Class 10 Life Science Chapter 4 True False
অভিব্যক্তি ও অভিযোজন (সত্য/মিথ্যা)
Class 10 Life Science Chapter 4 True False
নিচের বাক্যগুলি সত্য বা মিথ্যা নির্বাচন করো :
Q11 জল সংরক্ষণের জন্য ক্যাকটাসে মিউসিলেজ থাকে।
Ans : সত্য
Q12 উটের লোহিত রক্তকণিকা ডিম্বাকার ও নিউক্লিয়াসবিহীন ।
Ans : মিথ্যা
Q13 কুমিরের হৃৎপিন্ড ও চার প্রকোষ্ঠ যুক্ত।
Ans : সত্য
Q14 প্রথম সৃষ্ট নিউক্লিক অ্যাসিড হল RNA
Ans : সত্য
Q15 মাছের হৃৎপিণ্ড ভেনাস হৃৎপিণ্ড।
Ans : সত্য
Q16 উটপাখির লুপ্তপ্রায় অঙ্গটি হল ডানা ।
Ans : সত্য
Q17 খাদ্যের উৎস 100 মিটারের বেশি দূরত্বে থাকলে মৌমাছি ওয়াগল নৃত্য পরিবেশন করে ।
Ans : সত্য
Q18 উটের ফুসফুসের সঙ্গে বায়ুথলি যুক্ত থাকে ।
Ans : মিথ্যা
Q19 ক্যাকটাস জেরোফাইট উদ্ভিদ ।
Ans : সত্য
Q2o উটের দেহে জল পাওয়া যায় ফ্যাট বিপাকের ফলে ।
Ans : সত্য
Q21 পায়রার পিত্তাশয় থাকে না ।
Ans : সত্য
Q22 জৈব অভিব্যক্তির সবচেয়ে উল্লেখযোগ্য ও বলিষ্ঠ প্রমাণ হল জীবাশ্ম ।
Ans : সত্য
Q23 উটের RBC গোলাকার না ডিম্বাকার হওয়ায় RBC-এর প্রকৃত আয়তন প্রায় 240-250% বৃদ্ধি পায়।
Ans : সত্য
Q24 হুগো দ্য ভ্রিস মিউটেশন তত্ত্বের প্রবক্তা ।
Ans : সত্য
Q25 উটের চক্ষুপল্লব লম্বা লম্বা লোম দ্বারা ঘেরা থাকে ।
Ans : সত্য
Q26 সুন্দরী গাছের শ্বাসমূল দেখা যায় ।
Ans : সত্য
Q27 আধুনিক ঘোড়ার পূর্বপুরুষ হল ইওহিপ্পাস ।
Ans : সত্য
Q28 প্রাণের উৎপত্তির জন্য নিউক্লিক অ্যাসিড সবচেয়ে প্রয়োজনীয় ।
Ans : সত্য
Q29 রানি মৌমাছির উদরে ন্যাসোনভ গ্রন্থি থাকে যা থেকে ফিরোমোন নিঃসরণ করে ।
Ans : মিথ্যা
Q30 ক্যাকটাসের কাণ্ডকে ফাইলোক্লেড বলে।
Ans : সত্য
Q31 একটি অমেরুদণ্ডী জীবন্ত জীবাশ্বের উদাহরণ স্কেনোডন ।
Ans : মিথ্যা
Q32 Evolution কথাটির অর্থ ক্রমবিকাশ ।
Ans : সত্য
Q33 উটের কুঁজে সঞ্চিত প্রোটিন বিপাক ক্রিয়ায় বিশ্লিষ্ট হয়ে জল উৎপন্ন করে ।
Ans : মিথ্যা
Q34 জার্মপ্লাজম তত্ত্বের প্রবক্তা হলেন স্পেনসার।
Ans : মিথ্যা
Q49 ব্যবহার ও অব্যবহার হলো ডারউইনের বিবর্তন তত্ত্বের মূল প্রতিপদ্য ।
Ans : মিথ্যা
Class 10 Life Science Chapter 4 True False
Support Me
If you like my work then you can Support me by contributing a small amount which will help me a lot to grow my channel. It’s a request to all of you. You can donate me through phone pay / Paytm/ Gpay on this number 7980608289 or by the link below :
and visit Our website : learningscience.co.in
গণিত প্রকাশ (দশম শ্রেণী) সম্পূর্ণ সমাধান
গণিত প্রকাশ (নবম শ্রেণী) সম্পূর্ণ সমাধান
গণিত প্রভা (ষষ্ঠ শ্রেণী) সম্পূর্ণ সমাধান
জীবন বিজ্ঞান (দশম শ্রেণী) (Life Science)
Class 10 Life Science Chapter 4 True False,Class 10 Life Science Chapter 4 True False,Class 10 Life Science Chapter 4 True False,Class 10 Life Science Chapter 4 True False,Class 10 Life Science Chapter 4 True False,Class 10 Life Science Chapter 4 True False,Class 10 Life Science Chapter 4 True False,Class 10 Life Science Chapter 4 True False