Thu. Mar 13th, 2025

    ABTA Test Paper 2021-22 History Page 841

     

    ABTA Test Paper 2021-22 History Page 841

    বিভাগ – ‘ক’

    ১। সঠিক উত্তরটি নির্বাচন করো :

    ১.১ কিচেন গার্ডেনের ব্যবহার ভারতীয়রা শিখেছিল –

    (ক) ইংরেজদের কাছ থেকে

    (খ) ফরাসীদের কাছ থেকে

    (গ) ওলন্দাজদের কাছ থেকে

    (ঘ) পর্তুগীজদের কাছ থেকে

    উত্তরঃ (গ) ওলন্দাজদের কাছ থেকে

     

    ১.২ ‘চিপকো’ আন্দোলন যে আন্দোলনের সঙ্গে যুক্ত –

    (ক) পরিবেশ আন্দোলন

    (খ) নারী আন্দোলন

    (গ) খাদ্য আন্দোলন

    (ঘ) বিজ্ঞান আন্দোলন

    উত্তরঃ (ক) পরিবেশ আন্দোলন

     

    ১.৩ মোহনবাগান ক্লাব প্রথম আই এফ এ শিল্ড জয় করে –

    (ক) ১৮৮১ খ্রিস্টাব্দে

    (খ) ১৯১১ খ্রিস্টাব্দে

    (গ) ১৯২০ খ্রিস্টাব্দে

    (ঘ) ১৯৫১ খ্রিস্টাব্দে

    উত্তরঃ (খ) ১৯১১ খ্রিস্টাব্দে

     

    ১.৪ সরকারি মহাফেজখানায় সংরক্ষিত থাকে –

    (ক) বিদেশী মুদ্রা

    (খ) সরকারের আমদানি করা সোনা

    (গ) সামরিক সরঞ্জম

    (ঘ) সরকারি বিভিন্ন দপ্ত্রের প্রতিবেদন

    উত্তরঃ (ঘ) সরকারি বিভিন্ন দপ্ত্রের প্রতিবেদন

     

    ১.৫ ‘মহারানীর বিরোধী পক্ষ’ নামে পরিচিত ছিল যে পত্রিকা –

    (ক) হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা

    (খ) বামাবোধিনী

    (গ) গ্রামবার্তা প্রকাশিকা

    (ঘ) সোমপ্রকাশ

    উত্তরঃ (ক) হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা

     

    ১.৬ মেয়েদের মধ্যে প্রথম এমএ পাশ করেন –

    (ক) কাদম্বিনী বসু

    (খ) চন্দ্রমুখী বসু

    (গ) কমলা বসু

    (ঘ) জানকী বসু

    উত্তরঃ (খ) চন্দ্রমুখী বসু

     

    ১.৭ ‘স্কটিশচার্চ’ কলেজ প্রতিষ্ঠিত হয় –

    (ক) ১৮৩০ খ্রিস্টাব্দে

    (খ) ১৮৩৫ খ্রিস্টাব্দে

    (গ) ১৮৫৪ খ্রিস্টাব্দে

    (ঘ) ১৮৭২ খ্রিস্টাব্দে

    উত্তরঃ (ক) ১৮৩০ খ্রিস্টাব্দে

    ABTA Test Paper 2021-22 History Page 841

     

    ১.৮ বাংলার নবজাগরণকে ‘তথাকথিত নবজাগরণ’ বলেছেন –

    (ক) সুশোভন সরকার

    (খ) যদুনাথ সরকার

    (গ) অমলেশ ত্রিপাঠী

    (ঘ) অশোক মিত্র

    উত্তরঃ (ঘ) অশোক মিত্র

     

    ১.৯ ফরেস্ট চার্টার অ্যাক্ট বা আরণ্য সনদ পাশ হয় –

    (ক) ১৮৫৫ খ্রিস্টাব্দে

    (খ) ১৯৬৪ খ্রিস্টাব্দে

    (গ) ১৮৬৫ খ্রিস্টাব্দে

    (ঘ) ১৮৭৮ খ্রিস্টাব্দে

    উত্তরঃ (গ) ১৮৬৫ খ্রিস্টাব্দে

     

    ১.১০ ‘চাইবাসার’ যুদ্ধে পরাজিত হয় –

    (ক) সাঁওতালরা

    (খ) ইংরেজরা

    (গ) কোলরা

    (ঘ) মুন্ডারা

    উত্তরঃ (গ) কোলরা

     

    ১.১১ বাংলার প্রথম কৃষক বিদ্রোহ হয় –

    (ক) রংপুর বিদ্রোহ

    (খ) পাবনা কৃষক বিদ্রোহ

    (গ) সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ

    (ঘ) নীল বিদ্রোহ

    উত্তরঃ (খ) পাবনা কৃষক বিদ্রোহ

     

    ১.১২ ১৮৬০ খ্রিস্টাব্দে গঠিত নীল কমিশনের একমাত্র ভারতীয় সদস্য ছিলেন –

    (ক) হরিশচন্দ্র মুখোপাধ্যায়

    (খ) চন্দ্রমোহন চট্টোপাধ্যায়

    (গ) শিশির কুমার ঘোষ

    (ঘ) দীনবন্ধু মিত্র

    উত্তরঃ (খ) চন্দ্রমোহন চট্টোপাধ্যায়

     

    ১.১৩ ‘The Indian War of Independence’ রচনা করেন –

    (ক) বিনায়ক দামোদর সাভারকার

    (খ) রমেশচন্দ্র মজুমদার

    (গ) ডঃ সুরেন্দ্রনাথ সেন

    (ঘ) রজনীপাম দত্ত

    উত্তরঃ (ক) বিনায়ক দামোদর সাভারকার

    ABTA Test Paper 2021-22 History Page 841

     

    ১.১৪ ‘জমিদার সভার’ প্রাণপুরুষ ছিলেন –

    (ক) রাজা রাধাকান্ত দেব

    (খ) প্রসন্নকুমার ঠাকুর

    (গ) দ্বারকানাথ ঠাকুর

    (ঘ) প্যারীচাঁদ মিত্র

    উত্তরঃ (গ) দ্বারকানাথ ঠাকুর

     

    ১.১৫ ‘ন্যাশনাল পেপার’ যে সংগঠনের মুখপত্র ছিল –

    (ক) হিন্দুমেলা

    (খ) ভারত সভা

    (গ) জমিদার সভা

    (ঘ) ইন্ডিয়ান লীগ

    উত্তরঃ (ক) হিন্দুমেলা

     

    ১.১৬ ‘রাজা হরিশচন্দ্র’ হল একটি –

    ক) একটি নাটকের নাম

    (খ) একটি সিনেমার নাম

    (গ) একটি ব্যাঙ্গচিত্রের নাম

    (ঘ) একটি উপন্যাসের নাম

    উত্তরঃ (খ) একটি সিনেমার নাম

     

    ১.১৭ ‘শ্রীরামপুর মিশন প্রেস’ প্রতিষ্ঠিত হয় –

    (ক) ১৭৭৮ খ্রিস্টাব্দে

    (খ) ১৭৮০ খ্রিস্টাব্দে

    (গ) ১৭৮৪ খ্রিস্টাব্দে

    (ঘ) ১৮০০ খ্রিস্টাব্দে

    উত্তরঃ (ঘ) ১৮০০ খ্রিস্টাব্দে

     

    ১.১৮ বাঙালির লেখা প্রথম বাংলা ছাপা বই হল –

    (ক) বর্ণপরিচয়

    (খ) প্রতাপাদিত্য চরিত্র

    (গ) অন্নদামঙ্গল

    (ঘ) বিদ্যাসুন্দর

    উত্তরঃ (খ) প্রতাপাদিত্য চরিত্র

     

    ১.১৯ ভারতবর্ষে সর্বপ্রাচীন মৌলিক বিজ্ঞান গবেষণাগার হল –

    (ক) বসু বিজ্ঞান মন্দির

    (খ) কলকাতা বিজ্ঞান কলেজ

    (গ) ভারতবর্ষীয় বিজ্ঞানসভা

    (ঘ) বঙ্গীয় বিজ্ঞান পরিষদ

    উত্তরঃ (গ) ভারতবর্ষীয় বিজ্ঞানসভা

     

    ১.২০ ‘বেঙ্গল টেকনিক্যাল ইন্সস্টিটিউটের’ প্রথম অধ্যক্ষ ছিলেন –

    (ক) প্রমথনাথ বসু

    (খ) নীলরতন সরকার

    (গ) অরবিন্দ ঘোষ

    (ঘ) সতীশচন্দ্র মুখোপাধ্যায়

    উত্তরঃ (ক) প্রমথনাথ বসু

     

    ABTA Test Paper 2021-22 History Page 841

    ABTA Test Paper 2021-22 History Page 841

    বিভাগ – ‘খ’

    ২। যে কোনো ষোলটি প্রশ্নের উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্ততঃ ১টি করে প্রশ্নের উত্তর দাও) :

    উপবিভাগ : ২.১

    একটি বাক্যে উত্তর দাও :

    ২.১.১ প্রথম বাংলা রঙিন চলচ্চিত্রের নাম কী?

    উত্তরঃ কাঞ্চনজঙ্ঘা

     

    ২.১.২ ‘নববিধান’ কে ঘোষণা করেন?

    উত্তরঃ কেশবচন্দ্র সেন

     

    ২.১.৩ সৈয়দ আহমেদ কে ছিলেন?

    উত্তরঃ রায়বেরিলিতে ওয়াহাবি আন্দোলনের নেতা

     

    ২.১.৪ ‘বন্দেমাতরম’ সংগীতটি কত সালে রচিত হয়?

    উত্তরঃ ১৮৭৫ সালে

    ABTA Test Paper 2021-22 History Page 841

     

    উপবিভাগ ঃ ২.২

    ঠিক বা ভুল নির্ণয় কর ঃ 

    ২.২.১ বিশ্বভারতীয় প্রথম আচার্য ছিলেন রথীন্দ্রনাথ ঠাকুর।

    উত্তরঃ ঠিক

     

    ২.২.২ ‘জীবনের ঝরাপাতা’ হল একটি স্মৃতিকথা মূলক গ্রন্থ।

    উত্তরঃ ঠিক

     

    ২.২.৩ ‘নীলদর্পণ’ নাটকটি প্রকাশিত হয় ঢাকা থেকে।

    উত্তরঃ ঠিক

     

    ২.২.৪ ফরাজি আন্দোলনের প্রধান নেতা ছিলেন মহম্মদ মুসিন।

    উত্তরঃ ভুল

    ABTA Test Paper 2021-22 History Page 841

     

    উপবিভাগ ঃ ২.৩

    ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও ঃ

    ‘ক’ স্তম্ভ‘খ’ স্তম্ভ
    ২.৩.১ মহারানির ঘোষণাপত্র(১) ১৮৭০ খ্রিস্টাব্দ
    ২.৩.২ বেঙ্গল গেজেট(২) ১৮১৭ খ্রিস্টাব্দে
    ২.৩.৩ সোমপ্রকাশ পত্রিকা(৩) ১৮৫৮ খ্রিস্টাব্দে
    ২.৩.৪ স্কুল বুক সোসাইটি(৪) ১৮৫৮ খ্রিটাব্দে

    উত্তরঃ

     

    ‘ক’ স্তম্ভ‘খ’ স্তম্ভ
    ২.৩.১ মহারানির ঘোষণাপত্র(৩) ১৮৫৮ খ্রিস্টাব্দে
    ২.৩.২ বেঙ্গল গেজেট(১) ১৭৭০ খ্রিস্টাব্দে
    ২.৩.৩ সোমপ্রকাশ পত্রিকা(৪) ১৮৫৮ খ্রিস্টাব্দে
    ২.৩.৪ স্কুল বুক সোসাইটি(২) ১৮১৭ খ্রিস্টাব্দে

    ABTA Test Paper 2021-22 History Page 841

     

    উপবিভাগ ঃ ২.৪

    প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত নামাঙ্কিত করো ঃ

    ২.৪.১ সাঁওতাল বিদ্রোহের এলাকা

    ২.৪.২ সিপাহী বিদ্রোহের একটি কেন্দ্র

    ২.৪.৩ বাংলাদেশে ওয়াহাবি আন্দোলনের প্রধান কেন্দ্র

    ২.৪.৪ শান্তিনিকেতন

    উত্তরঃ

    ABTA Test Paper 2021-22 History Page 841

     

    উপবিভাগ ঃ ২.৫

    নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো ঃ

    ২.৫.১ বিবৃতি ঃ সোমপ্রকাশ পত্রিকা ছিল বঙ্গীয় জাতীয় জাগরণের এক নির্ভরযোগ্য দলিল।

    ব্যাখ্যা ১ ঃ এই পত্রিকা বাংলার নবজাগরণে সাহায্য করেছিল।

    ব্যাখ্যা ২ ঃ এই পত্রিকায় সমাজশিক্ষা, অরথনীতি ও রাজনীতি সংক্রান্ত নির্ভিক বক্তব্য প্রকাশিত হত।

    ব্যাখ্যা ৩ ঃ বাংলার অধিকাংশ মানুষ এই পত্রিকা পড়তো।

    উত্তরঃ ব্যাখ্যা ১ ঃ এই পত্রিকা বাংলার নবজাগরণে সাহায্য করেছিল।

     

    ২.৫.২ বিবৃতি ঃ ‘গ্রামবার্তা প্রকাশিকা’ পত্রিকা ছিল একটি ব্যতিক্রমী পত্রিকা।

    ব্যাখ্যা ১ ঃ সম্পাদক হরিনাথ ছিলেন অভিজ্ঞ সাংবাদিক।

    ব্যাখ্যা ২ ঃ এই পত্রিকায় নীল বিদ্রোহ সমর্থিত হয়।

    ব্যাখ্যা ৩ ঃ এর আগে কোনো সংবাদপত্রে গ্রামের কথা বলা হয়নি।

    উত্তরঃ ব্যাখ্যা ৩ ঃ এর আগে কোনো সংবাদপত্রে গ্রামের কথা বলা হয়নি।

     

    ২.৫.৩ বিবৃতি ঃ ১৮৫৮ খ্রিস্টাব্দে মহারানীর ঘোষণাপত্র জারি হয়।

    ব্যাখ্যা ১ ঃ এই ঘোষণার দ্বারা ভারতে কোম্পানির শাসনের সূচনা হয়।

    ব্যাখ্যা ২ ঃ এই ঘোষণার দ্বারা ভারতে কোম্পানির শাসনের অবসান হয়।

    ব্যাখ্যা ৩ ঃ এই ঘোষণার দ্বারা ভারতে কোম্পানির শাসনের অবসান ঘটে এবং মহারানির শাসনের সূচনা হয়।

    উত্তরঃ ব্যাখ্যা ৩ ঃ এই ঘোষণার দ্বারা ভারতে কোম্পানির শাসনের অবসান ঘটে এবং মহারানির শাসনের সূচনা হয়।

     

    ২.৫.৪ বিবৃতি ঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বর্ণপরিচয় গ্রন্থ রচনা করেন।

    ব্যাখ্যা ১ ঃ ব্যবসায়িক উদ্দেশ্যে রচিত হয়।

    ব্যাখ্যা ২ ঃ মাতৃভাষার মাধ্যমে গণ-শিক্ষার প্রসারের জন্য।

    ব্যাখ্যা ৩ ঃ নিজের সুনাম বৃদ্ধির জন্য।

    উত্তরঃ ব্যাখ্যা ২ ঃ মাতৃভাষার মাধ্যমে গণ-শিক্ষার প্রসারের জন্য।

     

    ABTA Test Paper 2021-22 History Page 841

    Thank You

     

    ABTA Test Paper 2021-22 History Page 841

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Insert math as
    Block
    Inline
    Additional settings
    Formula color
    Text color
    #333333
    Type math using LaTeX
    Preview
    \({}\)
    Nothing to preview
    Insert
    error: Content is protected !!