Sun. Dec 22nd, 2024

ABTA Test Paper 2019-2020 History Page 160

ABTA Test Paper 2019-2020 History Page 160

Q 1.1) ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চার প্রবক্তা হলেন

() রনজিত গুহ

() অমলেশ ত্রিপাঠী

() রামচন্দ্র গুহ

() সুমিত সরকার।

উত্তরঃ () রনজিত গুহ

 

Q 1.2) জীবনস্মৃতিনামক স্মৃতিকথা রচয়িতা হলেন

() মণিকুন্তলা সেন

() নারায়ণ সান্যাল

() রবীন্দ্রনাথ ঠাকুর

() বিপিনচন্দ্র পাল। 

উত্তরঃ () রবীন্দ্রনাথ ঠাকুর

 

Q 1.3) উনিশ শতকের কোন পত্রিকাটির নারী সমস্যা নিয়ে আলোচনা করত?

() গ্রামবার্তা প্রকাশিকা

() অমৃতবাজার পত্রিকা

() হিন্দু প্যাট্রিয়ট

() বামাবোধিনী। 

উত্তরঃ () বামাবোধিনী

 

Q 1.4) কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন

() ওয়েলেসলি

() বেন্টিং

() ডালহৌসি

() ক্যানিং। 

উত্তরঃ () বেন্টিং

 

Q 1.5) সর্বধর্ম সমন্বযয়ের আদর্শ প্রচার করেন

() শ্রী রামকৃষ্ণ দেব

() স্বামী বিবেকানন্দ

() কেশব চন্দ্র সেন

() দেবেন্দ্রনাথ ঠাকুর 

উত্তরঃ () শ্রী রামকৃষ্ণ দেব

 

Q 1.6) ব্রিটিশ বিরোধী সব বিদ্রোহের সঙ্গেই যুক্ত ছিলেন

() কারিগররা

() বণিকরা

() বুদ্ধিজীবীরা

() কৃষকরা। 

উত্তরঃ ()কৃষকরা

 

Q 1.7) পাগলাপন্থী বিদ্রোহের প্রবর্তক ছিলেন

 () মহম্মদ মহসিন

() শরিয়ৎউল্লাহ

() করিম শাহ

() তিতুমীর। 

উত্তরঃ () করিম শাহ

 

Q 1.8) ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে

()1857 খ্রিস্টাব্দ

() 1858 খ্রিস্টাব্দ

() 1847 খ্রিষ্টাব্দ

() 1950 খ্রিস্টাব্দ।  

উত্তরঃ () 1858 খ্রিস্টাব্দ

 

Q 1.9) উনিশ শতকেসভা সমিতির যুগবলেন 

() যদুনাথ সরকার

() রমেশ চন্দ্র মজুমদার

() অনিল শীল

() অমলেশ ত্রিপাঠী। 

উত্তরঃ () অনিল শীল

 

ABTA Test Paper 2019-2020 History Page 160

Q 1.10) লেখায় সংগ্রামী জাতীয়তাবাদের মন্ত্র প্রচার করেন

() বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

() রবীন্দ্রনাথ ঠাকুর

() ঈশ্বরচন্দ্র গুপ্ত

() এদের কেউ নয়। 

উত্তরঃ () বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

 

Q 1.11) পঞ্চানন কর্মকার যুক্ত ছিলেন

() ছাপাখানা প্রতিষ্ঠায়

() বাংলা অক্ষর তৈরিতে

() হাফটোন ব্লক তৈরিতে

() বাংলা গ্রন্থ প্রকাশনায় 

উত্তরঃ () বাংলা অক্ষর তৈরিতে

 

ABTA Test Paper 2019-2020 History Page 160

Q 1.12) প্রকৃতির মাঝে আশ্রমিক শিক্ষার কথা বলেন

() মহাত্মা গান্ধী

() সর্বপল্লী রাধাকৃষ্ণন

() লক্ষণ স্বামী মুদালিয়ার

() রবীন্দ্রনাথ ঠাকুর। 

উত্তরঃ () রবীন্দ্রনাথ ঠাকুর। 

 

Q 1.13) বঙ্গভঙ্গ আন্দোলনে কৃষক স্বার্থের উপযোগী কর্মসূচি গৃহীত না হওয়ার কারণ ছিল

() কৃষকরা এই  আন্দোলনে যোগ দেয়নি

() আন্দোলনের নেতারা উচ্চবর্গীয় ছিলেন

() বঙ্গভঙ্গ কৃষকদের ক্ষতি হয়নি

() বাংলায় এমন কৃষক ছিল না। 

উত্তরঃ () আন্দোলনের নেতারা উচ্চবর্গীয় ছিলেন

 

ABTA Test Paper 2019-2020 History Page 160

Q 1.14) বিংশ শতকে ভারতের সমাজতান্ত্রিক আন্দোলন অনুপ্রাণিত হয়েছিল

() ফরাসি বিপ্লব (1789)

() রুশ বিপ্লব(1905)

() বলশেভিক  বিপ্লব(1917)

() ফেব্রুয়ারি বিপ্লব(1848)  এর আদর্শ 

উত্তরঃ () বলশেভিক  বিপ্লব(1917)

 

Q 1.15) মানবেন্দ্র নাথ রায়ের প্রকৃত নাম ছিল

() নরেন্দ্রনাথ ভট্টাচার্য

() যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

() নরেন্দ্রনাথ রায়

() যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। 

উত্তরঃ () নরেন্দ্রনাথ ভট্টাচার্য

 

ABTA Test Paper 2019-2020 History Page 160

Q 1.16) লক্ষীর ভান্ডার প্রতিষ্ঠা করেন

() হেমাঙ্গিনী দাস

() বাসন্তী দেবী

() সরলা দেবী

() পুণ্যলতা। 

উত্তরঃ () সরলা দেবী

 

Q 1.17) গান্ধীবুড়িবলা হত

() কস্তুরবা গান্ধীকে

() ইন্দিরা গান্ধীকে

() সরোজিনী নাইডুকে

() মাতঙ্গিনী হাজরাকে 

উত্তরঃ ()  মাতঙ্গিনী হাজরাকে

 

ABTA Test Paper 2019-2020 History Page 160

Q 1.18) রশিদ আলি ছিলেন

() মুসলিম লিগের নেতা

() জাতীয় কংগ্রেসের নেতা

() আই এন এর অফিসার

() খিলাফত আন্দোলনের নেতা। 

উত্তরঃ ()  আই এন এর অফিসার

 

Q 1.19) ভারত স্বাধীন হয়

() ভারত শাসন আইন

() মর্লেমিন্টো আইন

() মাউন্টব্যাটেন পরিকল্পনা

() মন্টফোর্ড আইন। 

উত্তরঃ () মাউন্টব্যাটেন পরিকল্পনা

 

ABTA Test Paper 2019-2020 History Page 160

Q 1.20) ভারতের স্বাধীনতার পরবর্তী প্রধান সমস্যা ছিল

() উদ্বাস্তু সমস্যা

() সাংবিধানিক সমস্যা

() প্রশাসনিক সমস্যা

() খাদ্য সমস্যা 

উত্তরঃ () উদ্বাস্তু সমস্যা

Thank You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Insert math as
Block
Inline
Additional settings
Formula color
Text color
#333333
Type math using LaTeX
Preview
\({}\)
Nothing to preview
Insert
error: Content is protected !!