Class 12 ABTA Test Paper 2021-22 Bengali page 140
Class 12 ABTA Test Paper 2021-22 Bengali page 140
১। সঠিক বিকল্পটি নির্বাচন করো ঃ
১.১ ‘বড়ো বউ ভাবতে চেষ্টা করে’ – কী?
(ক) আর মাছ আসবে না
(খ) শ্বশুর বেঁচে থাকবেন
(গ) তখনও চাঁদ সূর্য উঠবে কিনা
(ঘ) শাশুড়ির মাছ খাওয়া ঘুচে যায়
উত্তরঃ (গ) তখনও চাঁদ সূর্য উঠবে কিনা
১.২ ‘তোরেও তো টেনে নেচ্ছেস’ – উদ্দিষ্ট ব্যক্তি বাঁচল কীভাবে?
(ক) ঘরের চালায় উঠে গিয়েছিল
(খ) সাঁতার কেটে ডাঙায় উঠেছিল
(ঘ) অন্যের ঘরে পালিয়েছিল
(ঘ) গাছ বেঁধে থেকে গিয়েছিল
উত্তরঃ (ঘ) গাছ বেঁধে থেকে গিয়েছিল
১.৩ ‘এই অকাল দুর্যোগে ধানের ক্ষতি হবে প্রচন্ড।’ – তাই –
(ক) লোকের মেজাজ গেল বিগড়ে
(খ) লোকেরা চায়ের দোকানে আড্ডা দিল
(গ) আল্লা-ভগবানের মুন্ডপাত করল
(ঘ) ক্ষিপ্ত লোকেরা তর্ক শুরু করল
উত্তরঃ (ক) লোকের মেজাজ গেল বিগড়ে
১.৪ ‘আমি স্বকর্শে শুনেছি’ – কথাটি বলেছে –
(ক) নিবারণ বাগদি
(খ) ফজলু সেখ
(গ) নকড়ি নাপিদ
(ঘ) করিম ফরাজি
উত্তরঃ (খ) ফজলু সেখ
Class 12 ABTA Test Paper 2021-22 Bengali page 140
১.৫ সেবার এই আবহাওয়া হয়ে পড়ল ফাঁপি। – সেবার এমন আবহাওয়া শুরু হয়েছিল –
(ক) শনিবারে
(খ) বুধবারে
(গ) মঙ্গলবারে
(ঘ) বৃহস্পতিবারে
উত্তরঃ (গ) মঙ্গলবারে
১.৬ সেখানে কি সবাই প্রাসাসেই থাকত?’ – কন্ জায়গার কথা বলা হয়েছে?
(ক) ব্যাবিলন
(খ) থিবস
(গ) স্পেন
(ঘ) বাইজেনটিয়াম
উত্তরঃ (ঘ) বাইজেনটিয়াম
অথবা
দূরের শহরের ফিরিঙ্গিরা গুলি করেছে –
(ক) নিরস্ত্র ভারতীয়দের উপর
(খ) নিরস্ত্র শিখদের উপর
(গ) নিরস্ত্র হিন্দুদের উপর
(ঘ) নিরস্ত্র মুসলমানদের উপর
উত্তরঃ (ক) নিরস্ত্র ভারতীয়দের উপর
১.৭ ‘চিনিলাম আপনারে’ – কবি নিজেকে চিনেছিলেন –
(ক) দুঃখে শোকে
(খ) বেদনায় আঘাতে
(গ) উন্থানে পতনে
(ঘ) আঘাতে আঘাতে বেদনায় বেদনায়
উত্তরঃ (ঘ) আঘাতে আঘাতে বেদনায় বেদনায়
Class 12 ABTA Test Paper 2021-22 Bengali page 140
১.৮ ধোঁয়ার বঙ্কিম নিশ্বাস ঘুরে ফিরে আসে’ –
(ক) সমুদ্রের দীর্ঘশ্বাসের মতো
(খ) উজ্জ্বল স্তব্ধতার মতো
(ঘ) শীতের দুঃস্বপ্নের মতো
(ঘ) নির্জন নিঃসঙ্গতার মতো
উত্তরঃ (ঘ) শীতের দুঃস্বপ্নের মতো
১.৯ ‘চোখ তো সবুজ চায়! দেহ চায়!’ –
(ক) সবুজ পাতা
(খ) সবুজ বাগান
(গ) সবুজ বাগান
(ঘ) সবুজ ঘাস
উত্তরঃ (গ) সবুজ বাগান
১.১০ রজনীবাবু থিয়েটারে আসার আগে চাকরি করতেন –
(ক) পুলিশে
(খ) ডাক বিভাগে
(গ) কলেজে
(ঘ) স্কুলে
উত্তরঃ (ক) পুলিশে
অথবা
এতে আমার হাসি পেল না’ – বক্তা –
(ক) অমর
(খ) শম্ভু মিত্র
(গ) বৌদি
(ঘ) সার্জেন্ট
উত্তরঃ (ক) অমর
১.১১ তাও আর বছর কয়েক পরে মানাবে না আমাকে’ – কোন্ চরিত্রে?
(ক) সাজাহান-এর
(খ) দিলদার-এর
(গ) ঔরঙ্গজেব-এর
(ঘ) আলমগীর-এর
উত্তরঃ (খ) দিলদার-এর
অথবা
কাল্পনিক যুদ্ধের মৃত্যুকে নাট্যকায় বলেছেন –
(ক) ইসথেটিক মরা
(খ) রোমান্টিক মরা
(গ) অদ্ভুত মরা
(ঘ) অস্বাভাবিক মরা
উত্তরঃ (ক) ইসথেটিক মরা
Class 12 ABTA Test Paper 2021-22 Bengali page 140
১.১২ ‘এ কথাটা মালিকের কানে তুলবেন না চাটুজ্জেমশাই’ – কোন্ কথাটা?
(ক) মহম্মদের ক্যাচ দেওয়ার কথা
(খ) ভয় পাওয়ার কথা
(গ) গ্রিণরুমে ঘুমানোর কথা
(ঘ) রামব্রীজকে ডেকে দেওয়ার কথা
উত্তরঃ (গ) গ্রিণরুমে ঘুমানোর কথা
অথবা
‘হঠাৎ পেছন থেকে শোভাযাত্রীদের ক্ষীণ আওয়াজ শোনা যায়।’ –
(ক) অন্ন চাই, বস্ত্র চাই
(খ) ভাত চাই, কাপড় চাই
(গ) খাদ্য চাই, বস্ত্র চাই
(ঘ) চাল চাই, কাপড় চাই
উত্তরঃ (ঘ) চাল চাই, কাপড় চাই
১.১৩ আর একদিন তাকে দেখে মনে হয়েছিল’ –
(ক) সে যেন কোনো অচেনা দিনের আলো
(খ) পাহাড়ি নদীর দুর্গম খরস্রোত
(গ) ভোরের আলোর চেয়েও সুন্দর সে
(ঘ) বড়লোকের সুন্দরী মেয়ে
উত্তরঃ (গ) ভোরের আলোর চেয়েও সুন্দর সে
অথবা
‘নেপথ্য থেকে বেজে উঠল’ –
(ক) বাঁশি
(খ) একতারা
(গ) হারমোনিয়াম
(ঘ) ঢাক
উত্তরঃ (গ) হারমোনিয়াম
১.১৪ ‘মেঘে ঢাকা তারা’ ছায়াছবিটি তৈরি করেছেন –
(ক) সত্যজিৎ রায়
(খ) মৃণাল সেন
(গ) তপন সিংহ
(ঘ) ঋত্বিক ঘটক
উত্তরঃ (ঘ) ঋত্বিক ঘটক
Class 12 ABTA Test Paper 2021-22 Bengali page 140
১.১৫ প্রথম বাংলা মুদ্রণ হরফ খোদাই করেন –
(ক) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
(খ) রাজকৃষ্ণ কর্মকার
(গ) পঞ্চানন কর্মকার
(ঘ) রাজেন্দ্রলাল মিত্র
উত্তরঃ (গ) পঞ্চানন কর্মকার
১.১৬ নারায়ণচন্দ্র ঘোষ কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন?
(ক) কবাডি
(খ) ব্রতচারী
(গ) কুস্তি
(ঘ) ফুটবল
উত্তরঃ (ক) কবাডি
Class 12 ABTA Test Paper 2021-22 Bengali page 140