Madhyamik ABTA Test Paper 2022-23 Bangla Page 854
Madhyamik ABTA Test Paper 2022-23 Bangla Page 854
ABTA (All Bengal Teachers Association) পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ শিক্ষক সংগঠন। এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয় ১৯২১ সালে। এই সংগঠনে অনেক শিক্ষক ও অশিক্ষক কর্মী আছে যাদের নিবিড় প্রচেষ্টা মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক ছাত্র ছাত্রীদের সফল হতে অনেকটাই সাহায্য করে থাকে। পশ্চিমবঙ্গের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ে সদস্য সংখ্যা ১,৪০,০০০-এর বেশি এবং এটি রাজ্যের (অর্থাৎ পশ্চিমবঙ্গ) মোট শিক্ষকের 70 শতাংশ।
Learning Science তোমাদের জন্য ABTA Test Papers 2022-23 এর সমস্ত বিষয়ের সমাধান করার চেষ্টা করছে। আশা রাখি এতে তোমরা উপকৃত হবে। নিচে দেওয়া Link এ click করে তোমরা তোমাদের প্রশ্নের উত্তর খুঁজে নিতে পারো।
১। সঠিক উত্তরটি নির্বাচন করো :
১.১ অমৃতের বয়স –
(ক) ১০ বছর
(খ) ১২ বছর
(গ) ১১ বছর
(ঘ) ১৩ বছর।
উত্তরঃ (ক) ১০ বছর
১.২ নদেরচাঁদ পেশায় ছিলেন একজন-
(ক) স্কুল মাস্টার
(খ) স্টেশন মাস্টার
(গ) পোস্ট মাস্টার
(ঘ) উকিল।
উত্তরঃ (খ) স্টেশন মাস্টার
১.৩ “আমি বাবু ধর্মভীরু মানুষ”- ধর্মভীরু মানুষটি হলেন-
(ক) তেওয়ারি
(খ) অপূর্ব
(গ) গিরীশ মহাপাত্র
(ঘ) জগদীশবাবু।
উত্তরঃ (গ) গিরীশ মহাপাত্র
আরও পড়ুন
Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution
মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান
Madhyamik Previous 5 Years Paper Solution
Subscribe my YouTube channel : Science Duniye in Bangla
১.৪ “হেমরত্নে নানা রঙ্গি …” – ‘হেম’ শব্দের অর্থ –
(ক) উজ্জ্বল
(খ) রঙিন
(গ) নকল
(ঘ) সোনা।
উত্তরঃ (ঘ) সোনা
১.৫ কবি গানের গায়ে যা মোছেন
(ক) অশ্রু
(খ) ঘাম
(গ) রক্ত
(ঘ) কান্না ।
উত্তরঃ (গ) রক্ত
১.৬ “বৃষ্টিতে ধুয়ে দিল” – বৃষ্টিতে যা ধুয়ে দিল-
(ক) পায়ের দাগ
(খ) রক্তের দাগ
(গ) চকের দাগ
(ঘ) চাকার দাগ।
উত্তরঃ (ক) পায়ের দাগ
১.৭ শেষপর্যন্ত নিবের কলমের মানমর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন-
(ক) শরৎচন্দ্র
(খ) সত্যজিৎ রায়
(গ) বঙ্কিমচন্দ্র
(ঘ) রবীন্দ্রনাথ।
উত্তরঃ (খ) সত্যজিৎ রায়
আরও পড়ুন
Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution
মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান
Madhyamik Previous 5 Years Paper Solution
Subscribe my YouTube channel : Science Duniye in Bangla
১.৮ লেখকের কেনা প্রথম ফাউন্টেন পেনটি ছিল-
(ক) সোয়ান
(খ) শেফার্ড
(গ) পাইলট
(ঘ) পার্কার।
উত্তরঃ (গ) পাইলট
১.৯ ‘অভিধা’ হ’ল শব্দের-
(ক) ব্যঞ্জনাগত অর্থ
(খ) আদি অর্থ
(গ) আভিধানিক অর্থ
(ঘ) বিপরীত অর্থ।
উত্তরঃ (গ) আভিধানিক অর্থ
১.১০ টি, টা, খানি, খানা – এগুলি হ’ল-
(ক) অনুসর্গ
(খ) বিভক্তি
(গ) প্রত্যয়
(ঘ) নির্দেশক।
উত্তরঃ (ঘ) নির্দেশক
১.১১ একাধিক কারকে প্রযুক্ত বিভক্তিকে বলে –
(ক) শব্দ বিভক্তি
(খ) ধাতু বিভক্তি
(গ) তির্যক বিভক্তি
(ঘ) ক্রিয়া বিভক্তি।
উত্তরঃ (গ) তির্যক বিভক্তি
আরও পড়ুন
Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution
মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান
Madhyamik Previous 5 Years Paper Solution
Subscribe my YouTube channel : Science Duniye in Bangla
১.১২ পর পদের অর্থ প্রাধান্য পায় –
(ক) দ্বন্দ্ব সমাসে
(খ) কর্মধারয় সমাসে
(গ) বহুব্রীহি সমাসে
(ঘ) অব্যয়ীভাব সমাসে।
উত্তরঃ (খ) কর্মধারয় সমাসে
১.১৩ বাচ্য শব্দের সাধারণ অর্থ-
(ক) বাচনভঙ্গি
(খ) বাক্স্বাধীনতা
(গ) বাক্বৈদগ্ধ্য
(ঘ) বাক্যের গূঢ়ার্থ।
উত্তরঃ (ক) বাচনভঙ্গি
১.১৪ “বিদায় এবে দেহ, বিধুমুখী”- অর্থগত দিক থেকে বাক্যটি হ’ল –
(ক) নির্দেশক বাক্য
(খ) অনুজ্ঞাবাচক বাক্য
(গ) আবেগসূচক বাক্য
(ঘ) শর্তসাপেক্ষ বাক্য।
উত্তরঃ (খ) অনুজ্ঞাবাচক বাক্য
১.১৫ যে বাক্যটিতে আসত্তি নেই, তা চিহ্নিত করো-
(ক) দিয়ে নড়ছে দেখা গাছ জানলা যাচ্ছে
(খ) আমি ভাত খাই
(গ) যদি গান করে
(ঘ) রূপা বক্তৃতা দেয়।
উত্তরঃ (ক) দিয়ে নড়ছে দেখা গাছ জানলা যাচ্ছে
১.১৬ অলোপ দ্বন্দ্বের উদাহরণ-
(ক) গায়ে হলুদ
(খ) অপরূপ
(গ) হাটেবাজারে
(ঘ) চিরসুখ।
উত্তরঃ (গ) হাটেবাজারে
১.১৭ “পাঁচদিন নদীকে দেখা হয় নাই”– এটি যে বাচ্যের উদাহরণ-
(ক) কর্তৃবাচ্য
(খ) ভাববাচ্য
(গ) কর্মবাচ্য
(ঘ) কর্মকর্তৃবাচ্য।
উত্তরঃ (খ) ভাববাচ্য
আরও পড়ুন
Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution
মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান
Madhyamik Previous 5 Years Paper Solution
Subscribe my YouTube channel : Science Duniye in Bangla
Madhyamik ABTA Test Paper 2022-23 Bangla Page 854,Madhyamik ABTA Test Paper 2022-23 Bangla Page 854,Madhyamik ABTA Test Paper 2022-23 Bangla Page 854, Madhyamik ABTA Test Paper 2022-23 Bangla Page 854, Madhyamik ABTA Test Paper 2022-23 Bangla Page 854, Madhyamik ABTA Test Paper 2022-23 Bangla Page 854, Madhyamik ABTA Test Paper 2022-23 Bangla Page 854, Madhyamik ABTA Test Paper 2022-23 Bangla Page 854