ABTA Test Paper 2021-22 Geography Page 121
ABTA Test Paper 2021-22 Geography Page 121
বিভাগ – ‘ক’
১। সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :
১.১ যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূ-পৃষ্ঠের উপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে বলে –
(ক) বহির্জাত প্রক্রিয়া
(খ) অন্তর্জাত প্রক্রিয়া
(গ) গিরিজনি আলোড়ন
(ঘ) মহিভাবক আলোড়ন
উত্তরঃ (ক) বহির্জাত প্রক্রিয়া
১.২ ক্যানিয়ন ‘I’ আকৃতি হওয়ায় প্রধান কারণ হল –
(ক) নদীর নিম্নক্ষয়
(খ) ভূমির খাড়া ঢাল
(গ) বৃষ্টিহীন শুষ্ক মরু অঞ্চল
(ঘ) নদীর পার্শ্বক্ষয়
উত্তরঃ (ক) নদীর নিম্নক্ষয়
১.৩ বদ্রীনাথের কাছে অবস্থিত নীলকন্ঠ একটি –
(ক) এরিটি
(খ) পিরামিড চূড়া
(গ) সার্ক
(ঘ) ঝুলন্ত উপত্যকা
উত্তরঃ (খ) পিরামিড চূড়া
১.৪ তরবারির ন্যায় বালির শৈলশিরাকে বলে –
(ক) বার্খান
(খ) অ্যাকলে
(গ) সিফ্
(ঘ) ধ্রিয়ান
উত্তরঃ (গ) সিফ্
১.৫ নীলনদের ব-দ্বীপটির আকৃতি –
(ক) ধনুকাকৃতি
(খ) খাঁড়ীয়
(গ) করাতের দাঁতের মতো
(ঘ) কোনোটিই নয়
উত্তরঃ (ক) ধনুকাকৃতি
১.৬ ট্রান্স বা টেথিস হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গটি হল –
(ক) সান্দাকফু
(খ) লিওপারগেল
(গ) হিমরেখা
(ঘ) গড উইন
উত্তরঃ (ঘ) গড উইন
১.৭ ভারত ও আফগানিস্তানের মধ্যবর্তী সীমান্তরেখা হল –
(ক) র্যাডক্লিভ লাইন
(খ) ম্যাকমোহন লাইন
(গ) LOC
(ঘ) ডুরান্ড লাইন
উত্তরঃ (ঘ) ডুরান্ড লাইন
১.৮ লোকটাক হ্রদ যে রাজ্যে অবস্থিত তা হল –
(ক) ওড়িশা
(খ) রাজস্থান
(গ) তামিলনাড়ু
(ঘ) মণিপুর
উত্তরঃ (ঘ) মণিপুর
১.৯ ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চলটি হল –
(ক) চন্ডীগড়
(খ) লাক্ষাদ্বীপ
(গ) পুদুচেরী
(ঘ) দমন ও দিউ
উত্তরঃ (খ) লাক্ষাদ্বীপ
১.১০ পূর্ব হিমালয়ের একটি গিরিপথের নাম –
(ক) নাথুলা
(খ) জোজিলা
(গ) মানা
(ঘ) জেলেপলা
উত্তরঃ (ঘ) জেলেপলা
১.১১ পশ্চিম উপকূলের উপহ্রদগুলিকে বলা হয় –
(ক) তাল
(খ) ধান্দ
(গ) কয়াল
(ঘ) প্লায়া
উত্তরঃ (গ) কয়াল
১.১২ ধুঁয়াধর জলপ্রপাতটি অবস্থিত –
(ক) নর্মদা
(খ) মহানদী
(গ) তাপ্তি
(ঘ) শোন নদীতে
উত্তরঃ (ক) নর্মদা
১.১৩ কৃষ্ণ মৃত্তিকা সৃষ্টি হয়েছে –
(ক) গ্রানাইট
(খ) নিস
(গ) ব্যাসল্ট
(ঘ) বেলেপাথর শিলা নদীতে
উত্তরঃ (গ) ব্যাসল্ট
১.১৪ চন্দন গাছ জন্মায় –
(ক) শুষ্ক পর্ণমোচী
(খ) আর্দ্র পর্ণমোচী
(গ) সরলবর্গীয়
(ঘ) চিরহরিৎ অরণ্যে
উত্তরঃ (খ) আর্দ্র পর্ণমোচী
ABTA Test Paper 2021-22 Geography Page 121
বিভাগ – ‘খ’
২। ২.১ নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে ‘শু’ এবং অশুদ্ধ হলে ‘অ’ লেখো (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) :
২.১.১ নিউমুর দ্বীপটি হলদি মোহনায় অবস্থিত।
উত্তরঃ অ
২.১.২ দুটি কেটলের মধ্যবর্তী উঁচু অংশকে বলে নব।
উত্তরঃ শু
২.১.৩ আশ্বিনের ঝড় দেখা যায় অক্টোবর – নভেম্বর মাসে।
উত্তরঃ শু
২.১.৪ বিহার ও ছত্তিশগড় রাজ্যে ক্রান্তীয় চিরহরিৎ বনভূমি দেখা যায়।
উত্তরঃ অ
২.১.৫ দুর্গাপুর স্টিল প্ল্যান্টের প্রয়োজনীয় চুনাপাথর আসে রানীগঞ্জ থেকে।
উত্তরঃ অ
২.১.৬ পেট্রোরসায়ন শিল্পকে ‘আধুনিক শিল্পদানব’ বলা হয়।
উত্তরঃ শু
২.১.৭ Namma Metro হায়দ্রাবাদে দেখা যায়।
উত্তরঃ অ
ABTA Test Paper 2021-22 Geography Page 121
২.২ শূণ্যস্থান পূরণ করো (যে কোনো ছটি)
২.২.১ দুটি নদীর মধ্যবর্তী উচ্চভূমিকে বলা হয় __________।
উত্তরঃ জলবিভাজিকা
২.২.২ গ্রাবরেখায় গঠিত আঁকাবাঁকা সংকীর্ণ উচ্চভূমিকে __________ বলে।
উত্তরঃ এস্কার
২.২.৩ হিমসিঁড়িতে সৃষ্ট হ্রদগুলিকে বলা হয় __________ হ্রদ।
উত্তরঃ প্যাটার্ন স্টার হ্রদ
২.২.৪ আরাবল্লীর সর্বোচ্চ শৃঙ্গ হল __________।
উত্তরঃ গুরুশিখর
২.২.৫ কেরালার মালাবার উপকূলের বালিয়াড়িকে স্থানীয় ভাষায় বলা হয় _________।
উত্তরঃ টেরিস
২.২.৬ ভারতের সর্বনিম্ন সাক্ষরতা __________ রাজ্যে।
উত্তরঃ বিহার
২.২.৭ পশ্চিমবঙ্গের প্রধান তথ্যপ্রযুক্তি শিল্পকেন্দ্রটি হল __________।
উত্তরঃ কলকাতা সল্টলেকে
ABTA Test Paper 2021-22 Geography Page 121
২.৩ একটি বা দুটি শব্দে উত্তর দাও (যে কোনো ছটি) :
২.৩.১ শুষ্ক অঞ্চলের গিরিখাতগুলিকে কী বলে?
উত্তরঃ ক্যানিয়ন
২.২.৩ বহিঃধৌত সমভূমি নদী দ্বারা বিচ্ছিন্ন হলে তাকে কী বলে?
উত্তরঃ ভ্যালিট্রেন
২.৩.৩ ভারতে কত বছর অন্তর জনগননা হয়?
উত্তরঃ ১০ বছর
২.৩.৪ কোন্ সড়কপথের মাধ্যমে দিল্লি, মুম্বাই, চেন্নাই ও কলকাতা যুক্ত হয়েছে।
উত্তরঃ সোনালী চতুর্ভুজ
২.৩.৫ ভারতের একমাত্র উপকূলের লৌহ ইস্পাত শিল কেন্দ্রের নাম কী?
উত্তরঃ বিশাখাপত্তনম
২.৩.৬ শিকড় আলগা শিল্প কাকে বলে?
উত্তরঃ কার্পাস বয়ন শিল্পকে
২.৩.৭ পূর্ব রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তরঃ কলকাতা
ABTA Test Paper 2021-22 Geography Page 121
২.৪ বামদিকের সঙ্গে ডানদিকেরগুলি মিলিয়ে লেখো :
বামদিক |
ডানদিক |
২.৪.১ লোকটাক ২.৪.২ বিশাখাপত্তনম ২.৪.৩ আঁধি ২.৪.৪ ইসরো |
(১) বন্দর শহর (২) মনীপুর (৩) ভারতের রকেট উৎক্ষেপণ সংস্থা (৪) রাজস্থান |
উত্তরঃ
বামদিক |
ডানদিক |
২.৪.১ লোকটাক ২.৪.২ বিশাখাপত্তনম ২.৪.৩ আঁধি ২.৪.৪ ইসরো |
(২) মনীপুর (১) বন্দর শহর (৪) রাজস্থান (৩) ভারতের রকেট উৎক্ষেপণ সংস্থা |