Fri. Nov 22nd, 2024

Madhyamik ABTA Test Paper 2023 History Page 170

Madhyamik ABTA Test Paper 2023 History Page 170

বিভাগ-‘ক’

১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : 

১.১ নতুন সামাজিক ইতিহাসচর্চা শুরু হয়-

(ক) আঠারো শতকে

(খ) উনিশ শতকে

(গ) বিশ শতকে

(ঘ) একুশ শতকে।

উত্তরঃ (খ) উনিশ শতকে

 

১.২ উদয়শঙ্কর হলেন একজন বিখ্যাত-

(ক) গায়ক

(খ) নৃত্যশিল্পী

(গ) চিত্রশিল্পী

(ঘ) অভিনেতা।

উত্তরঃ (খ) নৃত্যশিল্পী

 

১.৩ প্রাচ্যবাদী শিক্ষার প্রবক্তা ছিলেন –

(ক) মেকলে

(খ) আলেকজান্ডার ডাফ

(গ) ডেভিড হেয়ার

(ঘ) এইচ ডি কোলব্রুক।

উত্তরঃ (ঘ) এইচ ডি কোলব্রুক

 

১.৪ ‘নীলদর্পণ” নাকটটি প্রথম অভিনীত হয় –

(ক) কলকাতায়

(খ) ঢাকায়

(গ) শ্রীরামপুরে

(ঘ) রংপুরে।

উত্তরঃ (খ) ঢাকায়

 

১.৫ উনিশ শতকে বাংলার নবজাগরণ সীমাবদ্ধ ছিল যে শ্রেণির মধ্যে-

() উচ্চবিত্ত 

(খ) মধ্যবিত্ত

(গ) নিম্নবিত্ত

(ঘ) কৃষক।

উত্তরঃ (খ) মধ্যবিত্ত

 

আরো পড়ুন :

Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution

মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান 

মাধ্যমিক জীবন বিজ্ঞান নোট 

Madhyamik Previous 5 Years Paper Solution 

Subscribe my YouTube channel : Science Duniye in Bangla

১.৬ ছোটনাগপুর প্রজাস্বত্ত্ব আইন পাশ হয়—

() ১৮৮১ খ্রিস্টাব্দ

(খ) ১৮৯০ খ্রিস্টাব্দ

() ১৯০৫ খ্রিস্টাব্দ

() ১৯০৮ খ্রিস্টাব্দ

উত্তরঃ (ঘ) ১৯০৮ খ্রিস্টাব্দ

 

১.৭ ‘চুয়াড়’ শব্দের অর্থ –

(ক) অসভ্য

(খ) কৃষক

(গ) প্রতারক

(ঘ) বিদ্রোহী।

উত্তরঃ (ক) অসভ্য

 

১.৮ এগুলির মধ্যে কোটি বেমানান—

(ক) বর্তমান ভারত

(খ) গোরা

(গ) সত্তর বছর

(ঘ) আনন্দমঠ।

উত্তরঃ (গ) সত্তর বছর

 

১.৯ হিন্দুমেলার অপর নাম ছিল-

(ক) শ্রাবণ মেলা

(খ) চৈত্র মেলা

(গ) বৈশাখী মেলা

(ঘ) রামনবমী মেলা।

উত্তরঃ (খ) চৈত্র মেলা

 

১.১০ নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন প্রবর্তন করেন –

(ক) লর্ড রিপন

(খ) লর্ড লিটন

(গ) লর্ড নর্থব্রুক

(ঘ) লর্ড ক্যানিং।

উত্তরঃ (গ) লর্ড নর্থব্রুক

 

১.১১ “বাংলার গুটেনবার্গ” বলা হয়-

(ক) পঞ্চানন কর্মকার

(খ) চার্লস উইলকিন্স

(গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

(ঘ) ইউ এন রায়।

উত্তরঃ (খ) চার্লস উইলকিন্স

 

১.১২ রাধানাথ সিকদার যে বিভাগে কাজ করতেন—

(ক) ভূ-তত্ত্ব

(খ) জরিপ

(গ) হিন্দু কলেজ

(ঘ) প্রশাসনে।

উত্তরঃ (খ) জরিপ

 

১.১৩ একা আন্দোলন হয়েছিল যে সময়ে—

(ক) বঙ্গভঙ্গ

(খ) অসহযোগ

(গ) আইন অমান্য

(ঘ) ভারত ছাড়।

উত্তরঃ (খ) অসহযোগ

 

আরো পড়ুন :

Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution

মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান 

মাধ্যমিক জীবন বিজ্ঞান নোট 

Madhyamik Previous 5 Years Paper Solution 

Subscribe my YouTube channel : Science Duniye in Bangla

১.১৪ হালি প্রথা প্রচলিত ছিল-

(ক) গুজরাটে

(খ) যুক্তপ্রদেশে

(গ) বিহারে

(ঘ) মাদ্রাজে।

উত্তরঃ (ক) গুজরাটে

 

১.১৫ ভারতে প্রথম মে দিবস পালিত হয় –

(ক) ১৯২০ খ্রিস্টাব্দ

(খ) ১৯২১ খ্রিস্টাব্দ

(গ) ১৯২২ খ্রিস্টাব্দ

(ঘ) ১৯২৩ খ্রিস্টাব্দ।

উত্তরঃ (ঘ) ১৯২৩ খ্রিস্টাব্দ

 

১.১৬ রাষ্ট্রীয় স্ত্রী সংঘ গঠন করেন-

(ক) সরোজিনী নাইডু

(খ) লীলা নাগ

(গ) উর্মিলা দেবী

(ঘ) বাসন্তী দেবী।

উত্তরঃ (ক) সরোজিনী নাইডু

 

১.১৭ বেঙ্গল ভলান্টিয়ার্স গুপ্ত সমিতি তৈরি হয়েছিল-

(ক) কলকাতায়

(খ) লন্ডনে

(গ) আমেরিকায়

(ঘ) ঢাকায়।

উত্তরঃ (ঘ) ঢাকায়

 

১.১৮  দলিতদের “হরিজন” বলে সম্বোধন করেন-

(ক) জ্যোতিরাও স্কুলে

(খ) শ্রী নারায়ণ গুরু

(গ) গান্ধীজী

(ঘ) ড. বি আর আম্বেদকর।

উত্তরঃ (গ) গান্ধীজী

 

১.১৯ স্বাধীন ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য হল-

(ক) পশ্চিমবঙ্গ

(খ) গুজরাট

(গ) অন্ধ্রপ্রদেশ

(ঘ) তামিলনাড়ু।

উত্তরঃ (গ) অন্ধ্রপ্রদেশ

 

১.২০ উদ্বাস্তু সমস্যার সমাধানে যে চুক্তি হয়-

() গান্ধীআরউইন চুক্তি 

(খ) পুনা চুক্তি

(গ) নেহেরু-লিয়াকৎ চুক্তি

(ঘ) পঞ্চশীল চুক্তি।

উত্তরঃ (গ) নেহেরু-লিয়াকৎ চুক্তি

 

আরো পড়ুন :

Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution

মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান 

মাধ্যমিক জীবন বিজ্ঞান নোট 

Madhyamik Previous 5 Years Paper Solution 

Subscribe my YouTube channel : Science Duniye in Bangla

বিভাগ-খ’

২। নিচের প্রশ্নগুলির উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্ততঃ একটি করে মোট ১৬টি প্রশ্নের উত্তর দাও) : 

উপবিভাগ-২.১ একটি বাক্যে উত্তর দাও : 

২.১.১ গ্রামবার্তা প্রকাশিকার সম্পাদক কে ছিলেন ?

উত্তরঃ কাঙাল হরিনাথ মজুমদার 

 

২.১.২ পাইকান কথাটির অর্থ কী ?

উত্তরঃ নিষ্কর জমিদার 

 

২.১.৩ বিদ্যাসাগর প্রতিষ্ঠিত ছাপাখানাটির নাম কী ?

উত্তরঃ সংস্কৃত যন্ত্র 

 

২.১.৪ কংগ্রেস সমাজতন্ত্রী দলের একজন নেতার নাম লেখো।

উত্তরঃ জয়প্রকাশ নারায়ণ 

 

উপবিভাগ-২.২ ঠিক না ভুল নির্ণয় করো : 

২.২.১ বিপ্লবী আন্দোলন সমর্থন করায় সোমপ্রকাশ পত্রিকাটি বন্ধ হয়।

উত্তরঃ ভুল

 

২.২.২ প্রাচ্য-পাশ্চাত্যবাদী দ্বন্দ্বে শেষপর্যন্ত প্রাচ্যবাদীরা জয়ী হয়।

উত্তরঃ ভুল

Note : প্রাচ্য-পাশ্চাত্যবাদী দ্বন্দ্বে শেষপর্যন্ত পাশ্চাত্যবাদীরা জয়ী হয়।

 

২.২.৩ ১৮৫৭ খ্রিস্টাব্দে মহাবিদ্রোহ প্রথম শুরু হয়েছিল বারাকপুরে।

উত্তরঃ ঠিক

 

২.২.৪ মোপলা আন্দোলন ছিল একটি শ্রমিক বিদ্রোহ। 

উত্তরঃ ভুল

Note : মোপলা আন্দোলন ছিল একটি কৃষক বিদ্রোহ

 

উপবিভাগ-২.৩ ‘ক’ স্তম্ভের সাথে ‘খ’ স্তম্ভ মেলাও : 

‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ 
২.৩.১ অন্নদামঙ্গল ১. শ্রী নারায়ণ গুরু
২.৩.২ গণবাণী ২. চিত্রিত গ্রন্থ
২.৩.৩ ভাইকম সত্যাগ্রহ ৩. মুজাফ্ফর আহমদ
২.৩.৪ Voice of freedom ৪. উষা মেহতা

উত্তরঃ

‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ 
২.৩.১ অন্নদামঙ্গল ২. চিত্রিত গ্রন্থ
২.৩.২ গণবাণী ৩. মুজাফ্ফর আহমদ
২.৩.৩ ভাইকম সত্যাগ্রহ ১. শ্রী নারায়ণ গুরু
২.৩.৪ Voice of freedom ৪. উষা মেহতা

 

উপবিভাগ-২.৪ প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও নামাঙ্কিত করো। 

২.৪.১ কোল বিদ্রোহের কেন্দ্র সিংভূম।

২.৪.২ ফরাজি বিদ্রোহের এলাকা ফরিদপুর

২.৪.৩ মহাবিদ্রোহের কেন্দ্র কানপুর

২.৪.৪ পুনর্গঠিত রাজ্য গুজরাট

উত্তরঃ

আরো পড়ুন :

Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution

মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান 

মাধ্যমিক জীবন বিজ্ঞান নোট 

Madhyamik Previous 5 Years Paper Solution 

Subscribe my YouTube channel : Science Duniye in Bangla

 

উপবিভাগ-২.৫ নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো:

২.৫.১ বিবৃতি : প্রচলিত ইতিহাসে নারীর ভূমিকা ছিল প্রান্তিক।

ব্যাখ্যা-১ সমাজ ছিল পুরুষতান্ত্রিক।

ব্যাখ্যা-২ ঐতিহাসিকদের বেশিরভাগ ছিল পুরুষ।

ব্যাখ্যা-৩ নারীরা সমাজে ছিল উপেক্ষিত।

উত্তরঃ ব্যাখ্যা-৩ নারীরা সমাজে ছিল উপেক্ষিত।

 

২.৫.২ বিবৃতি: স্বামী বিবেকানন্দের বাণীর মধ্যে অভিনবত্ব ছিল।

ব্যাখ্যা-১ তিনি ধর্মের সঙ্গে সমাজকে যুক্ত করেন।

ব্যাখ্যা-২ তিনি ধর্মের সঙ্গে বিজ্ঞানকে যুক্ত করেন।

ব্যাখ্যা-৩ তিনি ধর্মকে দেশাত্মবোধের কাজে লাগিয়েছিলেন।

উত্তরঃ ব্যাখ্যা-৩ তিনি ধর্মকে দেশাত্মবোধের কাজে লাগিয়েছিলেন।

 

২.৫.৩ বিবৃতি: গগণেন্দ্রনাথ ঠাকুরের ব্যাঙ্গচিত্রের প্রধান বিষয়।

ব্যাখ্যা-১ সমাজের ধনী ও অভিজাতদের সমালোচনা করা।

ব্যাখ্যা-২ নারীদের প্রয়োজনীয় স্বাধীনতা দেওয়া।

ব্যাখ্যা-৩ মাতৃভূমি থেকে বিদেশিদের বিতাড়ন।

উত্তরঃ ব্যাখ্যা-১ সমাজের ধনী ও অভিজাতদের সমালোচনা করা।

 

২.৫.৪ বিবৃতি: সরলাদেবী চৌধুরানী লক্ষ্মীর ভাণ্ডার তৈরি করেন –

ব্যাখ্যা-১ স্বদেশি দ্রব্যের চাহিদা বৃদ্ধির উদ্দেশ্য।

ব্যাখ্যা-২ দরিদ্রদের উন্নতিবিধানের জন্য।

ব্যাখ্যা-৩ লক্ষ্মীদেবীর পূজার আয়োজন করা। 

উত্তরঃ ব্যাখ্যা-১ স্বদেশি দ্রব্যের চাহিদা বৃদ্ধির উদ্দেশ্য।


আরো পড়ুন :

Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution

মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান 

মাধ্যমিক জীবন বিজ্ঞান নোট 

Madhyamik Previous 5 Years Paper Solution 

Subscribe my YouTube channel : Science Duniye in Bangla

Madhyamik ABTA Test Paper 2023 History Page 170, Madhyamik ABTA Test Paper 2023 History Page 170, Madhyamik ABTA Test Paper 2023 History Page 170, Madhyamik ABTA Test Paper 2023 History Page 170, Madhyamik ABTA Test Paper 2023 History Page 170, Madhyamik ABTA Test Paper 2023 History Page 170, Madhyamik ABTA Test Paper 2023 History Page 170, Madhyamik ABTA Test Paper 2023 History Page 170, Madhyamik ABTA Test Paper 2023 History Page 170, Madhyamik ABTA Test Paper 2023 History Page 170, Madhyamik ABTA Test Paper 2023 History Page 170, Madhyamik ABTA Test Paper 2023 History Page 170, Madhyamik ABTA Test Paper 2023 History Page 170, Madhyamik ABTA Test Paper 2023 History Page 170

21 thoughts on “Madhyamik ABTA Test Paper 2023 History Page 170”
  1. There are some mistakes in the answers to all the subjects.

    সব বিষয়ের উত্তর গুলির মধ্য কিছু কিছু ভুল আছে

  2. স্যার 2.2.3এর উত্তর ভুল আছে। কারন প্রথম মহাবিদ্রোহ মুরশিদাবাদের বহরমপুরে সংগঠিত হয়।

  3. স্যার আমি বইতে ভালো করেই চেক করলাম। আপনার উত্তর ভুল আছে।বহরমপুরে হয় 1857 খ্রিস্টাব্দে 26 ফেব্রুয়ারি। আর ব্যারাকপুরে হয় 1857খ্রিস্টাব্দে29 মধ্যে মার্চ।

    1. 1857 খ্রিস্টাব্দের 26 শে ফেব্রুয়ারি মুর্শিদাবাদের বহরমপুর সেনানিবাসের চর্বি-মাখানো টোটা নিয়ে বিক্ষোভ দেখা দেয়। এরপর 29 শে মার্চ ব্যারাকপুরের সেনানিবাসে মঙ্গল পান্ডে বিদ্রোহ ঘোষণা করেন।

      এবার আশা করছি তুমি উত্তরটা বুঝতে পেরেছো ?
      ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Insert math as
Block
Inline
Additional settings
Formula color
Text color
#333333
Type math using LaTeX
Preview
\({}\)
Nothing to preview
Insert
error: Content is protected !!