Sun. Dec 22nd, 2024

HS ABTA Test Paper 2023 Philosophy Page AC 124

HS ABTA Test Paper 2023 Philosophy Page AC 124

1. নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো :

(i) অনুমান যখন ভাষায় প্রকাশিত হয় তখন তাকে বলে – যুক্তি

(ii) যুক্তির অংশ দুটি হলো – যুক্তিবাক্য

(iii) ‘Logos’ শব্দের অর্থ হলো- চিন্তা

(iv) একটি আদর্শ নিরপেক্ষ বচনের অংশ হলো – চারটি

(v) O বচনের যে পদটি ব্যাপ্য তা হলো – বিধেয় পদ

(vi) A বচন সত্য হলে I বচন হবে – সত্য

(vii) I বচনের অনুবিষম বচনটি হলে – O বচন

(viii) নিরপেক্ষ ন্যায়ে বৈধ মূর্তির সংখ্যা হলো – 19টি

(ix) BRAMANATIP মূর্তিটি বৈধ হয় – চতুর্থ সংস্থানে

(x) প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের প্রধান আশ্রয় বাক্যটি হলো – প্রাকল্পিক বচন

(xi) যদি P তবে q, P/:q এই যুক্তির আকারটি হলো – M. P

(xii) বুলীয় ভাষ্যের প্রবর্তক হলেন – জর্জ বুল

(xiii) শূণ্য শ্রেণির বুলীয় ভাষ্যটি হলো – SEO

(xiv) দুটি বচনগ্রাহক সম্বলিত সত্যসারণীর সারির সংখ্যা হলো – চারটি

(xv) PVq মিথ্যা হলে P=q এর সত্যমূল্য হবে – সত্য

(xvi) সংযৌগিক রচনের অংশগুলিকে বলা হয় – সংযোগী

(xvii) আরোহ অনুমানের সিদ্ধান্তটি হবে – সম্ভাব্য

(xviii) আরোহ অনুমানের সমস্যাটি হলো- সামান্যীকরণ

(xix) অপূর্ণ গণনামূলক আরোহ অনুমান বলা হয় – অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে

(xx) কারণের অপরিহার্য অংশকে বলা হয় – শর্ত

(xxi) পরিমাণের দিক থেকে কারণ হলো – কার্যের সমান

(xxii) বহুকারণবাদের সমর্থক হলেন- বেইন

(xxiii) মিলের প্রথম অপসারণ সূত্রের ভিত্তি হলো – কারণের নঞর্থক শর্ত

(xxiv) ‘বাতিরেকী পদ্ধতি হলো প্রমাণ পদ্ধতির মধ্যে শ্রেষ্ঠ পদ্ধতি’- উক্তিটি করেছেন – তর্কবিদ মিল

 

আরো পড়ুন :

H.S ABTA Test Paper 2022-2023 All subjects solution

Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution

মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান 

মাধ্যমিক জীবন বিজ্ঞান নোট 

Madhyamik Previous 5 Years Paper Solution 

Subscribe my YouTube channel : Science Duniye in Bangla

HS ABTA Test Paper 2023 Philosophy Page AC 124,HS ABTA Test Paper 2023 Philosophy Page AC 124,HS ABTA Test Paper 2023 Philosophy Page AC 124

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Insert math as
Block
Inline
Additional settings
Formula color
Text color
#333333
Type math using LaTeX
Preview
\({}\)
Nothing to preview
Insert
error: Content is protected !!