Sun. Dec 22nd, 2024

ABTA Test Paper 2019 – 2020 History Page 684

ABTA Test Paper 2019 – 2020 History Page 684

Q 1.1) “A History of Hindu Chemistry ” গ্রন্থের রচয়িতা হলেন-

() ইরফান হাবিব

() ডেভিড আর্নল্ড

() প্রফুল্ল চন্দ্র রায়

() জে ডি  বার্নাল।

উত্তরঃ () প্রফুল্ল চন্দ্র রায়

 

Q 1.2) নিম্নবর্গের ইতিহাস চর্চা শুরু করেন

() আর সি মজুমদার

() ভি স্মিথ 

() আর সি দত্ত

() রনজিত গুহ। 

উত্তরঃ () রনজিত গুহ

ABTA Test Paper 2019 – 2020 History Page 684

Q 1.3) কলকাতায় স্কুল অফ সোসাইটি প্রতিষ্ঠা করেছেন

() রাধাকান্ত দেব

() ডেভিড হেয়ার

() রামমোহন রায়

() চার্লস উড। 

উত্তরঃ () ডেভিড হেয়ার

 

Q 1.4) “ হুতোম প্যাঁচার নকশা ” রচনা করেছেন

() কালীপ্রসন্ন সিংহ

() হরিশচন্দ্র মুখোপাধ্যায়

() শিবনাথ শাস্ত্রী

() প্যারীচাঁদ মিত্র। 

উত্তরঃ () কালীপ্রসন্ন সিংহ

 

Q 1.5) ঔপনিবেশিক ভারতে প্রথম পাশ্চাত্য শিক্ষার বিস্তার ঘটে

() বাংলায়

() পাঞ্জাবে

() মহারাষ্ট্রে

() দিল্লিতে। 

উত্তরঃ () বাংলায়

ABTA Test Paper 2019 – 2020 History Page 684

Q 1.6) “চুয়ার” বলতে বোঝায়

() উচ্চ শ্রেণীর মানুষ

() নিম্ন শ্রেণীর মানুষ

() আদিবাসী

() সভ্য সমাজ। 

উত্তরঃ () আদিবাসী

 

Q 1.7) ফরাজি আন্দোলনের প্রতিষ্ঠাতা হলেন

() শরীয়ত উল্লাহ

() তিতুমীর

() দুদু মিঞা

() সৈয়দ আহমেদ। 

উত্তরঃ () শরীয়ত উল্লাহ

 

Q 1.8) সিপাহী বিদ্রোহের সময় ভারতের বড়লাট ছিলেন– 

() লর্ড ডালহৌসি

() লর্ড ক্যানিং

() লর্ড এলগিন 

() লর্ড  হেস্টিংস। 

উত্তরঃ () লর্ড ক্যানিং

ABTA Test Paper 2019 – 2020 History Page 684

Q 1.9) ভারতসভা প্রতিষ্ঠা করেন

() শিশিরকুমার ঘোষ 

() সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

() দ্বারকানাথ গাঙ্গুলী

() শিবনাথ শাস্ত্রী। 

উত্তরঃ () সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

 

Q 1.10) বাংলার ” মুকুটহীন রাজা ” বলা হয়

() রাধানাথ শিকদার

() কেশবচন্দ্র সেন

() সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

() আনন্দমোহন বসু

উত্তরঃ () সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

 

Q 1.11) “ ভারতমাতা ” চিত্রটির অমর সৃষ্টিকর্তা হলেন

() নন্দলাল বসু

() অবনীন্দ্রনাথ ঠাকুর

() রবীন্দ্রনাথ ঠাকুর

() লিওনার্দো দা ভিঞ্চি। 

উত্তরঃ () অবনীন্দ্রনাথ ঠাকুর

 

Q 1.12) ছাপাখানায় মুদ্রণের জন্য সর্বপ্রথম বাংলা অক্ষর তৈরি করেন

() হ্যালহেড

() সুরেশ চন্দ্র মজুমদার

() পঞ্চানন কর্মকার

() ঈশ্বরচন্দ্র গুপ্ত। 

উত্তরঃ চার্লস উইলকিনক্স

 

Q 1.13) তিন কাঠিয়া প্রথার মূল কথা ছিল– 

() বিঘাপ্রতি

() 13 কাঠা 

() 9 কাঠা

() কাঠা।  

উত্তরঃ () বিঘাপ্রতি 3 কাঠা 

 

Q 1.14) অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল

() 1918 খ্রিস্টাব্দে

() 1920 খ্রিস্টাব্দে

() 1929 খ্রিস্টাব্দে

() 1934 খ্রিস্টাব্দে।

উত্তরঃ () 1920 খ্রিস্টাব্দে

 

Q 1.15) গণবাণী পত্রিকার সম্পাদক ছিলেন-

() কাজী নজরুল ইসলাম

() মুজাফফর আহমেদ

() ফজলুল হক

() আব্দুল মমিন। 

উত্তরঃ () মুজাফফর আহমেদ

 

Q 1.16) সূর্যসেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম ছিল-

() অনুশীলন সমিতি

() ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি

() গদর দল

()  বেঙ্গল ভলান্টিয়ার্স।  

উত্তরঃ () ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি

 

Q 1.17) মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন যে স্থানে-

() তমলুক

() সুতাহাটা

() বরিশাল

() পুরুলিয়া। 

উত্তরঃ () তমলুক

 

Q 1.18) আইন অমান্য আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন-

() বীনা দাস

() কমলাদেবী চট্টোপাধ্যায়

() কল্পনা দত্ত

() রোকেয়া সাখাওয়াত হোসেন। 

উত্তরঃ () কমলাদেবী চট্টোপাধ্যায়

 

Q 1.19) ভারতের লৌহ মানব বলা হয়-

() মহাত্মা গান্ধী

() সর্দার বল্লভ ভাই প্যাটেল

() রাজেন্দ্র প্রসাদ

() জয়ন্ত নাথ চৌধুরী। 

উত্তরঃ () সর্দার বল্লভ ভাই প্যাটেল

ABTA Test Paper 2019 – 2020 History Page 684

Q 1.20) রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয়-

() 1953 খ্রিস্টাব্দে

() 1954 খ্রিস্টাব্দে

() 1955 খ্রিস্টাব্দে

() 1956 খ্রিস্টাব্দে। 

উত্তরঃ () 1956 খ্রিস্টাব্দে

Thank You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Insert math as
Block
Inline
Additional settings
Formula color
Text color
#333333
Type math using LaTeX
Preview
\({}\)
Nothing to preview
Insert
error: Content is protected !!