Wed. Mar 12th, 2025

    ABTA Test Paper 2021-22 Bengali Page 383

    ABTA Test Paper 2021-22 Bengali Page 383

    বিভাগ – ‘ক’

    ১। সঠিক উত্তরটি নির্বাচন করো :

    ১.১ তপনকুমার রায়ের লেখা গল্পটির নাম –

    (ক) প্রথম গল্প

    (খ) নিজস্ব অভিজ্ঞতা

    (গ) প্রথম দিন

    (ঘ) নিজের লেখা

    উত্তরঃ (গ) প্রথম দিন

     

    ১.২ এক সন্ন্যাসী এসে জগদীশবাবুর বাড়িতে ছিলেন –

    (ক) পাঁচদিন

    (খ) চারদিন

    (গ) ছয়দিন

    (ঘ) সাতদিন

    উত্তরঃ (ঘ) সাতদিন

     

    ১.৩ “ইহারই কোন্‌ অতল তলে লুকানো আছে তাহার।” –

    (ক) ক্ষীণ প্রাণশক্তিটুকু

    (খ) অদম্য আগ্রহটুকু

    (গ) সীমাহীন প্রাণশক্তি

    (ঘ) অসীম প্রাণশক্তি

    উত্তরঃ (ক) ক্ষীণ প্রাণশক্তিটুকু

     

    ১.৪ দিনের অন্তিমকাল ঘোষণা করল –

    (ক) অশুভ ধ্বনিতে

    (খ) শুভ ধ্বনিতে

    (গ) দাম্ভিক কন্ঠে

    (ঘ) গর্বিত কন্ঠে

    উত্তরঃ (ক) অশুভ ধ্বনিতে

     

    ১.৫ “অভিষেক করিলা কুমারে।” – কীভাবে –

    (ক) মন্ত্রপাঠ করে

    (খ) গঙ্গোদক দিয়ে

    (গ) আগ্নেয়াস্ত্র দিয়ে

    (ঘ) দধিদুগ্ধ দিয়ে

    উত্তরঃ (খ) গঙ্গোদক দিয়ে

     

    ১.৬ ‘অসুখী’ একজন কবিতাটির অনুবাদক –

    (ক) উৎপলকুমার বসু

    (খ) নবারুণ ভট্টাচার্য

    (গ) অর্ঘ্যকুসুম দত্তরায়

    (ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর

    উত্তরঃ (খ) নবারুণ ভট্টাচার্য

     

    ১.৭ পালকের কলমের ইংরেজি নাম –

    (ক) হুইল

    (খ) কুইল

    (গ) উইং

    (ঘ) ডেইন

    উত্তরঃ (খ) কুইল

     

    ১.৮ লেখক ফাউন্টেন পেন কিনতে যান –

    (ক) কলেজ স্ট্রিটে

    (খ) পার্ক স্ট্রিটে

    (গ) আমহার্স্ট স্ট্রিটে

    (ঘ) মির্জাগালিব স্ট্রিটে

    উত্তরঃ (ক) কলেজ স্ট্রিটে

     

    ১.৯ ‘হারিয়ে যাওয়া কালি কলম’ প্রবন্ধে সবচেয়ে দামি কলম –

    (ক) এক হাজার

    (খ) দুই হাজার

    (গ) তিন হাজার

    (ঘ) আড়াই হাজার পাউন্ডের

    উত্তরঃ (ঘ) আড়াই হাজার পাউন্ডের

     

    ১.১০ আনন্দে মন ভরে গেল – ‘আনন্দ’ পদটি হল –

    (ক) হেতুময় করণ

    (খ) যন্ত্রাত্মক করণ

    (গ) উপয়াত্মক করণ

    (ঘ) উপলক্ষণাত্মক করণ

    উত্তরঃ (ক) হেতুময় করণ

     

    ১.১১ ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে বলা হয় –

    (ক) সমাস

    (খ) অকারক

    (গ) কারক

    (ঘ) সন্ধি

    উত্তরঃ (গ) কারক

     

    ১.১২ শীত গেলে বসন্ত আসে – রেখাঙ্কিত পদটি –

    (ক) অনুক্ত কর্তা

    (খ) নিরপেক্ষ কর্তা

    (গ) প্রযোজক কর্তা

    (ঘ) প্রযোজ্য কর্তা

    উত্তরঃ (খ) নিরপেক্ষ কর্তা

     

    ১.১৩ অনুসর্গ মাত্রেই –

    (ক) প্রত্যয়

    (খ) ধাতু

    (গ) সর্বনাম

    (ঘ) অব্যয়

    উত্তরঃ (ঘ) অব্যয়

    ABTA Test Paper 2021-22 Bengali Page 383

     

    ১.১৪ বহুব্রীহি সমাসে অর্থ প্রাধান্য পায় –

    (ক) পূর্বপদের

    (খ) পরপদের

    (গ) অন্যপদের

    (ঘ) উভয় পদের

    উত্তরঃ (গ) অন্যপদের

     

    ১.১৫ উপনগরী সমাসটি গড়ে উঠেছে –

    (ক) সাদৃশ্য অর্থে

    (খ) সামীপ্য অর্থে

    (গ) পশ্চাৎ অর্থে

    (ঘ) বীপ্সা অর্থে

    উত্তরঃ (খ) সামীপ্য অর্থে

     

    ১.১৬ ‘রামদাস আর কোনো প্রশ্ন করিল না’ – নিম্নরেখ পদটি কোন্‌ সমাসের উদাহরণ –

    (ক) তৎপুরুষ

    (খ) দ্বন্ধ

    (গ) দ্বিগু

    (ঘ) কর্মধারয়

    উত্তরঃ (ক) তৎপুরুষ

     

    ১.১৭ যাকে তুলনা করা হয় তাকে বলে –

    (ক) উপমান

    (খ) উপমা

    (গ) উপমিত

    (ঘ) সাধারণ ধর্ম

    উত্তরঃ (গ) উপমিত

    ABTA Test Paper 2021-22 Bengali Page 383

    Thank You

    ABTA Test Paper 2021-22 Bengali Page 383

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Insert math as
    Block
    Inline
    Additional settings
    Formula color
    Text color
    #333333
    Type math using LaTeX
    Preview
    \({}\)
    Nothing to preview
    Insert
    error: Content is protected !!