Madhyamik ABTA Test Paper 2023 History Page 243
Madhyamik ABTA Test Paper 2023 History Page 243
বিভাগ-‘ক’
১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো :
১.১ ভারতীয় পোশাকের নৃ–তাত্ত্বিক বিশ্লেষণের ওপর গুরুত্ব দেন—
(ক) অরেল স্টাইন
(খ) কানিংহাম
(গ) জন মার্শাল
(ঘ) কর্নেল ডালটন।
উত্তরঃ (ঘ) কর্নেল ডালটন
১.২ কত খ্রিস্টাব্দে ‘ব্রিটিশ সোসাইটি অব স্পোর্টস হিস্ট্রি‘ গড়ে?—
(ক) ১৯৭৪ খ্রিস্টাব্দে
(খ) ১৯৭৬ খ্রিস্টাব্দে
(গ) ১৯৮২ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৮৪ খ্রিস্টাব্দে।
উত্তরঃ (গ) ১৯৮২ খ্রিস্টাব্দে
১.৩ কে বলেছেন যে “বাংলার নবজাগরণ আন্দোলন ইউরোপীয় নবজাগরণ আন্দোলনের বিপরীত মুখী”–
(ক) যদুনাথ সরকার
(খ) সুপ্রকাশ রায়
(গ) অমলেশ ত্রিপাঠি
(ঘ) বিনয় ঘোষ।
উত্তরঃ (খ) সুপ্রকাশ রায়
১.৪ বাংলায় সর্ব ধর্ম সমন্বয়ের আদর্শের প্রধান প্রচারক ছিলেন?—
(ক) শ্রীরামকৃষ্ণ
(খ) তৈলঙ্গস্বামী
(গ) বিজয়কৃষ্ণ গোস্বামী
(ঘ) স্বামী বিবেকানন্দ।
উত্তরঃ (ক) শ্রীরামকৃষ্ণ
১.৫ ‘শব্দ কল্প দ্রুম’ নামক সংস্কৃতি অভিধানের রচয়িতা হলেন?–
(ক) কেশবচন্দ্র সেন
(খ) রাধাকান্ত দেব
(গ) দেবেন্দ্রনাথ ঠাকুর
(ঘ) রাজা রামমোহন রায়।
উত্তরঃ (খ) রাধাকান্ত দেব
আরো পড়ুন :
Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution
মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান
Madhyamik Previous 5 Years Paper Solution
Subscribe my YouTube channel : Science Duniye in Bangla
১.৬ ব্রিটিশ সরকার বর্ণবিভাগের ইনস্টেপক্টর জেনারেল নিয়োগ করেন-
(ক) ম্যাকডোনাল্ডকে
(খ) ভায়াট্রিস ব্রান্ডিসকে
(গ) জেমস্ লঙকে
(ঘ) চার্লস কুইন্টালকে।
উত্তরঃ (খ) ভায়াট্রিস ব্রান্ডিসকে
১.৭ কোন গভর্নর জেনারেলের নির্দেশে কোল বিদ্রোহ দমিত হয়েছিল?—
(ক) লর্ড উইলিয়াম বেন্টিক
(খ) লর্ড ক্যানিং
(গ) লর্ড কার্জন
(ঘ) লর্ড মেয়ো।
উত্তরঃ (ক) লর্ড উইলিয়াম বেন্টিক
১.৮ পাকুড়ের রাজবাড়ি দখল করে কোন উপজাতি বিদ্রোহীরা?–
(ক) সাঁওতালরা
(খ) কোলরা
(গ) ভীলরা
(ঘ) মুণ্ডারা।
উত্তরঃ (ক) সাঁওতালরা
১.৯ ‘আনন্দমঠ‘ উপন্যাসে বিদ্রোহের নেতা ছিলেন—
(ক) সত্যানন্দ
(খ) দয়ানন্দ
(গ) ভবানন্দ
(ঘ) নবীনানন্দ।
উত্তরঃ (ক) সত্যানন্দ
১.১০ ব্রিটিশ আমলে সর্বপ্রথম কোথায় রাজনৈতিক সংগঠনগুলির প্রতিষ্ঠা শুরু হয়?—
(ক) পাঞ্জাব
(খ) বাংলা
(গ) মাদ্রাজ
(ঘ) বোম্বাই।
উত্তরঃ (খ) বাংলা
১.১১ টেগোর অ্যান্ড কোম্পানি প্রতিষ্ঠা করেন—
(ক) দ্বারকানাথ ঠাকুর
(খ) দেবেন্দ্রনাথ ঠাকুর
(গ) রবীন্দ্রনাথ ঠাকুর
(ঘ) রথীন্দ্রনাথ ঠাকুর।
উত্তরঃ (ক) দ্বারকানাথ ঠাকুর
১.১২ মেলা, যাত্রা, কথকতা ইত্যাদি জনপ্রিয় লোকমাধ্যমকে শিক্ষা প্রদানের কাজে লাগানোর উপর জোর দেন—
(ক) রামমোহন রায়
(খ) রবীন্দ্রনাথ ঠাকুর
(গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(ঘ) স্বামী বিবেকানন্দ।
উত্তরঃ (খ) রবীন্দ্রনাথ ঠাকুর
১.১৩ অসহযোগ আন্দোলনে বীরভূমের কৃষক আন্দোলনের প্রধান নেতা ছিলেন—
(ক) বীরেন্দ্রনাথ শাসমল
(খ) সোমেশ্বর চৌধুরী
(গ) জিতেন্দ্রলাল বন্দ্যোপাধ্যায়
(ঘ) স্বামী বিদ্যানন্দ৷
উত্তরঃ (গ) জিতেন্দ্রলাল বন্দ্যোপাধ্যায়
আরো পড়ুন :
Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution
মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান
Madhyamik Previous 5 Years Paper Solution
Subscribe my YouTube channel : Science Duniye in Bangla
১.১৪ গুজরাটের ব্রোচ জেলার যে স্থানে আইন অমান্যকালে খাজনা বন্ধের আন্দোলন হয়েছিল, সেটি হল—
(ক) বারদৌলি
(খ) খেদা
(গ) জাম্বুসার
(ঘ) রাজকোট।
উত্তরঃ (ঘ) রাজকোট
১.১৫ রশিদ আলি দিবস পালনের উদ্যোগ নেয়—
(ক) বামপন্থী ছাত্র সংগঠন
(খ) মুসলিম লীগ
(গ) কংগ্রেস ছাত্র পরিষদ
(ঘ) জাতীয়বাদী ছাত্র সংগঠন।
উত্তরঃ (খ) মুসলিম লীগ
১.১৬ ভারতীয় বিপ্লব কমিটি গঠন করেন—
(ক) সুভাষচন্দ্র বসু
(খ) মানবেন্দ্রনাথ রায়
(গ) সূর্য সেন
(ঘ) মুজফফ্র আহমদ।
উত্তরঃ (গ) সূর্য সেন
১.১৭ বাঘাযতীনের নির্দেশে কোন জাহাজে করে অস্ত্রশস্ত্র প্রেরণ করেন সি এফ মার্টিন—
(ক) ম্যাভেরিক
(খ) কামাগাথা মারু
(গ) তোষামারু
(ঘ) প্রিন্স অব ওয়েলস।
উত্তরঃ (ক) ম্যাভেরিক
১.১৮ সুনীতিকুমার চট্টোপাধ্যায় কোন কমিশনের সদস্য ছিলেন?–
(ক) রাজ্য পুনর্গঠন কমিশন
(খ) সরকারি ভাষা কমিশন
(গ) ভাষাভিত্তিক প্রদেশ কমিশন
(ঘ) জে ভি পি কমিটি।
উত্তরঃ (খ) সরকারি ভাষা কমিশন
১.১৯ হায়দরাবাদ রাজ্যের প্রতিষ্ঠা করেন?—
(ক) সিঙ্গারাভেলু চেট্টিয়া
(খ) চিন কিলিচ খাঁ
(গ) মীর মহম্মদ ওসমান আলি
(ঘ) পট্টি শ্রীরামালু।
উত্তরঃ (খ) চিন কিলিচ খাঁ
১.২০ ‘সূর্য দীঘল বাড়ি‘ স্মৃতি কথা লেখেন-
(ক) আবু ইসাক
(খ) নীলিমা ইব্রাহিম
(গ) চৌধুরী খালিকুজ্জমান
(ঘ) বাবলুকুমার পাল।
উত্তরঃ (ক) আবু ইসাক
আরো পড়ুন :
Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution
মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান
Madhyamik Previous 5 Years Paper Solution
Subscribe my YouTube channel : Science Duniye in Bangla
বিভাগ-‘খ’
২। নিচের প্রশ্নগুলির উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্ততঃ একটি করে মোট ১৬টি প্রশ্নের উত্তর দাও) :
উপবিভাগ-২.১ একটি বাক্যে উত্তর দাও :
২.১.১ মুক্তি সংঘ কত খ্রীস্টাব্দে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ১৯০৩ খ্রীস্টাব্দে
২.১.২ রংপুর বিদ্রোহ দমনে কে ব্রিটিশবাহিনীকে নেতৃত্ব দেন?
উত্তরঃ ওয়ারেন হেস্টিংস
২.১.৩ রামকৃষ্ণ মঠ ও মিশনের মুখপত্রের নাম কি ছিল ?
উত্তরঃ স্বামী বিবেকানন্দ
২.১.৪ কোথায় প্রথম প্রসেস প্রিন্টিং এর কাজ শুরু হয় ?
উত্তরঃ গোয়া’য়
উপবিভাগ-২.২ ঠিক না ভুল নির্ণয় করো :
২.২.১ বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু ও মেঘনাদ সাহা স্বাধীন ভারতে জাতীয় পরিকল্পনা কমিশনে যুক্ত ছিলেন।
উত্তরঃ ঠিক
২.২.২ কংগ্রেস ও খিলাফৎ নেতারা একা আন্দোলনকে সমর্থন জানায়।
উত্তরঃ ঠিক
২.২.৩ খাদ্যাভাস, পোশাক-পরিচ্ছদ প্রভৃতি থেকে মানুষের আর্থ-সামাজিক অবস্থার আভাস পাওয়া যায়।
উত্তরঃ ঠিক
২.২.৪ মহাত্মা গান্ধী ছিলেন একজন দলিত নেতা
উত্তরঃ ভুল
উপবিভাগ-২.৩ ‘ক’ স্তম্ভের সাথে ‘খ’ স্তম্ভ মেলাও :
‘ক’ স্তম্ভ | ‘খ’ স্তম্ভ |
২.৩.১ কালিপ্রসন্ন সিংহ | ১. নারী কর্মমন্দির |
২.৩.২ সারাভারত কিষানসভা | ২. ১৮৮৩ |
২.৩.৩ সর্ব ভারতীয় জাতীয় সম্মেলন | ৩. ১৯৩৬ |
২.৩.৪ উর্মিলা দেবী | ৪. হুতুম প্যাঁচা |
উত্তরঃ
‘ক’ স্তম্ভ | ‘খ’ স্তম্ভ |
২.৩.১ কালিপ্রসন্ন সিংহ | ৪. হুতুম প্যাঁচা |
২.৩.২ সারাভারত কিষানসভা | ৩. ১৯৩৬ |
২.৩.৩ সর্ব ভারতীয় জাতীয় সম্মেলন | ২. ১৮৮৩ |
২.৩.৪ উর্মিলা দেবী | ১. নারী কর্মমন্দির |
উপবিভাগ-২.৪ প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও নামাঙ্কিত করো।
২.৪.১ বাংলার জাতীয় সরকার
২.৪.২ চট্টগ্রাম
২.৪.৩ মাহে
২.৪.৪ গোলাপী শহর
উত্তরঃ
আরো পড়ুন :
Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution
মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান
Madhyamik Previous 5 Years Paper Solution
Subscribe my YouTube channel : Science Duniye in Bangla
উপবিভাগ-২.৫ নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো:
২.৫.১ বিবৃতি :‘হিন্দু প্যাট্রিয়ট’ নীলচাষিদের সমর্থন করে-
ব্যাখ্যা-১ সম্পাদক হরিশচন্দ্র নিজেও নীল কৃষক ছিলেন।
ব্যাখ্যা-২ গ্রামের জমিদাররা এজন্য হরিশচন্দ্রকে অর্থ সাহায্য করে।
ব্যাখ্যা-৩ হরিশচন্দ্র ব্রিটিশ বিরোধী নির্ভিক সাংবাদিকতার পক্ষে ছিলেন।
উত্তরঃ ব্যাখ্যা-৩ হরিশচন্দ্র ব্রিটিশ বিরোধী নির্ভিক সাংবাদিকতার পক্ষে ছিলেন।
২.৫.২ বিবৃতি: ১৮৭২ খ্রিস্টাব্দে ইংরেজরা তিন আইন পাশ করে
ব্যাখ্যা-১ এই আইন প্রণয়নের উদ্দেশ্য ছিল হিন্দু মুসলমান খ্রিস্টান সমাজকে ঐক্যবদ্ধ করা।
ব্যাখ্যা-২ এই আইন ছিল বাল্যবিবাহ, বহুবিবাহ নিষিদ্ধ করা অসবর্ণ বিবাহ আইনসিদ্ধ করা।
ব্যাখ্যা-৩ এই আইনের প্রণয়নের উদ্দেশ্য ছিল অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক উন্নতি সাধন করা।
উত্তরঃ ব্যাখ্যা-২ এই আইন ছিল বাল্যবিবাহ, বহুবিবাহ নিষিদ্ধ করা অসবর্ণ বিবাহ আইনসিদ্ধ করা।
২.৫.৩ বিবৃতি: সরলাদেবী লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেছিল-
ব্যাখ্যা-১ গ্রামের গরিবদের অর্থ সাহায্যের জন্য।
ব্যাখ্যা-২ আন্দোলনকারী নারীদের সাহায্যের জন্য।
ব্যাখ্যা-৩ স্বদেশী পণ্য বিক্রির জন্য।
উত্তরঃ ব্যাখ্যা-১ গ্রামের গরিবদের অর্থ সাহায্যের জন্য।
২.৫.৪ বিবৃতি: সাম্প্রদায়িক বাঁটোয়ারার মাধ্যমে দলিতদের পৃথক নির্বাচন করা হলে, গান্ধীজী তার প্রতিবাদে আমরণ অনশন শুরু করেন-
ব্যাখ্যা-১ হিন্দুদের মধ্যে বিভেদনীতি তৈরির প্রতিবাদে গান্ধীজী অনশন করে।
ব্যাখ্যা-২ গান্ধীজী ছিলেন দলিতদের নির্বাচনী অধিকারের বিরোধী।
ব্যাখ্যা-৩ ব্রিটিশ সরকার গান্ধীজীকে অনশন করতে প্ররোচিত করে।
উত্তরঃ ব্যাখ্যা-১ হিন্দুদের মধ্যে বিভেদনীতি তৈরির প্রতিবাদে গান্ধীজী অনশন করে।
আরো পড়ুন :
Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution
মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান
Madhyamik Previous 5 Years Paper Solution
Subscribe my YouTube channel : Science Duniye in Bangla
Madhyamik ABTA Test Paper 2023 History Page 243, Madhyamik ABTA Test Paper 2023 History Page 243, Madhyamik ABTA Test Paper 2023 History Page 243, Madhyamik ABTA Test Paper 2023 History Page 243, Madhyamik ABTA Test Paper 2023 History Page 243, Madhyamik ABTA Test Paper 2023 History Page 243, Madhyamik ABTA Test Paper 2023 History Page 243, Madhyamik ABTA Test Paper 2023 History Page 243, Madhyamik ABTA Test Paper 2023 History Page 243, Madhyamik ABTA Test Paper 2023 History Page 243, Madhyamik ABTA Test Paper 2023 History Page 243, Madhyamik ABTA Test Paper 2023 History Page 243, Madhyamik ABTA Test Paper 2023 History Page 243, Madhyamik ABTA Test Paper 2023 History Page 243
Abta test paper solve
Hii
Bye
Hello
Hii
Ata tuition bole cole ok kar akhane kono fajlamu colena ok these is riya
Thak you sir
You are most welcome.
Thanks and regards.
1.17 vul আছে
1.17 loi 1.13 ta
most welcome
Sir 1.13 er answer vul ache
স্যার , ১.১৯ উত্তরের বানান ভুল আছে
Its ok
All question solve by me
২.৫.৩ এর উত্তর ব্যাখ্যা ৩ হবে। স্বদেশী পণ্য বিক্রির জন্য।
Thank you 💘 ❤️ ❤️💖❤️
Thanks a lot