Tue. Mar 11th, 2025

    Class 12 ABTA Test Paper 2021-22 Geography page 76

    Class 12 ABTA Test Paper 2021-22 Geography page 76

     

    ১। প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে লেখো ঃ

    (১) পর্যায়ন বা Gradation -এর ধারনাটি সর্বপ্রথম প্রবর্তন করেন –

    (ক) গিলবার্ট

    (খ) পেঙ্ক

    (গ) পাওয়েল

    (ঘ) ডেভিস

    উত্তরঃ (ক) গিলবার্ট

     

    (২) যে বহির্জাত প্রক্রিয়ায় ভূমিভাগের উচ্চতা বৃদ্ধি পায়, তাকে বলে –

    (ক) অবরোহণ

    (খ) পুঞ্জিত ক্ষয়

    (গ) আরোহণ

    (ঘ) ক্ষয়ীভবন

    উত্তরঃ (গ) আরোহণ

     

    (৩) পৃথিবীর গভীরতম কার্স্টগুহাটি হলো –

    (ক) কুবেরা

    (খ) ম্যমথ

    (গ) বোরা

    (ঘ) গুফ্রে বার্জার

    উত্তরঃ (ঘ) গুফ্রে বার্জার

    Class 12 ABTA Test Paper 2021-22 Geography page 76

     

    (৪) মৃত্তিকা সৃষ্টির মৌলিক প্রক্রিয়াটি হলো –

    (ক) এলুভিয়েশন

    (খ) ইলুভুয়েশন

    (গ) ক্যালসিফিকেশন

    (ঘ) আবহবিকার

    উত্তরঃ (ঘ) আবহবিকার

     

    (৫) মৃত্তিকার একটি ভৌত ধর্ম হলো –

    (ক) মৃত্তিকার pH

    (খ) মৃত্তিকার গঠন

    (গ) কলয়েড

    (ঘ) সবকটিই ঠিক

    উত্তরঃ (খ) মৃত্তিকার গঠন

     

    (৬) ঘূর্ণবাতের কেন্দ্রে শান্ত আবহাওয়া বিশিষ্ট অংশকে বলে –

    (ক) ঘূর্ণি

    (খ) কুন্ডলী বলয়

    (গ) চক্ষু

    (ঘ) শীর্ষ

    উত্তরঃ (গ) চক্ষু

     

    (৭) জেট বায়ুর আবিষ্কর্তা হলেন –

    (ক) জে সি ফারমেন

    (খ) সি জি রসবি

    (গ) জি ডবসন

    (ঘ) জি ট্রেওয়ার্থা

    উত্তরঃ (ঘ) জি ট্রেওয়ার্থা

     

    (৮) উষ্ণ বায়ুপুঞ্জ ও শীতল বায়ুপুঞ্জে মিলন স্থলকে বলে –

    (ক) রসবি তরঙ্গ

    (খ) জেট বায়ু

    (গ) ওয়াকার সারকুলেশন

    (ঘ) সীমান্ত

    উত্তরঃ (ঘ) সীমান্ত

    Class 12 ABTA Test Paper 2021-22 Geography page 76

     

    (৯) যে জলবায়ু অঞ্চলে জৈব বৈচিত্র সর্বাধিক, তা হল –

    (ক) নিরক্ষীয় বৃষ্টি অরণ্য

    (খ) নাতিশীতোষ্ণ তৃণভূমি

    (গ) তুন্দ্রা অঞ্চল

    (ঘ) উষ্ণমেরু অঞ্চল

    উত্তরঃ (ক) নিরক্ষীয় বৃষ্টি অরণ্য

     

    (১০) ‘বায়োডাইভারসিটি হটস্পট’ শব্দটি প্রথম ব্যবহার করেন –

    (ক) মায়ারস

    (খ) ডারউইন

    (গ) বেরিল

    (ঘ) হার্পার

    উত্তরঃ (ক) মায়ারস

     

    (১১) স্বল্প বৃষ্টিপাতযুক্ত অঞ্চল ও জলসেচের সুবিধা নেই, এমন স্থানে যে কৃষিপদ্ধতি অনুসৃত হয়, তা হল –

    (ক) আর্দ্র কৃষি

    (খ) শুষ্ক কৃষি

    (গ) মিশ্র কৃষি

    (ঘ) বাগিচা কৃষি

    উত্তরঃ (খ) শুষ্ক কৃষি

     

    (১২) শস্যাবর্তন যে কৃষিকাজের অঙ্গ তা হলো –

    (ক) মিশ্র কৃষি

    (খ) বাজার কৃষি

    (গ) দুটি ঠিক

    (ঘ) কোনোটিই ঠিক নয়

    উত্তরঃ (ক) মিশ্র কৃষি

     

    (১৩) যে কৃষিতে পরিবেশের দূষণ এবং গুনমানের অবনমনের সম্ভাবনা থাকে তা হলো –

    (ক) ব্যাপক কৃষি

    (খ) উদ্যান কৃষি

    (গ) মিশ্র কৃষি

    (ঘ) স্থানান্তর কৃষি

    উত্তরঃ (ঘ) স্থানান্তর কৃষি

     

    (১৪) চিনের ধানের আধার বলা হয় –

    (ক) হুনান প্রদেশকে

    (খ) হুবেই প্রদেশকে

    (গ) ইউনান প্রদেশকে

    (ঘ) মিচুয়ান প্রদেশকে

    উত্তরঃ (ক) হুনান প্রদেশকে

     

    (১৫) উদ্যান কৃষিতে শাক সব্জির চাষকে বলে –

    (ক) ফ্লোরি কালচার

    (খ) পোমাম কালচার

    (গ) ওলেরিকালচার

    (ঘ) সিলভি কালচার

    উত্তরঃ (গ) ওলেরিকালচার

     

    (১৬) শ্রীলঙ্কার যে ফসলটি লিভিং ফার্মেসি নামে পরিচিত, তা হল –

    (ক) সয়াবিন

    (খ) কফি

    (গ) নারকেল

    (ঘ) সূর্যমুখী

    উত্তরঃ (গ) নারকেল

     

    (১৭) শিকড় আলগা শিল্প হলো –

    (ক) লৌহ ও ইস্পাত

    (খ) পেট্রোকেমিক্যাল

    (গ) খাদ্য প্রক্রিয়াকরণ

    (ঘ) কার্পাস বয়ন

    উত্তরঃ (ঘ) কার্পাস বয়ন

     

    (১৮) ভারতের ডেট্রয়েট বলা হয় যে শহরকে –

    (ক) গুরুগ্রাম

    (খ) চেন্নাই

    (গ) পুনে

    (ঘ) নাসিক

    উত্তরঃ (খ) চেন্নাই

    Class 12 ABTA Test Paper 2021-22 Geography page 76

     

    (১৯) ভারতের বৃহত্তম পেট্রোকেমিক্যাল প্রকল্পটি হলো –

    (ক) হলদিয়া

    (খ) ট্রাম্বে

    (গ) জয়নগর

    (ঘ) ডিগবয়

    উত্তরঃ উপরের কোনোটিই নয় (জামনগর)

     

    (২০) ২০১১ সালের জনগননা অনুসারে প্রতি বর্গ কিমিতে ভারতের জনঘনত্ব হল –

    (ক) ৩২৪ জন

    (খ) ৩৮২ জন

    (গ) ৩৪২ জন

    (ঘ) ৩৯২ জন

    উত্তরঃ (খ) ৩৮২ জন

     

    (২১) ভারতের প্রধান প্রশাসনিক শহর হলো –

    (ক) নিউদিল্লি

    (খ) জয়পুর

    (গ) মুম্বাই

    (ঘ) কলকাতা

    উত্তরঃ (ক) নিউদিল্লি

    Class 12 ABTA Test Paper 2021-22 Geography page 76

    Thank You

    Class 12 ABTA Test Paper 2021-22 Geography page 76

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Insert math as
    Block
    Inline
    Additional settings
    Formula color
    Text color
    #333333
    Type math using LaTeX
    Preview
    \({}\)
    Nothing to preview
    Insert
    error: Content is protected !!