Tue. Jan 21st, 2025

HS ABTA Test Paper 2023 Philosophy Page AC 144

HS ABTA Test Paper 2023 Philosophy Page AC 144

1. নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো :

(i) যে কোনো যুক্তিতে অংশ থাকে – দুটি

অথবা,

যে যুক্তিতে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিঃসৃত হয় তাকে বলে – অবরোহ যুক্তি

(ii) কেবল বৈধ বা অবৈধ হতে পারে – যুক্তি

(iii) অবরোহ যুক্তিতে আশ্রয় বাক্য সত্য হলে সিদ্ধান্ত অবশ্যই হবে – সত্য

(iv) প্রাকল্পিক রচনের অংশগুলি হলো- পূর্বগ-অনুগ

(v) ‘অক্সিজেনের উপস্থিতি দহনের কারণ’ – বাক্যটিতে কারণ কথাটি যে অর্থে ব্যবহৃত হয়েছে তা হলো – আবশ্যিক শর্ত

(vi) নিষেধক বচন মিথ্যা হলে মূল বচনটির সত্যমূল্য হবে – সত্য

(vii) IM. Copi-এর মতে যথার্থ বিরোধীতা হলো- বিরুদ্ধ বিরোধীতা

(viii) অপসারণ সূত্রের ভিত্তি হলো – পরীক্ষণ, পর্যবেক্ষণ প্রকৃতির, একরূপতা নীতি (কোনোটিই নয়)

অথবা,

দ্বৈত অন্বয়ী পদ্ধতি হলো – অন্বয়ী ব্যতিরেকী পদ্ধতি

(ix) কেবলমাত্র উদ্দেশ্য পদ ব্যাপ্য হয় ___ বচনে – A বচনে

(x) ‘ভূত নেই’ – বচনটির ভেনচিত্রটি হলো –

(xi) নিরপেক্ষ ন্যায় হলো – অবরোহ অনুমান

(xii) আরোহ অনুমানের লাফকে অন্ধকারে ঝাঁপ দেওয়া হলেছেন – মিল
(xiii) ‘P>q’ এটি হলো – বৈকল্পিক বচন
(xiv) অধীন বিপরীত বিরোধানুমানে সম্বন্ধযুক্ত একটি বচন সত্য হলে অন্যটি হলো – অনিশ্চিত
অথবা,
একই উদ্দেশ্য ও বিধেয়যুক্ত এবং বচন বিরোধী বচন হলো পরস্পরের – বিপরীত বিরোধী বচন
(xv) কারণের হ্রাসবৃদ্ধি ঘটিয়ে যে পদ্ধতি, দুটি ঘটনার মধ্যে কার্যকারণ সম্বন্ধ আবিষ্কার করতে পারে তা হলো – সহপরিবর্তন
(xvi) বৈধ বৈকল্পিক যুক্তিটি হলো – M.T.P
(xvii) সাধারণত বচন হলো – ঘোষক বাক্য
অথবা,
‘সব বচনই বাক্য’ – উক্তিটি – সত্য
(xviii) ‘ক’ হলো ‘খ’ -এর পর্যাপ্ত শর্ত – এ কথার অর্থ হলো – যদি ক ঘটে তবে খ ঘটে
(xix) কোনো কোনো অ-S নয় অ-P এর বুলীয় লিপিটি হলো – \bar{s}p\neq 0

(xx) সাদৃশ্য অনুমানের অপর নাম হলো – উপমাযুক্তি

(xxi) নিরপেক্ষ ন্যায়ের বৈধ মূর্তির সংখ্যা – ঊনিশটি

অথবা,

‘AAA’ -মূর্তিটি – কেবলমাত্র প্রথম সংস্থানেই বৈধ

(xxii) এক কারণবাদের সমর্থক হলেন – আই এম কোপি

(xxiii) একটি দ্বি-প্রাকল্পিক বচনের দুটি অঙ্গবচনই মিথ্যা হলে বচনটি হবে – সত্য

(xxiv) আরোহ অনুমানের সিদ্ধান্তটি হলো- সামান্য সংশ্লেষক বচন

আরো পড়ুন :

H.S ABTA Test Paper 2022-2023 All subjects solution

Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution

মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান 

মাধ্যমিক জীবন বিজ্ঞান নোট 

Madhyamik Previous 5 Years Paper Solution 

Subscribe my YouTube channel : Science Duniye in Bangla

HS ABTA Test Paper 2023 Philosophy Page AC 144,HS ABTA Test Paper 2023 Philosophy Page AC 144,HS ABTA Test Paper 2023 Philosophy Page AC 144

2 thoughts on “HS ABTA Test Paper 2023 Philosophy Page AC 144”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Insert math as
Block
Inline
Additional settings
Formula color
Text color
#333333
Type math using LaTeX
Preview
\({}\)
Nothing to preview
Insert
error: Content is protected !!