ABTA Test Paper 2021-22 Geography Page 812
ABTA Test Paper 2021-22 Geography Page 812
বিভাগ – ‘ক’
১। বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :
১.১ পর্যায়ন প্রক্রিয়া যে প্রাকৃতিক প্রক্রিয়ার অঙ্গ –
(ক) বহির্জাত প্রক্রিয়া
(খ) অন্তর্জাত প্রক্রিয়া
(গ) মহাজাগতিক প্রক্রিয়া
(ঘ) জৈবিক প্রক্রিয়া
উত্তরঃ (ক) বহির্জাত প্রক্রিয়া
১.২ পলল ব্যজনীর আকার হয় –
(ক) বৃত্তাকার
(খ) চৌকাকার
(গ) গোলাকার
(ঘ) ত্রিকোণাকার
উত্তরঃ (ঘ) ত্রিকোণাকার
১.৩ নদীর অবতল পাড়ের দিকে নদী খাতের গভীর অংশ জলপূর্ণ হলে তাকে বলে –
(ক) রিফিল
(খ) পুল
(গ) ক্যাভিটেশন
(ঘ) প্লাজ্ঞপুল
উত্তরঃ (খ) পুল
১.৪ উৎপাটন প্রক্রিয়ায় ক্ষয় করে –
(ক) নদী
(খ) হিমবাহ
(গ) বায়ু
(ঘ) ভৌমজল
উত্তরঃ (খ) হিমবাহ
১.৫ মরু ও মরুপ্রায় অঞ্চলে বার্ধক্য অবস্থার নিদর্শন হল –
(ক) গৌর
(খ) পেডিমেন্ট
(গ) ইনসেলবার্জ
(ঘ) হামাদা
উত্তরঃ (খ) পেডিমেন্ট
১.৬ ভারতের ‘রাজ্য পুনর্গঠন কমিশন’ গঠন করা হয়েছিল –
(ক) ১৯৫০ সালে
(খ) ১৯৫৬ সালে
(গ) ১৯৫৩ সালে
(ঘ) ১৯৬৬ সালে
উত্তরঃ (গ) ১৯৫৩ সালে
১.৭ পূরবঘাট পর্বতের অপর নাম –
(ক) সহ্যাদ্রি
(খ) মলয়াদ্রি
(গ) হিমাদ্রি
(ঘ) কারাকোরাম
উত্তরঃ (খ) মলয়াদ্রি
১.৮ মহানদী যে যে রাজ্যের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে –
(ক) ছত্তিশগড়-ওড়িশা
(খ) বিহার-ওড়িশা
(গ) ছত্তিশগড়-অন্ধ্রপ্রদেশ
(ঘ) মহারাষ্ট্র-ওড়িশা
উত্তরঃ (ক) ছত্তিশগড়-ওড়িশা
১.৯ মৌসুমি বায়ু যে রাজ্যে সর্বপ্রথম বৃষ্টিপাত ঘটায় সেটি হল –
(ক) তামিলনড়ু
(খ) কেরল
(গ) অরুণাচল প্রদেশ
(ঘ) মহারাষ্ট্র
উত্তরঃ (খ) কেরল
১.১০ ভারতের জাতীয় অরন্য গবেষণাগার যে রাজ্যে অবস্থিত –
(ক) উত্তরপ্রদেশ
(খ) উত্তরাঞ্চল
(গ) হিমাচল প্রদেশ
(ঘ) মধ্যপ্রদেশ
উত্তরঃ (খ) উত্তরাঞ্চল
১.১১ আম্লিক পডজল মাটিতে ভালো চাষ হয় –
(ক) চা
(খ) কফি
(গ) ইক্ষু
(ঘ) মিলেট
উত্তরঃ (ক) চা
১.১২ ‘শিকড় আলগা শিল্প’ বলা হয় –
(ক) অ্যালুমিনিয়াম শিল্পকে
(খ) পেট্রো-রসায়ন শিল্পকে
(গ) চিনি শিল্পকে
(ঘ) কার্পাস শিল্পকে
উত্তরঃ (ঘ) কার্পাস শিল্পকে
১.১৩ ২০১১ সালে জনগণনা অনুসারে ভারতে জনঘনত্ব সবচেয়ে কম –
(ক) সিকিমে
(খ) গোয়াতে
(গ) রাজস্থানে
(ঘ) অরুণাচল প্রদেশে
উত্তরঃ (ঘ) অরুণাচল প্রদেশে
১.১৪ সোনালি চতুর্ভুজ যে পরিবহন মাধ্যমের সঙ্গে জড়িত –
(ক) রেলপথ
(খ) সড়কপথ
(গ) আকাশপথ
(ঘ) রজ্জুপথ
উত্তরঃ (খ) সড়কপথ
ABTA Test Paper 2021-22 Geography Page 812
বিভাগ – ‘খ’
২। ২.১ নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে ‘শু’ এবং অশুদ্ধ হলে ‘অ’ লেখো (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) :
২.১.১ নদী বৃহদাকার শিলাখন্ডগুলিকে লম্ফদান প্রক্রিয়ায় বহন করে থাকে।
উত্তরঃ শু
২.১.২ প্লায়ার জল অত্যন্ত লবণাক্ত হলে তাকে স্যালিনা বলে।
উত্তরঃ শু
২.১.৩ কাঞ্চনজঙ্ঘা ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ।
উত্তরঃ শু
২.১.৪ ভারতের উচ্চতম বাঁধটির নাম হীরাকুঁদ।
উত্তরঃ অ
২.১.৫ ধাপ চাষ পার্বত্য অঞ্চলে মৃত্তিকা ক্ষয় কমায়।
উত্তরঃ শু
২.১.৬ সামুদ্রিক লোনা বাতাস কার্পাস চাষের উপযোগী।
উত্তরঃ শু
২.১.৭ অনুপ্রবেশ ভারতের জনসংখ্যা বৃদ্ধির কোন কারণ নয়।
উত্তরঃ অ
ABTA Test Paper 2021-22 Geography Page 812
২.২ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরন করো (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) ঃ
২.২.১ ছোটো ফিয়র্ডকে __________ বলে।
উত্তরঃ ফিয়ার্ড
২.২.২ বালি গঠনের প্রধান খনিজ হল __________।
উত্তরঃ কোয়ার্টজাইট
২.২.৩ __________ ভারতের বৃহত্তম কয়াল।
উত্তরঃ ভেম্বানাদ
২.২.৪ কর্ণাটকে আম্রবৃষ্টি ___________ নামে পরিচিত।
উত্তরঃ Cherry Blossom
২.২.৫ চন্দন গাছ ___________ বনভূমির অন্তর্গত অন্যতম বৃক্ষ।
উত্তরঃ আর্দ্র পর্ণমোচী
২.২.৬ একটি অবিশুদ্ধ কাঁচামাল নির্ভর শিল্প হল ___________।
উত্তরঃ লৌহ-ইস্পাত শিল্প
২.২.৭ তুরস্কের __________ নদীর নাম অনুসারে নদীবাঁককে ‘মিয়েন্ডার’ বলে।
উত্তরঃ মিয়েন্ডারেস
ABTA Test Paper 2021-22 Geography Page 812
২.৩ একটি বা দুটি শব্দে উত্তর দাও (যে কোনো ছয়টি) ঃ
২.৩.১ ভারতের বৃহত্তম নদী অববাহিকা কোন্টি?
উত্তরঃ গঙ্গা
২.৩.২ পৃথিবীর দ্রুততম হিমবাহ কোন্টি?
উত্তরঃ Jakobshvan
২.৩.৩ আরাবল্লি পর্বতের পাদদেশের অল্প বালুকাময় ভূমিভাগ কি নামে পরিচিত?
উত্তরঃ বাগার
২.৩.৪ ভারতের দীর্ঘতম অন্তর্বাহিনী নদীর নাম কী?
উত্তরঃ লুনি
২.৩.৫ ভারতের জলবায়ু কি প্রকৃতির?
উত্তরঃ উষ্ণ-আর্দ্র প্রকৃতির
২.৩.৬ ভারতের ব্যস্ততম জাতীয় সড়ক পথটির নাম কী?
উত্তরঃ NH2
২.৩.৭ ভারতের উত্তরতম স্থল বিন্দুটির নাম কি?
উত্তরঃ ইন্দিরা কল
২.৩.৮ ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়?
উত্তরঃ ডঃ এম এস স্বামীনাথন
ABTA Test Paper 2021-22 Geography Page 812
২.৪ বামদিকের সাথে ডানদিকের গুলি মিলিয়ে লেখো ঃ
বামদিক | ডানদিক |
২.৪.১ জলপ্রপাত | (১) ইন্দিরা গান্ধী |
২.৪.২ ভারতের দীর্ঘতম সেচখাল | (২) ব্যাসল্ট |
২.৪.৩ কৃষ্ণ মৃত্তিকা | (৩) রোপণ |
২.৪.৪ ধান চাষের পদ্ধতি | (৪) দশম |
উত্তরঃ
বামদিক | ডানদিক |
২.৪.১ জলপ্রপাত | (৪) দশম |
২.৪.২ ভারতের দীর্ঘতম সেচখাল | (১) ইন্দিরা গান্ধী |
২.৪.৩ কৃষ্ণ মৃত্তিকা | (২) ব্যাসল্ট |
২.৪.৪ ধান চাষের পদ্ধতি | (৩) রোপণ |