Madhyamik ABTA Test Paper 2023 History Page 351
Madhyamik ABTA Test Paper 2023 History Page 351
বিভাগ-‘ক’
১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো :
১.১ বিজন ভট্টাচার্য কোন বিষয়ে স্মরণীয়?—
(ক) নাটক
(খ) খেলাধুলোর ইতিহাস
(গ) বিজ্ঞান চর্চা
(ঘ) চিত্রাঙ্কন।
উত্তরঃ (ক) নাটক
১.২ সোমপ্রকাশ পত্রিকা যে আইনে সাময়িকভাবে বন্ধ ছিল–
(ক) ১৯১৯–এর আইন
(খ) ১৮৭৬–এর আইন
(গ) ১৮৫৮–এর আইন
(ঘ) ১৮৭৮–এর আইন।
উত্তরঃ (ঘ) ১৮৭৮–এর আইন
১.৩ হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার নামকরণ করেন-
(ক) হরিশচন্দ্র মুখার্জী
(খ) হরিশচন্দ্র ঘোষ
(গ) গিরিশচন্দ্র ঘোষ
(ঘ) উমেশচন্দ্র দত্ত।
উত্তরঃ (গ) গিরিশচন্দ্র ঘোষ
১.৪ জেসুইট মিশনারীদের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়-
(ক) স্কটিশচার্চ কলেজ
(খ) বিশপ কলেজ
(গ) ওরিয়েন্টাল সেমিনারি
(ঘ) সেন্ট জেভিয়ার্স কলেজ।
উত্তরঃ (ঘ) সেন্ট জেভিয়ার্স কলেজ
১.৫ বিধবা বিবাহের সমর্থনে বিদ্যাসাগরের জোরালো প্রবন্ধ প্রকাশিত হয়-
(ক) সোমপ্রকাশ
(খ) বঙ্গদর্শন
(গ) তত্ত্ববোধিনী
(ঘ) বামাবোধিনী।
উত্তরঃ (গ) তত্ত্ববোধিনী
১.৬ কোন বিদ্রোহের ফলশ্রুতিতে জঙ্গলমহল জেলা গঠিত হয়—
(ক) কোল
(খ) চুয়াড়
(গ) সাঁওতাল
(ঘ) মুণ্ডা।
উত্তরঃ (খ) চুয়াড়
১.৭ হুল দিবস পালিত হয়—
(ক) ৩০ শে জুন
(খ) ৩০ জুলাই
(গ) ১লা আগস্ট
(ঘ) ১০ ডিসেম্বর।
উত্তরঃ (ক) ৩০শে জুন
১.৮ Indian Society of Oriental Art-এর প্রতিষ্ঠাতা ছিলেন—
(ক) গগনেন্দ্রনাথ
(খ) নন্দলাল বসু
(গ) অবনীন্দ্রনাথ
(ঘ) বলেন্দ্রনাথ।
উত্তরঃ (গ) অবনীন্দ্রনাথ
১.৯ ১৮৫৮-তে ভাইসরয়ের মাধ্যমে ভারত শাসনভার গ্রহণ করেন–
(ক) এটলি
(খ) এলিজাবেথ
(গ) ভিক্টোরিয়া
(ঘ) থ্যাচার।
উত্তরঃ (গ) ভিক্টোরিয়া
১.১০ The Abbey of Bliss-এর মূল রচয়িতা কে?-
(ক) মধুসুদন দত্ত
(খ) রণজিৎ গুহ
(গ) দীনবন্ধু মিত্র
(ঘ) বঙ্কিমচন্দ্র।
উত্তরঃ (ঘ) বঙ্কিমচন্দ্র
১.১১ Indian Stastistical Institute -এর কে প্রতিষ্ঠা করেন—
(ক) মহেন্দ্র গুপ্ত
(খ) মহেন্দ্রলাল সরকার
(গ) জগদীশচন্দ্র
(ঘ) পি সি মহালনবিস।
উত্তরঃ (ঘ) পি সি মহালনবিস
১.১২ ছেলেদের ‘রামায়ণ’ গ্রন্থের ছবিগুলি কার আঁকা?–
(ক) উপেন্দ্রকিশোর
(খ) অবনীন্দ্রনাথ
(গ) গগনেন্দ্রনাথ
(ঘ) নন্দলাল বসু।
উত্তরঃ (ক) উপেন্দ্রকিশোর
১.১৩ বঙ্গভঙ্গকে জাতীয় বিপর্যয় আখ্যা দেন—
(ক) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
(খ) তিলক
(গ) বিপিনচন্দ্র পাল
(ঘ) সুভাষচন্দ্র বসু।
উত্তরঃ (ক) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
১.১৪ কৃষক প্রজা পার্টির প্রতীক ছিল–
(ক) বলদ
(খ) হাতুড়ি
(গ) সূর্য
(ঘ) লাঙল।
উত্তরঃ (ঘ) লাঙল
১.১৫ AITUC-এর প্রথম সভাপতি ছিলেন–
(ক) তিলক
(খ) মানবেন্দ্রনাথ রায়
(গ) চেট্টিয়ার
(ঘ) ডাঙ্গে।
উত্তরঃ সঠিক উত্তরটি হবে লালা লাজপত রায়।
১.১৬ ঝাঁসিরানী ব্রিগেডের নেতৃত্ব দেন –
(ক) সরোজিনী নাইডু
(খ) প্রীতিলতা
(গ) কল্পনা
(ঘ) লক্ষ্মী স্বামীনাথন।
উত্তরঃ (ঘ) লক্ষ্মী স্বামীনাথন
১.১৭ ‘ভারতের বুলবুল‘ বলা হয়—
(ক) লীলা রায়
(খ) সুনীতি সেন
(গ) সরোজিনী নাইডু
(ঘ) কল্পনা দত্ত।
উত্তরঃ (গ) সরোজিনী নাইডু
১.১৮ ‘হাতে কাম, মুখে নাম’- এর প্রবক্তা ছিলেন-
(ক) আম্বেদকর
(খ) গান্ধীজি
(গ) হরিচাঁদ
(ঘ) গুরুচাঁদ।
উত্তরঃ (গ) হরিচাঁদ
১.১৯ ‘উদ্বাস্তু’ গ্রন্থটির লেখক–
(ক) দক্ষিণারঞ্জন বসু
(খ) অন্নদাশঙ্কর
(গ) খুশবন্ত সিং
(ঘ) হিরন্ময় বন্দ্যোপাধ্যায়।
উত্তরঃ (ঘ) হিরন্ময় বন্দ্যোপাধ্যায়
১.২০ গোয়া দখলের আনুষ্ঠানিক নাম ছিল— অপারেশন—
(ক) বিজয়
(খ) শান্তি
(গ) দখল
(ঘ) স্বাধীনতা।
উত্তরঃ (ক) বিজয়
আরো পড়ুন :
Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution
মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান
Madhyamik Previous 5 Years Paper Solution
Subscribe my YouTube channel : Science Duniye in Bangla
বিভাগ-‘খ’
২। নিচের প্রশ্নগুলির উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্ততঃ একটি করে মোট ১৬টি প্রশ্নের উত্তর দাও) :
উপবিভাগ-২.১ একটি বাক্যে উত্তর দাও :
২.১.১ মহাত্মা গান্ধীর লেখা আত্মজীবনীর নাম লেখো।
উত্তরঃ My Experiments with Truth
২.১.২ বিদ্যোৎসাহিনী সভার প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ কালীপ্রসন্ন সিংহ
২.১.৩ কে ‘ধরতি আবা’ নামে পরিচিত ছিলেন?
উত্তরঃ বিরসা মুন্ডা
২.১.৪ হিন্দু কোম্পানী শাসনকালে শেষ গভর্নর জেনারেলের নাম লেখো।
উত্তরঃ লর্ড ক্যানিং
উপবিভাগ-২.২ ঠিক না ভুল নির্ণয় করো :
২.২.১ রণজিৎ গুহ হলেন একজন ইতিহাসবিদ।
উত্তরঃ ঠিক
২.২.২ আলেকজান্ডার ডাফ ছিলেন একজন প্রাচ্যবাদী।
উত্তরঃ ভুল
Note : আলেকজান্ডার ডাফ ছিলেন একজন পাশ্চাত্যবাদী।
২.২.৩ ভারত সভার প্রথম অধিবেশন কলকাতার অ্যালবার্ট হলে বসেছিল।
উত্তরঃ ঠিক
২.২.৪ কেশরী পত্রিকার সম্পাদক ছিলেন তিলক।
উত্তরঃ ঠিক
উপবিভাগ-২.৩ ‘ক’ স্তম্ভের সাথে ‘খ’ স্তম্ভ মেলাও :
‘ক’ স্তম্ভ | ‘খ’ স্তম্ভ |
২.৩.১ উডের ডেসপ্যাচ | ১. কলকাতা |
২.৩.২ হরিপুরা কংগ্রেস | ২. পৃথক শিক্ষাদপ্তর |
২.৩.৩ বালাকোটের যুদ্ধ | ৩. সৈয়দ আহমেদ খান |
২.৩.৪ বসু বিজ্ঞান মন্দির | ৪. সুভাষচন্দ্র বসু |
উত্তরঃ
‘ক’ স্তম্ভ | ‘খ’ স্তম্ভ |
২.৩.১ উডের ডেসপ্যাচ | ২. পৃথক শিক্ষাদপ্তর |
২.৩.২ হরিপুরা কংগ্রেস | ৪. সুভাষচন্দ্র বসু |
২.৩.৩ বালাকোটের যুদ্ধ | ৩. সৈয়দ আহমেদ খান |
২.৩.৪ বসু বিজ্ঞান মন্দির | ১. কলকাতা |
উপবিভাগ-২.৪ প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও নামাঙ্কিত করো।
২.৪.১ সাঁওতাল বিদ্রোহের কেন্দ্র ভাগলপুর।
২.৪.২ জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা শহর মুম্বাই।
২.৪.৩ ভারত ছাড়ো আন্দোলনের কেন্দ্র তমলুক।
২.৪.৪ পুনর্গঠিত রাজ্য মহারাষ্ট্র।
উত্তরঃ
আরো পড়ুন :
Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution
মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান
Madhyamik Previous 5 Years Paper Solution
Subscribe my YouTube channel : Science Duniye in Bangla
উপবিভাগ-২.৫ নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো:
২.৫.১ বিবৃতি : উনিশ শতকে নীলচাষ বন্ধ হয়।
ব্যাখ্যা-১ সরকার নীলচাষ নিষিদ্ধ করেন।
ব্যাখ্যা-২ রাসায়নিক নীল উৎপাদন শুরু হয়।
ব্যাখ্যা-৩ নীলকররা নীলচাষ বন্ধ করে।
উত্তরঃ ব্যাখ্যা-২ রাসায়নিক নীল উৎপাদন শুরু হয়।
২.৫.২ বিবৃতি: আইন অমান্য আন্দোলনে কৃষকরা সামিল হয়।
ব্যাখ্যা-১ কৃষকরা এর নেতৃত্বে ছিল।
ব্যাখ্যা-২ এতে কৃষিঋণ মকুবের উপর জোর দেওয়া হয়।
ব্যাখ্যা-৩ কৃষক পক্ষের বহু দাবি এর কর্মসূচিতে গুরুত্ব দেওয়া হয়।
উত্তরঃ ব্যাখ্যা-৩ কৃষক পক্ষের বহু দাবি এর কর্মসূচিতে গুরুত্ব দেওয়া হয়।
২.৫.৩ বিবৃতি: অস্পৃশ্যতা নিয়ে গান্ধী-আম্বেদকর বিতর্ক ছিল।
ব্যাখ্যা-১ আম্বেদকরের আন্দোলনের ফলে জাতিভেদ আরো প্রকট হবে।
ব্যাখ্যা-২ গান্ধীজি হরিজনদের সার্বিক উন্নয়নে নজর দেননি।
ব্যাখ্যা-৩ দলিতদের আন্দোলনের পেছনে ব্রিটিশদের উসকানি ছিল মনে করেন গান্ধীজি।
উত্তরঃ ব্যাখ্যা-১ আম্বেদকরের আন্দোলনের ফলে জাতিভেদ আরো প্রকট হবে।
২.৫.৪ বিবৃতি: নারীদের বিপ্লবী কর্মকাণ্ডে বাংলা অগ্রগণ্য ছিল।
ব্যাখ্যা-১ বাঙালী নারীরা শিক্ষায় এগিয়ে ছিল।
ব্যাখ্যা-২ বাঙালী নারীরা অন্যরাজ্যের থেকে বেশী আর্থিকভাবে স্বচ্ছল ছিল।
ব্যাখ্যা-৩ বাংলার নারীরা সমাজকে অস্বীকার করেছিল।
উত্তরঃ ব্যাখ্যা-১ বাঙালী নারীরা শিক্ষায় এগিয়ে ছিল।
আরো পড়ুন :
Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution
মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান
Madhyamik Previous 5 Years Paper Solution
Subscribe my YouTube channel : Science Duniye in Bangla
Madhyamik ABTA Test Paper 2023 History Page 351, Madhyamik ABTA Test Paper 2023 History Page 351, Madhyamik ABTA Test Paper 2023 History Page 351, Madhyamik ABTA Test Paper 2023 History Page 351, Madhyamik ABTA Test Paper 2023 History Page 351.
Madhyamik ABTA Test Paper 2023 History Page 351, Madhyamik ABTA Test Paper 2023 History Page 351, Madhyamik ABTA Test Paper 2023 History Page 351, Madhyamik ABTA Test Paper 2023 History Page 351, Madhyamik ABTA Test Paper 2023 History Page 351, Madhyamik ABTA Test Paper 2023 History Page 351.
Madhyamik ABTA Test Paper 2023 History Page 351, Madhyamik ABTA Test Paper 2023 History Page 351, Madhyamik ABTA Test Paper 2023 History Page 351.
Thanks for answers
You are welcome.
Please share this website and keep visiting us.
Thanks and Regards.
Thanks for answers . I grateful to you
My pleasure that you saw our website.
Thanks and Regards.
MCQ
1.1.20) গোয়া দখলের আনুষ্ঠানিক নাম ছিল – অপারেশন– বিজয়(ক)
Sir The Answer Given (গ)দখল-is wrong
উপবিভাগ ২.২ True or False
২.২.৩) Answer will be -True
আপনারা ভুল করে False করছেন
কংগ্রেসের প্রথম অধিবেশন বোম্বাই-তে বসেছিল,
ভারত সভা তথা Indian Association এর প্রথম অধিবেশন কলকাতার Albert হলে হয়েছিল।
Kindly Please look into this matter so others may get accurate information
Thanks.
Happy New Year এর আমার প্রণাম নিবেন।
Thank You very much… correction করে দিয়েছি।
Happy new year.