Higher Secondary ABTA Test Paper 2023 Sanskrit Page AC 46
Higher Secondary ABTA Test Paper 2023 Sanskrit Page AC 46
1. সঠিক উত্তর নির্বাচন করে লেখো :
গদ্যাংশ
(i) চোরেদের সঙ্গে কটি বাহন ছিল? – চল্লিশটি ঘোড়া
(ii) “তুষ্ণীম্” শব্দের একটি সংস্কৃত প্রতিশব্দ হল – নিঃশব্দম্
(iii) চোরেরা ঘোড়াগুলোর বলগা খুলে তাদের গলায় ঝুলিয়েছিল – ধানের থলে
(iv) অলিপর্বার ভাইয়ের নাম কি? – কশ্যপ
পদ্যাংশ
(v) গীতা মহাভারতের কোন পর্বের অন্তর্গত? – ভীষ্ম পর্ব
(vi) “মুনিবরকন্যে” – এখানে কোন মুনির কথা বলা হয়েছে? – জহ্নু
(vii) গঙ্গা কার পাদপদ্মে বিহারকারিণী? – শ্রীহরির
(viii) কর্মেন্দ্রিয় কটি – ৫টি
নাট্যাংশ
(ix) রাজা ইন্দ্রবর্মার বিবাহের কতদিন বাকি ছিল – ৪ দিন
(x) “আবর্জয়” পদটির অর্থ – উজাড় করে দেওয়া
(xi) ‘বাসন্তিকস্বপ্লম্’ কোন ইংরেজি নাটক অবলম্বনে রচিত- এ মিড সামার নাইটস ড্রিম
(xii) ‘উচ্ছ্বাহ’ শব্দের অর্থ – বিবাহ
সাহিত্যের ইতিহাস
(xiii) “চরকসঙ্ঘিতা” গ্রন্থের বর্ণনীয় বিষয়- চিকিৎসাবিজ্ঞান
(xiv) “অভিজ্ঞান-শকক্তলম্” নাটকের নায়কের নাম – দুষ্যন্ত
(xv) ‘মেঘদূত’ কোন্ ছন্দে রচিত – মন্দাক্রান্ত
2. পূর্ণ বাক্যে উত্তর দাও :
গদ্যাংশ (যে কোনো তিনটি)
(i) গুহাতে প্রথম কে প্রবেশ করেছিল?
উত্তরঃ দস্যু
(ii) “সপ্তয়” শব্দের অর্থ কি?
উত্তরঃ ঘোড়াগুলি
(iii) ফাল্গুন মাসে বৃক্ষের শাখা কিরূপ থাকে?
উত্তরঃ পত্রশুন্য
(iv) কারা স্ফোট স্বীকার করেন?
উত্তরঃ বৈয়াকরণগন
পদ্যাংশ
(v) শ্রীমৎভগবতগীতায় কে কাকে উপদেশ দেন?
উত্তরঃ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে
(vi) মিথ্যাচারী এর সাধারণ অর্থ কি?
উত্তরঃ কপটাচারী বা ভন্ড
(vii) “শংকরমৌলিবিহারিনী” – মৌলি শব্দের অর্থ কি?
উত্তরঃ মস্তক
(viii) গঙ্গাকে সুরেশ্বরী বলা হয়েছে কেন?
উত্তরঃ মাগঙ্গা হলেন দেবতাদের ঈশ্বরী
নাট্যাংশ
(ix) “কথয় রাসু” এখানে ‘বাসু’ বলতে কাকে বোঝানো হয়েছে?
উত্তরঃ কৌমুদী
(x) নাটকে বিবাহের দুটি প্রতিশব্দ লেখো।
উত্তরঃ পরিণয়, উদ্বাহ
(xi) ইন্দ্ৰবৰ্মা চাঁদকে নিষ্ঠুর বলেছেন কেন?
উত্তরঃ চাঁদ ক্ষয়তে অমাবস্যার দিকে এগিয়ে গেলেও রাজার কাছে যেন চাঁদ কিছুতেই ক্ষয়তে চায়না, তাই রাজা চাঁদ কে নিষ্ঠুর বলেছেন।
(xii) কৌমুদীর পিতার নাম কি?
উত্তরঃ ইন্দুশর্মা
সাহিত্যের ইতিহাস
(xiii) “দশগীতিকারসূত্র” কার লেখা।
উত্তরঃ আর্যভট্ট
(xiv) নারী চরিত্র বর্জিত একটি নাটকের নাম লেখ ৷
উত্তরঃ মুদ্রারাক্ষস
(xv) রামায়ণ অবলম্বনে ভাসের লেখা নাটকগুলির নাম লেখো।
উত্তরঃ প্রতিমা এবং অভিষেক
আরো পড়ুন :
H.S ABTA Test Paper 2022-2023 All subjects solution
Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution
মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান
Madhyamik Previous 5 Years Paper Solution
Subscribe my YouTube channel : Science Duniye in Bangla
Higher Secondary ABTA Test Paper 2023 Sanskrit Page AC 46,Higher Secondary ABTA Test Paper 2023 Sanskrit Page AC 46,Higher Secondary ABTA Test Paper 2023 Sanskrit Page AC 46
HH by
Class xii sujestion Sanskrit