Wed. Mar 12th, 2025

    Class 12 ABTA Test Paper 2021-22 Bengali page 38

    Class 12 ABTA Test Paper 2021-22 Bengali page 38

    ১। সঠিক বিকল্পটি নির্বাচন করো ঃ

    ১.১ ‘ময়ূরছাড়া কার্তিক আসবে নাকি?’ – বক্তা –

    (ক) পিসিমা

    (খ) বড়ো বউ

    (গ) বাসিনী

    (ঘ) ছোটো বউ

    উত্তরঃ (ক) পিসিমা

     

    ১.২ ‘তখনও চাঁদ সূর্য উঠবে কি না’ – ভাবে –

    (ক) পিসিমা

    (খ) বাসিনী

    (গ) বড়ো বউ

    (ঘ) মেজ বউ

    উত্তরঃ (গ) বড়ো বউ

     

    ১.৩ ‘রন্ন হল মা নক্কী।’ – বলতেন –

    (ক) উচ্ছব

    (খ) চন্নুনী

    (গ) ঠাগমা

    (ঘ) বাসিনী

    উত্তরঃ (গ) ঠাগমা

     

    ১.৪ ‘বুড়িমা! তুমি মরনি!’ – বলেছিল –

    (ক) নিবারণ

    (খ) করিম ফরাজি

    (গ) নকড়ি

    (ঘ) চৌকিদারি

    উত্তরঃ (ঘ) চৌকিদারি

    Class 12 ABTA Test Paper 2021-22 Bengali page 38

     

    ১.৫ ‘এ বাদলা লেগেছিল।’ –

    (ক) শনিতে

    (খ) মঙ্গলে

    (গ) বুধে

    (ঘ) সোমে

    উত্তরঃ (খ) মঙ্গলে

     

    ১.৬ ‘রক্তের অক্ষরে কবি দেখেছিলেন –

    (ক) ভয়ঙ্কর রূপ

    (খ) আপনার রূপ

    (গ) বেদনার রূপ

    (ঘ) মৃত্যুর রূপ

    উত্তরঃ (খ) আপনার রূপ

     

    ১.৭ ‘গাছগুলো তুলো আনো… বসাও’ –

    (ক) টবে

    (খ) মাটিতে

    (গ) বাগানে

    (ঘ) মাঠের ধারে

    উত্তরঃ (গ) বাগানে

     

    ১.৮ ‘ধোঁইয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে’ –

    (ক) শীতের দুঃস্বপ্নের মতো

    (খ) সুস্বপ্নের মতো

    (গ) অন্ধকারের মতো

    (ঘ) শিশিরের মতো

    উত্তরঃ (ক) শীতের দুঃস্বপ্নের মতো

     

    ১.৯ ‘বহুরূপী নাট্য গোষ্ঠীর জন্মলগ্ন থেকে এই দলের সঙ্গে সম্পৃক্ত’ –

    (ক) অমর

    (খ) তৃপ্তি

    (গ) শম্ভু

    (ঘ) অম্বু

    উত্তরঃ (ক) অমর

    অথবা

    ‘রামব্রীজ রজনীবাবুকে ট্যাক্সিতে তুলে দেওয়ার জন্য বকশিশ পেয়েছিল –

    (ক) ১০ টাকা

    (খ) ৩ টাকা

    (গ) ৩০ টাকা

    (ঘ) ২০ টাকা

    উত্তরঃ (খ) ৩ টাকা

     

    ১.১০ ‘… হঠাৎই এক সাহেবের লেখা পড়লাম’ – সাহেব হলেন –

    (ক) আইজেকস্টাইন

    (খ) আইজেনস্টাইন

    (গ) আইনস্টাইন

    (ঘ) আইজলস্টাইন

    উত্তরঃ (খ) আইজেনস্টাইন

    অথবা

    ‘মরা হাতি সোয়া লাখ’ – বলেছিলো –

    (ক) রজনী চাটুজ্জে

    (খ) রজনী পাল

    (গ) রজনী সেন

    (ঘ) রজনী রায়

    উত্তরঃ (ক) রজনী চাটুজ্জে

     

    ১.১১ ‘এই কি রবীন্দ্রনাথের গান হচ্ছে নাকি?’ বলেন –

    (ক) অমর

    (খ) শম্ভু

    (গ) বৌদি

    (ঘ) দাদা

    উত্তরঃ (খ) শম্ভু

    অথবা

    ‘শিল্পকে যে মানুষ ভালোবেসেছে – তার…’ –

    (ক) দুঃখ নেই

    (খ) বার্ধক্য নেই

    (গ) ভয় নেই

    (ঘ) কষ্ট নেই

    উত্তরঃ (খ) বার্ধক্য নেই

    Class 12 ABTA Test Paper 2021-22 Bengali page 38

     

    ১.১২ ‘পথিক’ নাটকটি লেখেন –

    (ক) বিজন ভট্টাচার্য

    (খ) ডি এল রায়

    (গ) তুলসী লাহিড়ি

    (ঘ) মন্মথ রায়

    উত্তরঃ (গ) তুলসী লাহিড়ি

    অথবা

    ‘সাজাহান’ – নাটকটির নাট্যকার –

    (ক) ডি এল রায়

    (খ) শম্ভু মিত্র

    (গ) অজিতেশ বন্দ্যোপাধ্যায়

    (ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর

    উত্তরঃ (ক) ডি এল রায়

     

    ১.১৩ ‘জয় তোরণে ঠাসা মহনীয়…’ –

    (ক) বার্লিন

    (খ) কাবুল

    (গ) রোম

    (ঘ) স্পেন

    উত্তরঃ (গ) রোম

    অথবা

    ‘উনি রীতিমতো হতভম্ভ’ – উনি হলেন –

    (ক) বলী কান্ধারী

    (খ) বলী পির

    (গ) নানক

    (ঘ) মর্দনা

    উত্তরঃ (ক) বলী কান্ধারী

     

    ১.১৪ ‘বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত হয়েছিল –

    (ক) উনিশ শতকের শেষের দিকে

    (খ) আঠারো শতকের শেষে

    (গ) বিংশ শতাব্দীর গোড়ার দিকে

    (ঘ) সপ্তদশ শতাব্দীর প্রথমে

    উত্তরঃ (গ) বিংশ শতাব্দীর গোড়ার দিকে

     

    ১.১৫ ‘একটি তাড়িত ধ্বনি হল –

    (ক) ঝ্‌

    (খ) ঞ্‌

    (গ) ম্‌

    (ঘ) ড়্‌

    উত্তরঃ (ঘ) ড়্‌

    Class 12 ABTA Test Paper 2021-22 Bengali page 38

     

    ১.১৬ ‘অস্বচ্ছ জলরঙের আঁকা ছবিকে বলে –

    (ক) ওয়াশ

    (খ) গুয়াশ

    (গ) স্কেচ

    (ঘ) পট

    উত্তরঃ (খ) গুয়াশ

     

    ১.১৭ ভারতীয় ফুটবলের ইতিহাসে চিরস্মরণীয় ছিলেন –

    (ক) মিহির সেন

    (খ) পঙ্কজ রায়

    (গ) নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী

    (ঘ) দিব্যেন্দু বড়ুয়া

    উত্তরঃ (গ) নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী

     

    ১.১৮ ‘বিজ্ঞানচর্চ আর গবেষণার জন্যে ‘বসু বিজ্ঞান মন্দির’ তৈরি করান –

    (ক) জগদীশচন্দ্র বসু

    (খ) সত্যেন্দ্রনাথ বসু

    (গ) দেবেন্দ্রমোহন বসু

    (ঘ) প্রথমনাথ বসু

    উত্তরঃ (ক) জগদীশচন্দ্র বসু

    Class 12 ABTA Test Paper 2021-22 Bengali page 38

    Thank You

    Class 12 ABTA Test Paper 2021-22 Bengali page 38

    One thought on “Class 12 ABTA Test Paper 2021-22 Bengali page 38”

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Insert math as
    Block
    Inline
    Additional settings
    Formula color
    Text color
    #333333
    Type math using LaTeX
    Preview
    \({}\)
    Nothing to preview
    Insert
    error: Content is protected !!