Wed. Mar 12th, 2025

    Class 12 ABTA Test Paper 2021-22 Political Science page 1

    Class 12 ABTA Test Paper 2021-22 Political Science page 1

     

    ১। বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে লেখো ঃ

    (১) কে কূটনীতিকে নিজ নিজ দেশের ‘চক্ষু ‘ ও ‘কর্ণ’ বলে চিহ্নিত করেছেন? –

    (ক) মর্গেনথাউ

    (খ) পামার ও পারকিনস

    (গ) হফম্যান

    (ঘ) ফ্র্যাঙ্কেল

    উত্তরঃ (খ) পামার ও পারকিনস

     

    (২) ‘Politics Among Nation’ গ্রন্থটির রচয়িতা হলেন –

    (ক) মরগেন থাউ

    (খ) হলস্টি

    (গ) ই এইচ কার

    (ঘ) জিমার্ন

    উত্তরঃ (ক) মরগেন থাউ

     

    (৩) পশ্চিমি উদারনীতিবাদের জনক কে? –

    (ক) কান্ট

    (খ) হেগেল

    (গ) জন লক

    (ঘ) ডাইসি

    উত্তরঃ (গ) জন লক

     

    (৪) গান্ধিজির রাজনৈতিক চিন্তা ভাবনার কেন্দ্রবিন্দু হল –

    (ক) গণতন্ত্র

    (খ) সত্যাগ্রহ

    (গ) সর্বোদয়

    (ঘ) অহিংসা

    উত্তরঃ (ক) গণতন্ত্র

     

    (৫) ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মুখ্য প্রবক্তা কে? –

    (ক) মন্তেস্কু

    (খ) ব্ল্যাকস্টোন

    (গ) বার্কান

    (ঘ) ডাইসি

    উত্তরঃ (ক) মন্তেস্কু

     

    (৬) বহু পরিচালক শাসন ব্যবস্থার উদাহরণ হল –

    (ক) ব্রিটেন

    (খ) ভারত

    (গ) সুইজারল্যান্ড

    (ঘ) ফ্রান্স

    উত্তরঃ (গ) সুইজারল্যান্ড

     

    (৭) এক কক্ষবাদের সমর্থন হলেন –

    (ক) জে এস মিল

    (খ) ল্যাস্কি

    (গ) লর্ড অ্যাকটন

    (ঘ) লর্ড ব্রাইস

    উত্তরঃ (খ) ল্যাস্কি

     

    (৮) “ন্যায় বিচারের দীপশিখাটি অন্ধকারের মধ্যে নিভে গেলে কী ভীষণ সেই অন্ধকার” – কথাটি বলেছেন –

    (ক) মার্কস

    (খ) গেটেল

    (গ) লর্ড ব্রাইস

    (ঘ) গার্নার

    উত্তরঃ (গ) লর্ড ব্রাইস

     

    (৯) প্রকৃত শাসক হল –

    (ক) ব্রিটিশ রাজা বা রানী

    (খ) ভারতের রাষ্ট্রপতি

    (গ) ভারতের প্রধানমন্ত্রী

    (ঘ) কেউ নন

    উত্তরঃ (গ) ভারতের প্রধানমন্ত্রী

     

    (১০) রাজ্যপালকে ‘সোনার খাঁচায় বন্দি পাখি’ – বলেছেন –

    (ক) নেহরু

    (খ) পাইলি

    (গ) সরোজিনী নাইডু

    (ঘ) গান্ধিজি

    উত্তরঃ (গ) সরোজিনী নাইডু

     

    (১১) ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন –

    (ক) ডঃ রাজেন্দ্র প্রসাদ

    (খ) ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণান

    (গ) ডঃ জাকির হোসেন

    (ঘ) কোনটিই নয়

    উত্তরঃ (ক) ডঃ রাজেন্দ্র প্রসাদ

    Class 12 ABTA Test Paper 2021-22 Political Science page 1

     

    (১২) ভারতের রাষ্ট্রপতি __________ ধরনের জরুরী অবস্থা জারী করতে পারেন –

    (ক) ১

    (খ) ২

    (গ) ৩

    (ঘ) ৪

    উত্তরঃ (গ) ৩

     

    (১৩) কেন্দ্রীয় মন্ত্রিসভা দায়িত্বশীল থাকে __________ এর কাছে। –

    (ক) লোকসভা

    (খ) পার্লামেন্ট

    (গ) রাজ্যসভা

    (ঘ) সুপ্রীমকোর্ট

    উত্তরঃ (ক) লোকসভা

     

    (১৪) রাজ্যসভায় সভাপতিত্ব করেন –

    (ক) রাষ্ট্রপতি

    (খ) উপরাষ্ট্রপতি

    (গ) স্পীকার

    (ঘ) প্রধানমন্ত্রী

    উত্তরঃ (খ) উপরাষ্ট্রপতি

     

    (১৫) বিধান সভার সদস্য হতে গেলে ন্যূনতম বয়স হতে হয় –

    (ক) ১৮ বছর

    (খ) ২৫ বছর

    (গ) ৩০ বছর

    (ঘ) ৩৫ বছর

    উত্তরঃ (খ) ২৫ বছর

     

    (১৬) অর্থ বিল প্রথম উপস্থিত হয় –

    (ক) লোক সভায়

    (খ) রাজ্য সভায়

    (গ) বিধান পরিষদে

    (ঘ) সুপ্রীম কোর্টে

    উত্তরঃ (ক) লোক সভায়

    Class 12 ABTA Test Paper 2021-22 Political Science page 1

     

    (১৭) ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয় –

    (ক) ১৯৮৫ সালে

    (খ) ১৯৮৭ সালে

    (গ) ১৯৮৬ সালে

    (ঘ) ১৯৮৮ সালে

    উত্তরঃ (গ) ১৯৮৬ সালে

     

    (১৮) লোক আদালত প্রথম গঠিত হয়েছিল – 

    (ক) দিল্লিতে

    (খ) জুনাগড়ে (গুজরাট)

    (গ) চেন্নাইতে

    (ঘ) মুম্বাইতে

    উত্তরঃ (খ) জুনাগড়ে (গুজরাট)

     

    (১৯) সুপ্রীম কোর্টের বিচারপতিদের অবসরের বয়স হল –

    (ক) ৬৫ বছর

    (খ) ৬২ বছর

    (গ) ৬০ বছর

    (ঘ) ৭০ বছর

    উত্তরঃ (ক) ৬৫ বছর

     

    (২০) সুপ্রীম কোর্টের আছে –

    (ক) মূল এলাকা

    (খ) আপীল এলাকা

    (গ) পরামর্শদান এলাকা

    (ঘ) মূল, আপীল ও পরামর্শদান এলাকা

    উত্তরঃ (ঘ) মূল, আপীল ও পরামর্শদান এলাকা

     

    (২১) ভারতের ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত আইন পাশ হয় __________ সালে। –

    (ক) ১৯৭০

    (খ) ১৯৭১

    (গ) ১৯৭২

    (ঘ) ১৯৭৩

    উত্তরঃ (ঘ) ১৯৭৩

    Class 12 ABTA Test Paper 2021-22 Political Science page 1

     

    (২২) প্রতিটি গ্রাম পঞ্চায়েত __________ জন সদস্য নিয়ে গঠিত। –

    (ক) ৫-৩০

    (খ) ৫-১০

    (গ) ১০-৩০

    (ঘ) ১০-২০

    উত্তরঃ (ক) ৫-৩০

     

    (২৩) পশ্চিমবঙ্গে প্রথম পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয় –

    (ক) ১৯৭৫ সালে

    (খ) ১৯৭৭ সালে

    (গ) ১৯৭৮ সালে

    (ঘ) ১৯৮০ সালে

    উত্তরঃ (গ) ১৯৭৮ সালে

     

    (২৪) পশ্চিমবঙ্গে পৌর আইন প্রণীত হয় –

    (ক) ১৯৯২ 

    (খ) ১৯৯৩

    (গ) ১৯৯৪

    (ঘ) ১৯৯৫

    উত্তরঃ (খ) ১৯৯৩

    Class 12 ABTA Test Paper 2021-22 Political Science page 1

    Thank You

    Class 12 ABTA Test Paper 2021-22 Political Science page 1

    2 thoughts on “Class 12 ABTA Test Paper 2021-22 Political Science page 1”

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Insert math as
    Block
    Inline
    Additional settings
    Formula color
    Text color
    #333333
    Type math using LaTeX
    Preview
    \({}\)
    Nothing to preview
    Insert
    error: Content is protected !!