Wed. Dec 4th, 2024

Class 12 ABTA Test Paper 2021-22 History page 33

Class 12 ABTA Test Paper 2021-22 History page 33

২. নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়)

১.”ইন্ডিয়া টুডে” গ্রন্থটি কে রচনা করেন?

উত্তর: “ইন্ডিয়া টুডে” গ্রন্থটি রচনা করেন রজনীপাম দত্ত।

 

২.”পৌরাণিক কাহিনী” বা “মিথস” কাকে বলে?

উত্তর: সৃষ্টির আদিমকালে অপরিণত বুদ্ধির মানুষ যে সমস্ত ধর্মীয় অলৌকিক কল্পকাহিনী রচনা ও প্রচার করে তাকে পৌরাণিক কাহিনী বা মিথস বলে।

অথবা, 

কিংবদন্তি বা লেজেন্ড কি?

উত্তর: ইতিহাস ও কল্পনার মিশ্রণে লৌকিকতা সাহিত্যের রূপ বিশিষ্ট লোককাহিনী হলো কিংবদন্তি।

 

৩. কে, কবে মনরোনীতি ঘোষণা করেন?

উত্তর: আমেরিকার পঞ্চম রাষ্ট্রপতি জেমস মনরো ১৮২৩ খ্রিস্টাব্দে মনরো নীতি ঘোষণা করেন।

Class 12 ABTA Test Paper 2021-22 History page 33

 

৪. বর্ণবৈষম্য নীতি কি?

উত্তর: দক্ষিণ আফ্রিকার নগণ্য শ্বেতবর্ণের স্বৈরতান্ত্রিক শাসক দল কর্তৃক সংখ্যাগুরু এবং দক্ষিণ আফ্রিকার মূল কৃষ্ণবর্ণ অধিবাসীদের বিরুদ্ধে অনুসৃত পৃথকাবাসনের এবং নীল গ্রহের নীতি বর্ণবৈষম্য বা জাতিবিদ্বেষ পরিচিত।

অথবা, 

বাণিজ্যিক মূলধন কাকে বলে?

উত্তর: শিল্প বিপ্লবের আগে পুঁজিপতিরা বাণিজ্য মূলধন বিনিয়োগ করতেন। বাণিজ্য নিয়োজিত এই মূলধন ‘বাণিজ্যিক মূলধন’বা ‘বাণিজ্যিক পুঁজি’ নামে পরিচিত।

 

৫. দূরপ্রাচ্য কোন অঞ্চলকে বলা হয়?

উত্তর: রাশিয়ার দক্ষিণ অঞ্চল,চীন, উত্তর ও দক্ষিণ কোরিয়া, জাপানকে  বোঝায়।

 

৬. এজেন্সি ব্যবসা কি?

উত্তর: ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার বিভিন্ন কর্মচারীকে এজেন্ট হিসেবে নিয়োগ করে ১৭৭৫ খ্রিস্টাব্দ পর্যন্ত তাদের মাধ্যমে পণ্য সামগ্রী ক্রয় করত।এটি এজেন্সি ব্যবসা নামে পরিচিত।

Class 12 ABTA Test Paper 2021-22 History page 33

 

৭. আইনের শাসন বলতে কি বোঝো?

উত্তর: ব্রিটিশ শাসকরা ঔপনিবেশিক ভারতে আইনের শাসন এর ধারণা প্রবর্তন করেন। এর অর্থ ছিল যে, ব্রিটিশ প্রশাসন আইন মেনে শাসন পরিচালনা করবে।

অথবা, 

ভারতীয় সিভিল সার্ভিসের জনক কাকে বলা হয়?

উত্তর: লর্ড কর্নওয়ালিস কে ভারতীয় সিভিল সার্ভিসের জনক বলা হয়।

 

৮. শ্রীরামপুর কলেজ কে কবে প্রতিষ্ঠা করেন?

উত্তর: ১৮১৮ সালে উইলিয়াম কেরি, জোশুয়া মার্শম্যান ও উইলিয়াম ওয়ার্ড শ্রীরামপুর কলেজ প্রতিষ্ঠা করেন।

 

৯. থিওডের বেক কে ছিলেন?

উত্তর: থিওডোর দেখছিলেন আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ এর অধ্যক্ষ।

অথবা, 

‘তিন আইন’ কবে পাস হয়?

উত্তর: ‘তিন আইন’ ১৮৭২ খ্রিস্টাব্দে পাস হয়।

 

১০.৪ঠা মে আন্দোলনের ডাক কে দেন?

উত্তর: ৪ঠা মে আন্দোলনের ডাক দেন চেন-তু-শিউ।

অথবা, 

তাইপিং বিদ্রোহ কবে ও কেন হয়?

উত্তর: চীনে ১৮৫০ খিষ্টাব্দে মাঞ্জু সরকারের অপশাসন ও ও দুর্নীতির কারণে তাইপিং বিদ্রোহ হয়।

 

১১. কোন সংস্কার আইনে মুসলিমদের পৃথক নির্বাচনের অধিকার দেওয়া হয়?

উত্তর: মরলে মিন্টো সংস্কার আইন মুসলিমদের পৃথক নির্বাচনের অধিকার দেওয়া হয়।

Class 12 ABTA Test Paper 2021-22 History page 33

 

১২. রাওলাট আইনকে কেন কালাকানুন বলা হয়?

উত্তর: রাওলাট আইনে সরকারবিরোধী যেকোনো প্রচারকার্য কে দণ্ডনীয় অপরাধ বলে চিহ্নিত করা হয় এবং এই আইনে কোনো রকম সাক্ষ্য প্রমাণ ছাড়াই যেকোনো সন্দেহভাজন ব্যক্তিকে বিনা পরোয়ানায় ও বিনাবিচারে গ্রেপ্তার ও আটক ও ঘরবাড়ি তল্লাশির অধিকার সরকারকে দেওয়া হয়। এক কথায় বলা হয় এই আইনের মাধ্যমে ভারতীয়দের ন্যায় বিচার লাভের অধিকার সম্পূর্ণভাবে কেড়ে নেওয়া হয়েছিল। তাই রাওলাট আইন কে কালাকানুন বলা হয়।

অথবা, 

রাওলাট আইন কবে কেন পাস হয়?

উত্তর: ভারতীয়দের ব্রিটিশবিরোধী আন্দোলন ও বৈপ্লবিক কার্যকলাপ সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার জন্য ১৯১১ খ্রিস্টাব্দের রাওলাট আইন পাশ হয়।

 

১৩. গান্ধীজী কবে সত্যাগ্রহ সভা প্রতিষ্ঠা করেন?

উত্তর: গান্ধীজী ১৯১৯ খিষ্টাব্দে সত্যাগ্রহ সভা প্রতিষ্ঠা।

 

১৪. সত্যার্থ প্রকাশ কে রচনা করেন?

উত্তর: সত্যার্থ প্রকাশ রচনা করেন স্বামী দয়ানন্দ সরস্বতী।

 

১৫. কেন্দ্রীয় আইনসভায় ভগৎ সিং কেন বোমা ছোড়েন?

উত্তর: ডিফেন্স অফ ইন্ডিয়া আইন প্রণয়নের প্রতিক্রিয়ায়, হিন্দুস্থান সমাজতান্ত্রিক রিপাবলিকান অ্যাসোসিয়েশন বিধানসভা কেন্দ্রের ভিতর একটি বোমা নিক্ষেপ করার পরিকল্পনা করেছিলেন ভগৎ সিং। এই কাজের পিছনে মূল উদ্দেশ্য ছিল পাবলিক সেফটি বিলের বিরুদ্ধে প্রতিবাদ। এবং পরিকল্পনা মতই ১৯২৯ সালের ৮ই এপ্রিল, ভগৎ সিং এবং বটুকেশ্বর দত্ত সমাবেশের করিডোরে একটি বোমা নিক্ষেপ করেছিলেন।

Class 12 ABTA Test Paper 2021-22 History page 33

 

১৬. ব্যাবিংটন স্মিথ কমিটি কেন গঠিত হয়?

উত্তর: প্রথম বিশ্বযুদ্ধের সময় ভারতের মুদ্রা ব্যবস্থায় যে অস্থিরতা ও বিশৃঙ্খলা দেখা দেয় তা দূর করার জন্য পরামর্শ গ্রহণের উদ্দেশ্যে একটি কমিটি গঠন করা হয়। স্যার ব্যাবিংটন স্মিথের সভাপতিত্বে ১৯১৯ খ্রিস্টাব্দে মে মাসে ব্যাবিংটন স্মিথ নামে এই কমিটি গঠিত হয়।

অথবা, 

কত খ্রিস্টাব্দে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়?

উত্তর: ১৯৩২ খ্রিস্টাব্দে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়। 

Class 12 ABTA Test Paper 2021-22 History page 33

Thank You

Class 12 ABTA Test Paper 2021-22 History page 33

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Insert math as
Block
Inline
Additional settings
Formula color
Text color
#333333
Type math using LaTeX
Preview
\({}\)
Nothing to preview
Insert
error: Content is protected !!