Fri. Nov 22nd, 2024

Madhyamik ABTA Test Papers 2024 : History Page 118

বিভাগ- ‘ক’ ১| সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো:

১.১ ‘ভারতীয় সংগীত কা ইতিহাস‘ গ্রন্থটি রচনা করেন –

(ক) রাজেশ্বর মিত্র

(খ) উমেশ যোশি

(গ) প্যাট্রিক মৌতাল

(ঘ) চার্লস রাসেল ডে।

 

১.২ প্রথম কোন্ পত্রিকায় লালন ফকিরের গান প্রকাশিত হয় –

(ক) হিন্দু প্যাট্রিয়ট পত্রিকাতে

(খ) বামাবোধিনী পত্রিকাতে

(গ) সম্বাদ প্রভাকর পত্রিকাতে

(ঘ) গ্রামবার্তা প্রকাশিকাতে।

 

১.৩ সাঁওতালদের বিদ্রোহ কী নামে পরিচিত?

(ক) হুল

(খ) উলঘুলান

(গ) দার-উল-হারব

(ঘ) দিকু।

 

১.৪ ইতিহাস হল অতীতের –

(ক) কর্তব্যনিষ্ঠ বিবরণ

(খ) বস্তুনিষ্ঠ বিবরণ

(গ) কর্মনিষ্ঠ বিবরণ

(ঘ) অর্থনিষ্ঠ বিবরণ।

১.৫ ‘বামাবোধিনী‘ পত্রিকা প্রকাশিত হয় –

(ক) ১৮৩৩ খ্রিস্টাব্দে

(খ) ১৮৫৯ খ্রিস্টাব্দে

(গ) ১৮৬০ খ্রিস্টাব্দে

(ঘ) ১৮৬৩ খ্রিস্টাব্দে।

 

১.৬ ‘ফরাজি‘ নামে ধর্মীয় সম্প্রদায় প্রতিষ্ঠা করেন –

(ক) হাজি শরিয়ত উল্লাহ্

(খ) দুদু মিঞা

(গ) তিতুমির

(ঘ) মজনু শাহ।

 

১.৭ ‘হুতোম প্যাঁচা‘ ছদ্মনাম ছিল –

(ক) রাজনারায়ণ বসুর

(খ) কালীপ্রসন্ন সিংহের

(গ) কেশবচন্দ্র সেনের

(ঘ) শিবনাথ শাস্ত্রীর।

 

১.৮ ১৮৫৭ সালের মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ বলেছিলেন –

(ক) সুভাষচন্দ্র বসু

(খ) জওহরলাল নেহেরু

(গ) ডি বি সাভারকার

(ঘ) রাসবিহারী বসু।

 

১.৯ জমিদার সভাসভাপতি ছিলেন –

(ক) দ্বারকানাথ ঠাকুর

(খ) প্রসন্নকুমার ঠাকুর

(গ) রামকমল সেন

(ঘ) রাধাকান্ত দেব।

 

১.১০ “শিশুশিক্ষাগ্রন্থটি রচনা করেন –

(ক) মদনমোহন তর্কালঙ্কার

(খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

(গ) রবীন্দ্রনাথ ঠাকুর

(ঘ) রামসুন্দর বসাক।

১.১১ বাংলায় প্রথম সাপ্তাহিক পত্রিকা ছিল

(ক) দিগদর্শন

(খ) সমাচার দর্পণ

(গ) সমাচার চন্দ্রিকা

(ঘ) বেঙ্গল গেজেট।

 

১.১২ ‘ভারতীয় জাতীয়তাবাদের গুরু‘ বলা হয় –

(ক) স্বামী বিবেকানন্দকে

(খ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে

(গ) হরিশচন্দ্র মুখোপাধ্যায়কে

(ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে।

 

১.১৩ লর্ড কার্জন বাংলা দ্বিখণ্ডিত করেন –

(ক) ১৯০৫ খ্রিস্টাব্দে

(খ) ১৯১১ খ্রিস্টাব্দে

(গ) ১৯৪২ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯৪৭ খ্রিস্টাব্দে।

 

১.১৪ ‘লাঙ্গল যার, জমি তার’ এই স্লোগানটি ছিল –

(ক) কংগ্রেস সমাজতন্ত্রী দলের

(খ) ভারতের কমিউনিস্ট পার্টির

(গ) কৃষক প্রজা পার্টির

(ঘ) সারা ভারত ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্ট পার্টির।

 

১.১৫ সর্বভারতীয় কৃষক সভার প্রথম সভাপতি ছিলেন –

(ক) স্বামী সহজানন্দ

(খ) এন জি রঙ্গ

(গ) বাবা রামচন্দ্র

(ঘ) বাল রামকৃষ্ণ।

১.১৬ গান্ধীজি দলিতদের বলতেন

(ক) অস্পৃশ্য

(খ) শূদ্র

(গ) হরিজন

(ঘ) মহাজন।

আরও পড়ুনঃ 

Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution

Madhyamik ABTA Test Papers 2024 English Solution 

Madhyamik ABTA Test Papers 2024 History Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution

Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution

Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution 

১.১৭ ‘পুণাচুক্তি’ স্বাক্ষরিত হয় –

(ক) ১৯৩০ খ্রিস্টাব্দে

(খ) ১৯৩১ খ্রিস্টাব্দে

(গ) ১৯৩২ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯৩৩ খ্রিস্টাব্দে।

 

১.১৮ সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম ছিল –

(ক) অনুশীলন সমিতি

(খ) গদর দল

(গ) ইন্ডিয়ান রিপাবলিকান পার্টি

(ঘ) বেঙ্গল ভলান্টিয়ার্স।

 

১.১৯ জুনাগড় রাজ্য ভারতভুক্ত হয় –

(ক) ১৯৪৭ খ্রিস্টাব্দে

(খ) ১৯৪৮ খ্রিস্টাব্দে

(গ) ১৯৪৯ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯৫০ খ্রিস্টাব্দে।

 

১.২০ ভারতের সর্ববৃহৎ দেশীয় রাজ্যটি ছিল –

(ক) কাশ্মীর

(খ) হায়দ্রাবাদ

(গ) জুনাগড়

(ঘ) বরোদা।

বিভাগ-‘খ’ ২ । যে কোনো ষোলোটি প্রশ্নের উত্তর দাও :

(প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি প্রশ্নের উত্তর দাও) :

উপবিভাগ : ২.১ একটি বাক্যে উত্তর দাও :

(২.১.১) ‘দ্য সিনেমা বুক‘ গ্রন্থটি কে রচনা করেন? 

উত্তরঃ প্যাম কুক (Pam Cook)। 

 

(২.১.২) সাঁওতাল বিদ্রোহ কবে শুরু হয়? 

উত্তরঃ ১৮৫৫ সালে। 

 

(২.১.৩) কোন্ সিপাহী প্রথম বিদ্রোহ শুরু করেন? 

উত্তরঃ মঙ্গল পান্ডে। 

(২.১.৪) বাবা রামচন্দ্র কে ছিলেন?

উত্তরঃ যুক্তপ্রদেশে কৃষক আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন বাবা রামচন্দ্র ।

আরও পড়ুনঃ 

Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution

Madhyamik ABTA Test Papers 2024 English Solution 

Madhyamik ABTA Test Papers 2024 History Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution

Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution

Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution 

উপবিভাগ : ২.২ ঠিক বা ভুল নির্ণয় করো :

(২.২.১) হেমাঙ্গ বিশ্বাস ছিলেন একজন গণসংগীত শিল্পী।

উত্তরঃ ঠিক। 

 

(২.২.২) স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন ডেভিড হেয়ার।

উত্তরঃ ঠিক। 

 

(২.২.৩) রানি শিরোমণি ছিলেন চুয়াড় বিদ্রোহের অন্যতম নেত্রী। 

উত্তরঃ ঠিক। 

 

(২.২.৪) বাংলায় প্রথম ছাপাখানা স্থাপিত হয় বর্ধমানে।

উত্তরঃ ভুল। 

ব্যাখ্যাঃ বাংলায় প্রথম ছাপাখানা স্থাপিত হয় ঢাকায় (১৭৭৭ সালে)।

 

উপবিভাগ : ২.৩ ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও :

‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ
(২.৩.১) সন্দেশ (১) জগদীশচন্দ্র বসু
(২.৩.২) বসু বিজ্ঞান মন্দির (২) প্রফুল্লচন্দ্র রায়
(২.৩.৩) বেঙ্গল কেমিক্যাল (৩) অরবিন্দ ঘোষ
(২.৩.৪) বেঙ্গল ন্যাশনাল কলেজ (৪) উপেন্দ্র কিশোর রায়চৌধুরী

উত্তরঃ 

‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ
(২.৩.১) ভারত সভার প্রাণপুরুষ (২) প্রফুল্লচন্দ্র রায়
(২.৩.২) বঙ্গভাষা প্রকাশিকা সভার সভাপতি (৩) অরবিন্দ ঘোষ
(২.৩.৩) কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম স্নাতক (৪) উপেন্দ্র কিশোর রায়চৌধুরী
(২.৩.৪) জমিদার সভার সভাপতি (১) জগদীশচন্দ্র বসু

উপবিভাগ : ২.৪ প্রদত্ত ভারতবর্ষের রেখামানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও নামাঙ্কিত করো :

(২.৪.১) কৃষক বিদ্রোহের একটি কেন্দ্র প্রতাপগড়।

(২.৪.২) পর্তুগীজ ঔপনিবেশিক বাণিজ্যকেন্দ্র দিউ।

(২.৪.৩) নীল বিদ্রোহের কেন্দ্র – যশোর।

(২.৪.৪) ফরাসী অধিকৃত অঞ্চল পণ্ডিচেরি। 

 

উপবিভাগ : ২.৫ নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক বাক্য নির্বাচন করো :

(২.৫.১) বিবৃতি: ‘অতীত যেমন ছিল, তেমনভাবেই তাকে তুলে ধরতে হবে’।

ব্যাখ্যা-১: অতীত ইতিহাসের বিকৃতি কাম্য নয়।

ব্যাখ্যা-২: নিরপেক্ষ ইতিহাসই প্রকৃত ইতিহাস।

ব্যাখ্যা-৩: ইতিহাস জীবন্ত।

উত্তরঃ ব্যাখ্যা-১: অতীত ইতিহাসের বিকৃতি কাম্য নয়।

 

(২.৫.২) বিবৃতি: বিপ্লব হল একটি প্রতিবাদের পন্থা।

ব্যাখ্যা-১: বিপ্লব হল সামরিক অভ্যুত্থানের একটি ধারা।

ব্যাখ্যা-২: বিপ্লব সাধারণত দীর্ঘমেয়াদী হয়।

ব্যাখ্যা-৩: বিপ্লবের মাধ্যমে প্রচলিত ব্যবস্থার দ্রুত ও আমূল পরিবর্তন ঘটে।

উত্তরঃ ব্যাখ্যা-৩: বিপ্লবের মাধ্যমে প্রচলিত ব্যবস্থার দ্রুত ও আমূল পরিবর্তন ঘটে।

 

(২.৫.৩) বিবৃতি: ব্রিটিশ বাহিনীতে ভারতীয় সিপাহীরা এনফিল্ড রাইফেল ব্যবহারে আপত্তি জানায়।

ব্যাখ্যা-১: এনফিল্ড রাইফেলের গুণগত মান খারাপ ছিল।

ব্যাখ্যা- ২: এই রাইফেলের টোটার খোলসটি গোরু ও শূকরের চর্বি দিয়ে তৈরি ছিল বলে গুজব ছড়ায়।

ব্যাখ্যা-৩: এনফিল্ড রাইফেল বিদেশে তৈরি হত।

উত্তরঃ ব্যাখ্যা- ২: এই রাইফেলের টোটার খোলসটি গোরু ও শূকরের চর্বি দিয়ে তৈরি ছিল বলে গুজব ছড়ায়।

 

(২.৫.৪) বিবৃতি : ১৯৪৭ খ্রিস্টাব্দে ভারত স্বাধীন হয়।

ব্যাখ্যা-১: এর মাধ্যমে উপনিবেশিক শাসনের অবসান ঘটে।

ব্যাখ্যা-২: এর মাধ্যমে ইংরেজদের পরাজয় ঘটে।

ব্যাখ্যা-৩: এর মাধ্যমে শোষণের অবসান ঘটে।

উত্তরঃ ব্যাখ্যা-১: এর মাধ্যমে উপনিবেশিক শাসনের অবসান ঘটে।

আরও পড়ুনঃ 

Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution

Madhyamik ABTA Test Papers 2024 English Solution 

Madhyamik ABTA Test Papers 2024 History Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution

Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution

Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution 

4 thoughts on “Madhyamik ABTA Test Papers 2024 : History Page 118”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Insert math as
Block
Inline
Additional settings
Formula color
Text color
#333333
Type math using LaTeX
Preview
\({}\)
Nothing to preview
Insert
error: Content is protected !!