Sun. Dec 22nd, 2024

Class 12 ABTA Test Paper 2021-22 History page 57

Class 12 ABTA Test Paper 2021-22 History page 57

১। প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো ঃ

(১) ইতিহাস তত্ত্বের জনক ছিলেন –

(ক) হেরোডোটাস

(খ) আমির খসরু

(গ) থুকিডিডিস

(ঘ) ইবন খালদুন

উত্তরঃ (গ) থুকিডিডিস

 

(২) পুরান বিষয়ক বিদ্যাকে কী বলা হয়? –

(ক) মিথোলজি

(খ) সাইকোলজি

(গ) জুলজি

(ঘ) ফিজিওলজি

উত্তরঃ (ক) মিথোলজি

 

(৩) “Early History of India” গ্রন্থটির রচয়িতা –

(ক) জনস্টুয়ার্ট মিল

(খ) জেমস প্রিন্সেপ

(গ) কোলব্রুক

(ঘ) ভিনসেন্ট স্মিথ

উত্তরঃ (ঘ) ভিনসেন্ট স্মিথ

Class 12 ABTA Test Paper 2021-22 History page 57

 

(৪) ইন্ডিয়ান মিউজিয়াম কবে প্রতিষ্ঠিত হয় –

(ক) ১৮১৪ খ্রীঃ

(খ) ১৮১৫ খ্রীঃ

(গ) ১৮১৬ খ্রীঃ

(ঘ) ১৮১৭ খ্রীঃ

উত্তরঃ (ক) ১৮১৪ খ্রীঃ

 

(৫) স্তম্ভ ১-এর সাথে স্তম্ভ-২ মেলাও ঃ

স্তম্ভ-১                                       স্তম্ভ -২

১) চিরস্থায়ী বন্দোবস্ত      (অ) দক্ষিণ ও পশ্চিম ভারত

২) ভাইয়াচারি                 (আ) গাঙ্গেয় উপত্যকা

৩) মহলওয়ারি                (ই) পাঞ্জাব

৪) রায়তওয়ারি               (ঈ) বাংলা

 

বিকল্প সমূহ ঃ

(ক) ১-অ, ২-আ, ৩-ই, ৪-ঈ

(খ) ১-ঈ, ২-ই, ৩-আ, ৪-অ

(গ) ১-অ, ২-ই, ৩-ঈ, ৪-অ

(ঘ) ১-ই, ২-ঈ, ৩-অ, ৪-আ

উত্তরঃ (খ) ১-ঈ, ২-ই, ৩-আ, ৪-অ

 

(৬) ভারতে রায়তওয়ারি বন্দোবস্ত চালু হয় –

(ক) ১৮২০ খ্রীঃ

(খ) ১৮২২ খ্রীঃ

(গ) ১৮৯৩ খ্রীঃ

(ঘ) ১৭৯৩ খ্রীঃ

উত্তরঃ (ক) ১৮২০ খ্রীঃ

 

(৭) শিমনোসিকির চুক্তি স্বাক্ষর করে –

(ক) চিন ও জাপান

(খ) চিন ও জার্মানি

(গ) চিন ও রাশিয়া

(ঘ) চিন ও বৃটেন

উত্তরঃ (ক) চিন ও জাপান

 

(৮) “The History of British India” গ্রন্থটির লেখক –

(ক) মেকলে

(খ) বেন্টিক

(গ) জেরেমি বেন্থাম

(ঘ) জেমস মিল

উত্তরঃ (ঘ) জেমস মিল

Class 12 ABTA Test Paper 2021-22 History page 57

 

(৯) চিনে পোর্তুগিজদের বাণিজ্য ঘাঁটি ছিল –

(ক) ক্যান্টন 

(খ) সাংহাই

(গ) ম্যাকাও

(ঘ) সানটুং

উত্তরঃ (গ) ম্যাকাও

 

(১০) ‘সত্যশোধক সমাজ’ প্রতিষ্ঠা করেন –

(ক) শ্রীনারায়ন গুরু

(খ) বীরসালিঙ্গম

(গ) জ্যোতিরাও ফুলে

(ঘ) দয়ানন্দ সরস্বতী

উত্তরঃ (গ) জ্যোতিরাও ফুলে

 

(১১) বিধবা বিবাহ আইন পাশ হয় –

(ক) ১৮৫৬ খ্রীঃ

(খ) ১৭২৯ খ্রীঃ

(গ) ১৮৯৯ খ্রীঃ

(ঘ) ১৮৭১ খ্রীঃ

উত্তরঃ (ক) ১৮৫৬ খ্রীঃ

 

(১২) AITUC – এর প্রথম সভাপতি ছিলেন –

(ক) লালা হরদয়াল

(খ) লালা লাজপাত রায়

(গ) এম এন রায়

(ঘ) কল্পনা দত্ত

উত্তরঃ (খ) লালা লাজপাত রায়

 

(১৩) প্রথম বাংলা সংবাদপত্র হল –

(ক) সমাচারদর্পন

(খ) দিগ্‌দর্শন

(গ) হিন্দু পেট্রিয়ট

(ঘ) বন্দেমাতরম

উত্তরঃ (ক) সমাচারদর্পন

 

(১৪) নববিধান ঘোষণা করেন –

(ক) কেশবচন্দ্র সেন

(খ) রামমোহন রায়

(গ) দেবেন্দ্রনাথ ঠাকুর

(ঘ) শিবনাথ শাস্ত্রী

উত্তরঃ (ক) কেশবচন্দ্র সেন

Class 12 ABTA Test Paper 2021-22 History page 57

 

(১৫) “Divide and Rule Policy” ব্রিটিশ সরকার চালু করে –

(অ) সাম্রাজ্য রক্ষার জন্য

(আ) ভারতীয়দের উন্নয়নের জন্য

(ই) জাতীয়তাবাদকে দুর্বল করার জন্য

(ঈ) মুসলিমদের তোষণ করার জন্য

 

বিকল্প সমহ ঃ

(ক) আ,ই,ঈ ঠিক অ ভুল

(খ) অ,আ,ঈ ঠিক ই ভুল

(গ) অ,আ,ই ঠিক ঈ ভুল

(ঘ) অ,ই,ঈ ঠিক আ ভুল

উত্তরঃ (ঘ) অ,ই,ঈ ঠিক আ ভুল

 

(১৬) পুনা চুক্তি স্বাক্ষরিত হয় –

(ক) ১৯৩২ খ্রীঃ

(খ) ১৯৩১ খ্রীঃ

(গ) ১৯২৯ খ্রীঃ

(ঘ) ১৯৪২ খ্রীঃ

উত্তরঃ (ক) ১৯৩২ খ্রীঃ

 

(১৭) জালিয়ানওয়ালাবাগ অবস্থিত –

(ক) মিরাটে

(খ) অমৃতসরে

(গ) লাহোরে

(ঘ) দিল্লীতে

উত্তরঃ (খ) অমৃতসরে

 

(১৮) রাওলাট কমিশনের অপর নাম –

(ক) সিডনি কমিশন

(খ) চার্চিল কমিশন

(গ) লিটন কমিশন

(ঘ) সিডিশন কমিশন

উত্তরঃ (ঘ) সিডিশন কমিশন

 

(১৯) ভাইকম সত্যগ্রহ শুরু হয় –

(ক) উত্তর ভারতে

(খ) দক্ষিন ভারতে

(গ) পূর্ব ভারতে

(ঘ) পশ্চিম ভারতে

উত্তরঃ (খ) দক্ষিন ভারতে

 

(২০) ভারত ছাড়ো আন্দোলনে ধ্বনি ওঠে –

(ক) জয়হিন্দ

(খ) দিল্লী চলো

(গ) Do or Die

(ঘ) ইনক্লাব জিন্দাবাদ

উত্তরঃ (গ) Do or Die

Class 12 ABTA Test Paper 2021-22 History page 57

 

(২১) পার্ল হারবারে মার্কিন নৌঘাঁটি ধ্বংস করে কোন দেশ? –

(ক) জার্মানি

(খ) ইটালি

(গ) রাশিয়া

(ঘ) জাপান

উত্তরঃ (ঘ) জাপান

 

(২২) ভারতের স্বাধীনতা আইন কোথায় পাশ হয়? –

(ক) ভারতে

(খ) পাকিস্তানে

(গ) বাংলাদেশে

(ঘ) ব্রিটেনে

উত্তরঃ (ক) ভারতে

 

(২৩) আজাদ হিন্দ বাহিনী মণিপুরের কোন শহরটি দখল করে –

(ক) আইজল

(খ) কোহিমা

(গ) ডিমাপুর

(ঘ) চট্টগ্রাম

উত্তরঃ (খ) কোহিমা

 

(২৪) ক্রিপস মিশনের প্রস্তাবগুলি কে দুর্ভাগ্য জনক বলেন? –

(ক) সুভাষচন্দ্র বসু

(খ) গান্ধিজী

(গ) জওহরলাল নেহরু

(ঘ) আম্বেদকর

উত্তরঃ (গ) জওহরলাল নেহরু

Class 12 ABTA Test Paper 2021-22 History page 57

Thank You

Class 12 ABTA Test Paper 2021-22 History page 57

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Insert math as
Block
Inline
Additional settings
Formula color
Text color
#333333
Type math using LaTeX
Preview
\({}\)
Nothing to preview
Insert
error: Content is protected !!