Madhyamik ABTA Test Papers 2024 : Life Science Page 391
বিভাগ ‘ক’ 1. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ লেখো :
1.1 থিগমোট্রপিক চলনে উদ্দীপক হলো –
(a) তাপমাত্রা
(b) স্পর্শ
(c) অভিকর্ষ
(d) জল।
1.2 আদার গ্রন্থিকাণ্ডে কোন্ প্রকারের চলন দেখা যায়? –
(a) ফটোট্রপিক
(b) ডায়াজিওট্রপিক
(c) কেমোট্রপিক
(d) হাইড্রোট্রপিক ।
1.3 কোন্ বন্ধনীটি নিউক্লিওটাইড গঠনে ব্যবহৃত হয় –
(a) হাইড্রোজেন
(b) গ্লাইকোসাইডিক
(c) ফসফোডাইএস্টার
(d) পেপটাইড বন্ধনী।
1.4 কোনটি প্রাকৃতিক সাইটোকাইনিন? –
(a) IAA
(b) জিয়াটিন
(c) অ্যাজাকাইনিন
(d) ডাইফিনাইল ইউরিয়া।
1.5 RNA অণুর অ্যাডেনিনের পরিপূরক বেস কোনটি? –
(a) গুয়ানিন
(b) থাইমিন
(c) সাইটোসিন
(d) ইউরাসিল।
1.6 ক্রসিং ওভারের গঠনগত একক কী?—
(a) ক্রোমাটিড
(b) রাইবোজোম
(c) লাইসোজোম
(d) সেন্ট্রোজোম।
1.7 একসংকর জননে টেস্ট ক্রসের ফেনোটাইপিক অনুপাত হলো –
(a) 1:2:1
(b) 1:1
(c) 3:1
(d) 9:3:3:1
1.8 AABbCCDd জিনোটাইপযুক্ত জীবের দেহে কতপ্রকার গ্যামেট সৃষ্টি হতে পারে? –
(a) 4
(b) 8
(c) 12
(d) 16 –প্রকার ।
1.9 স্ত্রী পাখির হেটারোগ্যামিক সেক্স হলো –
(a) ZZ
(b) ZW
(c) WW
(d) XY
1.10 জীবন উৎপত্তির কেমোজেনি মতবাদ প্রকাশ করেন –
(a) মিলার
(b) ওপারিন- হ্যালডেন
(c) ওপারিন
(d) ফক্স।
1.11 মিলার-উরের পরীক্ষায় CH4, H2 ও NH3 এর অনুপাত ছিল—
(a) 2:2:1
(b) 2:1:2
(c) 1:2:2
(d) 1:1:2
1.12 রোমন্থক ঘোড়া কাকে বলে?
(a) ইওহিপ্লাস
(b) মেসোহিপ্পাস
(c) মেরিচিপ্পাস
(d) প্লায়োহিপ্পাস- কে।
আরও পড়ুনঃ
Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution
Madhyamik ABTA Test Papers 2024 English Solution
Madhyamik ABTA Test Papers 2024 History Solution
Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution
Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution
Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution
Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution
1.13 N2-চক্রের নাইট্রিফিকেশন ধাপটির শনাক্তকারী বৈশিষ্ট্য হলো—
(a) মৃত জীবদেহের প্রোটিন বিয়োজিত হয়ে অ্যামোনিয়া উৎপন্ন হয়।
(b) অ্যামোনিয়া থেকে প্রথমে নাইট্রাইট ও পরে নাইট্রেট উৎপন্ন হয়।
(c) নাইট্রেট থেকে অ্যামোনিয়া গঠন।
(d) নাইট্রেট থেকে নাইট্রোজেন গঠন।
1.14 স্কিৎজোফ্রেনিয়া রোগে ব্যবহৃত উপক্ষারটি হলো
(a) অ্যাট্রোপিন
(b) রেসারপিন
(c) ডাটুরিন
(d) কুইনাইন।
1.15 কোন্ গ্রিনহাউস গ্যাস মাটির অম্লত্ব বাড়ায়—
(a) CH4
(b) CFC
(c) N2O
(d) O3
বিভাগ-“খ” 2. নীচের ২৬টি প্রশ্ন থেকে ২১টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো :
নীচের বাক্যগুলির শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাও (যে কোনো পাঁচটি) :
2.1 মানুষের সুষুম্না স্নায়ুর সংখ্যা ______ জোড়া।
উত্তরঃ ৩১
2.2 ক্রোমাজোমের ক্রোমাটিড দুটি ______ অংশে যুক্ত থাকে।
উত্তরঃ সেন্ট্রোমিয়ার
2.3 একই জিনের বিভিন্ন রূপকে ______ বলে।
উত্তরঃ অ্যালিল
2.4 ‘ডাল্টনিজম‘ শব্দটি ______ রোগের বার্তা দেয়।
উত্তরঃ লাল-সবুজ বর্ণান্ধতা
2.5 ডারউইন ______ কে প্রকৃতির খেলা বলে উপেক্ষা করেছিলেন।
উত্তরঃ প্রকরণ
2.6 ধানক্ষেতে উৎপন্ন একটি গ্রিনহাউস গ্যাস হলো ______ ।
উত্তরঃ মিথেন
নীচের বাক্যগুলো সত্য অথবা মিথ্যা নিরূপণ করো (যে কোনো পাঁচটি) :
2.7 যৌন জননের একক রেণু।
উত্তরঃ মিথ্যা।
ব্যাখ্যাঃ যৌন জননের একক গ্যামেট এবং অযৌন জননের একক রেনু।
2.8 পায়রার প্রতি ডানায় রেমিজেমের সংখ্যা ১২টি করে।
উত্তরঃ মিথ্যা।
ব্যাখ্যাঃ পায়রার প্রতি ডানায় রেমিজেমের সংখ্যা ২৩টি করে।
2.9 নির্ণীত নিউক্লিয়াসের ক্রোমোজোমের প্রকৃতি ডিপ্লয়েড।
উত্তরঃ সত্য।
2.10 আদিম পৃথিবী ছিল জারণধর্মী।
উত্তরঃ মিথ্যা।
ব্যাখ্যাঃ আদিম পৃথিবী ছিল বিজারণধর্মী।
2.11 জলের BOD বৃদ্ধি পেলে জলকে বেশি দূষিত ধরা হয়।
উত্তরঃ সত্য।
2.12 ‘গ্রিন মাফলার‘ শব্দ দূষণের সঙ্গে যুক্ত।
উত্তরঃ সত্য।
আরও পড়ুনঃ
Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution
Madhyamik ABTA Test Papers 2024 English Solution
Madhyamik ABTA Test Papers 2024 History Solution
Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution
Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution
Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution
Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution
A-স্তম্ভ ও B-স্তম্ভের শব্দের সমতা বিধান করো: (যে কোনো পাঁচটি) :
A স্তম্ভ | B স্তম্ভ |
2.13 অগ্রস্থ প্রকটতা | (a) রুইমাছ |
2.14 সংকর জীব | (b) স্নায়ু সন্ধি |
2.15 রেডগ্রন্থি | (c) বহিরাগত প্রজাতি |
2.16 অ্যাসিটাইল কোলিন | (d) হেটারোজাইগাস |
2.17 পার্থেনিয়াম | (e) ব্যাঙ |
2.18 নিকটিটেটিং পর্দা | (f) রেডপান্ডা |
(g) অক্সিন |
উত্তরঃ
A স্তম্ভ | B স্তম্ভ |
2.13 অগ্রস্থ প্রকটতা | (g) অক্সিন |
2.14 সংকর জীব | (d) হেটারোজাইগাস |
2.15 রেডগ্রন্থি | (a) রুইমাছ |
2.16 অ্যাসিটাইল কোলিন | (b) স্নায়ু সন্ধি |
2.17 পার্থেনিয়াম | (c) বহিরাগত প্রজাতি |
2.18 নিকটিটেটিং পর্দা | (e) ব্যাঙ |
একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও (যে কোনো ছ’টি) :
2.19 কোন্ হরমোন নিউরোট্রান্সমিটার রূপে কাজ করে?
উত্তরঃ অ্যাড্রিনালিন
2.20 ইউক্যারিওটিক ক্রোমোজোমে উপস্থিত আম্লিক প্রোটিনের নাম লেখো।
উত্তরঃ নন-হিস্টোন যেমন ডিএনএ পলিমারেজ।
2.21 কোন্ নিউরোগ্লিয়া মেডুলারি আবরণ গঠনে সাহায্যে করে?
উত্তরঃ অলিগোডেনড্রোসাইট
2.22 ভারতের কোথায় এশিয়াটিক সিংহ সংরক্ষিত হয়?
উত্তরঃ গির ন্যাশনাল পার্ক।
2.23 পায়রার চোখের কোন উপাদানটি তীক্ষ্ণ দৃষ্টিশক্তির জন্য দায়ী?
উত্তরঃ পেকটিন
2.24 বিসদৃশ শব্দটি বেছে লেখো- অ্যাজমা, ব্রঙ্কাইটিস, ব্লাকফুট ডিজিস, ফুসফুসের ক্যানসার।
উত্তরঃ ব্লাকফুট ডিজিস
ব্যাখ্যাঃ ব্লাকফুট ডিজিস হলো ত্বকের রোগ কিন্তু অ্যাজমা, ব্রঙ্কাইটিস, ব্লাকফুট ডিজিস প্রভৃতি হলো ফুসফুসের রোগ।
2.25 ক্রায়োসংরক্ষণের তরল মাধ্যমটি কী?
উত্তরঃ তরল নাইট্রোজেনের (−196°C)
2.26 JFM কোন সংরক্ষণের সঙ্গে যুক্ত?
উত্তরঃ JFM (Joint Forest Management) শাল গাছ সংরক্ষণের সাথে যুক্ত।
আরও পড়ুনঃ
Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution
Madhyamik ABTA Test Papers 2024 English Solution
Madhyamik ABTA Test Papers 2024 History Solution
Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution
Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution
Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution
Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution
This website is so good for young lerners। Very nice 👍