Sat. Nov 23rd, 2024

Madhyamik ABTA Test Papers 2024 : Life Science Page 212

বিভাগ ‘ক’ 1. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ লেখো :

1.1 ট্রপিক চলন সম্পর্কিত প্রদত্ত কোন্ বক্তব্যটি সঠিক তা নির্বাচন করো –

(a) এটি উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত

(b) ভলভক্স নামক শ্যাওলায় এই চলন দেখা যায়

(c) এটি উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত

(d) উদ্ভিদ অঙ্গের সামগ্রিক স্থান পরিবর্তন হয়।

 

1.2 প্রদত্ত কোন্ বাক্যটি সঠিক নয় তা নির্ণয় করো –

(a) ইস্ট্রোজেন গর্ভাবস্থা রক্ষা করে

(b) পুরুষদের শুক্রাশয় থেকে টেস্টোস্টেরন ক্ষরিত হয়

(c) মানবদেহে ADH ও অক্সিটোসিন হাইপোথ্যালামাস থেকে ক্ষরিত হয়

(d) গ্লুকাগণ নিওগ্লুকোজেনেসিসে সাহায্য করে।

 

1.3 সঠিক জোড়টি নির্বাচন করো –

(a) কর্নিয়া – অক্ষিগোলকের নির্দিষ্ট আকার প্রদান করে

(b) আইরিশ – অক্ষিগোলককে O2 এবং পুষ্টি সরবরাহ করে

(c) রেটিনা – কর্নিয়াকে রক্ষা করে

(d) লেন্স – উপযোজনে সাহায্য করে।

 

1.4 প্রদত্ত কোন বৈশিষ্ট্যটিকে মেন্ডেল প্রকট গুণ হিসাবে নির্বাচন করেছিলেন তা শনাক্ত করো

(a) কাণ্ডের দৈর্ঘ্য – বেঁটে

(b) ফুলের বর্ণ – সাদা

(c) বীজপত্রের বর্ণ – হলুদ

(d) বীজের আকার – কুঞ্চিত।

 

1.5 ‘ক’ স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে ‘খ’ স্তম্ভে দেওয়া শব্দের মধ্যে সমতা বিধান করে নীচের উত্তরগুলোর মধ্যে কোনটি সঠিক তা নির্বাচন করো :

‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ
A. চেষ্টীয় স্নায়ু (i) নিউরোহিউমর
B. সুষুম্নাকাণ্ড (ii) হাইপোগ্লসাল
C. সাইন্যাপস (iii) নিউরোসিল

(a) A-(i) B- (iii) C- (ii)

(b) A-(ii) B- (iii) C- (i)

(c) A-(iii) B-(i) C-(ii)

(d) A-(i) B-(ii) C-(iii)

 

1.6 একজন হিমোফিলিয়া বাহক মহিলার সঙ্গে একজন স্বাভাবিক পুরুষের বিবাহ হলে তাদের সন্তানদের ফিনোটাইপ হবে –

(a) সমস্ত সন্তানেরা হিমোফিলিক

(b) শুধুমাত্র কন্যা সন্তানেরা হিমোফিলিক

(c) 50% পুত্র হিমোফিলিক ও অন্যান্য সন্তান স্বাভাবিক

(d) সব পুত্র হিমোফিলিক ও সব কন্যা স্বাভাবিক।

 

1.7 কালো বর্ণ অমসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ শনাক্ত করো

(a) BbRr, BBRr

(b) BBrr, Bbrr

(c) bbRR, bbRr

(d) bbrr, bbRr.

আরও পড়ুনঃ 

Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution

Madhyamik ABTA Test Papers 2024 English Solution 

Madhyamik ABTA Test Papers 2024 History Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution

Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution

Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution 

1.8 দীর্ঘ সুপ্তদশা আছে এমন বীজযুক্ত উদ্ভিদের কম সময়ে বংশবিস্তার করতে তুমি নীচের কোন পদ্ধতির সাহায্য নেবে? –

(a) খণ্ডীভবন

(b) পুনরুৎপাদন

(c) যৌনজনন

(d) মাইক্রোপ্রোপাগেশন।

 

1.9 কোশচক্র নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যে প্রোটিন তা হল –

(a) হিস্টোন প্রোটিন

(b) নন্-হিস্টোন প্রোটিন

(c) সাইক্লিন প্রোটিন

(d) আম্লিক প্রোটিন।

 

1.10 মিয়োসিসের তাৎপর্য-সংক্রান্ত নীচের কোন্ বক্তব্যটি সঠিক তা নিরূপণ করো –

(a) দেহের সার্বিক বৃদ্ধি ও পরিস্ফূটন ঘটায়

(b) বংশগত প্রকরণবাহী হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন করে

(c) জীবের জনন অঙ্গের ও ভ্রূণের বৃদ্ধি ঘটায়

(d) কোনো কোনো প্রাণীদেহে অঙ্গহানি ঘটলে সেটি পুনরুৎপাদন ঘটে।

1.11 ঘোড়ার অভিব্যক্তিতে নীচের কোন্ সজ্জাক্রমটি সঠিক?

(a) ইওহিপ্পাস → মেরিচিপ্পাস → ইকুয়াস → প্লায়োহিপ্পাস → মেসোহিপ্পাস

(b) ইকুয়াস → প্লায়োহিপ্পাস → মেরিচিপ্পাস → ইওহিপ্পাস → মেসোহিপ্পাস

(c) ইওহিপ্পাস → মেসোহিপ্পাস → মেরিচিপ্পাস → প্লায়োহিপ্পাস → ইকুয়াস

(d) মেসোহিপ্পাস মেরিচিপ্পাস প্লায়োহিপ্পাস → ইয়োহিপ্পাস → ইকুয়াস।

 

1.12 নীচের কোনটি অস্থিযুক্ত মাছের পটকার গ্যাস শোষণ করে নেয়? –

(a) রেডগ্রন্থি

(b) গ্যাষ্ট্রিক গ্রন্থি

(c) অগ্রপ্রকোষ্ঠ

(d) রেটিয়া মিরাবিলিয়া

 

1.13 সিউডোমোনাস জীবাণুটি নাইট্রোজেন চক্রের নীচের কোন ধাপের সাথে যুক্ত? –

(a) নাইট্রোজেন আবদ্ধ

(b) ডিনাইট্রিফিকেশন

(c) নাইট্রিফিকেশন

(d) অ্যামোনিফিকেশন।

 

1.14 নিম্নলিখিত ঘটনাগুলির মধ্যে যেটি ইউট্রিফিকেশনের সঙ্গে যুক্ত সেটি হল –

(a) অম্লবৃষ্টি

(b) SPM

(c) অ্যালগাল ব্লুম

(d) DDT

 

1.15 নীচের কোন্ জোড়টি সঠিক নয় তা নির্ণয় করো –

(a) ব্রংকাইটিস – ক্লোমশাখার প্রদাহ

(b) ক্যানসার – ফুসফুসের ক্ষতিকারক টিউমার

(c) অ্যাজমা – যকৃৎ ক্যানসার

(d) অ্যালার্জি – উদ্ভিদের পরাগরেণু।

আরও পড়ুনঃ 

Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution

Madhyamik ABTA Test Papers 2024 English Solution 

Madhyamik ABTA Test Papers 2024 History Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution

Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution

Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution 

বিভাগ-‘খ’ 2. নীচের ২৬টি প্রশ্ন থেকে ২১টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো:

নীচের বাক্যগুলোর শূন্যস্থানগুলোতে উপযুক্ত শব্দ বসাও : (যে কোনো পাঁচটি) :

2.1 উদ্ভিদের ফল পাকাতে সাহায্য করে ______ হরমোন।

উত্তরঃ ইথিলিন 

 

2.2 ______ বিবর্তনের ফলে সমসংস্থা অঙ্গের উদ্ভব ঘটে।

উত্তরঃ অপসারী 

 

2.3 মটরগাছের ভিন্ন ভিন্ন ______ একই ফিনোটাইপ দেখাতে পারে।

উত্তরঃ জিনোটাইপ 

 

2.4 ______ অণুর ঘন কুণ্ডলীকৃত গঠনই হল ক্রোমোজোম।

উত্তরঃ DNA 

 

2.5 মেরুদণ্ডী প্রাণীদের ভ্রূণের পরিস্ফূরণ ও বৃদ্ধির সময় ______ কোষ বিভাজন ঘটে।

উত্তরঃ মাইটোসিস 

 

2.6 মানুষের ডিম্বাণুতে ক্রোমোজোমের সংখ্যা হল ______ ।

উত্তরঃ ২৩ টি 

 

নীচের বাক্যগুলো ‘সত্য’ অথবা ‘মিথ্যা’ নিরূপণ করো: (যে কোনো পাঁচটি) :

2.7 মেন্ডেল বর্ণিত ফ্যাক্টর পরবর্তীকালে জিন হিসাবে শনাক্ত হয়।

উত্তরঃ সত্য। 

 

2.8 বিকাশ বৃদ্ধি নিরপেক্ষ নয়।

উত্তরঃ সত্য। 

 

2.9 ডিম্বাণু শুধুমাত্র মাইটোসিসের ফলে উৎপন্ন হয়।

উত্তরঃ মিথ্যা। 

ব্যাখ্যাঃ ডিম্বাণু মিয়োসিসের ফলে উৎপন্ন হয়।

 

2.10 ডারউইনের মতে জীব জ্যামিতিক অনুপাত বংশবৃদ্ধি করে।

উত্তরঃ সত্য। 

2.11 জীবনদায়ী ওষুধের উৎস হল জীববৈচিত্র্য।

উত্তরঃ সত্য। 

 

2.12 পাইরিফর্মিস একটি রোটেটর পেশি ।

উত্তরঃ সত্য। 

 

আরও পড়ুনঃ 

Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution

Madhyamik ABTA Test Papers 2024 English Solution 

Madhyamik ABTA Test Papers 2024 History Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution

Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution

Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution 

‘A’ স্তম্ভে দেওয়া শব্দগুচ্ছের সঙ্গে ‘B’ স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটি সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নং উল্লেখসহ সঠিক জোড়াটি পুনরায় লেখো: (যে কোনো পাঁচটি) :

A স্তম্ভ B-স্তম্ভ
2.13 CSF (a) পূর্ব হিমালয়
2.14 সাইন্যাপসিস (b) বাদুড় ও পাখির ডানা
2.15 সমসংস্থ অঙ্গ (c) স্টক ও সিয়ন
2.16 রয়্যাল হিমোফিলিয়া (d) হোমোলোগাস ক্রোমোজোম
2.17 গ্রাফটিং (e) মস্তিষ্কের কোশে পুষ্টি সরবরাহ
2.18 রোডো ডেনড্রন (f) সেক্স-লিংকড় জিন
(g) বিলুপ্ত প্রজাতি

উত্তরঃ

A স্তম্ভ B-স্তম্ভ
2.13 CSF (e) মস্তিষ্কের কোশে পুষ্টি সরবরাহ
2.14 সাইন্যাপসিস (d) হোমোলোগাস ক্রোমোজোম
2.15 সমসংস্থ অঙ্গ (b) বাদুড় ও পাখির ডানা
2.16 রয়্যাল হিমোফিলিয়া (f) সেক্স-লিংকড় জিন
2.17 গ্রাফটিং (c) স্টক ও সিয়ন
2.18 রোডো ডেনড্রন (a) পূর্ব হিমালয়

 

একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও : (যে কোনো ছয়টি):

2.19 বিসদৃশ শব্দটি বেছে লেখো :- সুষুম্নাশীর্ষক, সেরিবেলাম, সেরিব্রাম, ফোবিয়া সেন্ট্রালিস।

উত্তরঃ ফোবিয়া সেন্ট্রালিস

ব্যাখ্যাঃ ফোবিয়া সেন্ট্রালিস চোখের অংশ বিশেষ কিন্তু সুষুম্নাশীর্ষক, সেরিবেলাম, সেরিব্রাম মস্তিষ্কের অংশ বিশেষ। 

 

2.20 গিনিপিগের ক্ষেত্রে bbRR এবং bbRr জিনোটাইপ দুটির ফিনোটাইপ কী একই?

উত্তরঃ হ্যা। bbRR এবং bbRr জিনোটাইপ দুটির ফিনোটাইপ একই (সাদা ও অমসৃণ)।

 

2.21 বাষ্পমোচন রোধে ক্যাকটাসের একটি অঙ্গ সংস্থানগত অভিযোজন উল্লেখ করো।

উত্তরঃ বাষ্পমোচন রোধে ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে। 

2.22 নীচে সম্পর্কযুক্ত একটি শব্দজোড় দেওয়া আছে। প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও :

জাতীয় উদ্যান : ইন-সিটু সংরক্ষণ :: চিড়িয়াখানা : ______।

উত্তরঃ জাতীয় উদ্যান : ইন-সিটু সংরক্ষণ :: চিড়িয়াখানা : এক্স-সিটু সংরক্ষণ

 

2.23 মরু অভিযোজনের জন্য ক্যাকটাসের পাতার কী কী পরিবর্তন ঘটে?

উত্তরঃ মরু অভিযোজনের জন্য ক্যাকটাসের পাতার নিম্নলিখিত পরিবর্তনগুলি ঘটে:

  • পাতাগুলি কাঁটায় পরিণত হয়। কাঁটাগুলি পাতা থেকে বাষ্পমোচনের হার কমায়।

 

2.24 N2O এর পরিবেশগত প্রভাব সংক্ষেপে আলোচনা করো।

উত্তরঃ N2O এর পরিবেশগত প্রভাবগুলির মধ্যে রয়েছে:

  • জলবায়ু পরিবর্তন: N2O বায়ুমণ্ডলে তাপ ধরে রাখতে সহায়তা করে, যার ফলে জলবায়ু পরিবর্তন হয়। এটি গ্লোবাল ওয়ার্মিং এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির জন্য দায়ী।
  • ওজোন স্তর ক্ষয়: N2O ওজোন স্তর ক্ষয় করতে সহায়তা করে। ওজোন স্তর সূর্যের ক্ষতিকারক অতিবেগুনী রশ্মি থেকে পৃথিবীকে রক্ষা করে।
  • জলের গুণমান: N2O জলের গুণমানকে প্রভাবিত করতে পারে। এটি জলের মধ্যে নাইট্রেটের মাত্রা বৃদ্ধি করতে পারে, যা উদ্ভিদ বৃদ্ধির জন্য ক্ষতিকারক হতে পারে।

 

2.25 নীচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত। সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো –

G1 দশা, S দশা, ইন্টারফেজ, G2 দশা।

উত্তরঃ ইন্টারফেজ

ব্যাখ্যাঃ G1 দশা, S দশা, G2 দশা প্রভৃতি দশাগুলি ইন্টারফেজ এর বিভিন্ন দশা। 

 

2.26 জলজ ও স্থলজ বাস্তুতন্ত্রে অবস্থিত স্থানীয় জীববৈচিত্র্যের ক্ষতিসাধন করে এমন একটি করে বহিরাগত প্রজাতির উদাহরণ দাও।

উত্তরঃ

জলজ বাস্তুতন্ত্র

  • মৎস্য: মিঠা পানির মাছ ক্যাটফিশ (Ictalurus punctatus) আমেরিকা থেকে আমদানি করা হয়েছিল এবং এখন এটি বিশ্বের অনেক স্থানে বিপজ্জনক আগ্রাসী প্রজাতি হিসাবে বিবেচিত হয়। এটি স্থানীয় মাছের প্রজাতির সাথে খাদ্য এবং আবাসস্থান জন্য প্রতিযোগিতা করে এবং এটি রোগ ছড়াতে পারে।
  • সরীসৃপ: বাহামাস থেকে আমদানি করা কাঁকড়া-খেকো ড্রাগন (Pogona vitticeps) এখন বিশ্বের অনেক স্থানে একটি জনপ্রিয় পোষা প্রাণী। এটি একটি শক্তিশালী শিকারী এবং স্থানীয় সরীসৃপ এবং উভচর প্রাণীদের জন্য হুমকি হতে পারে।

স্থলজ বাস্তুতন্ত্র

  • স্তন্যপায়ী প্রাণী: দক্ষিণ আফ্রিকা থেকে আমদানি করা *ফ্লোরিডার পাখি-খাদক (Felis silvestris catus) এখন আমেরিকান মহাদেশ এবং বিশ্বের অন্যান্য অংশে একটি জনপ্রিয় পোষা প্রাণী। এটি স্থানীয় স্তন্যপায়ী প্রাণীদের জন্য হুমকি হতে পারে, যেমন ইঁদুর, খরগোশ এবং হরিণ।
  • উদ্ভিদ: অস্ট্রেলিয়া থেকে আমদানি করা *ইউক্যালিপটাস গাছ (Eucalyptus) এখন বিশ্বের অনেক স্থানে একটি জনপ্রিয় বাগানের গাছ। এটি একটি দ্রুত বর্ধনশীল গাছ যা স্থানীয় উদ্ভিদের প্রজাতির জন্য প্রতিযোগিতা করে এবং জলের সম্পদ ব্যবহার করে।

 

আরও পড়ুনঃ 

Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution

Madhyamik ABTA Test Papers 2024 English Solution 

Madhyamik ABTA Test Papers 2024 History Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution

Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution

Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Insert math as
Block
Inline
Additional settings
Formula color
Text color
#333333
Type math using LaTeX
Preview
\({}\)
Nothing to preview
Insert
error: Content is protected !!