ্ট।
Ans : প্যারামসিয়াম 
Q14  একই ফুলের মধ্যে পরাগযোগ ঘটলে তাকে বলে _________ ।
Ans : অটোগ্যামি বা স্বপরাগযোগ 
Q15  নিষেকের পরে _________ ফলে পরিণত হয়।
Ans : গর্ভাশয় 
Q16  অপচিতির তুলনায় উপচিতি বেশি হলে _________ বৃদ্ধি ঘটে।
Ans : দেহের ওজন
Q17  ক্রোমোজোমের প্রান্তকে _________ বলে।
Ans : টেলোমিয়ার 

Prantik Class 10 Life Science Chapter 2

Prantik Class 10 Life Science Chapter 2

Support Me

If you like my work then you can Support me by contributing a small amount which will help me a lot to grow my channel. It’s a request to all of you. You can donate me through phone pay / Paytm/ Gpay  on this number 7980608289 or by the link below :

Subscribe my Youtube channel : Science Duniya in Bangla

and visit Our website : learningscience.co.in 

গণিত প্রকাশ (দশম শ্রেণী) সম্পূর্ণ সমাধান

গণিত প্রকাশ (নবম শ্রেণী) সম্পূর্ণ সমাধান

গণিত প্রভা (ষষ্ঠ শ্রেণী) সম্পূর্ণ সমাধান

জীবন বিজ্ঞান  (দশম শ্রেণী) (Life Science)


B. (II) সত্য বা মিথ্যা নিরুপন করো :

Q1  প্ৰাণীকোশের কোশ বিভাজনের সময় মাইক্রোটিউবিউল থেকে বেমতন্তু গঠিত হয়। 
Ans : মিথ্যা
Q2  ক্রোমোজোমে জীন রৈখিকভাবে সজ্জিত থাকে। 
Ans : সত্য

 

Q3  পুরুষের যৌন ক্রোমোজোম হল XY ও স্ত্রীলোকের যৌন ক্রোমোজোম হল XX .
Ans : সত্য
Q4 ক্রোমোজোমের দৈর্ঘ্য বরাবর সূত্রাকার অংশ হল ক্রোমাটিড। 
Ans : সত্য
Qস্যাটেলাইটযুক্ত ক্রোমোজোমকে বলে স্যাট ক্রোমোজোম। 
Ans : সত্য
Qক্রোমোজোম মধ্যস্থ নিউক্লিক অ্যাসিডের 90% হল DNA . 
Ans : সত্য
Qপ্রাণীকোশের স্পিন্ডিলকে বলে অ্যাস্ট্রাল স্পিন্ডিল। 
Ans : সত্য
Qঅ্যামাইটোসিস বিভাজনে বেমতন্তু গঠিত হয়না । 
Ans : সত্য
Qমাইটোসিসকে সমবিভাজন বলে। 
Ans : সত্য
Q10  মাইটোসিসের টেলোফেজ দশায় নিউক্লীয় পর্দার পুনরাবির্ভাব ঘটে। 
Ans : সত্য
Q11  প্ল্যানেরিয়া পুনরুৎপাদন প্রক্রিয়ায় জনন সম্পন্ন করে । 
Ans : সত্য
Q12 ফুল হল সপুষ্পক উদ্ভিদের জনন অঙ্গ। 
Ans : সত্য
Q13 ইতর পরাগযোগে বাহকের দরকার হয়না । 
Ans : মিথ্যা
Q14 সপুষ্পক উদ্ভিদের শস্য নিউক্লিয়াস ট্রিপলয়েড (3n) । 
Ans : সত্য
Q15 মানব বিকাশের চারটি দশা। 
Ans : মিথ্যা

Prantik Class 10 Life Science Chapter 2

Support Me

If you like my work then you can Support me by contributing a small amount which will help me a lot to grow my channel. It’s a request to all of you. You can donate me through phone pay / Paytm/ Gpay  on this number 7980608289 or by the link below :

Subscribe my Youtube channel : Science Duniya in Bangla

and visit Our website : learningscience.co.in 

গণিত প্রকাশ (দশম শ্রেণী) সম্পূর্ণ সমাধান

গণিত প্রকাশ (নবম শ্রেণী) সম্পূর্ণ সমাধান

গণিত প্রভা (ষষ্ঠ শ্রেণী) সম্পূর্ণ সমাধান

জীবন বিজ্ঞান  (দশম শ্রেণী) (Life Science)


B. (III) বামস্তম্ভ-ডানস্তম্ভ মিলিয়ে উভয় স্তম্ভের ক্রমিক সংখ্যাসহ সঠিক জোড়াটি পুনরায় লেখাে : 

1.

বামস্তম্ভ ডানস্তম্ভ
(i) অনুনালিকা   (a) পরাগ বাহকের প্রয়োজন হয় না 
(ii) স্বপরাগযোগ   (b) ডিপ্লয়েড কোশ 
(iii) জাইগোট   (c) হ্যাপ্লয়েড কোশ 
(iv) গর্ভপত্র   (d) কোশ বিভাজনের সময় বেমতন্তু গঠন করে 
(v) সমবিভাজন   (e) স্ত্রীস্তবকের একক 
   (f) মাইটোসিস 

উত্তরঃ

বামস্তম্ভ ডানস্তম্ভ
(i) অনুনালিকা  (d) কোশ বিভাজনের সময় বেমতন্তু গঠন করে 
(ii) স্বপরাগযোগ  (a) পরাগ বাহকের প্রয়োজন হয় না 
(iii) জাইগোট  (b) ডিপ্লয়েড কোশ 
(iv) গর্ভপত্র  (e) স্ত্রীস্তবকের একক 
(v) সমবিভাজন  (f) মাইটোসিস 

 

2.

বামস্তম্ভ ডানস্তম্ভ
(i) দ্বিনিষেক   (a) দ্বিবিভাজন 
(ii) পরাগরেণু   (b) ক্রোমোজোম সংখ্যার হ্রাস 
(iii) অ্যামিবা  (c) পরাগনালী গঠন করে 
(iv) মিয়োসিস   (d) গুপ্তবীজী উদ্ভিদ 
(v) কলাকর্ষণ   (e) সেলপ্লেট গঠন 
   (f) মাইক্রোপ্রোপাগেশন 

উত্তরঃ

বামস্তম্ভ ডানস্তম্ভ
(i) দ্বিনিষেক  (d) গুপ্তবীজী উদ্ভিদ  
(ii) পরাগরেণু  (c) পরাগনালী গঠন করে 
(iii) অ্যামিবা (a) দ্বিবিভাজন 
(iv) মিয়োসিস  (b) ক্রোমোজোম সংখ্যার হ্রাস 
(v) কলাকর্ষণ  (f) মাইক্রোপ্রোপাগেশন 

Prantik Class 10 Life Science Chapter 2

Support Me

If you like my work then you can Support me by contributing a small amount which will help me a lot to grow my channel. It’s a request to all of you. You can donate me through phone pay / Paytm/ Gpay  on this number 7980608289 or by the link below :

Subscribe my Youtube channel : Science Duniya in Bangla

and visit Our website : learningscience.co.in 

গণিত প্রকাশ (দশম শ্রেণী) সম্পূর্ণ সমাধান

গণিত প্রকাশ (নবম শ্রেণী) সম্পূর্ণ সমাধান

গণিত প্রভা (ষষ্ঠ শ্রেণী) সম্পূর্ণ সমাধান

জীবন বিজ্ঞান  (দশম শ্রেণী) (Life Science)


B. (IV) একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও :

1. নীচে সম্পর্কযুক্ত শব্দজোড় দেওয়া আছে। প্রথম জোড়টির সম্পর্ক দেখে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও—

থাইমিন : DNA :: ইউরাসিল : _____

উত্তরঃ RNA 

Note : থাইমিন হলো DNA -এর নাইট্রোজেন যুক্ত ক্ষার।  ইউরাসিল হলো RNA -এর নাইট্রোজেন যুক্ত ক্ষার

 

2. DNA-এর পুরো নাম কী ?

উত্তরঃ DNA = ডিঅক্সিরিবো নিউক্লিক অ্যাসিড (Deoxyribonucleic Acid)

 

3. জিন কথাটি কে প্রথম প্রবর্তন করেন ?

উত্তরঃ জোহানসেন প্রথম জিন শব্দটি প্রবর্তন করেন। 

 

4. মানুষের দেহকোশে অটোজোমের সংখ্যা কত ?

উত্তরঃ মানুষের দেহকোশে অটোজোমের সংখ্যা হলো  22 জোড়া  বা  44 টি। 

 

5. সেন্ট্রোমিয়ারের একটি কাজ লেখো।

উত্তরঃ সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের দুটি ক্রোমাটিডকে যুক্ত রাখে। 

 

6. নিউক্লিওটাইড কী কী নিয়ে গঠিত ?

উত্তরঃ নিউক্লিওটাইড – (i) পেন্টোজ শর্করা (ii) নাইট্রোজেন ক্ষার  ও (iii) ফসফরিক অ্যাসিড নিয়ে গঠিত।   

 

7. সাইটোপ্লাজমের বিভাজনকে কী বলে ?

উত্তরঃ সাইটোপ্লাজমের বিভাজনকে সাইটোকাইনেসিস বলে। 

 

8. মাইক্রোটিউবিউল কী ?

উত্তরঃ উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে দীর্ঘ ও ফাঁপা প্রায় 25 μ (মাইক্রন) ব্যাসসম্পন্ন যে সব ক্ষুদ্র ক্ষুদ্র নলাকার উপাদান দেখা যায়, যারা কোশ বিভাজনের সময় বেম গঠনে সাহায্য করে তাদের মাইক্রোটিউবিউল বলে।

 

9. অ্যামাইটোসিস কোথায় ঘটে ?

উত্তরঃ অ্যামাইটোসিস অনুন্নত শ্রেণীর জীবদেহে অর্থাৎ ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, শৈবাল, ছত্রাক প্রভৃতি জীবদেহে ঘটে থাকে।  

 

10. কোন্ প্রকার কোশ বিভাজনকে হ্রাস বিভাজন বলে ?

উত্তরঃ মিয়োসিস বা মায়োসিস কোশ বিভাজন পদ্ধতিকে হ্রাস বিভাজন বলে। 

 

11. রেণু কী ?

উত্তরঃ রেণু‘ হল মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত ক্ষুদ্র, এককোশী, পাতলা বা পুরু প্রাচীর বিশিষ্ট জনন একক।

Note : অযৌন জননের একক হলো রেনু। 

 

12. যৌন জননের এককের নাম লেখো।

উত্তরঃ যৌন জননের একক হলো গ্যামেট। 

 

13. Go দশা কোথায় দেখা যায় ?

উত্তরঃ Go দশা মাইটোসিস কোশ বিভাজনে দেখা যায়। এই দশা একটি মাইটোসিসের সাইটোকনেসিস ও অপর একটি মাইটোসিসের Gদশার মধ্যবর্তী দশা। 

Note : G দশায় মাইটোসিস কোশ বিভাজন বন্ধ হয়ে যায়। 

 

14. উদ্ভিদ মাইটোসিসে কোথা থেকে বেমতন্তু গঠিত হয় ?

উত্তরঃ উদ্ভিদ কোশের সাইটোপ্লাজমীয় মাইক্রোটিউবুল থেকে বেমতন্তু গঠিত হয়। 

 

15. কোন্ প্রকার জননে প্রকরণ সৃষ্টি হয় ?

উত্তরঃ যৌন জননে প্রকরণ সৃষ্টি হয়। 

 

16. জনুক্রমে কোন্ দুটি জনুর আবর্তন ঘটে ?

উত্তরঃ জনুক্রমে ডিপ্লয়েড রেণুধর দশা (2n) ও হ্যাপ্লয়েড লিঙ্গধর দশার (3n) আবর্তন ঘটে। 

 

17. মানব বিকাশের কোন্ সময়কালকে শৈশবকাল হিসেবে চিহ্নিত করা হয় ?

উত্তরঃ মানব বিকাশের  2  থেকে  12 বছর গড় সময়কালকে শৈশবকাল হিসেবে চিহ্নিত করা হয়। 

 

18. বিসদৃশ শব্দটি বেছে লেখো :

(a) অ্যাডিনিন, গুয়ানিন, ইউরাসিল, সাইটোসিন।

(b) মেটাফেজ, ইন্টারফেজ, অ্যানাফেজ।

উত্তরঃ (a) ইউরাসিল

কারণ – ইউরাসিল ছাড়া অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন হলো DNA -এর নাট্রোজেন গঠিত ক্ষার।

(b) ইন্টারফেজ। 

কারণ – ইন্টারফেজ ছাড়া অন্য দুটি কোশ বিভাজনের দশা (অর্থাৎ মেটাফেজ, অ্যানাফেজ) হলো মাইটোটিক দশার অন্তর্গত। 

 

19. নীচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত। সে বিষয়টি খুঁজে বার করে নাম লেখো :

(a) প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, ক্যারিওকাইনেসিস।

(b) G1, S, G2, ইন্টারফেজ।

উত্তরঃ (a) ক্যারিওকাইনেসিস।

কারণ – প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ কোশ বিভাজনের ক্যারিওকাইনেসিস-এর অন্তর্গত। 

(b) ইন্টারফেজ।

কারণ – G1, S, G2 কোশচক্রের ইন্টারফেজ দশার অন্তর্গত। 


Prantik Class 10 Life Science Chapter 2

Support Me

If you like my work then you can Support me by contributing a small amount which will help me a lot to grow my channel. It’s a request to all of you. You can donate me through phone pay / Paytm/ Gpay  on this number 7980608289 or by the link below :

Subscribe my Youtube channel : Science Duniya in Bangla

and visit Our website : learningscience.co.in 

গণিত প্রকাশ (দশম শ্রেণী) সম্পূর্ণ সমাধান

গণিত প্রকাশ (নবম শ্রেণী) সম্পূর্ণ সমাধান

গণিত প্রভা (ষষ্ঠ শ্রেণী) সম্পূর্ণ সমাধান

জীবন বিজ্ঞান  (দশম শ্রেণী) (Life Science)

 

Prantik Class 10 Life Science Chapter 2,Prantik Class 10 Life Science Chapter 2,Prantik Class 10 Life Science Chapter 2,Prantik Class 10 Life Science Chapter 2,Prantik Class 10 Life Science Chapter 2,Prantik Class 10 Life Science Chapter 2,Prantik Class 10 Life Science Chapter 2,Prantik Class 10 Life Science Chapter 2,Prantik Class 10 Life Science Chapter 2,Prantik Class 10 Life Science Chapter 2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Insert math as
Block
Inline
Additional settings
Formula color
Text color
#333333
Type math using LaTeX
Preview
\({}\)
Nothing to preview
Insert
error: Content is protected !!