Thu. Mar 13th, 2025

    ABTA Test Paper 2021-22 History Page 809

     

    ABTA Test Paper 2021-22 History Page 809

    বিভাগ – ‘ক’

    ১। সঠিক উত্তরটি নির্বাচন করো :

    ১.১ ‘City of Dreams’ বলা হয় –

    (ক) কলকাতা

    (খ) দিল্লী

    (গ) বম্বে

    (ঘ) লখনউ

    উত্তরঃ (গ) বম্বে

     

    ১.২ প্রথম ‘ই কো ডে’ পালিত হয় –

    (ক) ১৯৭৪ খ্রিস্টাব্দে

    (খ) ১৯৭৫ খ্রিস্টাব্দে

    (গ) ১৯৭৬ খ্রিস্টাব্দে

    (ঘ) ১৯৭৭ খ্রিস্টাব্দে

    উত্তরঃ (ক) ১৯৭৪ খ্রিস্টাব্দে

     

    ১.৩ কবাডির পরিবর্তে হকি জাতীয় খেলার মর্যাদা পায় –

    (ক) ১৯৯৬ খ্রিস্টাব্দে

    (খ) ১৯৯৫ খ্রিস্টাব্দে

    (গ) ১৯৯৭ খ্রিস্টাব্দে

    (ঘ) ১৯৯৮ খ্রিস্টাব্দে

    উত্তরঃ (ক) ১৯৯৬ খ্রিস্টাব্দে

     

    ১.৪ ‘সেদিনের কথা’ এই আত্মজীবনীটির লেখক হলেন –

    (ক)  সুরেন্দ্রনাথ ব্যানার্জি

    (খ) জওহরলাল নেহেরু

    (গ) মনিকুন্তলা সেন

    (ঘ) নীরদচন্দ্র চৌধুরী

    উত্তরঃ (গ) মনিকুন্তলা সেন

     

    ১.৫ বামা বোধিনীর ‘বামা’ হলেন আসলে –

    (ক) বিধবারা

    (খ) বালিকারা

    (গ) নববিবাহিতরা

    (ঘ) সমগ্র নারীজাতি

    উত্তরঃ (ঘ) সমগ্র নারীজাতি

     

    ১.৬ ‘গ্রামবার্ত্তা প্রকাশিকার’ প্রথম সম্পাদক ছিলেন –

    (ক) কাঙাল হরিনাথ

    (খ) দীনবন্ধু মিত্র

    (গ) মধুসূদন দত্ত

    (ঘ) দ্বারকানাথ গাঙ্গুলী

    উত্তরঃ (ক) কাঙাল হরিনাথ

     

    ১.৭ কলকাতা মেডিকেল কলেজ তৈরী হয় –

    (ক) ১৮৩৫ খ্রিস্টাব্দে

    (খ) ১৮৩৬ খ্রিস্টাব্দে

    (গ) ১৮৩৭ খ্রিস্টাব্দে

    (ঘ) ১৮৩৮ খ্রিস্টাব্দে

    উত্তরঃ (ক) ১৮৩৫ খ্রিস্টাব্দে

     

    ১.৮ ‘নীলদর্পন’ নাটকটি ইংরেজি অনুবাদ করেছিলেন –

    (ক) জেমস লং

    (খ) মাইকেল মধুসূদন দত্ত

    (গ) দীনবন্ধু মিত্র

    (ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

    উত্তরঃ (ক) জেমস লং

     

    ১.৯ ঔপনিবেশিক অরন্য আইনে বিশেষভাবে ক্ষতিগ্রস্থ হয়েছিল –

    (ক) জমিদাররা

    (খ) কৃষককূল

    (গ) আদিবাসী সম্প্রদায়

    (ঘ) ব্রিটিশ কোম্পানী

    উত্তরঃ (গ) আদিবাসী সম্প্রদায়

     

    ১.১০ ‘হিন্দু পেট্রিয়ট’ পত্রিকার সম্পাদক ছিলেন –

    (ক) হরিশচন্দ্র মুখার্জি

    (খ) সুরেন্দ্রনাথ ব্যানার্জি

    (গ) ঈশ্বরচন্দ্র গুপ্ত

    (ঘ) প্রসন্নকুমার ঠাকুর

    উত্তরঃ (ক) হরিশচন্দ্র মুখার্জি

     

    ১.১১ সাঁওতাল বিদ্রোহ হয়েছিল –

    (ক) ১৮৫৫ খ্রিস্টাব্দে

    (খ) ১৮৫৬ খ্রিস্টাব্দে

    (গ) ১৮৫৭ খ্রিস্টাব্দে

    (ঘ) ১৮৫৮ খ্রিস্টাব্দে

    উত্তরঃ (ক) ১৮৫৫ খ্রিস্টাব্দে

     

    ১.১২ ‘হুল’ কথার অর্থ হল –

    (ক) সংঘর্ষ

    (খ) বিদ্রোহ

    (গ) যুদ্ধ

    (ঘ) উন্থান

    উত্তরঃ (খ) বিদ্রোহ

     

    ১.১৩ মহারাণী ভিক্টোরিয়া ‘ভারত সাম্রাজী’ উপাধি পান –

    (ক) ১৮৫৮ খ্রিস্টাব্দে

    (খ) ১৮৬৫ খ্রিস্টাব্দে

    (গ) ১৮৭৫ খ্রিস্টাব্দে

    (ঘ) ১৮৮৫ খ্রিস্টাব্দে

    উত্তরঃ উপরের কোনোটিই নয় (১৮৭৭ খ্রিস্টাব্দে)

     

    ১.১৪ যে উপন্যাসে ‘বন্দেমাতরম’ সংগীতটি আছে তা হল –

    (ক) গোরা

    (খ) আনন্দমঠ

    (গ) দেবী চৌধুরাণী

    (ঘ) নীলদর্পণ

    উত্তরঃ (খ) আনন্দমঠ

    ABTA Test Paper 2021-22 History Page 809

    ১.১৫ ‘শাহেনশা-ই-হিন্দুস্থান’ বলা হত –

    (ক) দ্বিতীয় বাহাদুর শাহকে

    (খ) প্রথম বাহাদুর শাহকে

    (গ) বাবরকে

    (ঘ) আকবরকে

    উত্তরঃ (ক) দ্বিতীয় বাহাদুর শাহকে

     

    ১.১৬ ‘এইটিন ফিফটি সেভেন’ গ্রন্থটির রচয়িতা হলেন –

    (ক) সুরেন্দ্রনাথ সেন

    (খ) সুরেশচন্দ্র মজুমদার

    (গ) রমেশচন্দ্র মজুমদার

    (ঘ) আশোক মেহতা

    উত্তরঃ (ক) সুরেন্দ্রনাথ সেন

     

    ১.১৭ ‘সন্দেশ’ পত্রিকাটি প্রকাশিত হয় যে ছাপাখানা থেকে তা হল –

    (ক) যোগীন্দ্রনাথ সরকারের সিটি বুক সোসাইটি

    (খ) রায় এন্ড সন্স

    (গ) হিন্দুস্থান প্রেস

    (ঘ) সংস্কৃত প্রেস

    উত্তরঃ (খ) রায় এন্ড সন্স

    ABTA Test Paper 2021-22 History Page 809

    ১.১৮ রবীন্দ্রনাথ ঠাকুরের দোতলা বাড়ি ‘দেহলি’ এখন পরিচিত –

    (ক) মৃণালিনী আনন্দ পাঠশালা নামে

    (খ) উপাসনা মন্দির নামে

    (গ) সত্যকুটির নামে

    (ঘ) মহুয়াবাড়ি নামে

    উত্তরঃ (ক) মৃণালিনী আনন্দ পাঠশালা নামে

     

    ১.১৯ ‘বিশ্বভারতী কেন্দ্রীয় বিশ্ব বিদ্যালয়ের মর্যাদা লাভ করে –

    (ক) ১৯৫১ খ্রিস্টাব্দে

    (খ) ১৯৫২ খ্রিস্টাব্দে

    (গ) ১৯৫৩ খ্রিস্টাব্দে

    (ঘ) ১৯৫৪ খ্রিস্টাব্দে

    উত্তরঃ (ক) ১৯৫১ খ্রিস্টাব্দে

     

    ১.২০ ‘আলালের ঘরের দুলাল’ -এর লেখক হলেন –

    (ক) প্যারিচাঁদ মিত্র

    (খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

    (গ) সুকুমার রায়

    (ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

    উত্তরঃ (ক) প্যারিচাঁদ মিত্র

    ABTA Test Paper 2021-22 History Page 809

     

    ABTA Test Paper 2021-22 History Page 809

    বিভাগ – ‘খ’

    ২। যে কোনো ষোলটি প্রশ্নের উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্ততঃ ১টি করে প্রশ্নের উত্তর দাও) :

    উপবিভাগ : ২.১

    একটি বাক্যে উত্তর দাও :

    ২.১.১ দাদাভাই ফালকের পরিচালনায় ভারতীয় উপমদাদেশের প্রথম নির্বাক ছবি কোন্‌টি?

    উত্তরঃ রাজা হরিশচন্দ্র

     

    ২.১.২ “India Today” গ্রন্থের রচয়িতা কে?

    উত্তরঃ রজনীপাম দত্ত

     

    ২.১.৩ স্বামী বিবেকানন্দ কত খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন?

    উত্তরঃ ১৮৯৭ খ্রিস্টাব্দে

     

    ২.১.৪ ভবানী পাঠক কোন বিদ্রোহের নেতা ছিলেন?

    উত্তরঃ সন্ন্যাসী-ফকির বিদ্রোহের

    ABTA Test Paper 2021-22 History Page 809

     

    উপবিভাগঃ ২.২

    ঠিক বা ভুল নির্নয় করোঃ

    ২.২.১ প্রসন্ন কুমার ঠাকুর ‘জাতীয় শিক্ষা’ কথাটি প্রথম ব্যক্ত করেন।

    উত্তরঃ ঠিক

     

    ২.২.২ ভারতীয় সংগীতের উৎস অথর্ববেদ।

    উত্তরঃ ভুল

     

    ২.২.৩ বীরসা মুন্ডা সিংবোঙার উপাসনা করতেন।

    উত্তরঃ ঠিক

     

    ২.২.৪ ফোর্ট উইলিয়াম কলেজ তৈরী করেন লর্ড ক্যানিং।

    উত্তরঃ ভুল

    ABTA Test Paper 2021-22 History Page 809

     

    উপবিভাগ ঃ ২.৩

    ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও ঃ

    ‘ক’ স্তম্ভ‘খ’ স্তম্ভ
    ২.৩.১ জমিদার সভা(১) সুরেন্দ্রনাথ ব্যানার্জি
    ২.৩.২ এ নেশন ইন মেকিং(২) রাধাকান্ত দেব
    ২.৩.৩ কলকাতা বিজ্ঞান কলেজ(৩) বিপিনচন্দ্র পাল
    ২.৩.৪ সত্তর বছর(৪) আশুতোষ মুখার্জি

    উত্তরঃ

    ‘ক’ স্তম্ভ‘খ’ স্তম্ভ
    ২.৩.১ জমিদার সভা(২) রাধাকান্ত দেব
    ২.৩.২ এ নেশন ইন মেকিং(১) সুরেন্দ্রনাথ ব্যানার্জি
    ২.৩.৩ কলকাতা বিজ্ঞান কলেজ(৪) আশুতোষ মুখার্জি
    ২.৩.৪ সত্তর বছর(৩) বিপিনচন্দ্র পাল

    ABTA Test Paper 2021-22 History Page 809

     

    উপবিভাগ ঃ ২.৪

    প্রদত্ত ভারতবর্ষের রেখামানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও নামাঙ্কিত করো ঃ

    ২.৪.১ দিল্লি

    ২.৪.২ রাচি

    ২.৪.৩ ফরিদপুর

    ২.৪.৪ মুন্ডা বিদ্রোহের এলাকা

    ABTA Test Paper 2021-22 History Page 809

     

    উপবিভাগ ঃ ২.৫

    নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো ঃ

    ২.৫.১ বিবৃতি ঃ কোম্পানি সরকার অরণ্য আইন চালু করেছিল –

    ব্যাখ্যা ১ ঃ দেশের জাতীয়তাবোধে আঘাত সৃষ্টি করেছিল।

    ব্যাখ্যা ২ ঃ আদিবাসীদের জীবন জীবিকায় আঘাত সৃষ্টি করেছিল।

    ব্যাখ্যা ৩ ঃ বুদ্ধিজীবীদের সংগঠিত করেছিল।

    উত্তরঃ ব্যাখ্যা ২ ঃ আদিবাসীদের জীবন জীবিকায় আঘাত সৃষ্টি করেছিল।

     

    ২.৫.২ বিবৃতি ঃ ‘হিন্দু প্যাট্রিয়ট’ পত্রিকা গুরুত্বপূর্ণ কারণ –

    ব্যাখ্যা ১ ঃ ছাত্রদেরকে ব্রিটিশ বিরোধী আন্দোলনে আকৃষ্ট করা।

    ব্যাখ্যা ২ ঃ কৃষকদের আন্দোলনের খবর প্রকাশিত করা।

    ব্যাখ্যা ৩ ঃ সাঁওতাল বিদ্রোহ দমন ও নীলকর সাহেবদের অত্যাচারের সমালোচনা করা।

    উত্তরঃ ব্যাখ্যা ৩ ঃ সাঁওতাল বিদ্রোহ দমন ও নীলকর সাহেবদের অত্যাচারের সমালোচনা করা।

     

    ২.৫.৩ বিবৃতি ঃ ঊনিশ শতকে ছাপা বইয়ের চাহিদা বেড়ে যায় –

    ব্যাখ্যা ১ ঃ ঊনিশ শতকে মানুষের মধ্যে বই পড়ার ঝোঁক বেড়ে যায়।

    ব্যাখ্যা ২ ঃ এই সময়ে যে বইগুলি ছাপা হয় সেগুলি ছিল রঙিন, সুন্দর ও চিত্তাকর্ষ।

    ব্যাখ্যা ৩ ঃ এই সময় প্রচুর শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে ওঠে।

    উত্তরঃ ব্যাখ্যা ৩ ঃ এই সময় প্রচুর শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে ওঠে।

     

    ২.৫.৪ বিবৃতি ঃ ‘সত্তর বছর’ বইটি ইতিহাসের অনেক কথা বলে দেয় –

    ব্যাখ্যা ১ ঃ এটি আত্মজীবনী বলে।

    ব্যাখ্যা ২ ঃ এখানে বিপিনচন্দ্র পালের জীবনী রয়েছে।

    ব্যাখ্যা ৩ ঃ এখানে জীবনী ও সত্য ইতিহাসের অনেক কথাই আছে।

    উত্তরঃ ব্যাখ্যা ৩ ঃ এখানে জীবনী ও সত্য ইতিহাসের অনেক কথাই আছে।

     

    ABTA Test Paper 2021-22 History Page 809

    Thank You

    ABTA Test Paper 2021-22 History Page 809

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Insert math as
    Block
    Inline
    Additional settings
    Formula color
    Text color
    #333333
    Type math using LaTeX
    Preview
    \({}\)
    Nothing to preview
    Insert
    error: Content is protected !!