Sat. Dec 21st, 2024

Higher Secondary ABTA Test Paper 2023 History Page AC 219

Higher Secondary ABTA Test Paper 2023 History Page AC 219

1. সঠিক উত্তরটি নির্বাচন করো :

(i) ‘জাতিগর্বের তত্ত্ব’ তুলে ধরেছেন – কিপলিং

(ii) ইতিহাস রচনার সূত্রপাত ঘটেছিল – গ্রিসে

(iii) পোর্তুগিজরা ‘ব্ল্যাক গোল্ড’ বলত- গোলমরিচ

(iv) ইনকা সভ্যতা ধ্বংস করেন ফ্রান্সিসকো পিজারো

(v) পলাশির যুদ্ধের সময় ইংরেজ সেনাপতি ছিলেন – রবার্ট ক্লাইভ

(vi) বাংলাদেশে স্বাধীন নবাবির সূচনা করেন – আলিবর্দী

(vii) স্তম্ভ-ক এর সঙ্গে স্তম্ভ-খ মেলাও :

 

স্তম্ভ ক স্তম্ভ খ
(i) সলবাই সন্ধি (a) ১৮০৯
(ii) অমৃতসরের সন্ধি (b) ১৭৬৫
(iii) দেওয়ানি লাভ (c) ১৭৭০
(iv) ছিয়াত্তরের মন্বন্তর  (d) ১৭৮২

উত্তরঃ 

 

স্তম্ভ ক স্তম্ভ খ
(i) সলবাই সন্ধি (a) ১৭৮২
(ii) অমৃতসরের সন্ধি (b) ১৮০৯
(iii) দেওয়ানি লাভ (c) ১৭৬৫
(iv) ছিয়াত্তরের মন্বন্তর  (d) ১৭৭০

(viii) গুজরাটের খেদা জেলার দরিদ্র কৃষকরা যে নামে পরিচিত ছিল – পতিদার

(ix) সত্যশোধক সমাজের মুখপাত্র ছিল – দীনমিত্র

(x) তাইপিং কথাটির অর্থ – মহান শান্তি

(xi) ওয়ালচাঁদ ও হীরাচাঁদ পুঁজি বিনিযোগ করেন – জাহাজ শিল্পে

(xii) সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষিত হয় – ১৯৩২ খ্রিস্টাব্দে

(xiii) পশ্চিম ভারতে দেশীয় পুঁজিতে গড়ে ওঠে – বস্ত্ৰ শিল্প

 

(xiv) স্তম্ভ-ক এর সঙ্গে স্তম্ভ-খ মেলাও :

 

স্তম্ভ ক স্তম্ভ খ
(i) দিল্লী চলো (a) গান্ধীজি
(ii) ডু অর ডাই (b) মুসলিম লিগ
(iii) এশিয়া এশিয়াবাসীর জন্য (c) নেতাজি
(iv) লড়কে লেঙ্গে পাকিস্তান (d) জাপান

উত্তরঃ 

স্তম্ভ ক স্তম্ভ খ
(i) দিল্লী চলো (c) নেতাজি
(ii) ডু অর ডাই (a) গান্ধীজি 
(iii) এশিয়া এশিয়াবাসীর জন্য (d) জাপান
(iv) লড়কে লেঙ্গে পাকিস্তান (b) মুসলিম লিগ

(xv) নেতাজিকে জাপানে আমন্ত্রণ জানান – রাসবিহারী বসু

(xvi) রশিদ আলি দিবস পালিত হয় – ১২ ফেব্রুয়ারি

(xvii) Mr. X ছদ্মনাম ছিল – জর্জ কেন্নান-এর

(xviii) পটলডাম সম্মেলন অনুষ্ঠিত হয় – ১৯৪৫ খ্রিস্টাব্দে

(xix) জিওনিস্টদের সংগঠনের সভাপতি ছিলেন – ওয়েইজম্যান

(xx) পেন্টাগন যে দেশের সমর দপ্তর সেটি হল – মার্কিন যুক্তরাষ্ট্র

(xxi) জিম্বাবোয়ের পূর্ব নাম ছিল – রোডেশিয়া

(xxii) আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতি ছিলেন – ফারহাস আব্বাস

(xxiii) ভারতীয় পরিকল্পনা কমিশনের মূল রূপকার ছিলেন – জওহরলাল নেহরু

(xxiv) বাংলাদেশের মুক্তিযুদ্ধে সেনা দিয়ে সাহায্য করে – ভারত

 

আরো পড়ুন :

Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution

মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান 

মাধ্যমিক জীবন বিজ্ঞান নোট 

Madhyamik Previous 5 Years Paper Solution 

Subscribe my YouTube channel : Science Duniye in Bangla

Higher Secondary ABTA Test Paper 2023 History Page AC 219,Higher Secondary ABTA Test Paper 2023 History Page AC 219,Higher Secondary ABTA Test Paper 2023 History Page AC 219

One thought on “Higher Secondary ABTA Test Paper 2023 History Page AC 219”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Insert math as
Block
Inline
Additional settings
Formula color
Text color
#333333
Type math using LaTeX
Preview
\({}\)
Nothing to preview
Insert
error: Content is protected !!