Koshe Dekhi 14 Class 9
Koshe Dekhi 14 Class 9
Q1. প্রীতম ABCD একটি চতুর্ভুজ অঙ্কন করেছে যার AB = 5 সেমি. BC = 6 সেমি., CD = 4 সেমি., DA = 3 সেমি. এবং ∠ABC = 60°; আমি এই চতুর্ভুজের সমান ক্ষেত্রফলবিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি৷
সমাধানঃ
ABCD চতুর্ভুজের সমান ক্ষেত্রফলবিশিষ্ট ABE ত্রিভুজ অঙ্কন করলাম।
Q2. সাহানা একটি চতুর্ভুজ ABCD অঙ্কন করেছে যার AB = 4 সেমি., BC = 5 সেমি., CD = 4.8 সেমি., DA = 4.2 সেমি. এবং কর্ণ AC = 6 সেমি.। চতুর্ভুজটির সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি।
সমাধানঃ
ABCD এর সমান ক্ষেত্রফলবিশিষ্ট ABE ত্ৰিভুজ অঙ্কন করলাম।
Q3. সাহান একটি আয়তক্ষেত্র ABCD এঁকেছে যার AB = 4 সেমি. ও BC = 6 সেমি.। এই ABCD আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি।
সমাধানঃ
ABCD এর সমান ক্ষেত্রফলবিশিষ্ট ABE ত্রিভুজ অঙ্কন করলাম।
Q4. একটি চতুর্ভুজ ABCD আঁকি যার BC = 6 সেমি., AB = 4 সেমি., CD = 3 সেমি., ∠ABC = 60°, ∠BCD = 55° ; এই ABCD চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি যার একটি বাহু AB এবং অপর একটি বাহু BC বাহু বরাবর থাকবে ৷
সমাধানঃ
ABCD এর সমান ক্ষেত্রফলবিশিষ্ট ABE ত্রিভুজ অঙ্কন করলাম৷
Q5. 5 সেমি. বাহুবিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করি এই বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক অঙ্কন করি যার একটি কোণ 60°।
সমাধানঃ
ABCD বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফলবিশিষ্ট একটি সামান্তরিক CEGF অঙ্কন করলাম।
Q6. 6 সেমি. বাহুবিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করি এবং এই বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফলবিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি।
সমাধানঃ
ABCD বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফলবিশিষ্ট ABE ত্রিভুজ অঙ্কন করলাম।
Q7. একটি চতুর্ভুজ ABCD আঁকি যার AB বাহুর উপর AD ও BC লম্ব এবং AB = 5 সেমি., AD = 7 সেমি. ও BC = 4সেমি.। এই চতুর্ভুজের সমান ক্ষেত্রফলবিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন কর যার একটি কোণ 30°.
সমাধানঃ
ABCD চতুর্ভুজের সমান ক্ষেত্রফলবিশিষ্ট একটি ত্রিভুজ APN অঙ্কন করলাম।
Q8. ABCDE যে কোনো একটি পঞ্চভুজ অঙ্কন করি ও তার সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি যার একটি শির্ষবিন্দু C.
সমাধানঃ
ABCDE একটি পঞ্চভুজের সমান ক্ষেত্রফলবিশিষ্ট একটি ত্রিভুজ CPQ অঙ্কন করলাম।
আরও দেখো :
গণিত প্রভা সপ্তম শ্রেণি সমাধান
koshe dekhi 14 class 9, koshe dekhi 14 class 9, koshe dekhi 14 class 9.
Good
Thank you for your appreciation.