Madhyamik ABTA Test Paper 2022-23 Bangla Page 482
Madhyamik ABTA Test Paper 2022-23 Bangla Page 482
ABTA (All Bengal Teachers Association) পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ শিক্ষক সংগঠন। এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয় ১৯২১ সালে। এই সংগঠনে অনেক শিক্ষক ও অশিক্ষক কর্মী আছে যাদের নিবিড় প্রচেষ্টা মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক ছাত্র ছাত্রীদের সফল হতে অনেকটাই সাহায্য করে থাকে। পশ্চিমবঙ্গের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ে সদস্য সংখ্যা ১,৪০,০০০-এর বেশি এবং এটি রাজ্যের (অর্থাৎ পশ্চিমবঙ্গ) মোট শিক্ষকের 70 শতাংশ।
Learning Science তোমাদের জন্য ABTA Test Papers 2022-23 এর সমস্ত বিষয়ের সমাধান করার চেষ্টা করছে। আশা রাখি এতে তোমরা উপকৃত হবে। নিচে দেওয়া Link এ click করে তোমরা তোমাদের প্রশ্নের উত্তর খুঁজে নিতে পারো।
১। সঠিক উত্তরটি নির্বাচন করো :
১.১ নদেরচাঁদের বয়স-
(ক) পঁচিশ বছর
(খ) ত্রিশ বছর
(গ) পঁয়ত্রিশ বছর
(ঘ) চল্লিশ বছর।
উত্তরঃ (খ) ত্রিশ বছর
১.২ তপনের নতুন মেসোমশাই একজন-
(ক) অভিনেতা
(খ) গায়ক
(গ) লেখক
(ঘ) নৃত্যশিল্পী।
উত্তরঃ (গ) লেখক
১.৩ ‘অদল বদল’ গল্পটি তরজমা করেছেন-
(ক) অর্ঘ্যকুসুম দত্তগুপ্ত
(খ) নবারুণ ভট্টাচার্য
(গ) সৈয়দ মুস্তাফা সিরাজ
(ঘ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
উত্তরঃ (ক) অর্ঘ্যকুসুম দত্তগুপ্ত
আরও পড়ুন
Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution
মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান
Madhyamik Previous 5 Years Paper Solution
Subscribe my YouTube channel : Science Duniye in Bangla
১.৪ ইন্দ্রজিতের স্ত্রীর নাম-
(ক) ইন্দিরা
(খ) সরমা
(গ) নিকষা
(ঘ) প্রমীলা।
উত্তরঃ (ঘ) প্রমীলা
১.৫ “তারা আর স্বপ্ন দেখতে পারল না”– যারা স্বপ্ন দেখতে পারল না—
(ক) সেই মেয়েটি
(খ) গির্জার নান
(গ) কবিতার কথক
(ঘ) শান্ত–হলুদ–দেবতারা।
উত্তরঃ (ঘ) শান্ত–হলুদ–দেবতারা
১.৬ কবি হাত নাড়িয়ে যা তাড়ান-
(ক) লাঠি
(খ) বুলেট
(গ) তরবারি
(ঘ) বন্দুক।
উত্তরঃ (খ) বুলেট
১.৭ লেখক ছেলেবেলায় যে জ্যামিতি বই পড়েছিলেন তার লেখক ছিলেন-
(ক) রামমোহন মল্লিক
(খ) হরিমোহন মল্লিক
(গ) রাধামোহন মল্লিক
(ঘ) ব্রহ্মমোহন মল্লিক।
উত্তরঃ (ঘ) ব্রহ্মমোহন মল্লিক
আরও পড়ুন
Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution
মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান
Madhyamik Previous 5 Years Paper Solution
Subscribe my YouTube channel : Science Duniye in Bangla
১.৮ কলিকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেছিলেন-
(ক) ১৯৩৬ খ্রিষ্টাব্দে
(খ) ১৯৬৩ খ্রিষ্টাব্দে
(গ) ১৯৪৬ খ্রিষ্টাব্দে
(ঘ) ১৯৫০ খ্রিষ্টাব্দে।
উত্তরঃ (ক) ১৯৩৬ খ্রিষ্টাব্দে
১.৯ “সিজার যে কলমটি দিয়ে কাসকাকে আঘাত করেছিলেন”– তার পোশাকি নাম-
(ক) রিজার্ভার
(খ) স্টইলাস
(গ) পার্কার
(ঘ) পাইলট।
উত্তরঃ (খ) স্টইলাস
১.১০ অনুসর্গের অপর নাম-
(ক) নির্দেশক
(খ) কর্মপ্রবচনীয়
(গ) বিভক্তি
(ঘ) কর্মকারক।
উত্তরঃ (খ) কর্মপ্রবচনীয়
১.১১ “ইসাবের মেজাজ চড়ে গেল”– নিম্নরেখ পদটি যে কারকের উদাহরণ—
(ক) কর্মকারক
(খ) করণকারক
(গ) কর্তৃকারক
(ঘ) অপাদান কারক।
উত্তরঃ (ক) কর্মকারক
আরও পড়ুন
Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution
মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান
Madhyamik Previous 5 Years Paper Solution
Subscribe my YouTube channel : Science Duniye in Bangla
১.১২ ‘জীবননাশের আশঙ্কায় যে বীমা=জীবনবীমা’– কোন কর্মধারয় সমাসের উদাহরণ-
(ক) উপমান
(খ) উপমিত
(গ) রূপক
(ঘ) মধ্যপদলোপী।
উত্তরঃ (ঘ) মধ্যপদলোপী
১.১৩ দ্বন্দ্ব সমাসে অর্থ প্রাধান্য থাকে-
(ক) পূর্বপদে
(খ) পরপদে
(গ) উভয়পদে
(ঘ) অন্যপদে।
উত্তরঃ (গ) উভয়পদে
১.১৪ যে বাক্যে সাধারণভাবে কোনো কিছুর বর্ণনা বা বিবৃতি থাকে, তাকে বলা হয়-
(ক) অনুজ্ঞাসূচক বাক্য
(খ) নির্দেশক বাক্য
(গ) আবেগসূচক বাক্য
(ঘ) প্রশ্নবোধক বাক্য।
উত্তরঃ (খ) নির্দেশক বাক্য
১.১৫ ‘পাখিগুলো নীল আকাশে উড়ছে’– বাক্যটি যে শ্রেণির
(ক) সরল বাক্য
(খ) জটিল বাক্য
(গ) যৌগিক বাক্য
(ঘ) মিশ্রবাক্য।
উত্তরঃ (ক) সরল বাক্য
১.১৬ “আমার খাওয়া হয়েছে”– এটি যে বাচ্যের উদাহরণ –
(ক) ভাববাচ্য
(খ) কর্তৃবাচ্য
(গ) কর্মবাচ্চা
(ঘ) কর্মকর্তৃবাচ্য।
উত্তরঃ (ক) ভাববাচ্য
১.১৭ যে বাক্যে কর্ম কর্তারূপে প্রতীয়মান হয় তাকে বলে—
(ক) কর্মবাচ্য
(খ) কর্তৃবাচ্য
(গ) কর্মকর্তৃবাচ্য
(ঘ) ভাববাচ্য।
উত্তরঃ (গ) কর্মকর্তৃবাচ্য
আরও পড়ুন
Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution
মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান
Madhyamik Previous 5 Years Paper Solution
Subscribe my YouTube channel : Science Duniye in Bangla
Madhyamik ABTA Test Paper 2022-23 Bangla Page 482,Madhyamik ABTA Test Paper 2022-23 Bangla Page 482,Madhyamik ABTA Test Paper 2022-23 Bangla Page 482, Madhyamik ABTA Test Paper 2022-23 Bangla Page 482, Madhyamik ABTA Test Paper 2022-23 Bangla Page 482, Madhyamik ABTA Test Paper 2022-23 Bangla Page 482, Madhyamik ABTA Test Paper 2022-23 Bangla Page 482, Madhyamik ABTA Test Paper 2022-23 Bangla Page 482