Koshe dekhi 22.1 Class 7

Koshe dekhi 22.1 Class 7

Koshe dekhi 22.1 Class 7

উত্তর load হচ্ছে দয়া করে অপেক্ষা করুন …..

 

Q1. আমাদের পাড়ার 55 টি পরিবারের সদস্যসংখ্যার একটি স্তম্ভ লেখচিত্র তৈরি করলাম৷ 

koshe dekhi 16 class 7
এই স্তম্ভ চিত্র দেখি ও নীচের প্রশ্নের উত্তর 15- খোঁজার চেষ্টা করি – 
(a) 55 টি পরিবারের মধ্যে 4 জন সদস্য সংখ্যার পরিবার কতগুলো লিখি। 
(b) এই 55 টি পরিবারের মধ্যে সবচেয়ে বেশি পরিবারের সদস্য সংখ্যা কত লিখি। এইরকম পরিবারের সংখ্যা কত লিখি।
(c) স্তম্ভ লেখচিত্র থেকে দেখছি এবং ______ টি পরিবারের সদস্য সংখ্যা 3।

 

Q2. নীচের পর্বতশৃঙ্গের উচ্চতাগুলি দেখি এবং কাগজে 1 একক = 1000 মিটার উচ্চতা ধরে স্তম্ভলেখ তৈরি করি।

পর্বতশৃঙ্গের নামগডউইন অস্টিনকৈলাশ নন্দাদেবীঅন্নপূর্ণা
উচ্চতা (মিটার প্রায়) 8610671078258090

 

Q3.আমাদের সপ্তম শ্রেণির 55 জন ছাত্রছাত্রী ও অষ্টম শ্রেণির 60 জন ছাত্রছাত্রীর প্রিয় খেলার তথ্য জোগাড় করে নীচের টেবিলে লিখলাম৷ এই তথ্য দ্বিস্তম্ভ চিত্রের মাধ্যমে প্রকাশ করি৷

খেলাক্রিকেটফুটবলসাঁতারহকিখোখো
সপ্তম শ্রেণির ছাত্র-ছাত্রীর সংখ্যা121481110
অষ্টম শ্রেণির ছাত্র-ছাত্রীর সংখ্যা141610128

 

Q4. কৃষ্ণনগরের এক কুমোরের পাঁচ মাসের মাটির পুতুল শোলার তৈরি পুতুলের তথ্য নীচের টেবিলে লিখলামএই তথ্য দ্বিস্তম্ভ চিত্রের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করি৷ 

মাসজানুয়ারীফেব্রুয়ারীমার্চএপ্রিলমে
মাটির পুতুলের সংখ্যা600550450750900
শোলার পুতুলের সংখ্যা500450600650700

 

Q5. আমি আমার শ্রেণির 50 জন ছাত্রছাত্রীর সাদা, লাল, সবুজ, নীল কালো রঙের মধ্যে কোন রংটা পছন্দ তার তালিকা তৈরি করি স্তম্ভ লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করি[নিজে করি] 

Q6. তরাই তারাপদ উচ্চমাধ্যমিক বিদ্যামন্দিরে গত চার বছরের এই বছরের ছাত্রছাত্রীর সংখ্যার তালিকা তৈরি করে নীচে লিখলামএই তথ্য দ্বিস্তম্ভ লেখচিত্রে প্রকাশ করিসময়ের সাথে সাথে ছাত্রছাত্রীদের শিক্ষার হার জানি ছাত্রদের তুলনায় ছাত্রীরা কতটা শিক্ষায় এগিয়ে আছে বা পিছিয়ে আছে হিসাব করি

বছর20092010201120122013
ছাত্র628536709655660
ছাত্রী312415384510629

 

Q7. আমরা 6 জন বন্ধু প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষার পরে দলগতভাবে হাতেকলমে নতুন পদ্ধতিতে বিষয়গুলি আয়ত্ত করার চেষ্টা করেছিতাই দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার পরে দুটি পরীক্ষায় পাওয়া শতকরা নম্বরের একটি তালিকা তৈরি করলাম 

আমার বন্ধুসুমিতরুমকিজাহিরমেরীজোসেফনাজরীন
প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষা45%60%55%38%72%62%
দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষা65%65%68%60%80%70%

 

Q8. ফুলিয়ার উৎপল আমিনাবিবির বছরে তাঁতের শাড়ী তৈরির পরিমাণ দ্বিস্তম্ভ লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করছিদ্বিস্তম্ভ লেখচিত্র দেখি নীচের প্রশ্নের উত্তর লেখার চেষ্টা করি – 

koshe dekhi 16 class 7

(i) কোন বছরে উৎপল সবচেয়ে বেশি তাঁতের শাড়ি বুনেছে কতগুলি শাড়ি বুনেছেআবার কোন বছরে উৎপল সবচেয়ে কম তাঁতের শাড়ি বুনেছে কতগুলো শাড়ি বুনেছে বুঝে লিখি। 
(ii) কোন বছরে আমিনা বিবি সবচেয়ে বেশি তাঁতের শাড়ি বুনেছে লিখিআবার কোন বছরে আমিনা বিবি সবচেয়ে কম তাঁতের শাড়ি বুনেছে কতগুলো শাড়ি বুনেছে বুঝে লিখি। 
(iii) কোন কোন বছরে উৎপল আমিনা বিবির থেকে বেশি তাঁতের শাড়ি বুনেছেউৎপল সবচেয়ে বেশি কোন বছরে আমিনাবিবির থেকে বেশি শাড়ি বুনেছে। 

 


Koshe Dekhi 22.1 Class 7

Support Me

If you like my work then you can Support me by contributing a small amount which will help me a lot to grow my Website. It’s a request to all of you. You can donate me through phone pay / Paytm/ Gpay  on this number 8.1980608289 or by the link below :

Subscribe my Youtube channel : Science Duniya in Bangla

and    Learning Science

and visit Our website : learningscience.co.in 

গণিত প্রকাশ (দশম শ্রেণী) সম্পূর্ণ সমাধান

গণিত প্রকাশ (নবম শ্রেণী) সম্পূর্ণ সমাধান

গণিত প্রভা (সপ্তম শ্রেণী) সম্পূর্ণ সমাধান

গণিত প্রভা (ষষ্ঠ শ্রেণী) সম্পূর্ণ সমাধান

জীবন বিজ্ঞান  (দশম শ্রেণী) (Life Science)

Thank You

Koshe dekhi 22.1 Class 7,Koshe dekhi 22.1 Class 7,Koshe dekhi 22.1 Class 7,Koshe dekhi 22.1 Class 7

Leave a Comment

Insert math as
Block
Inline
Additional settings
Formula color
Text color
#333333
Type math using LaTeX
Preview
\({}\)
Nothing to preview
Insert
error: Content is protected !!