Thu. Nov 21st, 2024

Madhyamik ABTA Test Papers 2024 : Life Science Page 902

বিভাগ ‘ক’ 1. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ লেখো :

1.1 প্রতিবর্তক্রিয়া নিয়ন্ত্রণ করে-
(a) সেরিব্রাম
(b) সেরিবেলাম
(c) পনস্
(d) সুষুম্নাকান্ড।

1.2 অ্যাড্রিনাল গ্রন্থির কর্টেক্সের ক্ষরণ নিয়ন্ত্রণ কবে-
(a) ACTH
(b) অ্যাড্রিনালিন
(c) TSH
(d) STH

1.3 চোখের পীতবিন্দু বর্তমান থাকে-
(a) কোরয়েডে
(b) রেটিনায়
(c) স্ক্লেরায়
(d) সিলিয়ারি বডিতে।

1.4 অ্যাডেনিন থাইমিনের মধ্যে হাইড্রোজেন বন্ধনীর সংখ্যা-
(a) একটি
(b) দুটি
(c) তিনটি
(d) চারটি।

1.5 নিষিক্ত ডিম্বক থেকে সৃষ্টি হয়-
(a) ফল
(b) বীজ
(c) ডিম্বাশয়
(d) রেণু।

আরও পড়ুনঃ 

Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution

Madhyamik ABTA Test Papers 2024 English Solution 

Madhyamik ABTA Test Papers 2024 History Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution

Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution

Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution 

1.6 সপুষ্পক উদ্ভিদের যৌন জননের সঠিক বৈশিষ্ট্যটি নির্ণয় করো –
(a) গর্ভাশয়ে পরাগরেণু উৎপন্ন হয়।
(b) নিষেক গর্ভমুণ্ডে ঘটে।
(c) পুংগ্যামেট, পরাগনালি, ডিম্বকরন্ধ্র বা ডিম্বকমূল দিয়ে ভ্রূণস্থালীতে প্রবেশ করে।
(d) পরাগরেণু ও ডিম্বাণু সবসময় ডিপ্লয়েড হয়।

1.7 মটর গাছের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির মধ্যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হল-
(a) কুঞ্চিত বীজ
(b) হলুদ রংয়ের বীজ
(c) বেগুনি রঙের ফুল
(d) কাক্ষিক পুষ্প।

1.8 মটর গাছের একটি প্রকট বৈশিষ্ট্য হল-
(a) সবুজ বর্ণের ফল
(b) কুঞ্চিত বীজ
(c) ফুলের অবস্থান শীর্ষে
(d) হলুদ বর্ণের ফল।

1.9 সংকর লম্বা সবুজ বীজ মটর গাছ থেকে প্রাপ্ত গ্যামেটের সংখ্যা হবে—
(a) এক প্রকার
(b) দুপ্রকার
(c) তিনপ্রকার
(d) চারপ্রকার।

1.10 ব্যবহার ও অব্যবহার ধারণা প্রবর্তন করেন-
(a) হুগো দ্য ভ্রিস
(b) ল্যামার্ক
(c) ডারউইন
(d) ওপারিন।

1.11 মটর গাছ ও ঝুমকোলতার আকর্ষ হল-
(a) সমসংস্থ অঙ্গ
(b) নিষ্ক্রিয় অঙ্গ
(c) সমবৃত্তীয় অঙ্গ
(d) বৃদ্ধিজ অঙ্গ।

1.12 জীবনের উৎপত্তিতে সব থেকে গুরুত্বপূর্ণ জৈব যৌগ হল-
(a) নিউক্লিওটাইড
(b) নিউক্লিওসাইড
(c) প্রোটিন
(d) অ্যামিনো অ্যাসিড।

1.13 নাইট্রোজেন স্থিতিকারী অণুজীবটি হলো—
(a) ভলভক্স
(b) স্পাইরোগাইরা
(c) ক্ল্যামাইডোমোনাস
(d) অ্যানাবিনা।

1.14 জীব বিবর্ধনের সঙ্গে সম্পর্কযুক্ত হল-
(a) ফসফেট
(b) ডিটারজেন্ট
(c) DDT
(d) CFC।

1.15 ম্যানগ্রোভ জাতীয় বনভূমি দেখা যায়—
(a) শুষ্ক মরু অঞ্চলে
(b) পাহাড়ি অঞ্চলে
(c) মালভূমি অঞ্চলে
(d) লবণাক্ত অঞ্চলে।

 

আরও পড়ুনঃ 

Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution

Madhyamik ABTA Test Papers 2024 English Solution 

Madhyamik ABTA Test Papers 2024 History Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution

Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution

Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution 

বিভাগ-‘খ’ 2. নীচের 26টি প্রশ্ন থেকে 21টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো :

নীচের বাক্যগুলোর শূন্যস্থানগুলোতে উপযুক্ত শব্দ বসাও : (যে কোনো পাঁচটি) :

2.1 উদ্ভিদের মূলের জলের উৎসের দিকে যাওয়া হলো ______ চলন।

উত্তরঃ হাইড্রোট্রপিক 

 

2.2 ক্রোমোজোমের যে নির্দিষ্ট বিন্দুতে জিন থাকে, তাকে ______ বলে।

উত্তরঃ লোকাস 

 

2.3 Bb বৈশিষ্ট্যযুক্ত জীবটিকে বলে ______ জীব।

উত্তরঃ সংকর 

2.4 বিজ্ঞানী ফক্সের মতে কোনো জীব সৃষ্টি হয় ______ থেকে।

উত্তরঃ মাইক্রোস্ফিয়ার 

 

2.5 ধানখেত  থেকে উৎপন্ন দাহ্য গ্রিনহাউস গ্যাস হল ______। 

উত্তরঃ মিথেন 

 

2.6 JFM ধারণাটির প্রথম সূত্রপাত পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার ______ অরণ্যে।

উত্তরঃ আরাবাড়ি 

 

নিচের বাক্যগুলো সত্য অথবা মিথ্যা নিরূপণ করো : (যে কোনো 5টি) :

2.7 জিব্বেরেলিন হরমোন উদ্ভিদের অকাল পত্রমোচন রোধ করে।

উত্তরঃ মিথ্যা। 

ব্যাখ্যাঃ জিব্বেরেলিন হরমোন উদ্ভিদের অকাল পত্রমোচন রোধ করে না। বরং, জিব্বেরেলিন হরমোন উদ্ভিদের অকাল পত্রমোচনকে উদ্দীপিত করে। জিব্বেরেলিন হরমোন উদ্ভিদের কোষের বৃদ্ধি এবং বিভাজনকে উদ্দীপিত করে, যা পত্রমোচনের সময় পত্রফলকের পতনের দিকে পরিচালিত করে।

 

2.8 কোশচক্রের সবচেয়ে দীর্ঘস্থায়ী হল ইন্টারফেজ।

উত্তরঃ সত্য। 

 

2.9 T ও t গ্যামেটদ্বয়ের মিলনের ফলে হোমোজাইগোট তৈরি হয়।

উত্তরঃ মিথ্যা।

ব্যাখ্যাঃ T ও t গ্যামেটদ্বয়ের মিলনের ফলে হেটেরোজাইগোট তৈরি হয়।

2.10 ঘোড়ার অভিব্যক্তিকে মেসোহিপ্পাস ও প্লায়োহিপ্পাসের মধ্যবর্তী জীবশ্মাটি হল মেরিচিপ্পাস।

উত্তরঃ সত্য। 

 

2.11 কীটনাশক, আগাছানাশক ও তেজষ্ক্রিয় পদার্থ থেকে ব্রংকাইটিস ঘটে।

উত্তরঃ মিথ্যা।

ব্যাখ্যাঃ ধূমপান, ধুলোবালি, ধোঁয়া এবং অন্যান্য দূষণকারী পদার্থের সংস্পর্শে আসার কারণে ব্রংকাইটিস হতে পারে।

 

2.12 লেখাপড়া শেখা এক প্রকার জন্মগত প্রতিবর্ত ক্রিয়া।

উত্তরঃ মিথ্যা।

ব্যাখ্যাঃ লেখাপড়া শেখা এক প্রকার অর্জিত প্রতিবর্ত ক্রিয়া

আরও পড়ুনঃ 

Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution

Madhyamik ABTA Test Papers 2024 English Solution 

Madhyamik ABTA Test Papers 2024 History Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution

Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution

Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution 

A-স্তম্ভ ও B-স্তম্ভের শব্দের সমতা বিধান করো: (যে কোনো পাঁচটি) :

A স্তম্ভ B স্তম্ভ
2.13 লঘু মস্তিষ্ক (a) বার্ধক্য দশা
2.14 বহুকোশের মৃত্যু (b) হ্যালডেন
2.15 মানুষের লিঙ্গ নির্ধারণ করে (c) হার্বাট স্পেনসার
2.16 হট ডাইলিউট সুপ (d) জলাভূমি
2.17 প্রকৃতির বৃক্ক (e) দেহের ভারসাম্য রক্ষা করা
2.18 সরাসরি কোশ বিভাজন (f) Y-ক্রোমোজোম
(g) অ্যামাইটোসিস

উত্তরঃ 

A স্তম্ভ B স্তম্ভ
2.13 লঘু মস্তিষ্ক (e) দেহের ভারসাম্য রক্ষা করা
2.14 বহুকোশের মৃত্যু (a) বার্ধক্য দশা
2.15 মানুষের লিঙ্গ নির্ধারণ করে (f) Y-ক্রোমোজোম 
2.16 হট ডাইলিউট সুপ (b) হ্যালডেন
2.17 প্রকৃতির বৃক্ক (d) জলাভূমি
2.18 সরাসরি কোশ বিভাজন (g) অ্যামাইটোসিস

 

একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও : (যে কোনো 6টি)

2.19 বিসদৃশ শব্দটি বেছে লেখো :

অক্সিন, জিব্রারেলিন, প্রোজেস্টেরন, সাইটোকাইনিন।

উত্তরঃ প্রোজেস্টেরন

ব্যাখ্যাঃ বিসদৃশ শব্দ হল প্রোজেস্টেরন। কারণ, অন্য তিনটি শব্দ হল উদ্ভিদের হরমোন, কিন্তু প্রোজেস্টেরন হল স্তন্যপায়ী প্রাণীদের একটি হরমোন।

অক্সিন, জিব্বেরেলিন এবং সাইটোকাইনিন হল উদ্ভিদের বৃদ্ধি এবং বিকাশ নিয়ন্ত্রণকারী হরমোন। অক্সিন উদ্ভিদের অঙ্কুর বৃদ্ধিকে উদ্দীপিত করে, জিব্বেরেলিন উদ্ভিদের উচ্চতা বৃদ্ধিকে উদ্দীপিত করে এবং সাইটোকাইনিন উদ্ভিদের কোষ বিভাজনকে উদ্দীপিত করে।

প্রোজেস্টেরন হল একটি স্ত্রীরোগ সংক্রান্ত হরমোন যা মহিলাদের গর্ভধারণ এবং সন্তান জন্মদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি জরায়ুর আস্তরণকে ঘন করে এবং গর্ভাশয়কে গর্ভধারণের জন্য প্রস্তুত করে।

সুতরাং, প্রোজেস্টেরন হল বিসদৃশ শব্দ কারণ এটি উদ্ভিদের হরমোন নয়।

 

2.20 অগ্রমস্তিষ্কের সবচেয়ে বড় অংশটি কী?

উত্তরঃ গুরুমস্তিষ্ক 

 

2.21 DNA : থাইমিন : : RNA : ______

উত্তরঃ ইউরাসিল 

 

2.22 মটর গাছের কুঞ্চিত বীজ কোন্ ধরনের বৈশিষ্ট্য?

উত্তরঃ প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। 

2.23 X-থ্যালাসেমিয়ার প্রধান লক্ষণ কী?

উত্তরঃ X-থ্যালাসেমিয়ার প্রধান লক্ষণ হল হিমোগ্লোবিনের মাত্রা কমে যাওয়া (রক্তাল্পতা)। হিমোগ্লোবিন হল একটি প্রোটিন যা লোহিত রক্তকণিকাকে অক্সিজেন বহন করতে সাহায্য করে। X-থ্যালাসেমিয়ার কারণে হিমোগ্লোবিন তৈরির ক্ষমতা হ্রাস পায়, যার ফলে রক্তে অক্সিজেনের মাত্রা কমে যায়।

 

2.24 জৈব বিবর্তন সম্পর্কিত তত্ত্বটি ল্যামার্ক কোন্ গ্রন্থে লিপিবদ্ধ করেন।

উত্তরঃ জৈব বিবর্তন সম্পর্কিত তত্ত্বটি ল্যামার্ক তার ফিলোসফি জ্যুওলজিক্যাল গ্রন্থে লিপিবদ্ধ করেন।

Note: এই গ্রন্থটি ১৮০৯ সালে প্রকাশিত হয়। এই গ্রন্থে ল্যামার্ক প্রস্তাব করেন যে, পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে প্রাণীরা তাদের বৈশিষ্ট্য পরিবর্তন করে। এই পরিবর্তনগুলি উত্তরাধিকার সূত্রে প্রবাহিত হয় এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে চলতে থাকে।

ল্যামার্কের এই তত্ত্বকে “ব্যবহারের ফলে অর্জিত বৈশিষ্ট্যগুলির উত্তরাধিকার” তত্ত্ব বলা হয়। এই তত্ত্ব অনুসারে, প্রাণীরা যে বৈশিষ্ট্যগুলি ব্যবহার করে, সেগুলির বিকাশ হয় এবং যে বৈশিষ্ট্যগুলি ব্যবহার করে না, সেগুলি ক্ষয়প্রাপ্ত হয়। উদাহরণস্বরূপ, লম্বা গলাওয়ালা জিরাফ তাদের পূর্বপুরুষদের তুলনায় লম্বা গলা বিকাশ করেছে কারণ তাদের উঁচু গাছের পাতা খেতে হয়েছিল।

ল্যামার্কের তত্ত্বটি প্রথমবারের মতো জৈব বিবর্তনের একটি সুসংগঠিত ব্যাখ্যা প্রদান করে। তবে, এই তত্ত্বটি পরবর্তীতে চার্লস ডারউইন দ্বারা প্রস্তাবিত “প্রাকৃতিক নির্বাচন” তত্ত্ব দ্বারা প্রতিস্থাপিত হয়।

 

2.25 ভ্রূণ, ভাজক কলা, বীজ, ক্রায়োসংরক্ষণ— এই বিষয়গুলির মধ্যে তিনটি বিষয় একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বের করে লেখো।

উত্তরঃ ক্রায়োসংরক্ষণ

 

2.26 যে সংস্থা রেড ডাটা বুক প্রকাশ করে, তার নাম কী?

উত্তরঃ IUCN

ব্যাখ্যাঃ ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন) রেড ডেটা বুক প্রকাশ করে। এটি একটি আন্তর্জাতিক সংস্থা যা প্রকৃতির সংরক্ষণের জন্য কাজ করে। আইইউসিএন রেড ডেটা বুকটি একটি তালিকা যা বিপন্ন প্রজাতির তালিকা করে। এই তালিকাটি বিশ্বের জীববৈচিত্র্যের স্বাস্থ্যের একটি গুরুত্বপূর্ণ সূচক।

আইইউসিএন রেড ডেটা বুকটি বেশ কয়েকটি শ্রেণীতে বিভক্ত। এই শ্রেণীগুলি হল:

  • বিলুপ্ত: প্রজাতিটি আর পৃথিবীতে নেই।

    Image of বিলুপ্ত প্রজাতি
  • বিলুপ্তপ্রায়: প্রজাতিটি এতটাই বিরল যে এটি অদূর ভবিষ্যতে বিলুপ্ত হতে পারে।

    Image of বিলুপ্তপ্রায় প্রজাতি
  • ঝুঁকিপূর্ণ: প্রজাতিটি বিলুপ্তপ্রায় হওয়ার ঝুঁকিতে রয়েছে।

    Image of ঝুঁকিপূর্ণ প্রজাতি
  • সংকটাপন্ন: প্রজাতিটি বিলুপ্তির কাছাকাছি।

    Image of সংকটাপন্ন প্রজাতি
  • আশঙ্কাপ্রদ: প্রজাতিটি বিলুপ্তির হুমকিতে রয়েছে।

  • তথ্য প্রয়োজন: প্রজাতির অবস্থা সম্পর্কে পর্যাপ্ত তথ্য নেই।

    Image of তথ্য প্রয়োজন প্রজাতি

আইইউসিএন রেড ডেটা বুকটি বিশ্বের প্রকৃতি সংরক্ষণের প্রচেষ্টার জন্য একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। এটি সরকার, সংস্থা এবং ব্যক্তিদের বিপন্ন প্রজাতির অবস্থা সম্পর্কে সচেতন করে এবং তাদের সংরক্ষণের জন্য পদক্ষেপ নিতে উদ্বুদ্ধ করে।

আরও পড়ুনঃ 

Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution

Madhyamik ABTA Test Papers 2024 English Solution 

Madhyamik ABTA Test Papers 2024 History Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution

Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution

Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Insert math as
Block
Inline
Additional settings
Formula color
Text color
#333333
Type math using LaTeX
Preview
\({}\)
Nothing to preview
Insert
error: Content is protected !!