Fri. Nov 22nd, 2024

ABTA Test Paper 2019-2020 History Page 433

ABTA Test Paper 2019-2020 History Page 433

Q 1.1) বাইশ গজের খেলাবলা হয়

() ফুটবলকে

() রাগবিকে

() ক্রিকেটকে

() হকিকে। 

উত্তরঃ () ক্রিকেটকে

 

Q 1.2) নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয়

() 1940 এর দশকে

() 1950 এর দশকে

() 1960 এর দশকে

() 1990 এর দশকে। 

উত্তরঃ () 1960 এর দশকে

 

Q 1.3) এশিয়াটিক সোসাইটি স্থাপিত হয়

() 1781 খ্রিস্টাব্দে

() 1782 খ্রিস্টাব্দে

() 1783 খ্রিস্টাব্দে

() 1784 খ্রিস্টাব্দে

উত্তরঃ () 1784 খ্রিস্টাব্দে

 

Q 1.4) নীলদর্পণনাটকটি প্রথম অভিনীত হয়

() কলকাতায়

() ঢাকায়

() শ্রীরামপুরে

() রংপুরে

উত্তরঃ () #

 

Q 1.5) “ওরিয়েন্টাল সেমিনারিস্থাপন করেন

()  গৌরমোহন আঢ্য 

() প্যারীচরণ বন্দোপাধ্যায়

() অক্ষয় কুমার দত্ত

() কৈলাশ চন্দ্র বসু

উত্তরঃ () গৌরমোহন আঢ্য 

 

Q 1.6) নিজেকেধরতি আবাবলে ঘোষণা করেন

() সিধু

() কানু

() ভৈরব

() বিরসা। 

উত্তরঃ () বিরসা

 

ABTA Test Paper 2019-2020 History Page 433

Q 1.7) “খুৎকাঠিপ্রথা হল

() খাস জমির মালিকানা

() জমিদারি প্রথা

() জমির যৌথ মালিকানা

() বেগার প্রথা। 

উত্তরঃ () জমির যৌথ মালিকানা

 

Q 1.8) “The war of Indian Independence”-  গ্রন্থের রচয়িতা হলেন

() শশীভূষণ চৌধুরী

() ডক্টর মেহতা

() ভি. ডিসাভারকার

() রমেশ চন্দ্র মজুমদার 

উত্তরঃ () ভি. ডিসাভারকার

 

Q 1.9) জমিদার সভাপ্রতিষ্ঠিত হয়

() 1836 খ্রিস্টাব্দে

() 1837 খ্রিস্টাব্দে

() 1838 খ্রিস্টাব্দে

() 1839 খ্রিস্টাব্দে। 

উত্তরঃ () 1838 খ্রিস্টাব্দে

 

ABTA Test Paper 2019-2020 History Page 433

Q 1.10) উইলিয়াম কেরি ছিলেন

() বিজ্ঞানের শিক্ষক

() গণিতের শিক্ষক

() বাংলার শিক্ষক

() ইংরেজির শিক্ষক। 

উত্তরঃ () #

 

Q 1.11) ‘ভারতমাতাচিত্রটির নামকরণ করেন

() রবীন্দ্রনাথ ঠাকুর

() অবনীন্দ্রনাথ ঠাকুর

() ভগিনী নিবেদিতা

() গগনেন্দ্রনাথ ঠাকুর। 

উত্তরঃ () অবনীন্দ্রনাথ ঠাকুর

 

ABTA Test Paper 2019-2020 History Page 433

Q 1.12) “জাতীয় শিক্ষা” – কথাটি প্রথম ব্যবহার করেন-

() শচীন্দ্রনাথ বসু

() শচীন্দ্রপ্রসাদ সান্যাল

() রবীন্দ্রনাথ ঠাকুর

() প্রসন্নকুমার ঠাকুর। 

উত্তরঃ () প্রসন্নকুমার ঠাকুর

 

Q 1.13) অসহযোগ আন্দোলনে কৃষকদের নেতৃত্ব দেন

() বাবা রামচন্দ্র

() সুভাষচন্দ্র বসু

() সীতারমণ

() গান্ধীজী। 

উত্তরঃ () গান্ধীজী

 

Q 1.14) “নিজ খামারে ধান তোলা”-  স্লোগানটি ছিল

() গুজরাটের

() তেলেঙ্গানার

() মেদিনীপুরের

() ত্রিবাঙ্কুরের কৃষকদের।

উত্তরঃ () #

 

Q 1.15) “সি মার্টিন” যাঁর ছদ্মনাম ছিল-

() সুভাষচন্দ্র বসু

() এস এ ডাঙ্গে

() রাসবিহারী বসু

() মানবেন্দ্রনাথ রায়।

উত্তরঃ () মানবেন্দ্রনাথ রায়

 

ABTA Test Paper 2019-2020 History Page 433

Q 1.16) সর্বভারতীয় কিষান সভার সভাপতি হন –

() রাসবিহারী বসু

() এন জি রঙ্গ

() স্বামী সহজানন্দ

() ইন্দুলাল যাজ্ঞিক।

উত্তরঃ () #

 

Q 1.17) ‘গুলামগিরিগ্রন্থের লেখক হলেন

() দয়ানন্দ সরস্বতী

() শ্রীনারায়ন গুরু

() জ্যোতিবা ফুলে

() সাবিত্রী ফুলে। 

উত্তরঃ () জ্যোতিবা ফুলে

 

Q 1.18) ‘সত্যশোধক সমাজগঠন করেন

() জ্যোতিবা ফুলে

() গোপাল হরি দেশমুখ

() বিরসা লিঙ্গম

() রানাডে

উত্তরঃ () জ্যোতিবা ফুলে

 

Q 1.19) স্বাধীনতাকালে বৃহত্তম দেশীয় রাজ্যটি হল

() কাশ্মীর

() মহীশূর

() হায়দ্রাবাদ

() জুনাগড়

উত্তরঃ () হায়দ্রাবাদ

 

ABTA Test Paper 2019-2020 History Page 433

Q 1.20) স্বাধীন ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য টি হল

() পশ্চিমবঙ্গ

() বিহার

() অন্ধপ্রদেশ

() উত্তরপ্রদেশ  

উত্তরঃ () অন্ধপ্রদেশ

Thank You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Insert math as
Block
Inline
Additional settings
Formula color
Text color
#333333
Type math using LaTeX
Preview
\({}\)
Nothing to preview
Insert
error: Content is protected !!