Sun. Dec 22nd, 2024

ABTA Test Paper 2019-2020 History Page 360

ABTA Test Paper 2019-2020 History Page 360

Q 1.1) ভারতের ফুটবল খেলা প্রবর্তন করেন

() ইংরেজরা 

() ওলন্দাজরা

() ফরাসিরা 

() পর্তুগিজরা। 

উত্তরঃ () ইংরেজরা 

 

Q 1.2) ভারতের প্রথম চলচ্চিত্র হল

() জামাই ষষ্ঠী 

() বিল্বমঙ্গল 

() রাজা হরিশচন্দ্র 

() বালিকা বধূ। 

উত্তরঃ () রাজা হরিশচন্দ্র 

 

ABTA Test Paper 2019-2020 History Page 360

Q 1.3) প্রথম বাংলা  সংবাদপত্রের প্রকাশক ছিলেন

() রামানন্দ চট্টোপাধ্যায়

() গঙ্গাকিশোর ভট্টাচার্য 

() দ্বারকানাথ বিদ্যাভূষণ

() অক্ষয় কুমার দত্ত। 

উত্তরঃ () গঙ্গাকিশোর ভট্টাচার্য 

 

Q 1.4) পটলডাঙ্গা একাডেমির বর্তমান নাম হল

() হেয়ার স্কুল 

() বেথুন স্কুল

() কলেজিয়েট স্কুল

() হিন্দু স্কুল। 

উত্তরঃ () হেয়ার স্কুল 

 

Q 1.5) সাধারণ ব্রাহ্মসমাজ এর প্রতিষ্ঠাতা হলেন-

()  রাজা রামমোহন রায় 

() মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর 

() শিবনাথ শাস্ত্রী

() কেশব চন্দ্র সেন।

উত্তরঃ () শিবনাথ শাস্ত্রী

 

ABTA Test Paper 2019-2020 History Page 360

Q 1.6) ঔপনিবেশিক ভারতে প্রথম অরণ্য আইন পাশ হয়

()1764 খ্রিস্টাব্দে   

()1865 খ্রিস্টাব্দে   

()1878 খ্রিস্টাব্দে   

()1855 খ্রিস্টাব্দে। 

উত্তরঃ ()1865 খ্রিস্টাব্দে

 

Q 1.7) সন্ন্যাসী ফকির বিদ্রোহের নেতা ছিলেন

() তিতুমীর

() হাজী শরীয়ত উল্লাহ

() ভবানী পাঠক

() নোয়া মিঞা। 

উত্তরঃ () ভবানী পাঠক

 

ABTA Test Paper 2019-2020 History Page 360

Q 1.8) 1857 খ্রিস্টাব্দে মোগল বাদশাহ ছিলেন

() সম্রাট ঔরঙ্গজেব

() দ্বিতীয় বাহাদুর শাহ

() ফারুকশিয়ার

() জাহাঙ্গীর। 

উত্তরঃ () দ্বিতীয় বাহাদুর শাহ

 

Q 1.9) বঙ্গভাষা প্রকাশিত সভা প্রতিষ্ঠিত হয়

()1830 খ্রিস্টাব্দে

()1835 খ্রিস্টাব্দে 

()1836 খ্রিস্টাব্দে

()1837 খ্রিস্টাব্দে। 

উত্তরঃ (গ)1836 খ্রিস্টাব্দে। 

 

Q 1.10) জমিদার সভার সভাপতি ছিলেন

() দ্বারকানাথ ঠাকুর

() প্রসন্নকুমার ঠাকুর

() রাজকমল সেন

() রাধা কান্ত সেন।

উত্তরঃ () রাধা কান্ত সেন।

 

ABTA Test Paper 2019-2020 History Page 360

Q 1.11) বাংলার প্রথম সাপ্তাহিক সংবাদপত্র কোনটি

() সোমপ্রকাশ

() গ্রামবার্তা প্রকাশিকা

() বাংলা গেজেট

() বেঙ্গল গেজেট। 

উত্তরঃ () বাংলা গেজেট

 

Q 1.12) অব্যক্তপ্রবন্ধ টির রচয়িতা হলেন বিশিষ্ট বিজ্ঞানী

() তারকনাথ পালিত

() সত্যেন্দ্রনাথ বসু

() মেঘনাথ সাহা

() জগদীশচন্দ্র বসু।

উত্তরঃ () জগদীশচন্দ্র বসু।

 

ABTA Test Paper 2019-2020 History Page 360

Q 1.13) চম্পারন কৃষি বিল পাস হয়

() 1917 খ্রিস্টাব্দে

() 1919 খ্রিস্টাব্দে

() 1920 খ্রিস্টাব্দে

() 1921 খ্রিস্টাব্দে।

উত্তরঃ () 1917 খ্রিস্টাব্দে

 

Q 1.14) তেভাগা আন্দোলনের একজন নেত্রী ছিলেন

() জয়া ঘোষ

() সাবিত্রী কল

() মল্লিকা হালদার

() সুদীপা সেন। 

উত্তরঃ () #

 

Q 1.15) রেডিক্যাল ডেমোক্রেটিক দল প্রতিষ্ঠা করেন

() মানবেন্দ্রনাথ রায়

() সুভাষচন্দ্র বসু

() পি সি যোশী 

() মুজাফফর আহমেদ।  

উত্তরঃ () মানবেন্দ্রনাথ রায়

 

ABTA Test Paper 2019-2020 History Page 360

Q 1.16) আইন অমান্য আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন

() বীণা দাস

() কমলাদেবী চট্টোপাধ্যায়

() কল্পনা দত্ত

() রোকেয়া সখাওয়াত হোসেন। 

উত্তরঃ () কমলাদেবী চট্টোপাধ্যায়

 

Q 1.17) ঝাঁসির রানী ব্রিগেডের নেতৃত্ব দেন

() সরোজিনী নাইডু

() লক্ষ্মী স্বামীনাথন

()অরুনা আসফ আলি

() প্রীতিলতা ওয়াদ্দেদার। 

উত্তরঃ () লক্ষ্মী স্বামীনাথন

 

Q 1.18) গদরশব্দের অর্থ হলো

() পবিত্র

() বিপ্লব

() দেশ প্রেম

() মাতৃভূমি। 

উত্তরঃ () বিপ্লব

 

ABTA Test Paper 2019-2020 History Page 360

Q 1.19) জুনাগড় রাজ্য ভারতভুক্তি হয়

() 1947 খ্রিস্টাব্দে

() 1948 খ্রিস্টাব্দে

() 1949 খ্রিস্টাব্দে

() 1950 খ্রিস্টাব্দে। 

উত্তরঃ () 1949 খ্রিস্টাব্দে

 

Q 1.20) কেয়া পাতার নৌকাগ্রন্থটি রচনা করেন

() প্রফুল্ল রায়

() মহাশ্বেতা দেবী

() সুনীল গঙ্গোপাধ্যায়

() অতীন বন্দ্যোপাধ্যায় 

উত্তরঃ () প্রফুল্ল রায়

ABTA Test Paper 2019-2020 History Page 360

Thank You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Insert math as
Block
Inline
Additional settings
Formula color
Text color
#333333
Type math using LaTeX
Preview
\({}\)
Nothing to preview
Insert
error: Content is protected !!