Thu. Dec 26th, 2024

ABTA Test Paper 2019-2020 History Page 647

ABTA Test Paper 2019-2020 History Page 647

Q 1.1) ‘ আমার সোনার বাংলা’ গানটি রচনা করেন-

() রবীন্দ্রনাথ ঠাকুর

() রজনীকান্ত সেন

() কাজী নজরুল ইসলাম

() উদয় শংকর। 

উত্তরঃ () রবীন্দ্রনাথ ঠাকুর

 

Q 1.2)’ সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন’ চালু করেন –

() লর্ড রিপন

() লর্ড লিটন

() লর্ড নর্থব্রুক 

() লর্ড ডালহৌসি। 

উত্তরঃ () লর্ড লিটন

 

Q 1.3) হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়-

() 1815 খ্রিস্টাব্দে

() 1816 খ্রিস্টাব্দে 

() 1818 খ্রিস্টাব্দে

() 1817 খ্রিস্টাব্দে। 

উত্তরঃ () 1817 খ্রিস্টাব্দে

 

Q 1.4)‘ ব্রহ্মানন্দ’ নামে পরিচিত ছিলেন-

() রামমোহন রায়

() দেবেন্দ্রনাথ ঠাকুর

() কেশব চন্দ্র সেন

() শ্রীরামকৃষ্ণ।

উত্তরঃ () কেশব চন্দ্র সেন

 

Q 1.5) 1768 খ্রিস্টাব্দে চুয়াড় বিদ্রোহের নেতা ছিলেন-

() জগন্নাথ সিংহ

() মার্শম্যান

() দেবী সিংহ

() দুর্জন সিং।

উত্তরঃ () জগন্নাথ সিংহ

 

Q 1.6) সন্ন্যাসী ফকির বিদ্রোহের কথা-

() পথের দাবী

() বর্তমান ভারত

() আনন্দমঠ

() দুর্গেশ নন্দিনী

 উপন্যাসে পাওয়া যায়। 

উত্তরঃ () আনন্দমঠ

 

Q 1.7) মহাবিদ্রোহে অযোধ্যা থেকে নেতৃত্ব দিয়েছিলেন-

() লক্ষ্মী বাঈ

() কুনওয়ার সিং

() নানা সাহেব

() হজরত মহল।

উত্তরঃ () #

 

Q 1.8) ‘ জমিদার সভা’ প্রতিষ্ঠিত হয়েছিল-

() 1838 খ্রিস্টাব্দে

() 1837 খ্রিস্টাব্দে

() 1840 খ্রিস্টাব্দে 

() 1842 খ্রিস্টাব্দে। 

উত্তরঃ () #

 

Q 1.9) ‘ পরিব্রাজক’ রচনা করেছিলেন-

() শ্রী অরবিন্দ

() স্বামী বিবেকানন্দ

() মানবেন্দ্রনাথ রায়

() রবীন্দ্রনাথ ঠাকুর। 

উত্তরঃ () #

 

Q 1.10) বাংলার প্রথম ছাপাখানা গড়ে তোলেন –

() উইলিয়াম কেরি

() জন আন্ড্রুজ 

() হ্যালহেড 

() চার্লস উইলকিন্স। 

উত্তরঃ () #

 

Q 1.11) উপেন্দ্রকিশোরের প্রথম বই ছিল-

() ছেলেদের মহাভারত

() ছেলেদের রামায়ণ

() অন্নদামঙ্গল

() টুনটুনির বই। 

উত্তরঃ () #

 

Q 1.12) ‘ পতিদার যুবক মন্ডল’ প্রতিষ্ঠিত হয়েছিল-

() উত্তর প্রদেশে 

() গুজরাটে

() বিহারে 

() ওড়িশায়। 

উত্তরঃ () #

 

Q 1.13) কংগ্রেস সমাজতন্ত্রী দল- এর সাধারণ সম্পাদক ছিলেন-

() অচ্যুত পট্টবর্ধন 

() জয়প্রকাশ নারায়ণ

() মেহের আলী

() রাম মনোহর লোহিয়া। 

() #

 

Q 1.14) সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন-

() গান্ধীজী

() লালা লাজপত রায়

() বাল গঙ্গাধর তিলক

() জওহরলাল নেহরু। 

উত্তরঃ () #

 

Q 1.15) রম্পা বিদ্রোহ ঘটেছিল-

() মালাবার উপকূলে

() কোঙ্কন উপকূলে 

() গোদাবরী উপত্যকায়

() ওড়িশায়। 

উত্তরঃ () #

 

Q 1.16) মাতঙ্গিনী হাজরা অংশগ্রহণ করেছিলেন-

() অসহযোগ আন্দোলনে

() আইন অমান্য আন্দোলনে

() ভারত ছাড়ো আন্দোলন

() বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে। 

উত্তরঃ () #

 

Q 1.17) ধরসনা লবণ সত্যাগ্রহে নেতৃত্ব দেন-

() সরোজিনী নাইডু

() জ্যোতির্ময়ী গাঙ্গুলী

() সত্যবালা দেবী 

() আশালতা সেন। 

উত্তরঃ () #

 

Q 1.18) ‘ সত্যশোধক সমাজ’ গঠন করেন-

() জ্যোতিবা ফুলে

() বাবাসাহেব ডঃ বি আর আম্বেদকর

() মহাত্মা গান্ধী

() হরিচাঁদ ঠাকুর। 

উত্তরঃ () #

 

Q 1.19) ‘Train to Pakistan ‘ গ্রন্থটি রচনা করেন-

() খুশবন্ত সিং

() মুন্সি প্রেমচাঁদ

() প্রফুল্ল কুমার চক্রবর্তী

() অরুন্ধতী রায়।

উত্তরঃ () খুশবন্ত সিং

 

Q 1.20) ‘ রাজ্য পুনর্গঠন কমিশনের'(1953) সভাপতি ছিলেন-

() ফজল আলি

() এম পানিক্কর 

() হৃদয়নাথ কুঞ্জুরু 

() কৃষ্ণ মেনন। 

উত্তরঃ () #

Thank You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Insert math as
Block
Inline
Additional settings
Formula color
Text color
#333333
Type math using LaTeX
Preview
\({}\)
Nothing to preview
Insert
error: Content is protected !!