Sun. Dec 22nd, 2024

Madhyamik ABTA Test Papers 2024 : Life Science Page 595

বিভাগ ‘ক’ 1. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ লেখো :

1.1 সঠিক জোড়টি নির্বাচন করো
a) গুরুমস্তিষ্ক দেহের ভারসাম্য রক্ষা
b) হাইপোথ্যালামাস – বুদ্ধি ও আবেগ নিয়ন্ত্রণ
c) লঘুমস্তিষ্ক – দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ
d) সুষুম্নাশীর্ষক – হৃদস্পন্দন ও খাদ্য গলাধঃকরণ নিয়ন্ত্রণ

1.2 অ্যাড্রিনালিন সম্পর্কিত নীচের কোন্ বক্তব্যটি সঠিক নয় তা শনাক্ত করো
a) হৃৎস্পন্দনের হার বৃদ্ধি করে
b) বয়ঃসন্ধিকাল শুক্রাণু উৎপাদনে সাহায্য করে
c) হাদউৎপাদ বৃদ্ধি করে
d) সিস্টোলিক রক্তচাপ বৃদ্ধি করে

1.3 ‘দৈহিক উষ্ণতা” নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মানব মস্তিষ্কের অংশটি হল –
a) থ্যালামাস
b) লঘুমস্তিষ্ক
c) হাইপোথ্যালামাস
d) সুষুম্নাশীর্ষক

1.4 নীচের কোটি DNA-এর গঠনগত উপাদান নয়
a) ডি-অক্সিরাইবোজ শর্করা
b) থাইমিন ক্ষারক
c) ইউরাসিল ক্ষারক
d) ফসফরিক অ্যাসিড

1.5 ইতরপরাগযোগ সম্পর্কিত নীচের কোন বক্তব্যটি সঠিক নয় তা শনাক্ত করো –
a) বাহকের প্রয়োজন হয়
b) বংশধারায় নতুন বৈশিষ্ট্যের উদ্ভব হয়
c) প্রজাতির বিশুদ্ধতা বজায় থাকে
d) বীজের অঙ্কুরোদগমের হার বেশি হয়

1.6 মানবদেহের মাইটোসিস কোশ বিভাজনের সদ্যসৃষ্ট অপত্য কোশের প্রতিটি ক্রোমোজোম ক’টি DNA অণু কুণ্ডলীকৃত হয়ে গঠিত হয় তা স্থির করো –
a) ৪৬
b) ১
c) ২৩
d) অসংখ্য

1.7 YyRR জিনোটাইপযুক্ত মটরগাছ থেকে কত ধরণের গ্যামেট উৎপন্ন হয় তা নির্ধারণ করো –
a) এক ধরণের
b) চার ধরণের
c) দুই ধরণের
d) তিন ধরণের

1.8 নীচের কোন্ দুটিকে মেন্ডেল প্রকট বৈশিষ্ট্য হিসেবে নির্বাচন করেছিলেন তা স্থির করো –
a) কাণ্ডের দৈর্ঘ্য-লম্বা, বীজের আকার – গোল
b) ফুলের অবস্থান – শীর্ষ, ফুলের বর্ণ – সাদা
c) বীজপত্রের বর্ণ – সবুজ, বীজের আকার – কুঞ্চিত
d) কাণ্ডের দৈর্ঘ্য- খর্ব, বীজের আকার – কুঞ্চিত

1.9 অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে একসংকরায়ণ পরীক্ষায় F2 জনুতে ফেনোটাইপের অনুপাত কী হতে পারে –
a) ৩:১
b) ১:২:১
c) ২:১:১
d) ৯:৩:৩:১

আরও পড়ুনঃ 

Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution

Madhyamik ABTA Test Papers 2024 English Solution 

Madhyamik ABTA Test Papers 2024 History Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution

Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution

Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution 

1.10 আমাদের দেশে পার্থেনিয়াম একটি বহিরাগত প্রজাতি। এটি যেখানে জন্মায় সেখানে অনেক দেশীয় প্রজাতির উদ্ভিদ বাঁচতে পারে না। এটি ডারউইনের তত্ত্বের একটি প্রতিপাদ্যকে প্রতিষ্ঠিত করে প্রতিপাদ্যটি শনাক্ত করো –
a) অন্তঃপ্রজাতি সংগ্রাম
b) আন্তঃপ্রজাতি সংগ্রাম
c) পরিবেশের সঙ্গে সংগ্রাম
d) নতুন প্রজাতির উৎপত্তি

1.11 নীচের কোন্ পরিবর্তনটি ঘোড়ার বিবর্তনে ঘটেনি
a) পায়ের দৈর্ঘ্য বৃদ্ধি
b) পায়ের সবক’টি আঙুলের দৈর্ঘ্য ও প্রস্থের বৃদ্ধি
c) পায়ের শুধু তৃতীয় আঙুলের দৈর্ঘ্য ও প্রস্থের বৃদ্ধি
d) সমগ্র দেহের আকার বৃদ্ধি।

1.12 বিজ্ঞানীদের মতে পৃথিবীতে জীবন সৃষ্টির প্রাক্-পরিবেশটি ছিল যেন –
a) সমুদ্রের জলে তপ্ত লঘু স্যুপ
b) সমুদ্রের জলে ঠাণ্ডা ঘন স্যুপ
c) নদীর জলে ঠাণ্ডা ঘন স্যুপ
d) মাটির তলার জলে তপ্ত ঘন স্যুপ।

1.13 নীচের কোন্ জীবাণুটি নাইট্রিফিকেশনে অংশগ্রহণ করে
a) নাইট্রোসোমোনাস
b) অ্যাজোটোব্যাকটার
c) সিউডোমোনাস
d) থায়োব্যাসিলাস।

1.14 এক্স-সিটু সংরক্ষণের একটি উদাহরণ হল –
a) সুন্দরবন ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প
b) করবেট জাতীয় উদ্যান
c) নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ
d) ক্রায়োসংরক্ষণ।

1.15 বায়ুদূষণের সঙ্গে সংশ্লিষ্ট রোগগুলি হল –
a) ডায়ারিয়া, টাইফয়েড, হেপাটাইটিস
b) হেপাটাইটিস, ব্রঙ্কাইটিস, বধিরতা
c) ব্রঙ্কাইটিস, হাঁপানি, ফুসফুসের ক্যান্সার
d) ফুসফুসের ক্যান্সার, পোলিও, ম্যালেরিয়া।

 

 

বিভাগ-‘খ’2. নীচের ২৬টি প্রশ্ন থেকে ২১টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো।নীচের বাক্যগুলোর শূন্যস্থানগুলোতে উপযুক্ত শব্দ বসাও : (যে কোনো পাঁচটি) :

2.1 আয়োডিনের অভাবে ______ হরমোনের সংশ্লেষ ব্যাহত হয়।

উত্তরঃ থাইরক্সিন 

 

2.2 ______ অনুর ঘন কুণ্ডলীকৃত গঠনই হল ক্রোমোজোম।

উত্তরঃ DNA 

 

2.3 মানুষের পপুলেশনে ‘X’ ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিনঘটিত রোগ হল ______ ।

উত্তরঃ হিমোফিলিয়া

 

2.4 ঘোড়ার বিবর্তনে আদিমতম পূর্বপুরুষ হল ______ ।

উত্তরঃ ইওহিপ্পাস 

 

2.5 বাতাসে ভাসমান ধোঁয়া, ছাই, ধূলিকণা, পরাগরেণু ইত্যাদির সূক্ষ্মকণাকে একত্রে ______ বলে, যা ফুসফুসে বিভিন্ন রোগ সৃষ্টি করে।

উত্তরঃ SPM 

 

2.6 ______ হল পশ্চিমবঙ্গে অবস্থিত একটি বায়োস্ফিয়ার রিজার্ভ।

উত্তরঃ সুন্দরবন

 

নীচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো : (যে কোনো পাঁচটি) :

2.7 ট্রপিক চলন হল উদ্ভিদের বৃদ্ধিজনিত চলন।

উত্তরঃ সত্য। 

ব্যাখ্যাঃ ট্রপিক চলন হল উদ্ভিদের এমন চলন যা উদ্ভিদের বৃদ্ধির মাধ্যমে ঘটে। এই চলনের মাধ্যমে উদ্ভিদ কোনো নির্দিষ্ট উদ্দীপকের প্রতিক্রিয়া জানায়। উদাহরণস্বরূপ, সূর্যের আলোর দিকে কাণ্ডের বৃদ্ধি, মাটির দিকে মূলের বৃদ্ধি ইত্যাদি।

 

2.8 ডিম্বাণু শুধুমাত্র মাইটোসিস- এর ফলে উৎপন্ন হয়।

উত্তরঃ মিথ্যা। 

 

2.9 যদি কোনো মটরগাছে TT বা tt বৈশিষ্ট্য থাকে, তবে এই অ্যালিলের সাপেক্ষে মটরগাছটি হেটেরোজাইগাস হয়।

উত্তরঃ মিথ্যা। 

ব্যাখ্যাঃ TT বা tt বৈশিষ্ট্যযুক্ত মটরগাছটি হলো হোমোজাইগাস। হেটেরোজাইগাস মটরগাছের একটি অ্যালিল TT বা tt হবে এবং অপরটি tt বা TT হবে।

 

2.10 ল্যামার্কের মতে জীব তার প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট কোনো বংশানুক্রমিক দৈহিক বৈশিষ্ট্য অর্জন করতে পারে।

উত্তরঃ সত্য। 

ব্যাখ্যাঃ ল্যামার্কের তত্ত্ব অনুসারে, জীব তার প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট কোনো বংশানুক্রমিক দৈহিক বৈশিষ্ট্য অর্জন করতে পারে। এই তত্ত্বের একটি উদাহরণ হলো জিরাফের লম্বা গলা। ল্যামার্কের মতে, জিরাফের পূর্বপুরুষরা গাছের পাতা খেতে গিয়ে তাদের গলা লম্বা করতে থাকে। এই লম্বা গলা তাদের বংশানুক্রমিকভাবে পাওয়া যায়।

2.11 নাইট্রাস অক্সাইড একটি গ্রীণ হাউস গ্যাস।

উত্তরঃ সত্য। 

 

2.12 অ্যাসেটাইল কোলিন ও অ্যাড্রিনালিন হল নিউরোট্রান্সমিটার।

উত্তরঃ সত্য। 

ব্যাখ্যাঃ অ্যাসেটাইল কোলিন এবং অ্যাড্রিনালিন উভয়ই নিউরোট্রান্সমিটার। নিউরোট্রান্সমিটার হলো এমন রাসায়নিক পদার্থ যা স্নায়ু কোষগুলির মধ্যে সংকেত প্রেরণ করে। অ্যাসেটাইল কোলিন একটি উদ্দীপক নিউরোট্রান্সমিটার যা পেশী সংকোচন, স্মৃতি সংরক্ষণ এবং শিখনের জন্য প্রয়োজনীয়। অ্যাড্রিনালিন একটি প্রতিক্রিয়াশীল নিউরোট্রান্সমিটার যা স্ট্রেস, উদ্বেগ এবং আক্রমণের প্রতিক্রিয়ায় প্রকাশিত হয়।

 

আরও পড়ুনঃ 

Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution

Madhyamik ABTA Test Papers 2024 English Solution 

Madhyamik ABTA Test Papers 2024 History Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution

Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution

Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution 

‘A’ স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে ‘B’ স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নং উল্লেখসহ সঠিক জোড়টি পুনরায় লেখো : (যে কোনো পাঁচটি) :

A স্তম্ভ B স্তম্ভ
2.13 C.S.F (a) সমসংস্থ অঙ্গ
2.14 শাখাকলম (b) পরাগরেণু
2.15 বাদুড় ও পাখির ডানা (c) BbRr
2.16 অরণ্য ধ্বংস ও বাস্তুতন্ত্রের ক্ষয় (d) মস্তিষ্কের কোশে পুষ্টি সরবরাহ করে
2.17 কালো অমসৃণ রোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ (e) গোলাপ
2.18 গর্ভমুণ্ডে স্থানান্তকরণ (f) জলবায়ুর পরিবর্তন ও বিশ্ব উষ্ণায়ন
(g) bbrr

উত্তরঃ 

A স্তম্ভ B স্তম্ভ
2.13 C.S.F (d) মস্তিষ্কের কোশে পুষ্টি সরবরাহ করে
2.14 শাখাকলম (e) গোলাপ
2.15 বাদুড় ও পাখির ডানা (a) সমসংস্থ অঙ্গ
2.16 অরণ্য ধ্বংস ও বাস্তুতন্ত্রের ক্ষয় (f) জলবায়ুর পরিবর্তন ও বিশ্ব উষ্ণায়ন
2.17 কালো অমসৃণ রোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ (c) BbRr
2.18 গর্ভমুণ্ডে স্থানান্তকরণ (b) পরাগরেণু

 

একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও : (যে কোনো ছয়টি) :

2.19 বিসদৃশ শব্দটি বেছে লেখো : অলফ্যাক্টরি স্নায়ু, ভেগাস স্নায়ু, অপটিক স্নায়ু, অডিটরি স্নায়ু।

উত্তরঃ ভেগাস স্নায়ু

ব্যাখ্যাঃ ভেগাস স্নায়ু হলো মানবদেহের দশম ক্র্যানিয়াল স্নায়ু। এটি একটি মিশ্র স্নায়ু যা সংবেদনশীল এবং মোটর উভয় ফাইবার বহন করে।

 

2.20 মানুষের অক্ষিগোলকের লেন্সের একটি কাজ উল্লেখ করো।

উত্তরঃ মানুষের অক্ষিগোলকের লেন্সের একটি প্রধান কাজ হল আলোকে ফোকাস করা লেন্সটি একটি স্বচ্ছ, দ্বি উত্তল কাঠামো যা কর্নিয়া সহ, রেটিনার উপর ফোকাস করার জন্য আলোর প্রতিসরণ করাতে সাহায্য করে। 

2.21 নীচের সম্পর্কযুক্ত একটি শব্দজোড় দেওয়া আছে। প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও :

মাইটোসিস : ভ্রূণমূল :: ______ : : রেণু মাতৃকোশ। 

উত্তরঃ মিয়োসিস 

 

2.22 মানুষের মধ্যে বংশানুক্রমে সঞ্চারিত একটি প্রকরণের উদাহরণ দাও।

উত্তরঃ মানুষের মধ্যে বংশানুক্রমে সঞ্চারিত প্রকরণের একটি উদাহরণ হলো চোখের রঙ, রোলার জিভ প্রভৃতি।

 

2.23 হিমোফিলিয়া B রোগের ক্ষেত্রে কোন্ ফ্যাক্টরটি রক্তে অনুপস্থিত?

উত্তরঃ হিমোফিলিয়া B রোগের ক্ষেত্রে ফ্যাক্টর IX নামক ফ্যাক্টরটি রক্তে অনুপস্থিত।

Note: ফ্যাক্টর IX হলো একটি প্রোটিন যা রক্ত জমাট বাঁধার জন্য প্রয়োজনীয়। ফ্যাক্টর IX অনুপস্থিত বা অপ্রতুল হলে রক্ত জমাট বাঁধার প্রক্রিয়া ব্যাহত হয়। ফলে, রক্তপাত বন্ধ হতে দেরি হয় বা বন্ধই হয় না।

হিমোফিলিয়া B রোগটি X-লিঙ্কড রিসেসিভ জিনগত রোগ। অর্থাৎ, এই রোগটি শুধুমাত্র পুরুষদের মধ্যেই দেখা যায়। হিমোফিলিয়া B রোগের বাহক নারীরা সাধারণত সুস্থ থাকেন, তবে তাদের সন্তানদের হিমোফিলিয়া B রোগ হওয়ার ঝুঁকি থাকে।

হিমোফিলিয়া B রোগের লক্ষণগুলির মধ্যে রয়েছে:

  • সহজেই রক্তপাত হওয়া
  • ক্ষতস্থানে রক্ত জমাট বাঁধার জন্য বেশি সময় লাগা
  • অভ্যন্তরীণ রক্তপাত
  • মাথায় আঘাতের কারণে রক্তপাত
  • জয়েন্টে রক্ত জমাট বাঁধার কারণে ব্যথা এবং অচলতা

হিমোফিলিয়া B রোগের চিকিৎসায় ফ্যাক্টর IX ইনজেকশন দেওয়া হয়। এই ইনজেকশনগুলি রক্ত জমাট বাঁধার প্রক্রিয়াকে স্বাভাবিক করতে সাহায্য করে।

 

2.24 সমসংস্থ অঙ্গ কোন ধরণের বিবর্তনকে নির্দেশ করে?

উত্তরঃ অপসারি বিবর্তন। 

 

2.25 নীচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত। সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো :

স্থানীয় জীবসম্পদ সম্বন্ধে যাবতীয় জ্ঞান, PBR, স্থানীয় জীবসম্পদ সম্বন্ধে ঐতিহ্যবাহী পরম্পরাগত বিশ্বাস, স্থানীয় জীবসম্পদের স্থিতিশীল ব্যবহার।

উত্তরঃ PBR

ব্যাখ্যাঃ প্রদত্ত চারটি বিষয়ের মধ্যে PBR হলো একটি সংক্ষিপ্ত রূপ যা Traditional Knowledge and Folklore Resources বা ঐতিহ্যবাহী জ্ঞান এবং লোককথার সম্পদ বোঝায়। PBR হলো একটি বৈশ্বিক বিষয় যা স্থানীয় জীবসম্পদ সম্বন্ধে যাবতীয় জ্ঞান, ঐতিহ্যবাহী পরম্পরাগত বিশ্বাস এবং স্থানীয় জীবসম্পদের স্থিতিশীল ব্যবহারকে অন্তর্ভুক্ত করে।

স্থানীয় জীবসম্পদ সম্বন্ধে যাবতীয় জ্ঞান হলো PBR-এর একটি গুরুত্বপূর্ণ উপাদান। এই জ্ঞানগুলি স্থানীয় জনগোষ্ঠীর দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং পর্যবেক্ষণের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। এই জ্ঞানগুলি স্থানীয় জীবসম্পদের ব্যবহার, সংরক্ষণ এবং পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

স্থানীয় জীবসম্পদ সম্বন্ধে ঐতিহ্যবাহী পরম্পরাগত বিশ্বাসও PBR-এর একটি গুরুত্বপূর্ণ উপাদান। এই বিশ্বাসগুলি স্থানীয় জনগোষ্ঠীর জীবসম্পদের সাথে সম্পর্কিত আবেগ এবং মূল্যবোধকে প্রতিফলিত করে। এই বিশ্বাসগুলি স্থানীয় জীবসম্পদের সংরক্ষণ এবং টেকসই ব্যবহারকে উৎসাহিত করতে পারে।

স্থানীয় জীবসম্পদের স্থিতিশীল ব্যবহার হলো PBR-এর একটি লক্ষ্য। PBR-এর মাধ্যমে স্থানীয় জীবসম্পদের জ্ঞান এবং বিশ্বাসগুলিকে সংরক্ষণ এবং প্রচার করা হয় যাতে এই সম্পদের টেকসই ব্যবহার নিশ্চিত করা যায়।

সুতরাং, প্রদত্ত চারটি বিষয়ের মধ্যে PBR হলো একটি বিষয়ের অন্তর্গত। এই বিষয়টি স্থানীয় জীবসম্পদ সম্বন্ধে যাবতীয় জ্ঞান, ঐতিহ্যবাহী পরম্পরাগত বিশ্বাস এবং স্থানীয় জীবসম্পদের স্থিতিশীল ব্যবহারকে অন্তর্ভুক্ত করে।

2.26 সিংগালীলা জাতীয় উদ্যানে সংরক্ষিত একটি বিপন্ন প্রাণীর নাম লেখো।

উত্তরঃ রেড পান্ডা। 

 

আরও পড়ুনঃ 

Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution

Madhyamik ABTA Test Papers 2024 English Solution 

Madhyamik ABTA Test Papers 2024 History Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution

Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution

Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Insert math as
Block
Inline
Additional settings
Formula color
Text color
#333333
Type math using LaTeX
Preview
\({}\)
Nothing to preview
Insert
error: Content is protected !!