ABTA Test Paper 2019-2020 History Page 124
ABTA Test Paper 2019-2020 History Page 124
Q 1.1) বঙ্গদর্শন পত্রিকাটি কবে প্রকাশিত হয় ?
(ক) 1860 খ্রিস্টাব্দ
(খ) 1862 খ্রিস্টাব্দ
(গ) 1870 খ্রিস্টাব্দ
(ঘ) 1872 খ্রিস্টাব্দ।
উত্তরঃ (ঘ) 1872 খ্রিস্টাব্দ।
Q 1.2) কথাকলি নৃত্য কোন অঞ্চলের নৃত্য?
(ক) কর্ণাটক
(খ) মালাবার
(গ) কেরালা
(ঘ) মনিপুর।
উত্তরঃ (গ) কেরালা
ABTA Test Paper 2019-2020 History Page 124
Q 1.3) ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেন
(ক) লর্ড বেন্টিং
(খ) লর্ড ওয়েলেসলি
(গ) লর্ড রিপন
(ঘ) লর্ড ডালহৌসি।
উত্তরঃ (খ) লর্ড ওয়েলেসলি
Q 1.4) সর্বধর্ম সমন্বয় আদর্শ প্রচার করেন
(ক) শিবনাথ শাস্ত্রী
(খ) স্বামী বিবেকানন্দ
(গ) শ্রীরামকৃষ্ণ
(ঘ) রাজা রামমোহন রায়।
উত্তরঃ (গ) শ্রীরামকৃষ্ণ
ABTA Test Paper 2019-2020 History Page 124
Q 1.5) ভারতের প্রথম ছাত্র সংগঠনটি হল
(ক) পটলডাঙ্গা একাডেমিক অ্যাসোসিয়েশন
(খ) অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন
(গ) ডিফেন্স অ্যাসোসিয়েশন
(ঘ) রিপাবলিকান অ্যাসোসিয়েশন।
উত্তরঃ (খ) অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন
Q 1.6) ভারতের প্রথম অরণ্য আইন পাশ হয়
(ক) 1859 খ্রিস্টাব্দে
(খ) 1860 খ্রিস্টাব্দে
(গ) 1865 খ্রিস্টাব্দে
(ঘ) 1878 খ্রিস্টাব্দে।
উত্তরঃ (গ) 1865 খ্রিস্টাব্দে
ABTA Test Paper 2019-2020 History Page 124
Q 1.7) বাংলার নানাসাহেব বলা হত
(ক) রামরতন মল্লিককে
(খ) তিতুমীরকে
(গ) বিরসা মুন্ডা কে
(ঘ) বিদ্যাসাগরকে।
উত্তরঃ (ক) রামরতন মল্লিককে
Q 1.8) উনিশ শতকে ‘সভা সমিতির যুগ‘ বলেছেন
(ক) যদুনাথ সরকার
(খ) রমেশ চন্দ্র মজুমদার
(গ) অনিল শীল
(ঘ) রাজনারায়ণ বসু।
উত্তরঃ (গ) অনিল শীল
Q 1.9) ভাইসরয় কথার অর্থ
(ক) রাজ প্রতিনিধি
(খ) রাজদূত
(গ) মুখ্য প্রশাসক
(ঘ) রাজ্যপাল।
উত্তরঃ (ক) রাজ প্রতিনিধি
ABTA Test Paper 2019-2020 History Page 124
Q 1.10) ‘ভারতের জাতীয়তাবাদের জনক’ বলা হয়
(ক) ঋষি অরবিন্দ ঘোষ কে
(খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে
(গ) স্বামী বিবেকানন্দকে
(ঘ) রাজা রামমোহন রায়কে।
উত্তরঃ (খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে
Q 1.11) ভারতে প্রথম ছাপাখানা প্রতিষ্ঠা করেছিল
(ক) ফরাসিরা
(খ) পর্তুগিজরা
(গ) ইংরেজরা
(ঘ) ওলন্দাজরা।
উত্তরঃ (খ) পর্তুগিজরা
ABTA Test Paper 2019-2020 History Page 124
Q 1.12) মার্জিত বাংলা হরফের প্রথম কারিগর ছিলেন
(ক) জেমস অগাস্টাস হিকি
(খ) জন ম্যাক
(গ) পঞ্চানন কর্মকার
(ঘ) উইলিয়াম কেরি।
উত্তরঃ (গ) পঞ্চানন কর্মকার
Q 1.13) ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়
(ক) 1922 খ্রিস্টাব্দে
(খ) 1923 খ্রিস্টাব্দে
(গ) 1924 খ্রিস্টাব্দে
(ঘ) 1925 খ্রিস্টাব্দে।
উত্তরঃ (ঘ) 1925 খ্রিস্টাব্দে
ABTA Test Paper 2019-2020 History Page 124
Q 1.14) মোপলা বিদ্রোহ সংঘটিত হয়েছিল
(ক) আসাম
(খ) বোম্বাই
(গ) মালাবার
(ঘ) কচ্ছ অঞ্চলে।
উত্তরঃ (গ) মালাবার
Q 1.15) নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন
(ক) বি পি ওয়াদিয়া
(খ) মুজাফফর আহমেদ
(গ) এস এ ডাঙ্গে
(ঘ) লালা লাজপত রায়।
উত্তরঃ (ঘ) লালা লাজপত রায়
ABTA Test Paper 2019-2020 History Page 124
Q 1.16) ভারত ছাড়ো আন্দোলনে যোগ দিয়ে স্মরণীয় হয়ে আছেন পাঞ্জাবের
(ক) কনকলতা বড়ুয়া
(খ) ভোগেশ্বরী ফুকোননী
(গ) মাতঙ্গিনী হাজরা
(ঘ) লীলা নাগ।
উত্তরঃ (গ) মাতঙ্গিনী হাজরা
Q 1.17) ভাইকম সত্যগ্রহ পরিচালনা করেন –
(ক) গান্ধীজি
(খ) জ্যোতিবা ফুলে
(গ) শ্রী নারায়ণ গুরু
(ঘ) ডঃ আম্বেদকর
উত্তরঃ (ক) গান্ধীজি
ABTA Test Paper 2019-2020 History Page 124
Q 1.18) চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠনে নেতৃত্ব দেন
(ক) ভগৎ সিং
(খ) বিনয় বসু
(গ) রাসবিহারী বসু
(ঘ) সূর্য সেন।
উত্তরঃ (ঘ) সূর্য সেন।
Q 1.19) নেহেরু লিয়াকৎ চুক্তি স্বাক্ষরিত হয়
(ক) 1950 খ্রিস্টাব্দ
(খ) 1951 খ্রিস্টাব্দ
(গ) 1948 খ্রিস্টাব্দ
(ঘ) 1952 খ্রিস্টাব্দ।
উত্তরঃ (ক)1950 খ্রিস্টাব্দ
Q 1.20) ‘মিড নাইটস চিলড্রেন‘ লিখেছেন
(ক) খুশবন্ত সিং
(খ) সলমন রুশদি
(গ) জহরলাল নেহরু
(ঘ) ভি পি মেনন।
উত্তরঃ (খ) সলমন রুশদি
ABTA Test Paper 2019-2020 History Page 124
Thank You