Higher Secondary ABTA Test Paper 2023 History Page AC 156
Higher Secondary ABTA Test Paper 2023 History Page AC 156
1. সঠিক উত্তরটি নির্বাচন করো :
(i) বৈজ্ঞানিক ইতিহাসচর্চার জনক বলা হয়- থুসিডাইডিসকে
(ii) ব্রিটিশ মিউজিয়াম প্রতিষ্ঠিত হয়- ১৭৫৩ খ্রিস্টাব্দে
(iii) নতুন বিশ্ব বা ‘New World’ শব্দটি প্রথম ব্যবহার করেন – আমেরিগো ভেসপুচি
(iv) ভাস্কো-ডা-গামা ভারতের কোন্ বন্দরে প্রথম পদার্পণ করেন – কালিকট
(v) কে বাংলায় দ্বৈতশাসন ব্যবস্থার অবসান ঘটান – ওয়ারেন হেস্টিংস
(vi) ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় – ১৮০০ খ্রিস্টাব্দে
(vii) স্তম্ভ মেলাও :
স্তম্ভ ১ | স্তম্ভ ২ |
(i) অমৃতসরের সন্ধি | (a) ১৭৮২ সাল |
(ii) শ্রীরঙ্গপত্তমের সন্ধি | (b) ১৮০২ সাল |
(iii) সলবাইয়ের সন্ধি | (c) ১৮০৯ সাল |
(iv) বেসিনের সন্ধি | (d) ১৭৯২ সাল |
উত্তরঃ
স্তম্ভ ১ | স্তম্ভ ২ |
(i) অমৃতসরের সন্ধি | (c) ১৮০৯ সাল |
(ii) শ্রীরঙ্গপত্তমের সন্ধি | (d) ১৭৯২ সাল |
(iii) সলবাইয়ের সন্ধি | (a) ১৭৮২ সাল |
(iv) বেসিনের সন্ধি | (b) ১৮০২ সাল |
(viii) ডিরোজিওর অনুগামীদের বলা হয় – ইয়ংবেঙ্গল
(ix) ‘দক্ষিণী বিদ্যাসাগর’ কাকে বলা হতো – বীরসালিঙ্গম পানতুলু
(x) ‘বর্তমান ভারত’ রচনা করেন – স্বামী বিবেকানন্দ
(xi) মলে-মিন্টো সংস্কার আইন প্রবর্তিত হয় – ১৯০৯ খ্রিস্টাব্দে
(xii) মুসলিম লীগের কোন অধিবেশনে পৃথক পাকিস্তান-এর দাবি তোলা হয় সেটি হলো – লাহোর
(xiii) সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষণা করেন- র্যামসে ম্যাকডোনাল্ড
(xiv) ‘করেঙ্গে ইয়া মরেঙ্গে’ গান্ধীজির এই কথাটি যুক্ত ছিল – আইন অমান্য আন্দোলনের সঙ্গে
(xv) ভারতীয় স্বাধীনতা আইন পাস হয় ১৯৪৭ সালের ১৮ জুলাই
(xvi) গান্ধীজি ‘ফেল পড়া ব্যাংকের উপর আগামী তারিখের চেক’ বলে মন্তব্য করেন – ক্রিপস প্রস্তাবকে
(xvii) ন্যাটো গঠিত হয় – ১৯৪৯ খ্রিস্টাব্দে
(xviii) পঞ্চশীল স্বাক্ষরিত হয় ভারত ও চীনের মধ্যে
(xix) ফুলটন বক্তৃতা দিয়েছিলেন – চার্চিল
(xx) দিয়েন বিয়েন ফু-র যুদ্ধে তো জয়ী হয়েছিল – ভিয়েতনাম
(xxi) ভারতের পরিকল্পনা কমিশন কবে গঠিত হয়েছিল – ১৯৫০ খ্রিস্টাব্দে
(xxii) পি সি মহালানবিশ ভারতে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার খসড়া প্রস্তুত করেন – প্রথম
(xxiii) আলজেরিয়ায় উপনিবেশ ছিল – ফ্রান্সের
(xiv) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয় – ২১ ফেব্রুয়ারি
আরো পড়ুন :
Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution
মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান
Madhyamik Previous 5 Years Paper Solution
Subscribe my YouTube channel : Science Duniye in Bangla
Higher Secondary ABTA Test Paper 2023 History Page AC 156,Higher Secondary ABTA Test Paper 2023 History Page AC 156,Higher Secondary ABTA Test Paper 2023 History Page AC 156