Wed. Jan 29th, 2025

Class 10 Life Science Chapter 5 True False

অভিব্যক্তি ও অভিযোজন (সত্য/মিথ্যা)

Class 10 Life Science Chapter 5 True False

 

নিচের বাক্যগুলি সত্য বা মিথ্যা নির্বাচন করো :

Q1 SO2 ও NH3 হল দুটি গ্রিনহাউস গ্যাস। 
Ans : মিথ্যা
Q2 নাইট্রোজেন মৌলটি উদ্ভিদরা সরাসরি গ্রহণ করতে পারে না।
Ans : সত্য

 

Q3 অ্যামােনিয়াম সালফেটের অত্যধিক ব্যবহারে জমি আম্লিক হয়। 
Ans : সত্য
Qএকটানা শব্দদূষণে হৃৎপিণ্ডের গােলযােগ দেখা যায়।
Ans : সত্য
Q5   UV-রশ্মি একপ্রকার টেরাটোজেন।
Ans : মিথ্যা
Q6 প্রতিদিন দেড় একর বর্যা-অরণ্য কাটা হচ্ছে।
Ans : মিথ্যা
Q7 জলাভূমিকে প্রকৃতির বৃক্ক বলে।
Ans : সত্য
Q CO2 ও HO হল গ্রিনহাউস গ্যাস।
Ans : সত্য
Q তামাক চিবােলে মুখে ও ঠোটে ক্যানসার হয়। 
Ans : সত্য
Q10  দমকলকর্মীদের ব্রংকাইটিস হবার সম্ভাবনা থাকে।
Ans : সত্য

 

Q11 হাঁপানির প্রধান কারণ হল ধোঁয়া ও ধূলিকণা।

Ans : সত্য

 

Q12ইসবগুল কোষ্ঠকাঠিন্যের চিকিৎসায় লাগে।

Ans : সত্য

 

Q13 ভারতবর্ষ একটি অতিবৈচিত্র্যশালী দেশ।

Ans : সত্য

 

Q14 পৃথিবীতে অতিবৈচিত্র্যশালী দেশের সংখ্যা 12টি।

Ans : মিথ্যা

 

Q15 DDT বায়ােলজিক্যাল ম্যাগনিফিকেশন বা জৈববিবর্ধন ঘটায়।

Ans : সত্য

 

Q16 জিয়ার্ডিয়াসিস মাটিদূষণের ফলে সৃষ্ট একটি রােগ।

Ans : মিথ্যা

 

Q17 করবেট ন্যাশানাল পার্ক ভারতের প্রথম ন্যাশানাল পার্ক।

Ans : সত্য

 

Q18 ______________ উদ্ভিদের পরাগরেণু অ্যালার্জি সৃষ্টি করে।

Ans : পার্থেনিয়াম 

Class 10 Life Science Chapter 5 True False

 

Q19 সহজাত প্রতিবর্ত ক্রিয়ার দুটি উদাহরণ হল হাঁচি ও কাশি। 

Ans : সত্য

 

Q2o  সুন্দরবনে প্রায় 35 প্রজাতির সরীসৃপ দেখতে পাওয়া যায়

Ans : সত্য

 

Q21 অ্যাজোটোব্যাকটার একটি মিথোজীবী ব্যাকটেরিয়া।

Ans : মিথ্যা

 

Q22 ওজোন স্তর ধ্বংসের কারণ CFC . 

Ans : সত্য

 

Q23 4th ফেব্রুয়ারি বিশ্ব ক্যানসার দিবস ।

Ans : সত্য

 

Q24 অধিক নাইট্রোজেন গ্রহণের ফলে শিশুদের ব্লু-বেবি সিনড্রোম দেখা যায়।

Ans : সত্য

 

Q25 বায়োস্ফিয়ার রিজার্ভ প্রধানত তিনটি অঞ্চলে বিভক্ত ।

Ans : সত্য

 

Q26 সিউডোমোনাস একটি নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। 

Ans : মিথ্যা

 

Q27 প্লুরার প্রদাহকে প্লুরিসি বলে ।

Ans : সত্য

 

Q28 ধোঁয়াশা হল ধোঁয়া ও কুয়াশার মিশ্রণ

Ans : সত্য

 

Q29 প্রধান বায়ুদূষক হল ধোঁয়াশা

Ans : মিথ্যা

 

Q30 2-4-D হল একটি ক্যানসার সৃষ্টিকারী আগাছানাশক ।

Ans : সত্য

 

Q31 একটি গোরুমারা অভয়ারণ্যে গন্ডার সংরক্ষণ করা হয়। 

Ans : সত্য

 

Q32 NH3 একটি গ্রিন হাউস গ্যাস

Ans : সত্য

 

Q33 শব্দ পরিমাপের একক হার্জ। 

Ans : মিথ্যা

 

Q34 উদ্ভিদ মূল দ্বারা নাইট্রাইট লবণ শোষণ করে।

Ans : মিথ্যা

 

Q35 সুন্দরবনে প্রায় 35 প্রজাতির সরীসৃপ দেখতে পাওয়া যায় ।
Ans : সত্য
Q36 পালামৌ অভয়ারণ্যটি ঝাড়খণ্ডে অবস্থিত ।
Ans : সত্য
Q37 সুন্দরবনের ভগবতপুরে  কুমির প্রকল্প কেন্দ্র আছে। 
Ans : সত্য
Q38 ফ্লেক্সর পেশি পরস্পর অবস্থিত দুটি অস্থিকে কাছাকাছি আসতে সাহায্য করে। 
Ans : সত্য
Q39 মধ্যপ্রদেশের রেওয়া জঙ্গলে সাদা বাঘ পাওয়া যায় ।
Ans : মিথ্যা
Q40 ইউট্রফিকেশনের ফলে জলে অক্সিজেনের ঘাটতি দেখা দেয় ।
Ans : সত্য
Q41 প্রোটিনের প্রধান উপাদান হল নাইট্রোজেন।
Ans : সত্য
Q42 রেডন গ্যাসটি ফুসফুসের ক্যানসারের জন্য দায়ী ।
Ans : সত্য
Q43 শব্দ পরিমাপের একক ডেসিবেল। 
Ans : সত্য
Q44 শব্দের নিরাপদ মাত্রা 65 dB.
Ans : সত্য
Q45  ধূমপায়ীদের প্রায় 80-85% ফুসফুসের ক্যানসার হয় ।
Ans : সত্য
Q46  BOD এর একক mg/lit.
Ans : সত্য
Q47  প্লিওহিসাসের UV রশ্মিকে প্রতিহত করে CO2 গ্যাস ।
Ans : মিথ্যা
Q48 ইউট্রফিকেশনের ফলে জলে অক্সিজেনের ঘাটতি দেখা দেয়
Ans : সত্য

Q49 মৃত্তিকাদূষণের মাধ্যমে পোলিও রোগ সংক্রমিত হয়

Ans : মিথ্যা

Q50 1973 খ্রিস্টাব্দের 1 এপ্রিল থেকে ভারতে বাঘ সংরক্ষণ প্রকল্প চালু হয় ।
Ans : সত্য

 

Class 10 Life Science Chapter 5 True False

Support Me

If you like my work then you can Support me by contributing a small amount which will help me a lot to grow my Website. It’s a request to all of you. You can donate me through phone pay / Paytm/ Gpay  on this number 7980608289 or by the link below :

Subscribe my Youtube channel : Science Duniya in Bangla

and    Learning Science

and visit Our website : learningscience.co.in 

গণিত প্রকাশ (দশম শ্রেণী) সম্পূর্ণ সমাধান

গণিত প্রকাশ (নবম শ্রেণী) সম্পূর্ণ সমাধান

গণিত প্রভা (ষষ্ঠ শ্রেণী) সম্পূর্ণ সমাধান

জীবন বিজ্ঞান  (দশম শ্রেণী) (Life Science)

Class 10 Life Science Chapter 5 True False

 

Thank You

Class 10 Life Science Chapter 5 True False,Class 10 Life Science Chapter 5 True False,Class 10 Life Science Chapter 5 True False,Class 10 Life Science Chapter 5 True False,Class 10 Life Science Chapter 5 True False,Class 10 Life Science Chapter 5 True False,Class 10 Life Science Chapter 5 True False,Class 10 Life Science Chapter 5 True False,Class 10 Life Science Chapter 5 True False,Class 10 Life Science Chapter 5 True False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Insert math as
Block
Inline
Additional settings
Formula color
Text color
#333333
Type math using LaTeX
Preview
\({}\)
Nothing to preview
Insert
error: Content is protected !!