Thu. Nov 21st, 2024

Class 10 L.Sc Chapter 5 Sunnosthan Puron

পরিবেশ, তার সম্পদ ও তাদের সংরক্ষণ (শূন্যস্থান পূরণ)

Class 10 LSc Chapter 5 Sunnosthan Puron

 

নিচের বাক্যগুলি শূন্যস্থান পূরণ করো :

Q1  _________ সর্বাধিক প্রাচুর্য্যযুক্ত অঞ্চলকে বলা হয় হটস্পট। 
Ans : জীববৈচিত্র্য -এর 
Q2  ___________ উদ্ভিদের অতিবৃদ্ধিকে ইউট্রোফিকেশন বলে। 
Ans : জলজ 
Q3  _________ হল নীলাভ সবুজ শৈবাল। 
Ans : সায়ানোব্যাকটেরিয়া  
Q4 ইউরিয়া একটি নাট্রোজেনযুক্ত ______ । 
Ans : সার 
Q5 ক্যানসার সৃষ্টিকারী পদার্ধকে বলে __________ । 
Ans : কারসিনোজেন 
Q6 নাইট্রেট লবন থেকে গ্যাসীয় নাইট্রোজেন উৎপন্ন হাওয়াকে বলে _________ । 
Ans : ডি- নাইট্রোফিকেশন 
Q7 ধূমপান ও বায়ুদূষণের কারণে ___________ নামক ফুসফুসের রোগ হয়। 
Ans : ব্রঙ্কাইটিস 
Q8  রেডিয়াম একপ্রকার ________ মৌল। 
Ans : তেজস্ক্রিয় 
Q9  __________ অম্লবৃষ্টি ঘটায়। 
Ans : বায়ুদূষণ / SO/ NO2
Q10 DDT হল ____________ দূষক।   
Ans : অভঙ্গুর 
Q11  ছত্রাক নিঃসৃত __________ টক্সিন যকৃতের ক্যানসার ঘটায়। 
Ans : α (আলফা)
Q12  অতি ব্যবহারের ফলে ________ উদ্ভিদটি আজ বিপদগ্রস্ত। 
Ans : সর্পগন্ধা  
Q13  করবেট জাতীয় উদ্দ্যানটি _________ রাজ্যে অবস্থিত। 
Ans : উত্তরাখন্ড 
Class 10 L.Sc Chapter 5 Sunnosthan Puron
Q14  ভ্যাসিসিন পাওয়া যায় ________ গাছ থেকে।
Ans :  বাসক
Q15 জীবদেহে প্রোটিনের একটি আবশ্যিক উপাদান _______ ।
Ans :  নাইট্রোজেন
Q16 রেড পান্ডার অপর নাম _________ 
Ans : ফায়ার ফক্স
Q17 ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ হল _________ ।
Ans : নীলগিরি
Q18 ভারতে বায়োস্ফিয়ারের সংখ্যা _________ ।
Ans : 18 টি
Q19 ভারতে ________ হটস্পট আছে ।
Ans : 4 টি
Q20  ________একটি তেজস্ক্রিয় গ্যাস ।
Ans : রেডন
Q21 একটি প্রাথমিক বায়ুদূষক হল __________ ।
Ans : কার্বন মনোক্সাইড
Q22 সর্বাধিক জনন ক্ষমতার হারকে তা ________ বলে ।
Ans : জৈবিক ক্ষমতা
Q23 অত্যধিক জনসংখ্যা বৃদ্ধিকে বলা হয় ________।
Ans : জনবিস্ফোরণ
Q24 বর্তমানে ভারতে প্রতি 1000 জন পুরুষ সদস্য পিছু স্ত্রী সদস্য সংখ্যা ________ জন ।
Ans : 934
Q25 ক্যানসার সৃষ্টিকারী পদার্থগুলিকে ________বলে 
Ans : কারসিনোজেন
Q26  পানীয় জলে আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা হল _________ ।
Ans :  0.05 ppm
Q27  অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী গ্যাস হল ___________ ।
Ans : SO2
Q28 ক্যাডমিয়াম দূষণের ফলে সৃষ্ট রোগটি হল __________ ।
Ans : ইটাই-ইটাই
Q29  শব্দ পরিমাপক একক হল ________ ।
Ans : ডেসিবেল
Q30 CFC হল ________ গ্যাস ।
Ans : গ্রিনহাউস
Q31 ওজোন হোল সৃষ্টির জন্য দায়ী নাইট্রোজেনঘটিত যৌগ হল _______ ।
Ans : NO ও NO2
Q32 ধোঁয়াশার প্রধান উপাদান PAN ও __________ ।
Ans : O2
Q33 _________হল প্রাকৃতিক বৃক্ক ।
Ans : জলাভূমি
Q34 বিশ্বের সবচেয়ে বেশি জনবসতিপূর্ণ দেশ হল ________।
Ans : চিন
Q35 সুন্দরবন ছাড়া পশ্চিমবঙ্গের অপর ব্যাঘ্রপ্রকল্পটি হল _________ ।
Ans : বক্সা
Q35 PAN : Peroxy acetyl nitrate : EPA : ________
Ans :  Environmental Protection Act
Q36 ব্ৰঙ্কাইটিস : বাসক :: ক্যানসার : __________।
Ans : ট্যাক্সাস
Q37 বক্সা : জাতীয় উদ্যান :: সুন্দরবন : __________।
Ans : বায়োস্ফিয়ার রিজার্ভ
Q38 মুখ্য দূষক : CO :: গৌণ দূষক : _________ ।
Ans : PAN
Q39 ক্যাডমিয়াম : ইটাই-ইটাই :: সিসা : _________ ।
Ans : ডিসলেক্সিয়া
Q40 জাতীয় উদ্যান : ইনসিটু সংরক্ষণ :: চিড়িয়াখানা : __________
Ans :  এক্সসিটু সংরক্ষণ
Q41 আমাশয় : প্রোটোজোয়াঘটিত :: রক্ত আমাশয় : __________ ।
Ans : ব্যাকটেরিয়াঘটিত
Q42 N2O : বিশ্ব উষ্ণায়ণ :: NOx : ________ ।
Ans : ধোঁয়াশা
Q43 জলদূষণের ফলে___ বাহিত রোগের প্রাদুর্ভাব বাড়ে
Ans : মশা
Q44 কাগজ প্রস্তুতিতে বাঁশের___ তন্তু ব্যবহৃত হয়
Ans : সেলুলোস
Q45 ___ন্যাশনাল পার্কে রেড পান্ডা সংরক্ষণ করা হয়
Ans : সিঙ্গালিনা
Q46 একটি জীববিবর্ধক পদার্থ হলো___
Ans : DDT, BHC
Q47 বায়ুতে নাইট্রোজেনের শতকরা পরিমাণ ___
Ans : 77.17%
Q48 কুইনাইন _______  রোগের ওষুধ
Ans : ম্যালেরিয়া
Q49 অম্লবৃষ্টি হলো___ এর ফলাফল
Ans : বায়ুদূষণ
Q50 ______ রোগে ইনহেলার ব্যবহার করা হয়
Ans : আ্যাজমা

Class 10 L.Sc Chapter 5 Sunnosthan Puron

Support Me

If you like my work then you can Support me by contributing a small amount which will help me a lot to grow my channel. It’s a request to all of you. You can donate me through phone pay / Paytm/ Gpay  on this number 7980608289 or by the link below :

Subscribe my Youtube channel : Science Duniya in Bangla

and visit Our website : learningsciencecoin 

গণিত প্রকাশ (দশম শ্রেণী) সম্পূর্ণ সমাধান

জীবন বিজ্ঞান (L.Sc)

Class 10 L.Sc Chapter 5 Sunnosthan Puron

 

Thank You

Class 10 LSc Chapter 5 Sunnosthan Puron,Class 10 LSc Chapter 5 Sunnosthan Puron,Class 10 LSc Chapter 5 Sunnosthan Puron,Class 10 LSc Chapter 5 Sunnosthan Puron,Class 10 LSc Chapter 5 Sunnosthan Puron,Class 10 LSc Chapter 5 Sunnosthan Puron,Class 10 LSc Chapter 5 Sunnosthan Puron,Class 10 LSc Chapter 5 Sunnosthan Puron,Class 10 LSc Chapter 5 Sunnosthan Puron,Class 10 LSc Chapter 5 Sunnosthan PuronClass 10 LSc Chapter 5 Sunnosthan Puron

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Insert math as
Block
Inline
Additional settings
Formula color
Text color
#333333
Type math using LaTeX
Preview
\({}\)
Nothing to preview
Insert
error: Content is protected !!