Thu. Dec 26th, 2024

HS ABTA Test Paper 2023 Geography Page AC 78

HS ABTA Test Paper 2023 Geography Page AC 78

1. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো (সকল প্রশ্ন আবশ্যিক) :

(i) পাললিক শিলা গঠনের সময় যে জল শিলাস্তরের মধ্যে আবদ্ধ হয়ে যায় তাকে বলে – সহজাত জল

(ii) কাস্ট ভূমিরূপ সৃষ্টি হয় – চুনাপাথর গঠিত অঞ্চলে

(iii) উপকূলবর্তী অঞ্চলের সমান্তরালে যে বাঁধ সৃষ্টি হয় তাকে বলে – পুরোদেশীয় বাঁধ

(iv) চারপাশ উচ্চভূমি দ্বারা বেষ্টিত কোনো অবনতভূমিতে সৃষ্টি হয়- কেন্দ্রমুখী

(v) অসম বিকাশ তত্ত্বের জনক হলেন- ক্রিকমে

(vi) স্বাভাবিক ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায়ে সৃষ্টি অবশিষ্ট পাহাড়গুলিকে বলে – মোনাডনক

(vii) মৃত্তিকা সৃষ্টির একটি সক্রিয় কারণ হল – জীবজগৎ

(viii) আদর্শ মৃত্তিকা পরিলেখ গড়ে উঠেছে যে মৃত্তিকায় সেটি হল – পডজল মুক্তিকা

(ix) ফেরেল সঞ্চালন কোশের প্রকৃত অবস্থান হল – উপক্রান্তীয় উচ্চচাপ ও উপমেরু নিম্নচাপের মধ্যাংশ

(x) অ্যান্টার্কটিকায় ওজোন গহ্বরের অস্তিত্ব সর্বপ্রথম উল্লেখ করেন – বিজ্ঞানী ফারমেন

(xi) বসুন্ধরা সম্মেলনে গৃহীত পদক্ষেপটি হল – এজেন্ড-২১

(xii) স্বাভাবিক বাসস্থানের পরিবেশে জীববৈচিত্র্য সংরক্ষণকে বলে – ইন-সিটু সংরক্ষণ

(xiii) আধা-প্রাকৃতিক দুর্যোগের একটি উদাহরণ হল – ভূমিধ্বস

 

(xiv) পঞ্চম স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত শ্রমজীবী গোষ্ঠীকে বলে – স্বর্ণালি পোশাক কর্মজীবী

(xv) ব্রাজিলে কফি বাগিচাগুলিকে বলে – ফাজেন্দা

(xvi) যে কাঁচামাল একটি নির্দিষ্ট অঞ্চলে লভ্য তাকে বলা হয়- কেন্দ্রীভূত কাঁচামাল

(xvii) বাংলাদেশের প্রাচীনতম শিল্পটি হল – হস্তশিল্প

(xviii) ভারতের একটি প্রতিরক্ষা শহর হল – গোয়ালিয়র

(xix) গ্রামের পোশাকি নাম – মৌজা

(xx) গবেষণা ও উন্নয়নভিত্তিক কার্যকলাপ – চতুর্থ শ্রেণির অর্থনৈতিক

(xxi) নিবিড় জীৱিকা সত্ত্বাভিত্তিক কৃষির প্রধান ফসল – ধান

 

2. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) :

(i) যে কাল্পনিক রেখা সমপরিমান ব্যয় ক্ষেত্রগুলিকে যুক্ত করে তাকে কি বলে?
উত্তরঃ আইসোটিম

অথবা,

নিউজপ্রিন্ট উৎপাদনে বিশ্বে প্রথম স্থান অধিকার করে কোন দেশ?

উত্তরঃ কানাডা

(ii) ভারত Demographic Transition-এর কোন পর্যায়ে রয়েছে?

উত্তরঃ জনঘনত্ব

(iii) বল উইভিল পোকা কোন ফসলের ক্ষতি করে?

উত্তরঃ কার্পাস তুলো চাষে

অথবা,

রেটুন প্রথায় চাষ হয় কোন ফসলের?

উত্তরঃ আখ গাছের

(iv) ছোটো আয়তনের ওভালা কি নামে পরিচিত?

উত্তরঃ জামা

অথবা,

জল ও স্থলভাগের সীমানা নির্দেশকারী রেখাকে কি বলে?

উত্তরঃ উপকূলরেখা

(v) নদীর পুনযৌবন লাভের ফলে সৃষ্ট একটি ভূমিরূপের নাম কর।

উত্তরঃ নদীমঞ্চ, নিকবিন্দু

অথবা,

কোন জলনির্গমন প্রণালীতে নদীগুলি শিলাস্তরের আয়াম বরাবর প্রবাহিত হয়?

উত্তরঃ জাফরিরূপী জলনির্গম প্রণালী

(vi) একটি আঞ্চলিক মৃত্তিকার উদাহরণ দাও।

উত্তরঃ লোয়েস পলল মৃত্তিকা

অথবা,

মৃত্তিকার pH কাকে বলে?

উত্তরঃ মৃত্তিকা pH বলতে এমন একটি স্কেল বা পরিমাপককে বোঝায়, যার মাধ্যমে মৃত্তিকা দ্রবণের অম্লত্ব ও ক্ষারকিয়তাকে নির্ণয় করা হয়।

(vii) ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণাবাতটি কি নামে পরিচিত?

উত্তরঃ ক্যারিবিয়ান সাগরে ক্রান্তীয় ঘূর্ণিবাত “হ্যারিকেন” নামে পরিচিত।

অথবা,

থামসিন নামক স্থানীয় বায়ুটি কোন দেশে দেখা যায়?

উত্তরঃ মিশর

(viii) যে সকল উদ্ভিদ ছায়া আবৃত অঞ্চলে ভালো বৃদ্ধি পায় তাদের কি বলে?

উত্তরঃ সিওফাইট

অথবা,

বায়ুমন্ডলের প্রাকৃতিক সৌরপর্দা বলা হয় বায়ুমন্ডলের কোন স্তরকে ?

উত্তরঃ ওজোন স্তরকে

(ix) Biodiversity শব্দটি প্রথম ব্যবহার করেন কোন বিজ্ঞানী?

উত্তরঃ ডব্লু জি রোজেন

অথবা,

একটি মনুষ্যসৃষ্ট বিপর্যয়ের উদাহরণ দাও।

উত্তরঃ ভোপাল গ্যাস দুর্ঘটনা

(x) শুষ্ক ক্ষয়চক্রের কোন পর্যায়ে পেডিমেন্ট গড়ে ওঠে?

উত্তরঃ পরিণত অবস্থায়

অথবা,

ভৌমজলের প্রধান উৎস কোনটি?

উত্তরঃ বৃষ্টি ও তুষার গলা জল

 

(xi) হিউমাস কি?

উত্তরঃ গাছপালা ও প্রাণীদেহের পচা অংশ একত্রে মিশে মাটিতে যে জৈব পদার্থ তৈরি হয় তাকে হিউমাস বলে। এটি মাটির একটি গুরুত্বপূর্ণ উপাদান, এর রং কালচে।

অথবা,

এলুভিয়েশন কাকে বলে?

উত্তরঃ যে প্রক্রিয়ায় মাটির উপরের স্তর থেকে খনিজ পদার্থ বৃষ্টির জলের দ্রবীভূত হয়ে বা জলে ভাসমান অবস্থায় মাটির নিচের স্তরে স্থানান্তরিত হয়, তাকে এলুভিয়েশন বলে।

(xii) বায়ুসীমান্ত কি?

উত্তরঃ বায়ু সীমান্ত বলতে দুটি বায়ুপুঞ্জের মধ্যবর্তী সীমানাকে বোঝায়। ভিন্ন ভিন্ন তাপমাত্রা ও আর্দ্রতা বিশিষ্ট দুটি বায়ুপুঞ্জ যদি একে অপরের দিকে অগ্রসর হয় তাহলে বায়ুপুঞ্জগুলি একত্রে মিশে না গিয়ে একটি ঢালু সীমা রেখা বরাবর পৃথক হয়ে যায়, একে বায়ু সীমান্ত বলে।

অথবা,

জোট বায়ু কাকে বলে?

উত্তরঃ ট্রপোস্ফিয়ারের উর্ধ্ববাংশে অথবা স্ট্র্যাটোস্ফিয়ারে প্রায় অনুভূমিক অক্ষ বরাবর পুঞ্জীভূত শক্তিশালী, সংকীর্ণ বায়ুস্রোত যেটি উল্লম্ব ও পার্শ্বস্থ বায়ুকে কাপিয়ে অতি দ্রুতগতিতে পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত হয় তাকে জেট বায়ু বলে।

(xiii) বাণিজ্যিকভাবে ফুলের চাষকে কি বলে?

উত্তরঃ ফ্লোরিকালচার

 

অথবা,

শুষ্ক কৃষি বলতে কি বোঝো?

উত্তরঃ যেসব অঞ্চলে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম, সাধারণত ৫০ সেমির নীচে এবং জলসেচের সুবিধা নেই, সেসব অঞ্চলে খরা সহ্যকারী শস্যের চাষকে শুষ্ক কৃষি বলে।

(xiv) একটি শিকর আলগা শিল্পের নাম লেখো?

উত্তরঃ কার্পাস বয়ন শিল্প

অথবা,

কোন লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রকে ভারতের রুঢ় বলে?

উত্তরঃ দুর্গাপুরকে

 

আরো পড়ুন :

H.S ABTA Test Paper 2022-2023 All subjects solution

Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution

মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান 

মাধ্যমিক জীবন বিজ্ঞান নোট 

Madhyamik Previous 5 Years Paper Solution 

Subscribe my YouTube channel : Science Duniye in Bangla

HS ABTA Test Paper 2023 Geography Page AC 78,HS ABTA Test Paper 2023 Geography Page AC 78,HS ABTA Test Paper 2023 Geography Page AC 78,HS ABTA Test Paper 2023 Geography Page AC 78,HS ABTA Test Paper 2023 Geography Page AC 78

HS ABTA Test Paper 2023 Geography Page AC 78,HS ABTA Test Paper 2023 Geography Page AC 78,HS ABTA Test Paper 2023 Geography Page AC 78,HS ABTA Test Paper 2023 Geography Page AC 78,HS ABTA Test Paper 2023 Geography Page AC 78

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Insert math as
Block
Inline
Additional settings
Formula color
Text color
#333333
Type math using LaTeX
Preview
\({}\)
Nothing to preview
Insert
error: Content is protected !!