Madhyamik ABTA Test Paper 2022-23 Bangla Page 175
Madhyamik ABTA Test Paper 2022-23 Bangla Page 175
ABTA (All Bengal Teachers Association) পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ শিক্ষক সংগঠন। এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয় ১৯২১ সালে। এই সংগঠনে অনেক শিক্ষক ও অশিক্ষক কর্মী আছে যাদের নিবিড় প্রচেষ্টা মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক ছাত্র ছাত্রীদের সফল হতে অনেকটাই সাহায্য করে থাকে। পশ্চিমবঙ্গের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ে সদস্য সংখ্যা ১,৪০,০০০-এর বেশি এবং এটি রাজ্যের (অর্থাৎ পশ্চিমবঙ্গ) মোট শিক্ষকের 70 শতাংশ।
Learning Science তোমাদের জন্য ABTA Test Papers 2022-23 এর সমস্ত বিষয়ের সমাধান করার চেষ্টা করছে। আশা রাখি এতে তোমরা উপকৃত হবে। নিচে দেওয়া Link এ click করে তোমরা তোমাদের প্রশ্নের উত্তর খুঁজে নিতে পারো।
১। সঠিক উত্তরটি নির্বাচন করো :
১.১ “একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল।”– যাকে কেন্দ্র করে আতঙ্কের হল্লা বেজে উঠেছিল সে হ’ল-
(ক) রূপসী বাঈজি
(খ) উন্মাদ পাগল
(গ) বিরাগী
(ঘ) ছদ্মবেশী পুলিশ।
উত্তরঃ (খ) উন্মাদ পাগল
১.২ ‘এতকাল নদেরচাঁদ গর্ব অনুভব করিয়াছে।‘-
(ক) নতুন রঙ করা ব্রিজটির জন্য
(খ) দেশের জন্য
(গ) চাকরির জন্য
(ঘ) নদীর জন্য।
উত্তরঃ (ক) নতুন রঙ করা ব্রিজটির জন্য
১.৩ গিরীশ মহাপাত্রের ট্যাঁক থেকে পাওয়া গিয়েছে—
(ক) একটি টাকা ও গণ্ডা চারেক পয়সা
(খ) দু’টি টাকা ও গণ্ডা ছয়েক পয়সা
(গ) একটি টাকা ও গণ্ডা ছয়েক পয়সা
(ঘ) দু’টি টাকা ও গণ্ডা চারেক পয়সা।
উত্তরঃ (গ) একটি টাকা ও গণ্ডা ছয়েক পয়সা
১.৪ “উত্তরিলা বীরদর্পে অসুরারি রিপু”– অসুরারি রিপু হ’লেন –
(ক) ইন্দ্ৰ
(খ) ইন্দ্ৰজিৎ
(গ) বিভীষণ
(ঘ) বীরবাহু।
উত্তরঃ (খ) ইন্দ্ৰজিৎ
১.৫ ‘আয় আরো বেঁধে বেঁধে থাকি’ কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত—
(ক) দিনগুলি রাতগুলি
(খ) পাঁজরে দাঁড়ের শব্দ
(গ) বাবরের প্রার্থনা
(ঘ) জলই পাষাণ হয়ে আছে।
উত্তরঃ (ঘ) জলই পাষাণ হয়ে আছে
Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution
মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান
Madhyamik Previous 5 Years Paper Solution
Subscribe my YouTube channel : Science Duniye in Bangla
১.৬ “সখী সবে আজ্ঞা দিল”– সখীদের আজ্ঞা দিয়েছিল-
(ক) পদ্মা
(খ) পদ্মাবতী
(গ) চন্দ্রকলা
(ঘ) বিধুন্নলা।
উত্তরঃ (ক) পদ্মা
১.৭ “বাবু কুইল ড্রাইভারস”– বলেছিলেন
(ক) লর্ড রিপন
(খ) লর্ড কার্জন
(গ) লর্ড ওয়েলেসলি
(ঘ) উইলিয়াম কেরি।
উত্তরঃ (খ) লর্ড কার্জন
১.৮ কলমের আঘাতে মৃত্যু হয়েছিল যে লেখকের, তাঁর নাম-
(ক) অন্নদাশংকর রায়
(খ) সত্যজিৎ রায়
(গ) ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
(ঘ) শৈলজানন্দ মুখোপাধ্যায়।
উত্তরঃ (গ) ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
১.৯ “হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড।”— উক্তিটি
(ক) ভবভূতির
(খ) চাণক্যের
(গ) বানভট্টের
(ঘ) কালিদাসের।
উত্তরঃ (ঘ) কালিদাসের
Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution
মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান
Madhyamik Previous 5 Years Paper Solution
Subscribe my YouTube channel : Science Duniye in Bangla
১.১০ একই ধাতু থেকে কোনো বাক্যের কর্তা ও ক্রিয়াপদ উৎপন্ন হলে কর্তাটি হয়-
(ক) প্রযোজক কর্তা
(খ) সমধাতুজ কর্তা
(গ) ব্যতিহার কর্তা
(ঘ) সহযোগী কর্তা।
উত্তরঃ (খ) সমধাতুজ কর্তা
১.১১ কৃদন্ত পদের পূর্বস্থিত পদকে বলা হয়–
(ক) বিশেষ্যপদ
(খ) নামপদ
(গ) ক্রিয়াপদ
(ঘ) উপপদ।
উত্তরঃ (ঘ) উপপদ
১.১২ ‘বাচ্য‘ শব্দের অর্থ হ’ল–
(ক) বচন
(খ) বক্তব্য
(গ) বিরুদ্ধ
(ঘ) বিপক্ষ।
উত্তরঃ (খ) বক্তব্য
১.১৩ ‘ব্যাসবাক্যের’ ‘ব্যাস’ শব্দের অর্থ-
(ক) বিশ্লেষণ
(খ) উৎকর্ষ
(গ) বৃহত্তম জ্যা
(ঘ) অপকর্ষ।
উত্তরঃ (ক) বিশ্লেষণ
১.১৪ ‘অন্ধজনে দেহ আলো’– যে জাতীয় বাক্য-
(ক) নির্দেশক বাক্য
(খ) প্রশ্নবোধক বাক্য
(গ) অনুজ্ঞাসূচক বাক্য
(ঘ) প্রার্থনাসূচক বাক্য।
উত্তরঃ (গ) অনুজ্ঞাসূচক বাক্য
১.১৫ সমস্তপদে পূর্বপদের বিভক্তি অক্ষুণ্ণ থাকে-
(ক) নিত্য সমাসে
(খ) অলোপ সমাসে
(গ) তৎপুরুষ সমাসে
(ঘ) বাক্যাশ্রয়ী সমাসে।
উত্তরঃ (খ) অলোপ সমাসে
১.১৬ রাজভোগেরা ডিগবাজি খায় মাঠে।– বাক্যটিতে বাক্যগঠনের যে শর্তের অভাব রয়েছে-
(ক) আকাঙ্ক্ষা
(খ) আসত্তি
(গ) নৈকট্য
(ঘ) যোগ্যতা।
উত্তরঃ (ঘ) যোগ্যতা
১.১৭ কার্যকারণ সম্বন্ধ রয়েছে এমন সম্বন্ধপদ হ’ল-
(ক) জীবের সেবা
(খ) কলসির জল
(গ) সূর্যের তাপ
(ঘ) কাগজের নৌকা
উত্তরঃ (গ) সূর্যের তাপ
আরো পড়ুন
Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution
মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান
Madhyamik Previous 5 Years Paper Solution
Subscribe my Youtube channel : Science Duniya in Bangla
and Learning Science
Madhyamik ABTA Test Paper 2022-23 Bangla Page 175,Madhyamik ABTA Test Paper 2022-23 Bangla Page 175,Madhyamik ABTA Test Paper 2022-23 Bangla Page 175, Madhyamik ABTA Test Paper 2022-23 Bangla Page 175, Madhyamik ABTA Test Paper 2022-23 Bangla Page 175, Madhyamik ABTA Test Paper 2022-23 Bangla Page 175
All page solved please
Plese bakaran ar answers gulo dao