Wed. Mar 12th, 2025

    ABTA Test Paper 2021-22 Bengali Page 427

    ABTA Test Paper 2021-22 Bengali Page 427

    বিভাগ – ‘ক’

    ১। সঠিক উত্তরটি নির্বাচন করো :

    ১.১ তপনের চেয়ে তার ছোটোমাসি বড়ো –

    (ক) দশ বছরের

    (খ) বারো বছরের

    (গ) আট বছরের

    (ঘ) নয় বছরের

    উত্তরঃ (গ) আট বছরের

     

    ১.২ গিরিশ মহামাত্রের বুকপকেটে যে রুমাল দেখা যাচ্ছিল তাতে আঁকা ছিল –

    (ক) হরিণ

    (খ) বাঘ

    (গ) ফুল

    (ঘ) হাতি

    উত্তরঃ (খ) বাঘ

     

    ১.৩ পুলিশ সেজে হরিদা দাঁড়িয়েছিল –

    (ক) জগদীশবাবুর বাড়ি

    (খ) চকের বাসস্ট্যান্ডে

    (গ) দয়ালবাবুর লিচুবাগানে

    (ঘ) চায়ের দোকানে

    উত্তরঃ (গ) দয়ালবাবুর লিচুবাগানে

     

    ১.৪ ‘কবির সংগীতে  বেজে উঠেছিল’ –

    (ক) সুন্দরের আরাধনা

    (খ) সুন্দরের বন্দনা

    (গ) সুন্দরের প্রার্থনা

    (ঘ) সুন্দরের স্তুতি

    উত্তরঃ (ক) সুন্দরের আরাধনা

     

    ১.৫ ‘কাঁপিল লঙ্কা কাঁপিল…’ –

    (ক) কর্বূর দল

    (খ) রথীবৃন্দ

    (গ) জলদি

    (ঘ) রাজসভা

    উত্তরঃ (গ) জলদি

     

    ১.৬ ‘সপ্ত মহাসিন্ধু দোলে’ –

    (ক) নয়ন জলে

    (খ) কপোলতলে

    (গ) সাগর দোয়ায়

    (ঘ) দিগম্বরের জটায়

    উত্তরঃ (খ) কপোলতলে

     

    ১.৭ তলোয়ারের চেয়ে শক্তিধর হল –

    (ক) বোমা

    (খ) ক্ষেপণাস্ত্র

    (গ) কলম

    (ঘ) বন্ধুক

    উত্তরঃ (গ) কলম

     

    ১.৮ ব্রোঞ্জের শলাকার পোশাকি নাম –

    (ক) শালাকা

    (খ) স্টাইলাস

    (গ) জ্ঞানাজ্ঞন শলাকা

    (ঘ) তুলিকা

    উত্তরঃ (খ) স্টাইলাস

     

    ১.৯ শৈশব লেখক হোমর্টাস্ক করতেন –

    (ক) কাগজে

    (খ) কলাপাতায়

    (গ) তালপাতায়

    (ঘ) বটপাতায়

    উত্তরঃ (খ) কলাপাতায়

     

    ১.১০ ধাতুর সঙ্গে যুক্ত হওয়া বিভক্তিকে বলে –

    (ক) শব্দ বিভক্তি

    (খ) শূন্য বিভক্তি

    (গ) তির্যক বিভক্তি

    (ঘ) ক্রিয়া বিভক্তি

    উত্তরঃ (ঘ) ক্রিয়া বিভক্তি

     

    ১.১১ ভাবখানা ভালো ঠেকছে না – এই বাক্যে ‘খানা’ হল –

    (ক) বিভক্তি

    (খ) নির্দেশক

    (গ) অনুসর্গ

    (ঘ) কারক

    উত্তরঃ (খ) নির্দেশক

     

    ১.১২ তপন তোমার গল্প আমি ছাপিয়ে দেবো – নিম্নরেখা পদটি যে পদ –

    (ক) সম্বন্ধ পদ

    (খ) ক্রিয়া পদ

    (গ) সম্বোধন পদ

    (ঘ) অব্যয় পদ

    উত্তরঃ (গ) সম্বোধন পদ

    ABTA Test Paper 2021-22 Bengali Page 427

     

    ১.১৩ ‘মেবারের পাহাড় লজ্জায় মুখ ঢাকছে’ – ‘লজ্জায়’ পদটি হল –

    (ক) কর্ম কারক

    (খ) করণ কারক

    (গ) অপাদান কারক

    (ঘ) অধিকরণ কারক

    উত্তরঃ (খ) করণ কারক

     

    ১.১৫ ‘দ্বন্ধ’ কথাটি ব্যাকরণে গৃহীত হয়েছে যে অর্থে, তা হল –

    (ক) মিলন

    (খ) বিবাদ

    (গ) সংঘাত

    (ঘ) বিশ্লেষণ

    উত্তরঃ (ক) মিলন

     

    ১.১৬ ‘বহুব্রীহি’ সমাসে যে পদ অর্থপ্রাধানা লাভ করে –

    (ক) পূর্বপদ

    (খ) পরপদ

    (গ) উভয়পদ

    (ঘ) অন্যপদ

    উত্তরঃ (ঘ) অন্যপদ

     

    ১.১৭ ‘দ্বিগু’ সমাসের পূর্বপদটি হয় –

    (ক) ব্যক্তি বাচক

    (খ) বস্তু বাচক

    (গ) সংখ্যা বাচক

    (ঘ) গুণ বাচক

    উত্তরঃ (গ) সংখ্যা বাচক

    ABTA Test Paper 2021-22 Bengali Page 427

    Thank You

    ABTA Test Paper 2021-22 Bengali Page 427

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Insert math as
    Block
    Inline
    Additional settings
    Formula color
    Text color
    #333333
    Type math using LaTeX
    Preview
    \({}\)
    Nothing to preview
    Insert
    error: Content is protected !!