Madhyamik ABTA Test Paper 2022-23 Bangla Page 270
Madhyamik ABTA Test Paper 2022-23 Bangla Page 270
ABTA (All Bengal Teachers Association) পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ শিক্ষক সংগঠন। এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয় ১৯২১ সালে। এই সংগঠনে অনেক শিক্ষক ও অশিক্ষক কর্মী আছে যাদের নিবিড় প্রচেষ্টা মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক ছাত্র ছাত্রীদের সফল হতে অনেকটাই সাহায্য করে থাকে। পশ্চিমবঙ্গের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ে সদস্য সংখ্যা ১,৪০,০০০-এর বেশি এবং এটি রাজ্যের (অর্থাৎ পশ্চিমবঙ্গ) মোট শিক্ষকের 70 শতাংশ।
Learning Science তোমাদের জন্য ABTA Test Papers 2022-23 এর সমস্ত বিষয়ের সমাধান করার চেষ্টা করছে। আশা রাখি এতে তোমরা উপকৃত হবে। নিচে দেওয়া Link এ click করে তোমরা তোমাদের প্রশ্নের উত্তর খুঁজে নিতে পারো।
১। সঠিক উত্তরটি নির্বাচন করো :
১.১ “গল্প শুনে তাঁদের বুক ভরে গেল।” গল্পটি ছিল-
(ক) অমৃতের জামা আদার করার গল্প
(খ) অমৃত ও ইসাবের পরস্পরের প্রতি ভালোবাসার গল্প
(গ) মায়ের প্রতি অমৃতের আস্থার গল্প
(ঘ) কালিয়ার সঙ্গে ইসাবের কুস্তির গল্প।
উত্তরঃ (খ) অমৃত ও ইসাবের পরস্পরের প্রতি ভালোবাসার গল্প
১.২ ‘নদীর বিদ্রোহ গল্পটির কেন্দ্রে রয়েছে-
(ক) নদেরচাঁদ
(খ) রেলস্টেশন
(গ) নদেরচাঁদের নদীপ্রেম
(ঘ) নদেরচাঁদের প্রকৃতিপ্রেম।
উত্তরঃ (গ) নদেরচাঁদের নদীপ্রেম
১.৩ সন্ধ্যার আলো-আঁধারে হরি সজ্জিত হয় যে । সাজে-
(ক) পাগলের
(খ) বাইজির
(গ) সন্ন্যাসীর
(ঘ) বিরাগীর।
উত্তরঃ (খ) বাইজির
১.৪ ‘সমুদ্র নৃপতি সুতা”– ‘সুতা’ শব্দটির অর্থ হ’ল–
(ক) সুতো
(খ) কন্যা
(গ) পুত্র
(ঘ) বস্ত্র।
উত্তরঃ (খ) কন্যা
১.৫ “মাথায় কত শকুন বা চিল”— ‘শকুন বা চিল’ বলতে বোঝানো হয়েছে –
(ক) অত্যাচারী শক্তি
(খ) নরখাদক
(গ) অপশক্তি
(ঘ) সভ্যতা ধ্বংসকারী শক্তি।
উত্তরঃ (ঘ) সভ্যতা ধ্বংসকারী শক্তি
আরও পড়ুন
Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution
মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান
Madhyamik Previous 5 Years Paper Solution
Subscribe my YouTube channel : Science Duniye in Bangla
১.৬ “এ কলঙ্ক, পিতঃ ঘুষিবে জগতে।” বক্তা হ’লেন –
(ক) বীরবাহু
(খ) মেঘনাদ
(গ) লক্ষণ
(ঘ) কুম্ভকর্ণ।
উত্তরঃ (খ) মেঘনাদ
১.৭ ‘হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড’ – উক্তিটি করেছেন –
(ক) কালিদাস
(খ) ভবভূতি
(গ) বররুচি
(ঘ) বরাহমিহির।
উত্তরঃ (ক) কালিদাস
১.৮ পাশ্চাত্য দেশের তুলনায় এ দেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান–
(ক) অল্প
(খ) নগণ্য
(গ) মাঝামাঝি
(ঘ) দুর্দান্ত।
উত্তরঃ (খ) নগণ্য
১.৯ যারা ওস্তাদ কলমবাজ তাদের বলে –
(ক) লিপিকর
(খ) গদ্য লেখক
(গ) শ্রুতি লেখক
(ঘ) ক্যালিগ্রাফিস্ট।
উত্তরঃ (ঘ) ক্যালিগ্রাফিস্ট
আরও পড়ুন
Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution
মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান
Madhyamik Previous 5 Years Paper Solution
Subscribe my YouTube channel : Science Duniye in Bangla
১.১০ কারক হ’ল ক্রিয়াপদের সঙ্গে-
(ক) নামপদের সম্পর্ক
(খ) অনুসর্গের সম্পর্ক
(গ) কর্মের সম্পর্ক
(ঘ) বিভক্তির সম্পর্ক।
উত্তরঃ (ক) নামপদের সম্পর্ক
১.১১ ‘রাজায় রাজায় যুদ্ধ হয়‘ – বাক্যের কর্তাটি হ’ল –
(ক) প্রযোজ্য কর্তা
(খ) সহযোগী কর্তা
(গ) ব্যতিহার কর্তা
(ঘ) সমধাতুজ কর্তা।
উত্তরঃ (গ) ব্যতিহার কর্তা
১.১২ সমাসের ব্যাসবাক্যে সমস্যমান পদের সংখ্যা কমপক্ষে –
(ক) একটি
(খ) দুটি
(গ) তিনটি
(ঘ) চারটি।
উত্তরঃ (খ) দুটি
১.১৩ ‘তেলেভাজা’ শব্দটির ব্যাসবাক্য হ’ল –
(ক) তেলের ভাজা
(খ) তেলেভাজা হয় যা
(গ) তেল দ্বারা ভাজা
(ঘ) তেলেভাজা।
উত্তরঃ (গ) তেল দ্বারা ভাজা
আরও পড়ুন
Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution
মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান
Madhyamik Previous 5 Years Paper Solution
Subscribe my YouTube channel : Science Duniye in Bangla
১.১৪ ‘খেয়ে সব ভাত সে নিল।’– বাক্যটিতে বাক্য গঠনের যে শর্ত লঙ্ঘিত হয়েছে ? –
(ক) যোগ্যতা
(খ) আসত্তি
(গ) আকাঙ্ক্ষা
(ঘ) পদবাচ্যতা।
উত্তরঃ (খ) আসত্তি
১.১৫ যারা পরিশ্রম করে তারাই জীবনে উন্নতি করতে পারে। বাক্যটি হ’ল –
(ক) যৌগিক বাক্য
(খ) জটিল বাক্য
(গ) সরল বাক্য
(ঘ) মিশ্র বাক্য।
উত্তরঃ (খ) জটিল বাক্য
১.১৬ ভাববাচ্যে সাধারণত যার প্রাধান্য থাকে-
(ক) ক্রিয়ার
(খ) কর্তার
(গ) কর্মের
(ঘ) ক্রিয়ার ও কর্মের।
উত্তরঃ (ক) ক্রিয়ার
১.১৭ সাধারণত যে বাচ্যের বাচ্যান্তর হয় না-
(ক) কর্ম–ভাববাচ্য
(খ) কর্মবাচ্য
(গ) ভাববাচ্য
(ঘ) কর্মকর্তৃবাচ্য।
উত্তরঃ (ঘ) কর্মকর্তৃবাচ্য
আরও পড়ুন
Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution
মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান
Madhyamik Previous 5 Years Paper Solution
Subscribe my YouTube channel : Science Duniye in Bangla
Madhyamik ABTA Test Paper 2022-23 Bangla Page 270,Madhyamik ABTA Test Paper 2022-23 Bangla Page 270,Madhyamik ABTA Test Paper 2022-23 Bangla Page 270, Madhyamik ABTA Test Paper 2022-23 Bangla Page 270, Madhyamik ABTA Test Paper 2022-23 Bangla Page 270, Madhyamik ABTA Test Paper 2022-23 Bangla Page 270
A good website
Thank you so much for writing these beautiful comments.
Keep visiting and share our website.
Thanks and Regards.
Thanks 😊 🙏
You are welcome.
Please share with your friends and keep visiting.
Thanks and Regards
কী লিখে
আমি মাধ্যমিক পরিখা দেবো তার জন্য তোর কাছে হেল্প চাচ্ছি গুগৌল
Thank you so much