Madhyamik ABTA Test Papers 2024 : Geography Page 121
বিভাগ-‘ক’ ১। বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :
১.১ নদীর গতিবেগ দ্বিগুণ হলে বহন ক্ষমতা বাড়ে কতগুণ? —
ক) ৪ গুণ
খ) ৮ গুণ
গ) ১৬ গুণ
ঘ) ৬৪ গুণ।
ব্যাখ্যাঃ নদীর বহনক্ষমতা গতিবেগের ষষ্ঠ ঘাতের সাথে সমানুপাতিক। অর্থাৎ, গতিবেগ দ্বিগুণ হলে বহনক্ষমতা (২)৬ = ৬৪ গুণ বৃদ্ধি পায়।
১.২ ঝুলন্ত উপত্যকায় সৃষ্টি হয়—
ক) জলপ্রপাত
খ) গিরিখাত
গ) হিমশৈল
ঘ) মিয়েন্ডার।
ব্যাখ্যাঃ ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাতের সৃষ্টি হয়। ঝুলন্ত উপত্যকা হল এমন এক ধরনের উপত্যকা যেখানে নদীর গতিপথের উচ্চতা হঠাৎ কমে যায়। ফলে নদীর জল উপর থেকে নিচে পতিত হয় এবং জলপ্রপাতের সৃষ্টি হয়।
১.৩ একটি গ্রীণ হাউস গ্যাস হল–
ক) NO2
খ) CO2
গ) H2
ঘ) O3
ব্যাখ্যাঃ গ্রীণ হাউস গ্যাসগুলি বায়ুমণ্ডলে তাপ আটকে রাখে। ফলে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পায়। গ্রীণ হাউস গ্যাসগুলির মধ্যে রয়েছে কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, ওজোন ইত্যাদি।
১.৪ অক্ষরেখার মান বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যরশ্মির পতন কোণের মান –
ক) ক্রমশ বাড়ে
খ) ক্রমশ কমে
গ) সবস্থানে একই থাকে
ঘ) কোনটিই নয়।
ব্যাখ্যাঃ অক্ষরেখার মান বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যরশ্মি পৃথিবীর পৃষ্ঠে ক্রমশ তির্যকভাবে আপতিত হয়। ফলে সূর্যরশ্মির পতন কোণের মান ক্রমশ বাড়ে।
১.৫ সুস্পষ্ট হিমপ্রাচীর দেখা যায় —
ক) ভারত মহাসাগরে
খ) আটলান্টিক মহাসাগরে
গ) প্রশান্ত মহাসাগরে
ঘ) সুমেরু মহাসাগরে।
১.৬ কম্পোস্টিং পদ্ধতিতে নির্মিত হয় —
ক) জৈব সার
খ) রাসায়নিক সার
গ) উচ্চফলনশীল বীজ
ঘ) শিল্পজাত পদার্থ।
ব্যাখ্যাঃ কম্পোস্টিং পদ্ধতিতে জৈব পদার্থ, যেমন- গাছের পাতা, ডালপালা, গোবর, পচা ফল-মূল ইত্যাদি পচিয়ে জৈব সার তৈরি করা হয়।
১.৭ ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্যের নাম হল —
ক) সিকিম
খ) মিজোরাম
গ) ত্রিপুরা
ঘ) গোয়া।
আরও পড়ুনঃ
Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution
Madhyamik ABTA Test Papers 2024 English Solution
Madhyamik ABTA Test Papers 2024 History Solution
Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution
Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution
Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution
Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution
১.৮ বিস্তীর্ণ প্লাবন সমভূমি দেখা যায় —
ক) নর্মদা
খ) তাপ্তি
গ) ব্ৰহ্মপুত্র
ঘ) গঙ্গা নদীর অববাহিকায়।
ব্যাখ্যাঃ গঙ্গা নদীর অববাহিকায় বিস্তীর্ণ প্লাবন সমভূমি দেখা যায়। এই সমভূমিটি গঙ্গা, ব্রহ্মপুত্র, হুগলি, যমুনা, শোন, গোমতী, কালী, বেতওয়া, চম্পাবতী, মহানন্দা, গন্ডোয়ানা প্রভৃতি নদীর পলি দ্বারা গঠিত হয়েছে।
১.৯ গাঙ্গেয় সমভূমি অঞ্চলের নদী অববাহিকার পূর্ববর্তী প্রাচীন পলিযুক্ত অঞ্চলকে বলে —
ক) ভাঙ্গার
খ) খাদার
গ) বেট
ঘ) তরাই।
ব্যাখ্যাঃ গাঙ্গেয় সমভূমি অঞ্চলের নদী অববাহিকার পূর্ববর্তী প্রাচীন পলিযুক্ত অঞ্চলকে বলে ভাঙ্গার। এই অঞ্চলে নদীগুলির প্রবাহ খুবই ধীর এবং জলাবদ্ধতা দেখা যায়।
১.১০ ভারতে সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে —
ক) কূপ ও নলকূপ
খ) জলাশয়
গ) সেচ খাল
ঘ) ফোয়ারা।
১.১১ কৃষ্ণ মৃত্তিকা দেখা যায় —
ক) গাঙ্গেয় সমভূমিতে
খ) পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে
গ) দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চলে
ঘ) সুন্দরবনে।
১.১২ ভারতের কফি গবেষণা কেন্দ্ৰ অবস্থিত —
ক) চিকমাগালারুতে
খ) পুষাতে
গ) দেরাদুনে
ঘ) নাগপুরে।
ব্যাখ্যাঃ ভারতের কফি গবেষণা কেন্দ্র অবস্থিত চিকমাগালারুতে। এই কেন্দ্রটি ১৯০৪ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।
১.১৩ ভারতের প্রযুক্তির রাজধানী বলা হয় —
ক) চেন্নাই
খ) বেঙ্গালুরু
গ) মুম্বাই
ঘ) কলকাতাকে।
ব্যাখ্যাঃ বেঙ্গালুরুকে ভারতের প্রযুক্তির রাজধানী বলা হয়। এই শহরে অনেকগুলি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান অবস্থিত।
১.১৪ যে সংস্থা ভারতে ভূ-বৈচিত্র্য সূচক মানচিত্র তৈরি করে তা হল —
ক) NASA
খ) SOI
গ) NATMO
ঘ) ISRO
ব্যাখ্যাঃ ভারতে ভূ-বৈচিত্র্য সূচক মানচিত্র তৈরি করে ভারতীয় ভূগোলবিদ্যা সংস্থা (SOI)। এই সংস্থাটি ১৯০৫ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।
বিভাগ-‘খ’ ২। নীচের বাক্যগুলি শুদ্ধ হলে পাশে ‘শু’ এবং অশুদ্ধ হলে পাশে ‘অ লেখো।
২.১. যে কোনো ছটি প্রশ্নের উত্তর দাও :
২.১.১ উৎপাটন প্রক্রিয়া হল বায়ুর ক্ষয়কার্যের প্রক্রিয়া।
উত্তরঃ মিথ্যা।
ব্যাখ্যাঃ উৎপাটন প্রক্রিয়া হল জলের ক্ষয়কার্যের প্রক্রিয়া।
২.১.২ ভ্যান অ্যালেন বিকিরণ দেখা যায় ম্যাগনেটোস্ফিয়ারে।
উত্তরঃ সত্য।
ব্যাখ্যাঃ ভ্যান অ্যালেন বিকিরণ হল মহাকাশ থেকে আসা অতি উচ্চ শক্তির কণাগুলির বিকিরণ। এই বিকিরণগুলি পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের দ্বারা আটকে থাকে এবং ম্যাগনেটোস্ফিয়ারে দেখা যায়।
২.১.৩ ভূ-মধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয়।
উত্তরঃ মিথ্যা।
ব্যাখ্যাঃ ভূ-মধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয়।
২.১.৪ একই সময়ে মূখ্য জোয়ারের প্রতিপাদ স্থানে গৌন জোয়ারের সৃষ্টি হয়।
উত্তরঃ সত্য।
২.১.৫ ভারতের অধিকাংশ গম খারিফ শস্য হিসাবে চাষ হয়।
উত্তরঃ মিথ্যা।
ব্যাখ্যাঃ ভারতের অধিকাংশ গম রবি শস্য হিসাবে চাষ হয়।
২.১.৬ ভারতে সবচেয়ে বেশি লোক বাস করে বিহারে।
উত্তরঃ মিথ্যা।
ব্যাখ্যাঃ ভারতে সবচেয়ে বেশি লোক বাস করে উত্তরপ্রদেশে।
২.১.৭ রেডার হল প্যাসিভ সেন্সর।
উত্তরঃ মিথ্যা।
ব্যাখ্যাঃ রেডার হল এক ধরনের অ্যাক্টিভ সেন্সর।
অ্যাক্টিভ সেন্সরগুলি নিজেদের থেকেই শক্তি বিকিরণ করে এবং বিকিরিত শক্তির প্রতিফলন থেকে তথ্য সংগ্রহ করে।
আরও পড়ুনঃ
Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution
Madhyamik ABTA Test Papers 2024 English Solution
Madhyamik ABTA Test Papers 2024 History Solution
Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution
Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution
Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution
Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution
২.২ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো : (যে কোনো ছটি প্রশ্নের উত্তর দাও) :
২.২.১ যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূ-পৃষ্ঠের ওপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে বলে ______ ।
উত্তরঃ বহির্জাত প্রক্রিয়া
২.২.২ ______ পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হল মুলানগিরি।
উত্তরঃ বাবা বুদান
২.২.৩ বৈপরিত্য উত্তাপ দেখা যায় বায়ুমণ্ডলের ______ স্তরে।
উত্তরঃ ট্রপোস্ফিয়ার
২.২.৪ সমুদ্রতরঙ্গ সৃষ্টিকারী প্রধান শক্তি হল ______।
উত্তরঃ বায়ুপ্রবাহ
২.২.৫ ______ কে কমলা লেবুর শহর বলে।
উত্তরঃ নাগপুর
২.২.৬ ‘শিল্পের শিল্প‘ বলা হয় ______ শিল্পকে।
উত্তরঃ লৌহ-ইস্পাত
২.২.৭ এক কোটির বেশি জনসংখ্যার শহরকে ______ বলে।
উত্তরঃ মেগাসিটি
২.৩ একটি বা দুটি শব্দে উত্তর দাও (যে কোনো ছটি) :
২.৩.১ উচ্চগতি বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজটির নাম লেখো।
উত্তরঃ ক্ষয়কার্য।
ব্যাখ্যাঃ উচ্চগতি বা পার্বত্য প্রবাহে নদীর প্রবাহের গতিবেগ বেশি থাকে। এই কারণে নদীর ক্ষয়কার্য বেশি হয়। নদীর ক্ষয়কার্যের প্রধান উপায়গুলি হল:
- উৎপাটন
- কর্ষণ
- ভরাট
২.৩.২ উচ্চ পার্বত্য অঞ্চলে কোন্ সময়ে বৈপরিত্য উত্তাপ ঘটে?
উত্তরঃ শান্ত আবহাওয়ায়।
ব্যাখ্যাঃ উচ্চ পার্বত্য অঞ্চলে দিনের বেলায় সূর্যের তাপে ভূমি উত্তপ্ত হয়। রাতের বেলায় তাপ অপসারিত হয়ে ভূমি শীতল হয়। এই কারণে উচ্চ পার্বত্য অঞ্চলে শান্ত আবহাওয়ায় বৈপরিত্য উত্তাপ ঘটে।
২.৩.৩ বান ডাকলে নৌপরিবহণ বিপজ্জনক হয় কেন?
উত্তরঃ প্রবল জলোচ্ছাস ঘটে।
ব্যাখ্যাঃ বান ডাকলে নদীর পানি প্রবল বেগে প্রবাহিত হয়। এই কারণে নদীর তীরবর্তী এলাকায় জলোচ্ছাস দেখা দেয়। এই জলোচ্ছাসের কারণে নৌপরিবহণ বিপজ্জনক হয়ে পড়ে।
২.৩.৪ বর্জ্য পদার্থ কী?
উত্তরঃ মানুষের দৈনন্দিন জীবনে যেসব পদার্থ ব্যবহারের পর আর প্রয়োজন হয় না বা অপব্যবহৃত হয়, সেসব পদার্থকে বর্জ্য পদার্থ বলে।
২.৩.৫ পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপের নাম লেখো।
উত্তরঃ গঙ্গা-ব্রহ্মপুত্র নদীর ব-দ্বীপ।
ব্যাখ্যাঃ গঙ্গা ও ব্রহ্মপুত্র নদীর মিলিত প্রবাহ গঙ্গা-ব্রহ্মপুত্র নদীর ব-দ্বীপ গঠন করেছে। এই ব-দ্বীপটি বিশ্বের বৃহত্তম ব-দ্বীপ।
২.৩.৬ চিরসবুজ উপকূলীয় বনভূমির অপর নাম কী?
উত্তরঃ ম্যানগ্রোভ
ব্যাখ্যাঃ চিরসবুজ উপকূলীয় বনভূমিকে ম্যানগ্রোভ বলা হয়। এই বনভূমিতে ম্যানগ্রোভ গাছ জন্মায়। ম্যানগ্রোভ গাছগুলি লবণাক্ত পরিবেশে বেঁচে থাকতে পারে।
২.৩.৭ কোন দ্রুতগামী রেল পরিবহণ ব্যবস্থার মাধ্যমে মুম্বাই, দিল্লি, কোলকাতা ও চেন্নাইকে যুক্ত করার পরিকল্পনা করা হয়েছে?
উত্তরঃ হীরক চতুর্ভূজ
২.৩.৮ Pixel কি?
উত্তরঃ উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একক-কে বলা হয় Pixel.
২.৪ বামদিকের সঙ্গে ডানদিকেরগুলি মিলিয়ে লেখো :
বামদিক | ডানদিক |
২.৪.১ প্লায়া | (১) হীরাকুঁদ বাঁধ |
২.৪.২ স্যাডলপিক | (২) ভারতের আধুনিক প্রযুক্তির বন্দর |
২.৪.৩ নভসেবা | (৩) বায়ু ও জলধারা |
২.৪.৪ মহানদী প্রকল্প | (৪) আন্দামান |
উত্তরঃ
বামদিক | ডানদিক |
২.৪.১ প্লায়া | (৩) বায়ু ও জলধারা |
২.৪.২ স্যাডলপিক | (৪) আন্দামান |
২.৪.৩ নভসেবা | (১) হীরাকুঁদ বাঁধ |
২.৪.৪ মহানদী প্রকল্প | (২) ভারতের আধুনিক প্রযুক্তির বন্দর |
আরও পড়ুনঃ
Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution
Madhyamik ABTA Test Papers 2024 English Solution
Madhyamik ABTA Test Papers 2024 History Solution
Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution
Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution
Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution
Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution