Mon. Dec 23rd, 2024

ABTA Test Paper 2021-22 Geography Page 273

 

ABTA Test Paper 2021-22 Geography Page 273

বিভাগ – ‘ক’

১। বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :

১.১ নদীর গতিবেগ দ্বিগুণ হলে তার বহন ক্ষমতা কত গুণ বাড়ে?

(ক) ৪ গুণ

(খ) ১৬ গুণ

(গ) ৩২ গুণ

(ঘ) ৬৪ গুণ

উত্তরঃ (ঘ) ৬৪ গুণ

 

১.২ যে প্রাকৃতিক প্রক্রিয়ায় উচ্চতার নেতিবাচক পরিবররন ঘটে –

(ক) আরোহণ

(খ) অবরোহণ

(গ) পর্যায়ন

(ঘ) সঞ্চয়

উত্তরঃ (খ) অবরোহণ

 

১.৩ হিমবাহের সঞ্চয়কার্যের ফলে সৃষ্টি দীর্ঘ আঁকাবাঁকা শৈলশিরার মত ভূমিরূপকে বলে –

(ক) এস্কার

(খ) ড্রামলিন

(গ) গ্রাবরেখা

(ঘ) কেম

উত্তরঃ (ক) এস্কার

 

১.৪ মেরু অঞ্চলের অবশিষ্ট পাহাড়কে বলে –

(ক) ইনসেলবার্জ

(খ) মোনাডনক

(গ) পেডিপ্লেন

(ঘ) গৌর

উত্তরঃ (ক) ইনসেলবার্জ

 

১.৫ পৃথিবীর বৃহত্তম অপসারণ সৃষ্ট গর্ত হল –

(ক) সম্বর

(খ) পুষ্কর

(গ) কাতারা

(ঘ) কোনোটিই নয়

উত্তরঃ (গ) কাতারা

 

১.৬ ভারতের পশ্চিম উপকূলের দক্ষিণের অংশ কি নামে পরিচিত –

(ক) উত্তর সরকার উপকূল

(খ) কঙ্কন উপকূল

(গ) করমন্ডল উপকূল

(ঘ) মালাবার উপকূল

উত্তরঃ (ঘ) মালাবার উপকূল

 

১.৭ ভারতের সর্বাধিক প্রচলিত জলসেচ ব্যবস্থা হল –

(ক) কূপ ও নলকূপ

(খ) জলাশয়

(গ) খাল

(ঘ) উপখাল

উত্তরঃ (ক) কূপ ও নলকূপ

 

১.৮ ভারতের সবচেয়ে দীর্ঘতম জাতীয় সড়ক অবস্থিত –

(ক) মুম্বাই ও চেন্নাই

(খ) শিলচর ও পোরবন্দর

(গ) দিল্লি ও কলতাকা

(ঘ) শ্রীনগর ও কন্যাকুমারী

উত্তরঃ (ঘ) শ্রীনগর ও কন্যাকুমারী

 

১.৯ ভারতে পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায় –

(ক) শীতকাল

(খ) গ্রীষ্মকালে

(গ) বর্ষাকালে

(ঘ) শরৎকালে

উত্তরঃ (ক) শীতকাল

 

১.১০ একটি তন্তুজ ফসল হল –

(ক) কার্পাস

(খ) আখ

(গ) গম

(ঘ) চা

উত্তরঃ (ক) কার্পাস

 

১.১১ আরাবল্লী পশ্চিমাংশের প্লাবনভূমিকে বলে –

(ক) ভাবর

(খ) ভাঙর

(গ) রোহি

(ঘ) বাগার

উত্তরঃ (গ) রোহি

 

১.১২ কারেওয়া দেখা যায় –

(ক) কাশ্মীর উপত্যকা

(খ) দুন অঞ্চলে

(গ) দামোদর অঞ্চলে

(ঘ) ব্রহ্মপুত্র

উত্তরঃ (ক) কাশ্মীর উপত্যকা

 

১.১৩ আউট সোর্সিং শব্দটি যে শিল্পের সাথে যুক্ত –

(ক) পূর্ত শিল্প

(খ) তথ্য প্রযুক্তি শিল্প

(গ) পেট্রোরসায়ন শিল্প

(ঘ) মোটর গাড়ি শিল্প

উত্তরঃ (খ) তথ্য প্রযুক্তি শিল্প

 

১.১৪ ভারতের প্রাচীনতম মেট্রোরেল কোথায় অবস্থিত?

(ক) কলকাতা

(খ) দিল্লি

(গ) মুম্বাই

(ঘ) চেন্নাই

উত্তরঃ (ক) কলকাতা

ABTA Test Paper 2021-22 Geography Page 273

ABTA Test Paper 2021-22 Geography Page 273

বিভাগ – ‘খ’

২। ২.১ নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে ‘শু’ এবং অশুদ্ধ হলে ‘অ’ লেখো (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) :

২.১.১ সিফ্‌ বালিয়াড়ীর আকৃতি পিরামিডের মত।

উত্তরঃ অ

২.১.২ Mushroom Rock ভূমিরূপটি হল গৌর।

উত্তরঃ শু

২.১.৩ আন্টার্কটিকা মহাদেশের ভূমিরূপ গঠনে নদীর ভূমিকা নেই।

উত্তরঃ শু

২.১.৪ ISRO এর সদর দপ্তর অবস্থিত দেরাদুন।

উত্তরঃ অ

২.১.৫ কোয়েম্বাতোরকে দক্ষিণ ভারতের ম্যাঞ্চেস্টার বলে।

উত্তরঃ শু

২.১.৬ ভারতের জনসংখ্যা গণনা করা হয় প্রতি ১২ বছর অন্তর।

উত্তরঃ অ

২.১.৭ কোচিন বন্দরকে আরব সাগরের রানী বলে।

উত্তরঃ শু

ABTA Test Paper 2021-22 Geography Page 273

 

২.২ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো (যে কোনো ছয়টির উত্তর দাও) :

২.২.১ যে উচ্চভূমি দুটি নদী আববাহিকাকে পৃথক করে তার নাম __________।

উত্তরঃ জলবিভাজিকা

২.২.২ নদীর ক্ষয়সীমা ধারনার প্রবর্তন হলেন __________।

উত্তরঃ J W Powell

২.২.৩ হিমসিঁড়িতে সৃষ্ট হ্রদকে বলে __________ হ্রদ।

উত্তরঃ প্যাটার্নস্টার

২.২.৪ আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ __________।

উত্তরঃ গুরুশিখর

২.২.৫ সম্বর হ্রদটি ভারতের __________ রাজ্যে অবস্থিত।

উত্তরঃ রাজস্থান

২.২.৬ ভারতের শীতকালের বায়ু শুষ্ক হয় __________ বায়ুর প্রভাবে।

উত্তরঃ উত্তর-পূর্ব মৌসুমি

২.২.৭ পূর্বরেলের সদর দপ্তর হল __________ ।

উত্তরঃ কলকাতা

ABTA Test Paper 2021-22 Geography Page 273

 

২.৩ একটি অথবা দুটি শব্দে উত্তর দাও (যে কোনো ছয়টি) ঃ

২.৩.১ শুষ্ক অঞ্চলের গিরিখাতকে কি বলে?

উত্তরঃ ক্যানিয়ন

২.৩.২ অসংখ্য ড্রামলিন একসঙ্গে অবস্থান করলে তাকে কী বলে?

উত্তরঃ Basket of egg topography

২.৩.৩ মরুভূমির শুষ্ক নদীখাতকে কী বলে?

উত্তরঃ ওয়াদি

২.৩.৪ গোদাবরী ও কৃষ্ণা নদীর ব-দ্বীপের মধ্যে কোন্‌ হ্রদ অবস্থিত?

উত্তরঃ কলেরু

২.৩.৫ নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোন্‌টি?

উত্তরঃ দোদাবেতা

২.৩.৬ ভারতবর্ষের সর্বোচ্চ মালভূমির নাম কি?

উত্তরঃ লাদাখ

২.৩.৭ ভারতের চা গবেষণাগার কোথায় অবস্থিত?

উত্তরঃ অসমের জোড়হাটে

২.৩.৮ তথ্য প্রযুক্তি শিল্পের মূল উওকরণ কী?

উত্তরঃ মানুষের মেধা

ABTA Test Paper 2021-22 Geography Page 273

 

২.৪ বামদিকের সাথে ডানদিকেরগুলি মিলিয়ে লেখো :

বামদিক ডানদিক
২.৪.১ মারুতি উদ্যোগ লিমিটেড

২.৪.২ সিলিকন উপত্যকা

২.৪.৩ পাট গবেষণাগার

২.৪.৪ শীতকালীন বৃষ্টিপাত

(১) ব্যারাকপুর

(২) গুরগাঁও

(৩) করমন্ডল উপকূল

(৪) বেঙ্গালুরু

উত্তরঃ

বামদিক ডানদিক
২.৪.১ মারুতি উদ্যোগ লিমিটেড

২.৪.২ সিলিকন উপত্যকা

২.৪.৩ পাট গবেষণাগার

২.৪.৪ শীতকালীন বৃষ্টিপাত

(২) গুরগাঁও

(৪) বেঙ্গালুরু

(১) ব্যারাকপুর

(৩) করমন্ডল উপকূল

 

ABTA Test Paper 2021-22 Geography Page 273

Thank You

ABTA Test Paper 2021-22 Geography Page 273

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Insert math as
Block
Inline
Additional settings
Formula color
Text color
#333333
Type math using LaTeX
Preview
\({}\)
Nothing to preview
Insert
error: Content is protected !!