Sat. Dec 21st, 2024

Higher Secondary ABTA Test Paper 2023 History Page AC 170

Higher Secondary ABTA Test Paper 2023 History Page AC 170

1. সঠিক উত্তরটি নির্বাচন করো :

(i) ‘ইতিহাস একটি বিজ্ঞান’ বেশিও নয়, কমও নয় – এটি কার উক্তি? – বিউরি

(ii) কার তত্বাবধানে “ভারতীয় জাদুঘর” স্থাপিত হয়? – ডঃ ন্যাথানিয়েল উলরিখের

(iii) মুক্তদ্বার নীতিকে “অদৃশ্য সাম্রাজ্যবাদ” বলেন – জওহরলাল নেহরু

(iv) স্তম্ভ মেলাও :

 

স্তম্ভ ১ স্তম্ভ ২
(i) সগৌলির সন্ধি (a) ১৮৭৯ খ্রিস্টাব্দ
(ii) ইয়ান্দাবুর সন্ধি (b) ১৮১৬ খ্রিস্টাব্দ
(iii) নানকিং-এর সন্ধি (c) ১৮২৬ খ্রিস্টাব্দ
(iv) গন্ডামাকের সন্ধি (d) ১৮৪২ খ্রিস্টাব্দ

উত্তরঃ

 

স্তম্ভ ১ স্তম্ভ ২
(i) সগৌলির সন্ধি (b) ১৮১৬ খ্রিস্টাব্দ
(ii) ইয়ান্দাবুর সন্ধি (c) ১৮২৬ খ্রিস্টাব্দ
(iii) নানকিং-এর সন্ধি (d) ১৮৪২ খ্রিস্টাব্দ
(iv) গন্ডামাকের সন্ধি (a) ১৮৭৯ খ্রিস্টাব্দ

 

(v) কত খ্রিস্টাব্দে সর্বশেষ সপর্দ আইন বা চার্টার অ্যাক্ট পাশ হয়? – ১৮৫৩ খ্রিস্টাব্দে

(vi) ক্যান্টন বাণিজ্যের অবসান ঘটে – ১৮৪২ খ্রিস্টাব্দে

(vii) “কাও তাও প্রথা” হলো – চিন সম্রাটকে নতজানু হয়ে অভিবাদন জানানো

(viii) “গণবণী” পত্রিকার সম্পাদক ছিলেন – মুজফফর আহমদ

(ix) “হিন্দু পাইওনিয়ার” পত্রিকা কারা প্রকাশ করে? – নব্যবস

(x) কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন – ওয়ারেন হেস্টিংস

(xi) ভারত সচিব এবং ভাইসরয় পদের সৃষ্টি হয়- ১৮৫৮ খ্রিস্টাব্দের ভারত শাসন আইনে

(xii) পুণা চুক্তি স্বাক্ষরিত হয় – গান্ধিজী ও আম্বেদকরের মধ্যে

(xiii) মুসলিম লিগ প্রতিষ্ঠিত হয়েছিল – ঢাকায়

(xiv) ত্রিপুরী কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন – ডঃ সীতারামাইয়া

(xv) “ওয়াশিংটন চুক্তি” স্বাক্ষরিত হয় – ১৯২১ খ্রিস্টাব্দে

(xvi) ভারতীয় গণপরিষদের আসন সংখ্যা কত ছিল? – ৩৮৯

(xvii) NTBT স্বাক্ষরিত হয়? – আমেরিকা ও রাশিয়ার মধ্যে

(xviii) “গ্লাসনস্ত”-এর প্রবর্তক ছিলেন – গর্বাচভ

(xix) করে বার্লিন প্রাচীর ভেঙে ফেলা হয়? – ১৯৮৯ খ্রিস্টাব্দের ৭ই ডিসেম্বর

(xx) দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্তর্ভুক্ত দেশগুলি হলো- ফ্রান্স, সোভিয়েত ইউনিয়ন

(xxi) “আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি, আমি কী ভুলিতে পারি” – গানটি রচনা করেন – আবদুল গফফর চৌধুরী

(xxii) “স্বেচ্ছাধীন ক্ষমতা” একমাত্র প্রয়োগ করতে পারেন – রাজ্যপাল

(xxiii) ১৯৫১ খ্রিস্টাব্দে প্রথম ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ টেকনোলজি স্থাপিত হয় – খড়কপুরে

(xiv) প্রশান্তচন্দ্র মহলানবিশ ভারতে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার খসড়া প্রস্তুত করেন? – প্রথম

 

আরো পড়ুন :

Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution

মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান 

মাধ্যমিক জীবন বিজ্ঞান নোট 

Madhyamik Previous 5 Years Paper Solution 

Subscribe my YouTube channel : Science Duniye in Bangla

Higher Secondary ABTA Test Paper 2023 History Page AC 170,Higher Secondary ABTA Test Paper 2023 History Page AC 170,Higher Secondary ABTA Test Paper 2023 History Page AC 170

One thought on “Higher Secondary ABTA Test Paper 2023 History Page AC 170”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Insert math as
Block
Inline
Additional settings
Formula color
Text color
#333333
Type math using LaTeX
Preview
\({}\)
Nothing to preview
Insert
error: Content is protected !!